Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৫

তথ্যবিবরণী 22/03/2015

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৮২৬
 
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য ও শিল্পবিষয়ক ভাইসমিনিস্টারের সাক্ষাৎ
কৃষি যন্ত্রপাতি তৈরিখাতে বিনিয়োগ করবে ভিয়েতনাম
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভিয়েতনাম বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরিখাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগের প্রস্তাব দেয়া হলে ভিয়েতনাম তা গ্রহণ করে। ভিয়েতনামের বাজারে বাংলাদেশের তৈরি ঔষধ বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে ঔষধ আমদানি ভিয়েতনাম আরো বাড়াবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিকমানের ঔষধ তৈরি করছে। পৃথিবীর প্রায় ৯০টি দেশে বাংলাদেশের তৈরি ঔষধ রপ্তানি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ঔষধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এ মুহূর্তে ভিয়েতনামের সাথে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে। সেখানে ঔষধসহ অন্যান্য পণ্য রপ্তানি বৃদ্ধি পেলে আর বাণিজ্যঘাটতি থাকবে না।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সফররত ভিয়েতনামের বাণিজ্য ও শিল্পবিষয়ক ভাইসমিনিস্টার হোয়াং কিয়োক ভূয়োং (ঐড়ধহম ছঁড়প ঠঁড়হম ) - এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, ভিয়েতনাম বাংলাদেশের পুরাতন বন্ধু। যুদ্ধের সময় ভিয়েতনামকে বাংলাদেশ সমর্থন দিয়েছিল। বিশ্ববাণিজ্য সংস্থায় বিভিন্ন বিষয়ে ভিয়েতনাম বাংলাদেশকে সমর্থন করে। দু’দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যঘাটতি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
    উল্লেখ্য, গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভিয়েতনামে রপ্তানি করেছে ৫৫ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, একই সময়ে আমদানি করেছে ৫৮২ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এ সময়ে বাংলাদেশের বাণিজ্যঘাটতি হয়েছে ৫২৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
    মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশন ঘোষিত সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপিসহ সকলেই অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করি। আন্দোলনের নামে চলমান সন্ত্রাস ও নাশকতা দেশের মানুষ পছন্দ করছে না। ঘোষিত অবরোধ ও হরতালের কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখান করেছে। বিছিন্ন দু’একটি ঘটনা ছাড়া দেশের পরিস্থিতি স্বাভাবিক। পৃথিবীর কোথাও অপরাধীদের সাথে কেউ আপোশ করে না। নির্বাচনের সাথে অপরাধের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে, সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করে চলমান সন্ত্রাস ও নাশকতা বন্ধ করে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসবে বলে আশা করি।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মোঃ শওকত আলী ওয়ারেছী এসময় উপস্থিত ছিলেন।

#
বকসী/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৮২৫
 
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
    দশম জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো: মোজাম্মেল হোসেন, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম এবং ফজিলাতুন নেসা বৈঠকে অংশগ্রহণ করেন।
    মহিলা ও শিশুর কল্যাণমুখী এবং সংবেদনশীল বাজেটপ্রণয়নে গৃহীত ব্যবস্থা ও মন্ত্রণালয় এবং অধিদপ্তরের অধীন লেডিস ক্লাবসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাগেরহাট এর উন্নয়ন ও চলমান প্রশিক্ষণ কোর্সসংক্রান্ত আলোচনা হয়।
    কমিটি দশম জাতীয় সংসদের মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও এ কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
    বাগেরহাট মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উন্নয়ন ও চলমান প্রশিক্ষণ কার্যক্রম গতিশীল রাখার জন্য প্রশিক্ষণকেন্দ্রের অভ্যন্তরে গভীর নলকূপস্থাপন ও রাস্তাসংস্কারের সুপারিশ করে।
    বৈঠকে প্রশিক্ষণ কার্যক্রম আধুনিক ও যুগোপযোগী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় কম্পিউটার ও সরঞ্জামাদি সরবরাহের সুপারিশ করা হয় এবং জয়িতার কার্যক্রম শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামীণপর্যায়ে বিস্তৃত করার সুপারিশ করা হয়।
    মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/ফায়জুল/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮২৪

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :  
দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৭ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি’র সভাপতি টিপু মুন্শি’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মোঃ মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
    বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান নাশকতা ও সন্ত্রাসদমনে আইনি জরুরি ব্যবস্থাগ্রহণসম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পঞ্চাশ হাজার পুলিশ সদস্য নিয়োগ সংক্রান্তে পুলিশের জনবল মঞ্জুরিপ্রাপ্তিসাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পুরুষ পদে ৮ হাজার ৫শ’ জন এবং নারীপদে ১ হাজার ৫শ’ জনসহ সর্বমোট ১০ হাজার জন কনস্টেবল এর নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও প্রায় ৬শ’ জন পুলিশ সার্জেন্ট (পুরুষ ও নারী) পদে নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহাসড়কে চলাচলরত গাড়ীতে ভিআইপি হর্ন, ফ্ল্যাগস্ট্যান্ড ও জাতীয় সংসদের মনোগ্রামসংবলিত স্টিকার ব্যবহারনিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জোনাল সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে রেঞ্জের সকল থানা ও ফাঁড়ির ওসিদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে আরো জানানো হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর তৎপরতায় সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। কমিটি দেশে বিশৃঙ্খলা ও নাশকতার সময় আটককৃতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারকার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
শিবলী/ফায়জুল/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/১৮২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৮২৩
 
ফিরে দেখা
অগ্নিঝরা ২৩ মার্চ, ১৯৭১
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
    ২৩ মার্চ, ১৯৭১ এর এইদিনে পাকিস্তান রাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়। এদিন পূর্ববাংলার কোথাও পাকিস্তানের পতাকা উড়েনি। স্বাধীনবাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে পাকিস্তান রাষ্ট্রের কবর ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উত্থান অনিবার্য করে তোলে।
    ১৯৪০ সালের ২৩ মার্চের লাহোর প্রস্তাবের স্মরণে পাকিস্তানের জাতীয় দিবস ‘পাকিস্তান প্রজাতন্ত্র দিবস’ প্রত্যাখ্যান করে ১৯৭১ সালের ২৩ মার্চ স্বাধীন কেন্দ্রীয় বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ পূর্ববাংলায় জাতীয়ভাবে ‘প্রতিরোধ দিবস’ পালন করে। স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদ ও ছাত্রলীগের তত্ত্বাবধানে সশস্ত্র মুক্তিযুদ্ধের লক্ষ্যে গঠিত ‘জয় বাংলা বাহিনী’ এদিন পল্টন ময়দানে লক্ষ জনতার উপস্থিতিতে পূর্ণ সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। হাসানুল হক ইনু  পিস্তল দিয়ে ফায়ার করে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং কামরুল আনাম খান খসরু রাইফেল উঁচিয়ে গান স্যালুট প্রদান করেন। ‘জয় বাংলা বাহিনী’র নারী ও পুরুষ কন্টিনজেন্টের সদস্যরা রাইফেল নিয়ে মার্চপাস্ট করে পতাকার প্রতি সামরিক কায়দায় অভিবাদন জানান। স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের চারনেতা আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। এ সময় মাইকে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ বেজে ওঠে।
    এরপর ‘জয় বাংলা বাহিনী’ রাজপথে সামরিক কায়দায় মার্চপাস্ট করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যায়। সেখানে বঙ্গবন্ধুর হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দেয়া হয়। বঙ্গবন্ধু পতাকাটি নিজ বাসভবনে উত্তোলন করেন। এদিন কুর্মিটোলা ক্যান্টনমেন্ট, প্রেসিডেন্ট হাউস, মার্কিন কনস্যুলেট ছাড়া ঢাকায় হাইকোর্ট, সচিবালয়, বিচারপতিদের বাসভবন, বিদেশি কূটনৈতিক মিশনসহ সরকারি-বেসরকারি সকল ভবন ও স্থাপনার শীর্ষে স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদ ও ছাত্রলীগের পক্ষ থেকে তৈরি ও বিতরণ করা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। একইভাবে স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদ ও ছাত্রলীগের পক্ষ থেকে পূর্ববাংলার সকল জেলা, মহকুমা, থানায় সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বানে এদিন ঢাকা টেলিভিশনের  কর্মকর্তা-কর্মচারীরা টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয় যাতে করে টেলিভিশনে পাকিস্তানের পতাকা প্রদর্শন করতে না হয়। রেডিওতে বার বার জাতীয় সঙ্গীত ‘আমার সোনারবাংলা’ বাজানো হয়। এ দিন সকল বাংলা দৈনিকে স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম প্রদত্ত স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা ছাপানো হয়, যা দেখে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পতাকা তৈরি ও উত্তোলন করে।
#

আকরাম/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৮২২
 
রেলপথমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
    দশম জাতীয় সংসদের রেলপথমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান এবং ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে রেলওয়ের জমি ও পুকুর লিজ প্রদানের পদ্ধতি, জমির পরিমাণ এবং লিজ বাবদ আয় উল্লেখপূর্বক প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা হয়।    
    রেলের টিকিট বিক্রয়ের ক্ষেত্রে কোটাব্যবস্থা পরীক্ষানিরীক্ষা করে কোটাব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। কমিটি রেলের লেভেল ক্রসিংসমূহ আধুনিকায়ন ও বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রাধিকার ও গুরুত্ব বিবেচনা করে ডিপিপি প্রণয়নের সুপারিশ করে।
    রেলওয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয় এবং সৈয়দপুর রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অবৈধস্থাপনা উচ্ছেদের সুপারিশ করে কমিটি।
    রেলের যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেল চলাকালীন অবস্থায় রেলের ভিতরে যাত্রীদের অপ্রয়োজনে চলাফেরা বন্ধ করতে সুপারিশ করে কমিটি।
     রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৮২১
 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
    দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আঃ মজিদ মন্ডল, ডাঃ মোঃ এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।
    বৈঠকে সোনালী আঁশ পাটশিল্পকে লোকসানের হাত থেকে বাঁচিয়ে লাভের মুখ দেখানোর জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
    প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করে মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করার জন্য যে সমস্ত সিদ্ধান্ত প্রদান করেছেন সে বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থার উপর বৈঠকে আলোচনা করা হয় এবং বিজেএমসি এর বর্তমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। বিজেএমসিকে নিজের পায়ে দাঁড়ানোর পথে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সনাক্ত করে প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করার সুপারিশ প্রদান করা হয়।
    বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মামলাসমূহের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং উপযুক্ত আইনজীবী নিয়োগ করে মামলাগুলোতে জয়ের সব ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়।
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিজেএমসি-এর চেয়ারম্যান, বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মিজানুর/ফায়জুল/জসীম/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৮১৯
 
মেট্রোরেলের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে
                                   - ওবায়দুল কাদের

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :  
   
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, উত্তরা হতে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কি. মি. দীর্ঘ মেট্রোরেলের প্রাথমিক নকশার কাজ শেষ হয়েছে। বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। মেট্রোরেলের উত্তরা থেকে ফার্মগেট অংশের কাজ ২০১৯ সালে এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ ২০২০ সালে শেষ হবে।
    মন্ত্রী আজ নগরভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা শেষে গণমাধ্যমকর্মীদের একথা জানান।     বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সংসদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভিসহ ডিটিসিএ পরিচালনা বোর্ডের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, ৮টি প্যাকেজে ভাগ করে মেট্রোরেল প্রকল্পের দরপত্র আহ্বান করা হচ্ছে। ইতোমধ্যে দুটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট প্যাকেজগুলোর দরপত্র আহ্বানের কাজ শেষ হবে।
    বোর্ড সভায় জানানো হয়, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলাসমূহের পরিবহণ ব্যবস্থার সমন্বয়ে গৃহীত দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা (এসটিপি) হালনাগাদকরণের কাজও এগিয়ে চলেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন প্রবেশপথসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক মোহনাগুলো যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভাকে দায়িত্ব দেয়া হয়।
    এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ডিটিসিএ'র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবহণ মালিক সমিতি, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   
#
নাছের/মোহাম্মদ আলী/অনসূয়া/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৮১৭

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন

লন্ডন, ৮ চৈত্র (২২ মার্চ) :

    স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন শনিবার (২১ মার্চ) শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।  
প্রতিযোগিতায় বয়সসীমার ভিত্তিতে শিশু-কিশোরদের দুটি গ্রুপে ভাগ করা হয়। এতে ২০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত শিশু-কিশোরদের অভিভাবকদের উদ্দেশ্যে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আবদুল হান্নান। এরপর শিশু-কিশোরদের উদ্দেশ্যে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত আরও একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।      
#
সায়েম/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১২৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৮১৬
 
প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়া এখন হাতের মুঠোয়
                                                          -ভূমিমন্ত্রী

ঈশ্বরদী, ৮ চৈত্র (২২ মার্চ) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি. বলেছেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক শিক্ষা গ্রহণে মেয়েরা অনেক দূর এগিয়ে এসেছে। মেয়েরা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় এখন নিয়োজিত। পাশের হার শতভাগ রাখার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়া এখন আমাদের হাতের মুঠোয়।
আজ ঈশ্বরদীর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার নারী অধিকার, নারী শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। নারীরা সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল পেশায় সফলতা দেখাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে।
ভূমিমন্ত্রী পাঁচ বছরের ঊর্ধ্বে সকল শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার জন্য পরিবারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়িয়েছে এ সরকার। তিনি বলেন, যার যার পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর সন্তানদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে। নিজের আত্মীয়স্বজনদেরকে সচেতন করলেই সমাজের সচেতনতা বৃদ্ধি পাবে। মন্ত্রী বাল্যবিবাহ রোধ ও পাঁচ বছরের অধিক সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিশ্চিতসহ ঝরে পড়া ছাত্রছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু  প্রমুখ উপস্থিত ছিলেন।  
#
রেজুয়ান/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা  

 

 

Todays handout (5).doc