Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 03/09/2015

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৯৪

উপজেলা ডিজিটাল  মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫
উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :

    আগামী ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে গণভবনে ‘উপজেলা ডিজিটাল  মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

    অনুষ্ঠানটি বাংলাদেশ  বেতার, ঢাকা  কেন্দ্র  বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।

#

রাফিউল/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২১৪৫ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৯৩
জিএসপি ফিরে পেতে আর কোনো বাধা নেই
                            -- বাণিজ্যমন্ত্রী    
ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ১৬ শর্ত পূরণ করা হয়েছে। এখন জিএসপি ফিরে পেতে আর কোনো বাধা নেই। অল্পদিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের প্রতিনিধিদল বাংলাদেশের তৈরিপোশাক কারখানাগুলো পরিদর্শন করবেন। বাংলাদেশের তৈরিপোশাক কারখানার অভূতপূর্ব উন্নতিতে তারা সন্তুষ্ট হবেন এবং বাংলাদেশের ওপর থেকে জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহার হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র নির্বাহী পরিচালক Jim Moriarty এর নেতৃত্বে চার সদস্যের অ্যালায়েন্স প্রতিনিধিদলের সাথে  মতবিনিময়ের পর সাংবাদিকদের একথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরিপোশাকের সবচেয়ে বড় বাজার। জিএসপি স্থগিত হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ আশা করে, তৈরিপোশাক কারখানাগুলোর বিল্ডিং সেফটি, ইলেকট্রিক সেফটি, ফায়ার সেফটি এবং ওয়ার্কার্স সেফটির বর্তমান অবস্থা দেখলে জিএসপি স্থগিত রাখার কোনো কারণ থাকবে না। কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ  বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন তৈরিপোশাক কারখানা পরিদর্শন করেছেন। তাঁরা এ শিল্পের উন্নয়ন, সেফটি, শ্রমিকদের অধিকার এবং কর্মবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। 
    মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে অপরিকল্পিতভাবে তৈরিপোশাক শিল্প গড়ে উঠলেও বর্তমানে বাংলাদেশের তৈরিপোশাক শিল্প বিশ^মানের। অনাকাক্সিক্ষত রানা প্লাজা দুর্ঘটনার পর গত আড়াই বছরে বাংলাদেশে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। উন্নতবিশে^ তৈরিপোশাক কারখানার নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং কর্মবান্ধব পরিবেশের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বাংলাদেশ। 
    তোফায়েল আহমেদ বলেন, ইপিজেডে শ্রমিকদের শ্রম অধিকার নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের কল্যাণে সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যকর রয়েছে। সেখানকার শ্রমিকদের কোনো অভিযোগ নেই। বর্তমান সরকার শ্রমিকদের বেতন শতকরা ২১৯ ভাগ বৃদ্ধি করেছে। বেতন, নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে শ্রমিকরা সন্তুষ্ট।  
    অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তৈরিপোশাক কারখানার কাজের পরিবেশ, নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করেছে। বিশ^বাজারে বাংলাদেশের তৈরিপোশাকের বাজার সম্প্রসারিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। 
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডব্লিউটিও’র মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী ওয়ারেছি ও মনোজ কুমার রায় এসময় উপস্থিত ছিলেন। 
#
বকসী/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১২০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৯২

সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলে 
স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে                                                     
                                -- স¦াস্থ্যমন্ত্রী

রাজশাহী, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে । 

মন্ত্রী আজ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসক ও বিএমএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে একথা বলেন। 

সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

     মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসাসেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস পরিশ্রম করছে। নগর ও শহরকেন্দ্রিক হাসপাতালগুলোর পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। হাসপাতাল থেকে যাতে কোনো রোগী বিনাচিকিৎসায় ফেরত না যায় সেদিকে খেয়াল রেখে সরকার হাসপাতালগুলোতে ডাক্তারদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করেছে। 

মন্ত্রী হাসপাতালের পরিবেশ আরো পরিচ্ছন্ন রেখে চিকিৎসকদের  সর্বাধিক আন্তরিকতা ও সহানুভূতির সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। মতবিনিময়সভায় স্বাস্থ্যমন্ত্রী শিগ্গিরই  রাজশাহী মেডিকেল  কলেজকে বিশ^বিদ্যালয়ে রূপান্তরের আশ^াস দেন। 

#

নাফেয়ালা/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৯১

সুশিক্ষার মাধ্যমে সমৃদ্ধিশালী জাতি বিনির্মাণ সম্ভব 
                         -- এলজিআরডি প্রতিমন্ত্রী

গংগাচড়া, রংপুর, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুশিক্ষার মাধ্যমে সমৃদ্ধিশালী জাতি বিনির্মাণ সম্ভব। 
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় রাজবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রায় এক কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২টি শ্রেণিকক্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
    প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিৎ জনগণের কল্যাণের জন্য। তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্ব স্ব এলাকার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার মতো সৃজনশীল কর্মকা-ে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। 
    শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের প্রতি শিক্ষার গুণগতমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে জাতি সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ উপহার পেতে পারে। তিনি গংগাচড়া উপজেলার চলমান উন্নয়ন কর্মকা-ে এলাকাবাসীর সহায়তা কামনা করেন। 
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫, ফলদ ও বৃক্ষ মেলা, বিএম কলেজের নবীনবরণ ও প্রীতি সংবর্ধনাসহ কয়েকটি যাতায়াত অবকাঠামোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। 
#
আহসান/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা


 

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৯০

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল (ঔড়যধহ ঋৎরংবষষ) আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে  আলোচনা করেন। বিশেষ করে জ্বালানিখাতে মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের আধুনিকায়ন ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়।
    রাষ্ট্রদূত বাংলাদেশ ও সুইডেনের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে সুইডেন সহযোগিতা করতে আগ্রহী। জ্বালানিখাতে সুইডেন গুণগতমান নিশ্চিত করে দীর্ঘস্থায়ী বিভিন্ন কাজ করতে চায়।    
    প্রতিমন্ত্রী সুইডেনের রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও বণ্টন ব্যবস্থা আধুনিক করে ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আমাদের এখন প্রয়োজন দক্ষ জনসম্পদ। এজন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নে সহযোগিতা প্রয়োজন।   

#
আসলাম/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৮৯

শিক্ষিত হয়েও যারা দেশের ক্ষতি করে তাদেরকে রুখতে হবে 
                                                   -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
        
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশপ্রেম ছাড়া শিক্ষা মূল্যহীন এবং যারা শিক্ষিত হয়েও দেশের ক্ষতি করে তাদেরকে রুখতে হবে।

    মন্ত্রী আজ রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ’ এর পুরকৌশল বিভাগের বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বীকৃতি অর্জন উদ্যাপনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    তথ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের পর পৃথিবীতে এখন বাকিদের উত্থানপর্ব চলছে। দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশের অভিঘাত এবং জঙ্গি-আতঙ্কের বিরুদ্ধে বাংলাদেশকে এ উত্থানে এগিয়ে নিতে প্রকৌশলীসহ সকল শিক্ষিত মানুষের দেশপ্রেম বুকে নিয়ে কাজ করার বিকল্প নেই। 

    হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতের দুঃশাসনের জঞ্জালমুক্ত, গণতান্ত্রিক, পরিবেশবান্ধব, ডিজিটাল এবং বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা  হবে মুক্তমনের মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা।

    মন্ত্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বীকৃতি পাওয়ায় স্টামফোর্ড ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের সকলকে অভিনন্দন জানিয়ে নির্মাণ প্রকৌশলকে টেকসই, সবুজ ও ডিজিটাল রূপ দেবার দক্ষতা অর্জনের জন্য পুরকৌশলীদের প্রতি আহ্বান জানান। 

    স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক ডঃ এম এ হান্নান ফিরোজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফাতিনাজ ফিরোজ, এ কে এম এনামুল হক শামীম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এম ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৮৮


শিক্ষামন্ত্রীর সাথে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
    বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল (ঔড়যধহ ঋৎরংবষষ) আজ ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী সুইডিশ রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, সুইডেনসহ উন্নয়ন অংশীদারগণ বাংলাদেশের শিক্ষাখাতসহ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় মন্ত্রী রাষ্ট্রদূতের সাথে শিক্ষার উন্নয়নে সুইডেনসহ ইইউভুক্ত দেশসমূহের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
    সুইডিশ রাষ্ট্রদূত শিক্ষাখাতে বাংলাদেশের সাফল্য বিশেষকরে নারী শিক্ষার ব্যাপক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষাখাতে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তাঁর দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
    মন্ত্রণালয়ের যুগ্মসচিব আমিনুল ইসলাম খান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৩২ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৮৭

জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক লীগের জাতীয় শোক দিবস পালন

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক লীগ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহ্ফিল আজ জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 
          যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন (টুটুল), জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ও ঢাকা মহানগর (দঃ) এর সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মোল্লা আলোচনায় অংশগ্রহণ করেন।
#
শফিকুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                  নম্বর : ২৪৮৬ 

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্রসহ ভারতের ৫৫টি দুর্লভ চলচ্চিত্র 
সংগ্রহ করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :  

           ভারতের ৫৫টি দুর্লভ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সৌজন্য হিসেবে উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি তথ্যসচিব মরতুজা আহমদ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক 
ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ (এনএফএআই) পরির্দশনকালে এ চলচ্চিত্রসমূহ প্রদান করা হয়। 
           ভারত থেকে প্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ১৯১৩ সালে নির্মিত দাদা সাহেব ফালকে পরিচালিত উপমহাদেশের প্রথম নির্বাক পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’, ১৯৩১ সালে কলকাতায় নির্মিত নির্বাক চলচ্চিত্র ‘জামাই বাবু’, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত ‘নাইন মান্থস টু ফ্রিডম’। এছাড়াও রয়েছে ভারতীয় ফিল্ম ডিভিশন থেকে প্রাপ্ত মহাত্মা গান্ধীর ওপর নির্মিত এগারোটি প্রামাণ্যচিত্র, উপমহাদেশের প্রখ্যাত বাঙালি সেতারবাদক প-িত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, বংশীবাদক প-িত হরিপ্রসাদ চৌরাশিয়ার জীবনীভিত্তিক প্রামাণ্যচলচ্চিত্র এবং চলচ্চিত্রকার এস সুখদেব নির্মিত আরও দশটি প্রামাণ্যচলচ্চিত্র। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট (িি.িনভধ.মড়া.নফ) থেকে চলচ্চিত্রগুলো সম্পর্কে আরো তথ্য জানা যাবে। 
    বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে তথ্য সচিব ভারতীয় ফিল্ম আর্কাইভকে ১৯৩৫ সালে 
পি সি বড়ুয়া নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রের একটি ডিভিডি কপি প্রদান করেন। ১৭ আগস্ট সোমবার দু’দেশের কর্মকর্তাদের মধ্যে এ দুর্লভ চলচ্চিত্রগুলো বিনিময় হয়।
#

নিজামুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৮৫ 

হাইওয়েতে ভ্রাম্যমান উদ্ধার কার্যক্রম চালু করেছে ফায়ার সার্ভিস 

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) :  

    সাম্প্রতিক সময়ে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে এবং বহু মানুষ হতাহত হচ্ছে। যথাসময়ে সংবাদ পেলে এবং দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য পরিচালনা করতে পারলে হতাহতের সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই লক্ষ্য সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারাদেশে ৭৭টি হাইওয়ে পয়েন্টে ভ্রাম্যমান জধঢ়রফ জবংপঁব ঝয়ঁধফ কার্যক্রম চালু করেছে। ঈদুল ফিতরের প্রাক্কালে গত ১৪ জুলাই ২০১৫ তারিখ হতে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্দেশে হচ্ছে দুর্ঘটনা মোকাবিলায় অধিকতর দ্রুততার সাথে সাড়া দেওয়া, দুর্ঘটনায় আহত লোকদের উদ্ধার করে চিকিৎসা সেবার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ, দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধি।
    যে কোন অগ্নিকা- বা দুর্ঘটনার সংবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম বা ফায়ার স্টেশনে গ্রহণ করা হয় এবং সংবাদ প্রাপ্তির পর স্টেশন থেকে উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে প্রেরণ করা হয়। এ প্রক্রিয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দূরত্ব এবং ট্রাফিক জ্যামের কারণে অধিক সময় ব্যয় হয়। দুর্ঘটনার সংখ্যা ও ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাওয়ায় গতানুগতিক ধারায় তা মোকাবিলার কৌশল পরিবর্তন করে নতুন আঙ্গিকে একটি রেসকিউ ভেহিকেল এবং একটি অ্যাম্বুলেন্সসহ প্রশিক্ষিত কর্মী এবং উদ্ধার বাহিনী হাইওয়েতে ভ্রাম্যমান অবস্থায় দায়িত্ব পালন করছে। হাইওয়ের অতি দুর্ঘটনাপ্রবণ অংশগুলিতে তারা নিয়মিত টহল প্রদান করছে। স্থানীয় লোকজন, সাধারণ দোকানদার, ভলান্টিয়ার, হাইওয়ে পুলিশ সকলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষার মাধ্যমে তারা দুর্ঘটনা সংঘটনের সংবাদ তাৎক্ষণিকভাবে পাওয়ার জন্য কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। এ ছাড়া হাইওয়ে সংলগ্ন মার্কেট, দোকান-পাট, জনসমাগমস্থলে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যবস্থায় স্বল্পতম সময়ের মধ্যে সড়ক দুর্ঘটনার সংবাদ অবহিত হয়ে ত্বরিৎ দুর্ঘটনাস্থলে গমন এবং উদ্ধার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে।
    জধঢ়রফ জবংপঁব ঝয়ঁধফ এ পর্যন্ত ১৩টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যে অংশ নিয়ে মোট ৩৫ জনকে জীবিত এবং ১০ জনকে মৃত উদ্ধার করতে সক্ষম হয়েছে।  ভ্রাম্যমান জধঢ়রফ জবংপঁব ঝয়ঁধফ (জজঝ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অপারেশনাল কার্যক্রমে একটি নতুন মাত্রা যোগ করেছে।
    দুর্ঘটনা মোকাবিলায়, জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভ্রাম্যমান জধঢ়রফ জবংপঁব ঝয়ঁধফ (জজঝ) কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে  ০২-৯৫৫৫৫৫৫, ০১৭৩০৩৩৬৬৯৯ (ফায়ার কন্ট্রোল রুম, ঢাকা) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 
#
আনিস/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা 

        
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৮৪


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) : 

    জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠক আজ কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আমান উল্লাহ, মোরশেদ আলম ও আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত ছিলেন।
    বৈঠকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল, ২০১৫ এর ওপর আলোচনা হয়। বিলটি পরীক্ষানিরীক্ষা শেষে প্রয়োজনীয় সংশোধনীসাপেক্ষে সংসদে পাশ করার সুপারিশ করা হয়।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মিজানুর/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৩ 


শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাটা সু কোম্পানির লভ্যাংশ প্রদান 

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) : 


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে বাটা সু কোম্পানি। বাটা সু কোম্পানির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক চিটপেন কানহাসিরি প্রায় ৫৪ লাখ টাকার চেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে আজ সচিবালয়ের অফিসকক্ষে হস্তান্তর করেন। 
মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান, এবং কোম্পানির পক্ষে মানব সম্পদ বিভাগের প্রধান সুব্রুত দত্ত ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ম্যানেজার ইফতেখার হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নিট লভ্যাংশের শতকরা ৫ ভাগ এর শতকরা ১০ ভাগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়। 
#

আরিফুজ্জামান/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮২

তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে
                                                                    - স্পিকার

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) : 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের সুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত  রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। 
তিনি আজ মানিক মিয়া এভিনিউ-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসরকারি সংস্থা বেসিস ও গ্রামীন ফোনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে স্ট্রিট পেইন্ট অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
স্পিকার বলেন, আজকের এ উদ্যোগ একটি অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ । ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের সাথে যুক্ত হতে হবে। কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলে মিলে এক সাথে কাজ করতে হবে।  
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জোনায়েদ আহ্মেদ পলক, সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি শামীম আহমেদ এবং গ্রামীন ফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির ওসমান বক্তৃতা করেন। 
#
নুরুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা 

Todays handout (6).doc