তথ্যবিবরণী নম্বর : ২০৭৬
কারিগরি প্রশিক্ষণ মানসম্মত ও যুগোপযোগী হতে হবে
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, দেশের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কারিগরি প্রশিক্ষণ হতে হবে মানসম্পন্ন এবং যুগোপযোগী।
তিনি আজ ঢাকায় তেজগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল-এনএসডিসি এর সম্মেলন কক্ষে এনএসডিসি'র উদ্যোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক প্রাতিষ্ঠানিক শুমারি'২০১৫ ফলাফল অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ে এ ধরনের শুমারি একটি মাইলফলক। পরবর্তীতে দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণে এ শুমারি সহায়ক ভুমিকা পালন করবে। দেশে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এ ধরনের শুমারি এটিই প্রথম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণকে গুরুত্ব দিয়েছে। এজন্য সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ করার উদ্যোগ গ্রহণ করেছে।
কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে ১৩ হাজার ১৬৩টি এবং এ সকল প্রতিষ্ঠান থেকে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৩০৩ জন।
কর্মশালায় এনএসডিসি'র প্রধান নির্বাহী এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব মিকাইল শিপার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো, আলমগীর অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, ইসি-এনএসডিসি'র কো-চেয়ার সালাহ উদ্দিন কাশেম খানসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীগণ বক্তৃতা করেন।
#
আকতার/মাহমুদ/আলী/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৫
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, টিপু সুলতান, মোঃ ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
৩৫তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং জাতীয় পরিবেশ নীতি‘২০১৭, কার্যকরণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
সামাজিক বনায়নের মাধ্যমে যাদেরকে সরকারি জমি প্রদান করা হয়েছে সেগুলো প্রতি বছর নবায়ন ও একটি নির্ধারিত হারে টাকা প্রদান এবং এসব জমিতে কোনোভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ না করতে পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
জাতীয় পরিবেশ নীতি‘২০১৭, কার্যকরণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের বিষয়ে কমিটির সদস্যদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে সুপারিশ প্রদানের পরামর্শ প্রদান করা হয়।
পাহাড়ধসের কারণ এবং ভবিষ্যতে পাহাড়ধস ও জানমালের ক্ষতি প্রতিরোধে সম্ভাব্য করণীয় বিষয়ে সুপারিশমালা বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে স্থানীয় সরকার ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো এবং বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বৈঠক আহ্বান করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৪
তথ্যবিবরণী নম্বর : ২০৭২
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল এবং ভারতের
অরবিন্দ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে কেন্দ্র করে দেশের সকল জেলার জন্য ‘ভিশন সেন্টার’ গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় এই ‘ভিশন সেন্টার’ শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় মানুষের অন্ধত্ব দূরীকরণে মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল আই কেয়ার এর সাথে ভারতের অরবিন্দ ইনস্টিটিউটের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ‘ভিশন সেন্টার’কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ২১ জেলার ১২০ উপজেলায় আই ক্যাম্প ও প্রশিক্ষণের আয়োজন করে জনগণের জন্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
দেশে অন্ধত্ব নিবারণসহ চোখের চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটকে সহযোগিতা করবে ভারতের তামিল নাডু রাজ্যের আন্তর্জাতিকমানের বিশে^র সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল লায়ন্স অরবিন্দ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। আজ দুটি স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে এই সহযোগিতার পথ প্রশস্ত হলো।
অরবিন্দ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অরবিন্দ আই কেয়ার সিস্টেমের নির্বাহী পরিচালক তুলশী রাজ রাভিলা (ঞযঁষধংরৎধল জধারষষধ) এবং বাংলাদেশের ন্যাশনাল আই কেয়ারের পক্ষে লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. সাইফুদ্দীন আহম্মদ।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, স্বাস্থ্য অর্থ ইউনিটের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অরবিন্দ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭১
২০১৮ সালের সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পৃথিবীর সর্ববৃহৎ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র সর্ববৃহৎ এই বার্ন ইনস্টিটিউটটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ দুপুরে চাঁনখারপুলে ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে ইনস্টিটিউটটি নির্মাণের কাজ সম্পন্ন করছে। আমাদের সৌভাগ্য যে দুনিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট আমাদের দেশে হচ্ছে এবং ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল এর উদ্বোধন হবে। তিনি আরো বলেন, আমাদের বিশ^াস প্রতিদিন লাখ লাখ অগ্নিদগ্ধরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ৫০০ শয্যার এই হাসপাতালটিতে এসে উন্নত সেবা নিতে পারবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ সেনাবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
এর আগে ২০১৫ সালের ২৪ নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৬’র এপ্রিলের ৬ তারিখ চানখাঁরপুলে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ মাস আগেই কাজ শেষ হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
দুই তলা বেইজমেন্টসহ মোট ১২ তলা ভবন হবে তিনটি ব্লকে। একটি ব্লকে বার্ন, একটিতে প্লাস্টিক ও অন্যটিতে একাডেমিক ভবন হবে।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭০
ঢাকায় উদ্বোধন, কলকাতায় সমাপ্ত
শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা ২৪ ডিসেম্বর শুরু
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা ২৪ থেকে ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দু’টি ভাগে এ আয়োজনের শেষাংশ ২৯ থেকে ৩১ ডিসেম্বর ভারতের কলকাতায় অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।
আজ রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার তারিখসহ বিস্তারিত ঘোষণা করেন।
১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেখ কামাল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী চিত্র থেকেই এ আন্তর্জাতিক প্রতিযোগিতার লোগো নির্বাচিত হবে বলে সম্মেলনে জানান তিনি। আর খেলাগুলো হবে রাজধানীর বঙ্গবন্ধু ক্রীড়া চত্বরের মোহাম্মদ আলী কিক-বক্সিং স্টেডিয়াম, শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে।
বিদেশ থেকে অংশগ্রহণকারীদের দলপ্রধান ও কোচের যাতায়াত ভাড়া কনফেডারেশন থেকে দেয়া হবে এবং কলকাতায় বাংলাদেশী খেলোয়াড়, সংগঠক, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের (পত্রিকা ও টিভি) যাতায়াত ভাড়া ও থাকা খাওয়ার যাবতীয় খরচ কনফেডারেশন বহন করবে বলে জানান মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান মনি।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৬৯
জনগণকে ঋণগ্রস্ত না রেখে তাদের সঞ্চয় বাড়ানো হবে
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা। এ লক্ষ্যে জনগণের সঞ্চয় বাড়ানোর বিষয়ে সরকার বদ্ধপরিকর। জনগণকে ঋণগ্রস্ত না রেখে তারা যাতে সঞ্চয় বাড়াতে পারে সে লক্ষ্যে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর পরিচালনা বোর্ডের ৪৭তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হক ও এনআইএলজি’র মহাপরিচালক তপন কুমার কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প ভেবে-চিন্তেই নিয়েছেন। এ প্রকল্প বাংলাদেশের দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত চলবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থাকবে। এর মূলধন বর্তমানে ৮ হাজার কোটি টাকা হলেও ভবিষ্যতে এ মূলধনের পরিমাণ ২০ হাজার কোটি টাকা হবে। বর্তমানে ৪০ হাজার সমিতি, আগামী বছর এর সংখ্যা ১ লাখে পৌঁছাবে। তিনি এনআইএলজি, বার্ড, আরডিএ-কে এই প্রকল্প নিয়ে গবেষণা করতে বলেন। গবেষণার মাধ্যমে এ প্রকল্পকে আরো জনবান্ধব করার উপায় খুঁজে বের করতে বলেন।
মন্ত্রী এনআইএলজি’র কার্যক্রম আরো গতিশীল করারও নির্দেশনা দেন। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রায় ৬০ হাজার নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে। যথাযথভাবে প্রশিক্ষিত করলে এ বিশাল সংখ্যক প্রতিনিধি প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। মন্ত্রী এসময় জুন ২০১৭ পর্যন্ত মোট ৩৪৩টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১ হাজার ৩৯৫ জনকে প্রশিক্ষণের প্রশংসা করে ভবিষ্যতে এর সংখ্যা কয়েক গুণে উন্নীত করার নির্দেশনা দেন।
#
জাকির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৬৮
নারী ক্ষমতায়নে তথ্য সচিবের ভিডিও কনফারেন্স
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ নারী ক্ষমতায়নের পদক্ষেপগুলো সচল রাখতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসারের সাথে ভিডিও কনফারেন্স করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ।
‘নারী নির্যাতন প্রতিরোধই যথেষ্ট নয়, পরিবার ও সমাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’, বলেন মরতুজা আহমদ। এসময় প্রশাসন, মহিলা বিষয়ক ও পুলিশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সমগ্র জেলায় এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়তে তথ্য অফিসারকে নির্দেশ দেন তিনি।
আজ রাজধানীর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে এ ডিজিটাল সম্মেলনে তথ্য সচিবের সাথে অতিরিক্ত সচিব রোকসানা মালেক, যুগ্মসচিব ইব্রাহিম খলিল, আয়োজক সংস্থা গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন ও জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদের সাথে দু’দপ্তরের কর্মকর্তাবৃন্দ যোগ দেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৬৭