তথ্যবিবরণী নম্বর : ৬৫১
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
এম এ গণি’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত প্রিয়ভাজন এম এ গণি মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি একজন দেশপ্রেমিক ও প্রগতিশীল ব্যক্তিত্বকে হারালো।
ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
তৌহিদুল/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৩৮
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গের শোক
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক জয়নুল হক সিকদারের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক; পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এছাড়া শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ; মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
#
নাছের/রোকসানা/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫০
গত ২৪ ঘন্টায় দেশব্যাপী ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জনের ভ্যাকসিন গ্রহণ
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা-সহ সারা দেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন ব্যক্তি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬৯১ জন এবং মহিলা ৪৬ হাজার ৭৬০ জন।
গত ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।
ভ্যাকসিন প্রদান শুরুর প্রথম দু'দিন অর্থাৎ গত ২৭ ও ২৮ জানুয়ারি মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ছিল ৫৬৭ জন।
উল্লেখ্য, সারা দেশব্যাপী এই ভ্যাকসিন সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রদান করছে।
#
মাইদুল/নাইচ/রফিকুল/সেলিম/২০২১/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৯
দেশের সকল শিক্ষককে অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা প্রদান করা হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পুনরায় খুলে দেয়ার জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত করা হয়েছে।
করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, দেশের সকল শিক্ষককে অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা প্রদান করা হবে।
মন্ত্রী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর'স এওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজসমূহ ছাড়াও অন্যান্য কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম এ মান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী বিভিন্ন বডির শীর্ষস্থানীয় সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তারা জুম অ্যাপে যুক্ত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করার কথাও ভাবছে সরকার।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড (স্বর্ণপদক) প্রবর্তন করেছে। এখন থেকে প্রতিবছরই এই এওয়ার্ড প্রদান অব্যাহত থাকবে বলে আশা করি। মুজিববর্ষ উপলক্ষে যে বই দু’টি নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সে বই দু’টি শুধু আত্মজীবনীমূলক বই নয়, একজন ভাল মানুষ হিসেবে তৈরি হতে হলে বইগুলো পড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধুর লেখা তিনটি বই আকর গ্রন্থ। এই বইগুলো আমাদের সবার পাঠ্য হওয়া উচিত।
চলমান/০২
--০২--
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, একটি কর্মদক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমরা শিক্ষাটাকে এগিয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানে মেধাকে মূল্যায়ন করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে বৈশ্বিক বাস্তবতায় সকলকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কায়িক শ্রমনির্ভর পেশায় যুক্ত হতে হবে। আমাদেরকে রি-স্কিল এবং আপ-স্কিল করতে হবে।
এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক (সম্মান) কোর্সে রয়েছেন ২৬ জন আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন। স্বর্ণপদকপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী। আর মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ জনকে নগদ অর্থ ও সনদ দেয়া হয়েছে।
ভাইস-চ্যান্সেলর'স এওয়ার্ডপ্রাপ্ত (স্বর্ণপদক) স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী হলেন- সাজেদুর রহমান (রাজশাহী কলেজ), জুঁই সেন (চট্টগ্রাম কলেজ), আবু তাকী (সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (সরকারি তোলারাম কলেজ), মোছা. মাহফুজা খাতুন (সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা (ঢাকা সিটি কলেজ), মোসা. হাবিবা খাতুন হাসি (রাজশাহী কলেজ), সাদিয়া রহমান (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হোসেন (সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (রাজশাহী কলেজ), মাহামুদা আক্তার (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (মাদারীপুর সরকারি কলেজ), সম্পা রানী (দিনাজপুর সরকারি কলেজ), মোছা. কুইনআরা (মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মোসা. মৌসুমী আক্তার (লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আক্তার (সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (নোয়াখালী সরকারি কলেজ)।
আর স্নাতক (পাস) কোর্সের ৪ জন হলেন- জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), মোছা. রক্সিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ), নাবিলা (শরীয়তপুরের এম. এ রেজা কলেজ)।
মুজিববর্ষের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আফরাসীম আহমেদ (নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ), দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোছা. সাদিয়া আফরিন (রাজশাহী কলেজ), যুগ্মভাবে তৃতীয় হয়েছেন শিলা আক্তার (সরকারি কুমুদিনী কলেজ) এবং এস এম দেলোয়ার হোসেন (চুয়াডাঙ্গা সরকারি কলেজ)।
#
খায়ের/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৮
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শিল্প-উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি সমাজসেবায় জয়নুল হক সিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বুধবার সংযুক্ত আরব আমিরাতে জয়নুল হক সিকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান তাঁর শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৭
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণি’র মৃত্যুতে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
বিবেকানন্দ/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৬
রাষ্ট্রপতির সাথে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বঙ্গভবন, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় দেশের হাইকমিশনারদ্বয় এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, মালদ্বীপ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। বাংলাদেশ ও মালদ্বীপ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করে। রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপে প্রায় ৮৫ হাজার বাংলাদেশি কর্মরত, তারা দু’দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে দক্ষ জনবল রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আরো দক্ষ জনবল মালদ্বীপে পাঠাতে প্রস্তুত। রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা, প্রকৌশল-সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশে অধ্যায়ন করছে। তিনি বলেন, বাংলাদেশে মালদ্বীপের আরো শিক্ষার্থীকে উচ্চশিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা স্মারকের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ঔষধ, তৈরি পোশাক, সিরামিকস, চামড়া ও চামড়াজাত, পাটজাত পণ্য-সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদন করে। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশ থেকে এসব পণ্য বিশেষ করে ঔষধ আমদানি করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সাক্ষাৎকালে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ-সহ সব ধরনের সহযোগিতার সম্পর্ক বাড়াতে আগ্রহী মালদ্বীপ। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগদান উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/রোকসানা/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২০/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৫
৬৩৭ নম্বর হ্যান্ডআউট বাতিল
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
এতদ্বারা ৬৩৭ নম্বর হ্যান্ডআউটটি বাতিল করা হলো।
#
রোকসানা/পাশা/সাহেলা/রফিকুল/রেজাউল/২০২০/২০৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৪
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব
-- ধর্ম প্রতিমন্ত্রী
জামালপুর, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থা এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আজ জামালপুরের ইসলামপুরে গুঠাইল হাই স্কুল ও কলেজ মাঠে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের হতদরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে টিউবওয়েল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, অস্বচ্ছল, দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন না করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। দরিদ্র, ঝুঁকিপূর্ণ, দূর্যোগপূর্ণ, নদী ভাঙা এলাকার অসহায় মানুষদের টিউবওয়েল ও কম্বল বিতরণ করায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এবং বি কে গ্লোবালাইজেশন কো. লি-কে ধন্যবাদ জানান। তিনি সরকারের পাশাপাশি অন্যান্য বেসরকারি সংস্থাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামপুর, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মোছা. রোজিনা ইসলাম চায়না, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ চৌধুরী, বি কে গ্লোবালাইজেশন কোম্পানি লি. এর পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সোহেল প্রমুখ বক্তৃতা করেন।
#
আনোয়ার/রোকসানা/পাশা/মাসুম/রফিকুল/রেজাউল/২০২১/২০২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৩
বঙ্গবন্ধুই এদেশে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের সূচনা করেন
চট্টগ্রাম বিভাগের পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আবহমান কাল থেকেই নারীরা শোষণ ও বৈষম্যের স্বীকার হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এদেশে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের সূচনা করেন। ১৯৬৯ সালে জাতির পিতার নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর তিনি নির্যাতিত নারীদের চিকিৎসা ও তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, মাত্র দুইশত টাকা নিয়ে ব্যবসা শুরু করা রাঙামাটি পার্বত্য জেলার জয়শ্রী ধর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কুমিল্লার মোছাঃ সুফিয়া আক্তার, সফল জননী ক্যাটেগরিতে চট্টগ্রামের মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা লক্ষীপুরের শিরিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলার তাসলিমা সুলতানা খানম।
প্রতিমন্ত্রী আরো বলেন, জয়িতাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীবান্ধব বিপণীকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দেশে আজ ক্ষুদ্র ব্যবসা ও অনলাইনভিত্তিক ই-কমার্সের জয়জয়কার। তার পেছনে রয়েছে জয়িতা কার্যক্রম ও ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান। তথ্যপ্রযুক্তি সুবিধার কারণে নারী উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু করতে পারছে। আজ দেশের শতকরা ৮০ ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান-সহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ।
#
আলমগীর/রোকসানা/সাহেলা/রফিকুল/সেলিম/২০২১/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪২
বাণিজ্যমন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক
দ্রুত পিটিএ সুবিধা গ্রহণে একমত প্রকাশ
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগকে কাজে লাগানোর জন্য উভয়দেশ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর করেছে। যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পিটিএ এর সুবিধা কাজে লাগাতে হবে।
মন্ত্রী আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল (Rinchen Kuentsyl)-এর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, বাংলাদেশ ভুটান থেকে নির্মাণ সামগ্রী আমদানি করে থাকে। ভুটানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, প্লাইউড, মিনারেল ওয়াটার, জুস, ঔষধ, শুকনা খাবারসহ অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি পরিবহণ চালু হলে উভয় দেশ বাণিজ্যিকভাবে উপকৃত হবে।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, স্বাক্ষরিত পিটিএ এর সুবিধা গ্রহণের জন্য ভুটান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি এ সময় বাণিজ্য সহজ ও দ্রুত করতে বাংলাদেশের বুড়িমারি, বাংলাবান্ধা, সোনাহাট এবং আখাউড়া স্থল বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি পণ্য আমদানি-রপ্তানিতে তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা ছাড়াই সরাসরি বাণিজ্য করার ওপর গুরুত্বারোপ করেন। ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, ভুটান বাংলাদেশের চাহিদা মোতাবেক পাথর সরবরাহ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে রাসায়নিক সার আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মোঃ হাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/রোকসানা/মাসুম/সাহেলা/রফিকুল/রেজাউল/২০২১/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪১
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১০ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ২৩৯ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।
#
হাবিবুর/রোকসানা/সাহেলা/রফিকুল/রেজাউল/২০২১/১৭২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪০
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা :
“বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।”
#
জাহাঙ্গীর/রোকসানা/পাশা/সাহেলা/রফিকুল/সেলিম/২০২১/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৩৯
রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানের আহ্বান বাংলাদেশের
বাণিজ্যমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বন্ধু রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। দক্ষিণ কোরিয়ার অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। তৈরি পোশাক, ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি নির্মাণ কাজেও দক্ষিণ কোরিয়া বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। উভয় দেশ উদ্যোগ নিলে এ সুযোগকে কাজে লাগানো সম্ভব। দক্ষিণ কোরিয়া উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে। বাংলাদেশও উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদান করলে রপ্তানি বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Lee Jang Keun-এর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদ