Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১৩ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৮৭৬

উজবেকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধিতে রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

তাসখন্দ, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর):

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতার নিরীখে এবং একই সাথে উজবেকিস্তানের সরকার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের আগ্রহ, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা ও পদক্ষেপ বিবেচনায় এ খাতে যে অপার সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে তা পরিপূর্ণ ও যথাযথভাবে কার্যকরী ও ফলপ্রসূ করতে দু’দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রদূত আজ তাসখন্দে উজবেকিস্তান চেম্বার অভ্‌ কমার্স এবং উজবেকিস্তান টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘গ্লোবাল টেক্সটাইল ডায়লগ’ শীর্ষক কনফারেন্সে একথা বলেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বস্ত্র শিল্পের সাথে জড়িত বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উজবেকিস্তান টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মিরমুখসিন সুলতানোভ ও উজবেকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ওরেলিয়া বোশেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর বক্তব্যে বস্ত্র ও তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রযাত্রা, অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এ ব্যাপারে দু'দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র হিসেবে তিনি ব্যবসা, বিনিয়োগ, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সৃষ্টিশীলতা ও টেকনোলজি বিনিয়োগের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বস্ত্র ও তৈরি পোশাক খাতের সহযোগিতাকে অর্থবহ ও গতিশীল করতে তিনি যোগাযোগ, সরবরাহ, ব্যাংকিং ও লিগ্যাল প্রক্রিয়াসমূহকে আরো সহজ ও সাবলীল করার প্রয়োজনীয়তার উপর তিনি বিশেষ জোর প্রদান করেন।

#

মনির/আকরাম/মোশারফ/শামীম/২০২৪/২২৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৮৭৫

 

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

 

রিয়াদ, ১৩ সেপ্টেম্বর:

 

আজ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ । এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। দূতাবাসের অডিটরিয়ামে  ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন। তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন,-সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ই-পাসপোর্ট সেবা দানের জন্য ইতিমধ্যে দূতাবাসে ২০ টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কন্সুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ই-পাসপোর্টের পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ই-পাসপোর্ট সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আরো জানান, সরকার প্রবাসীদের জন্য সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধপথে বেশি বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প” এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথম বারের মতো ইলেট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়। উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে আজ থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে অনলাইনে সিরিয়াল নিতে পারবেন। ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা আগামীকাল জেদ্দা গমন করে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলেও এই পরিষেবাটি চালু করবেন।

সৌদি আরবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মোঃ জামিরুল ইসলাম।

                                                #

 

আসাদ/আকরাম/মোশারফ/আব্বাস/২০২৪/২২৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৮৭৪  

 

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জন গ্রেফতার

 

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর):

 

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আটটি রিভলভার, ৪১টি পিস্তল, ১১টি রাইফেল, ১৭টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১০টি এলজি, ২২টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, একটি টিয়ার গ্যাস লঞ্চার, তিনটি এসএমজি এবং তিনটি এসবিবিএল।           

 

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

 

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

 

পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

                                               #

 

ফয়সল/আকরাম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৪/২০১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৭৩

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৯৩ জন।

#

 

দাউদ/আকরাম/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা

2024-09-13-17-11-cb3a840373bb111e0e0bd91f9da6ecae.docx