Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ২০ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১০৯৭

অন্যের জন্য অপেক্ষা না করে নিজেকে উদ্যোগী হতে হবে
                             ---মন্ত্রিপরিষদ সচিব
 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):
    মন্ত্রিপরিষদ  সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, অন্যের চাহিদা বা বলার জন্য অপেক্ষা না করে নিজেকে উদ্যোগী  হতে হবে। নতুন নতুন উদ্ভাবনী ধারণা সেবা দাতা এবং সেবা গ্রহীতা উভয় দিক থেকেই আসতে হবে । মাঠ পর্যায়ে সকল দপ্তরকে উদ্ভাবনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে হবে।  

    তিনি আজ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত দিনব্যাপী 'ইনোভেশন শোকেসিং ২০১৭' এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ‘ইনোভেশন শোকেসিং’ এ দেশের আটটি বিভাগ, দুটি জেলা চাঁদপুর ও জামালপুর এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ মোট ১৩টি স্টল প্রদর্শনীতে স্থান পায়। স্টলগুলোতে স্ব স্ব বিভাগ, জেলা ও দপ্তরের উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য উদ্ভাবনীর মধ্যে ছিল অনলাইন টিভি’র মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি ও সমস্যা উত্থাপন এবং সমাধানের চিত্র, অনলাইনের মাধ্যমে বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজীকরণ, সোস্যাল মিডিয়া’র মাধ্যমে সমস্যার উত্থাপন খাল পুনরুদ্ধার ও খনন, অনলাইন ভূমিসেবা, পেনশন কার্যক্রম সহজীকরণ, ইকোট্যুরিজমসহ নানা বিষয়।

    বিশেষ অতিথি এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আরো বড় পরিসরে উদ্ভাবনী মেলার আয়োজন করতে হবে। বিভিন্ন উদ্ভাবনী ধারণা বেশি বেশি প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে জানাতে হবে যাতে করে তাদের মধ্যেও একটা উদ্ভাবকের জাগরণ সৃষ্টি হয়। স্বীকৃত উদ্ভাবনী ধারনাগুলো মাঠপর্যায়ে অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।
    
    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন এবং স্টলে প্রদর্শিত উদ্ভাবনী ধারণা নিয়ে তাদের সাথে কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে ‘মাঠ পর্যায় উদ্ভাবনী উদ্যোগ পর্যালোচনা ও শোকেসিং’ শীর্ষক মূল আলোচনা পর্বের শুরুতে উন্মুক্ত আলোচনায় আমন্ত্রিত বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন মতামত সমস্যা ও পরামর্শ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমেদ ও মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী ।

    অনুষ্ঠানে বিভিন্ন উদ্ভাবনী ধারণার জন্য তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া 'ইনোভেশন শোকেসিং ২০১৭' এ অংশগ্রহণের জন্য সবাইকে সনদপত্র প্রদান করা হয় । উদ্ভাবন কর্মপরিকল্পনার উদ্দেশ্য হল সরকারি দপ্তরে উদ্ভাবনী কার্যক্রমকে সুশৃঙ্খল, নিয়ম তান্ত্রিক ও প্রাতিষ্ঠানিকীকরণ এবং এ লক্ষ্যে দায়বদ্ধতা সৃষ্টি এবং সরকারি দপ্তরের কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং  ভোগান্তি লাঘব করে নাগরিক সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা।
#

গিয়াস/মাহমুদ/আলী হোসেন/আব্বাস/২০১৭/২০২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৯৬

১০-১২ মে ঢাকায় ৩য় এবিইউ মিডিয়া সামিট
তথ্যমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পরিষদের সভা
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
    জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগঝুঁকি হ্রাসে বাংলাদেশের দক্ষতা এবং এবিষয়ে দেশের গণমাধ্যমের সক্রিয়তাকে আনত্মর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের তৃতীয় গণমাধ্যম সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আগামী ১০-১২ মে ঢাকায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের তৃতীয় গণমাধ্যম সম্মেলন [৩ৎফ অংরধ-চধপরভরপ ইৎড়ধফপধংঃরহম টহরড়হ (অইট) গবফরধ ঝঁসসরঃ ড়হ ঈষরসধঃব ঈযধহমব ধহফ উরংধংঃবৎ জরংশ জবফঁপঃরড়হ] সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত জাতীয় পরিষদের সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
    তথ্যসচিব মরতুজা আহমদের পরিচালনায় আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সম্মেলনের রূপরেখা উপস'াপন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারম্নন-অর-রশীদ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন যৌথভাবে এ সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করছে।
    সম্মেলনের প্রতিপাদ্য ‘সবার জন্য তথ্য : প্রাণরক্ষায় গণমাধ্যম’ (ওহভড়ৎসধঃরড়হ ভড়ৎ অষষ: ঝধারহম খরাবং ঃযৎড়ঁময গবফরধ)-কে সময়োপযোগী বর্ণনা করে এ সম্মেলনে বিভিন্ন দেশের দেড়শতাধিক প্রতিনিধির সাথে গণমাধ্যম বিশেষজ্ঞসহ প্রায় চারশত অংশগ্রহণকারীর যোগদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে নতুন দিগনত্ম উন্মোচিত হবে বলে সভায় আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
    ১০ মে সকাল ৯টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরূমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তৃতীয় এবিইউ মিডিয়া সামিট উদ্বোধন করবেন। সম্মেলন শেষে ১১ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক কনভেনশন সেন্টারে ‘এবিইউ ক্লাইমেট এওয়ার্ড’ প্রদান ও নৈশভোজের আয়োজন রয়েছে। ১২ মে অংশগ্রহণকারীরা দিনব্যাপী বিনোদন ভ্রমণে যমুনা রিসোর্টে যাবেন বলে সভায় জানানো হয়।
    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরম্নর রহমান, অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরম্নন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুঃবিভাগের মহাপরিচালক মো. লুৎফর রহমানসহ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের, দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যনত্মরীণ সুরক্ষা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও এসোসিয়েশন অভ্‌ টেলিভিশন চ্যানেল ওনার্স প্রতিনিধিবৃন্দ জাতীয় পরিষদের এ সভায় অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৯৫

জাপানে ঔওঞঈঙ প্রেসিডেন্টের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল আজ জাপান সফরের ২য় দিনের ১ম পর্বে ঔধঢ়ধহ ওহঃবৎহধঃরড়হধষ ঞৎধরহরহম ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঔওঞঈঙ) এর কার্যালয়ে  সংস্থাটির প্রেসিডেন্ট ঝবঃংঁযরৎড় ঝযরসড়সঁৎধ এর সাথে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে ঔওঞঈঙ এর প্রেসিডেন্ট মন্ত্রীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ থেকে যাতে আরো অধিক সংখ্যক টেকনিক্যাল ইন্টার্ন জাপানের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ লাভের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সে বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করবে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন। 
    উল্লেখ্য, ঔওঞঈঙ এর সাথে বাংলাদেশ সরকারের ২০০৫ সালে জবপড়ৎফ ড়ভ উরংপঁংংরড়হ (জড়উ) স্বাক্ষরিত হয় ও পরে ২০১০ সালে সংশোধন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল প্রতিষ্ঠান জাপানে কর্মী নিয়ে আসে ঔওঞঈঙ সে সকল প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। ২০১৬ সালের নভেম্বরে জাপান সরকার ঞযব ঞবপযহরপধষ ওহঃবৎহ ঞৎধরহরহম চৎড়মৎধসব (ঞওঞচ) সংক্রান্ত যে নতুন আইন প্রণয়ন করেছে সেই আইন অনুযায়ী ঔওঞঈঙ এর সাথে বাংলাদেশ নতুন জড়উ স্বাক্ষর করবে। এ লক্ষ্যে খুব শীঘ্রই ঔওঞঈঙ এর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে বৈঠকে জানানো হয়।
#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা  

থ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৯৪

গণমাধ্যমের সহায়তায় শুদ্ধাচার প্রতিষ্ঠার আহ্বান তথ্যসচিবের

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
সরকারি কাজে শুদ্ধাচার প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের সহায়তায় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 
তথ্যসচিব বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহায়তা অপরিহার্য। গণমাধ্যমই পারে দেশব্যাপী শুদ্ধাচার আন্দোলনকে ছড়িয়ে দিতে। গণমাধ্যমকে এ কাজে আরো বেশি সম্পৃক্ত করার জন্য সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ জোরদার করতে তিনি প্রেস ইনস্টিটিউটকে নির্দেশ দেন। 
বর্তমান বিশ্বের  প্রধান লক্ষ্য টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এ কাজে সরকারি  কর্মচারীদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।
প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
#

আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৯৩

জাপানে দড়্গ বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা
তুলে ধরলেন বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি’র নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল আজ জাপানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত "ঊপড়হড়সু ধহফ ঐঁসধহ জবংড়ঁৎপবং উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ইধহমষধফবংয" শীর্ষক সেমিনারে অংশগ্রণ করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি জাপানে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি দড়্গ কর্মী নিয়োগের সম্ভাবনা ও সুযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর (বিএমইটি) ৭০টি কারিগরি প্রশিড়্গণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিড়্গণপ্রাপ্ত দড়্গ শ্রমিক/টেকনিক্যাল ইন্টার্ন দ্বারা জাপানের কর্মীর চাহিদা পূরণ করা সম্ভব। এর মাধ্যমে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা সম্ভব হবে।

    ঔধঢ়ধহ ঊীঃবৎহধষ ঞৎধফব ঙৎমধহরুধঃরড়হ (ঔবঃৎড়), ঞড়শুড় ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ্‌ ওহফঁংঃৎু সহ ৮টি সাপোর্টিং অর্গানাইজেশন এবং ওহঃবৎহধঃরড়হধষ গধহঢ়ড়বিৎ উবাবষড়ঢ়সবহঃ ঙৎমধহরুধঃরড়হ (ওগ ঔধঢ়ধহ) উক্ত সেমিনারের আয়োজন, কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন। সেমিনারে ৩৫০টির অধিক জাপানি নিয়োগকর্তা এবং সংগঠনের প্রেসিডেন্ট ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশের পড়্গে ''ইধহমষধফবংয'ং খধঃবংঃ ঊপড়হড়সরপ ঝরঃঁধঃরড়হ : ঐঁসধহ জবংড়ঁৎপব টঃরষরুধঃরড়হ ধহফ ঋৎরবহফংযরঢ় জবষধঃরড়হংযরঢ় রিঃয ঔধঢ়ধহ'' বিষয়ক কী-নোট বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা।

    সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি নূরম্নল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৯২

মেহেরপুর, বিয়ানীবাজার, মকসুদপুর পৌরসভা নির্বাচন
২৫ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :

    মেহেরপুর, সিলেটের বিয়ানীবাজার এবং গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলড়্গে আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও  বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি ও  বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানের শিড়্গক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব  ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশিস্নষ্ট  নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি  ঘোষণা করা হয়েছে।

    তবে সংশিস্নষ্ট নির্বাচনী এলাকায় যদি ঐ তারিখে কোন পাবলিক  পরীড়্গা অনুষ্ঠিত হয় তাহলে পরীড়্গার  কেন্দ্রসমূহ ও পরীড়্গা সংশিস্নষ্ট শিড়্গক ও কর্মচারী সাধারণ  ছুটির আওতার বাহিরে থাকবে।

#

আলমগীর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৯১

জার্মানির এফইএস প্রতিনিধি দলকে বাণিজ্যমন্ত্রী
ইপিজেডে শ্রমিক ইউনিয়ন গঠনের বিষয়ে সরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কারখানার শ্রমিকদের জন্য নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। ইপিজেডে শ্রমিক ইউনিয়নের আদলে ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠনের অধিকার দেওয়া হয়েছে। শ্রমিকরা সেখানে তাদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। শ্রম আইন মেনেই এ এসোসিয়েশন গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এতে শ্রমিক ও বিনিয়োগকারীরা সন্তুষ্ট। ইপিজেডে শ্রমিক ইউনিয়ন গঠনের বিষয়ে সরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আজ ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ সফররত জার্মানির ঋৎরববফৎরপয-ঊনবৎঃ-ঝঃরভঃঁহম (ঋঊঝ) এর ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট মাইকেল সোমার (গরপযধবষ ঝড়সসবৎ) এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ৮টি ইপিজেডে প্রায় ৪ লাখ শ্রমিক কাজ করছে। বাইরের শ্রমিকদের চেয়েও তারা বেশি বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছে। 
ডেলিগেশন প্রধান মাইকেল সোমার বলেন, জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভলো বন্ধু। জার্মানি বাংলাদেশের সাথে আরো বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বিগত যে কোন সময়ের চেয়ে এখন বাংলাদেশে শ্রমিকরা নিরাপদ। জার্মানি চায় আইএলও নির্ধারিত শ্রম আইন চালু থাকুক।
এ সময় ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ (উৎ. ঞযড়সধং চৎরহু), এফইএস এর এশিয়া এন্ড দি প্যাসিফিকের প্রধান জুর্জেন স্টেটিটেন (ঔঁৎমবহ ঝঃবঃঃবহ), বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ফ্রানজিসকা কর্ন (ঋৎধহুরংশধ  কড়ৎহ), বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম এবং ডব্লিউটিও এর মহাপরিচালক মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
#

বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৯০

সুন্দরবনকে প্রমোট করতে বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করতে পারে
                                                                              ---রাশেদ খান মেনন 

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,  বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬৫ শতাংশ বাংলাদেশে বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। ইউনেস্কোর এ হেরিটেজ সাইটকে  প্রমোট করতে  বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করতে পারে। এর মাধ্যমে উভয় দেশের পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। 
তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী বিমান ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 মন্ত্রী বলেন, ধর্মান্ধ ও উগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানের মতো ট্র্যাজেডি পেছনে ফেলে কক্সবাজারে পাটার নিউ সম্মেলন, কুয়াকাটায় বীচ কার্নিভাল উদযাপিত হয়েছে। সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে সিপিইউ (কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলন, আগামী ১৭ ও ১৮ মে চট্টগ্রামে ইউএনডব্লিউটিও’র (টহরঃবফ ঘধঃরড়হং ডড়ৎষফ ঞড়ঁৎরংস ঙৎমধহরুধঃরড়হ) জয়েন্ট কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।  নভেম্বরে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। তৃতীয়  এসিডি মিনিস্ট্রিয়াল কনফারেন্স আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সব সফল আয়োজনের মাধ্যমে দেশের ইমেজ বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্পও বিকশিত হবে।
পশ্চিম বঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, অভিন্ন ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য লালনকারী দুই দেশের বাসিন্দারা একযোগে কাজ করলে দুই প্রতিবেশী দেশের পর্যটন শিল্প এগিয়ে যেতে পারে। তিনি দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধিতে ঢাকা-বাগঢোগরা-দিঘা ফ্লাইট চালুর উপর গুরুত্বারোপ করেন। 
টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বিপিসির চেয়ারম্যান অপরূপ চৌধুরী পিএইচি, বিটিবির সিইও ড. নাসির উদ্দিন প্রমুখ। 
#

তুহিন/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৮৯
আন্তর্জাতিক মান অবকাঠামো বিষয়ক অভিজ্ঞতা বিনিময় 
রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য সফরে গেলেন শিল্পমন্ত্রী 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল): 
‘বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি কাউন্সিল’ স্থাপনের লক্ষ্যে শিল্পোন্নত দেশ রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যের মান অবকাঠামো পরিদর্শন ও বিদ্যমান আইন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আজ রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সফরকালে তিনি ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল ২১ এপ্রিল রাশিয়ার ‘ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেশন অ্যান্ড মেট্রোলজি’ পরিদর্শন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। ২৩ এপ্রিল প্রতিনিধিদল জার্মানি যাবেন। ২৪ এপ্রিল জার্মানিতে তারা ‘জার্মান এসোসিয়েশন ফর কোয়ালিটি’ এবং ২৬ এপ্রিল বার্লিনে ‘জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডাডাইজেশন’ পরিদর্শন করবেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের মান অবকাঠামোর উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
প্রতিনিধিদল ২৮ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ‘ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন’ পরিদর্শন করবেন এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। ২ মে তারা ‘ডিপার্টমেন্ট ফর বিজনেস এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটিজি’ পরিদর্শন করবেন। কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান পরিদর্শনকালে তারা দেশগুলোর কারিগরি নিয়ন্ত্রণ আইন বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন এবং এগুলোর বাস্তবায়ন কৌশল সম্পর্কে বাস্তব ধারণা নেবেন। একই সাথে তারা বাংলাদেশের মান অবকাঠামো, জাতীয় গুণগত মান (পণ্য ও সেবা) নীতি-২০১৫, পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকারো গৃহীত উদ্যোগ সম্পর্কে তুলে ধরবেন।
আইএমইডি’র ভারপ্রাপ্ত সচিব মো. মফিজুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি অ্যান্ড টেকনিক্যাল রেগুলেটরি কাউন্সিল প্রকল্পের উপ-পরিচালক মু. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। 
 
#
শামসুল/অনসূয়া/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৮৮

হাওরের ক্ষতিগ্রস্ত লোকদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের নির্দেশ ত্রাণমন্ত্রীর

বালাগঞ্জ (সিলেট), ৭ বৈশাখ (২০ এপ্রিল) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, হাওরের ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র শ্রেণিকে বিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদেরকে দশ টাকা কেজি দরে খাদ্যশস্য সরবরাহ করা হবে। এসময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
    মন্ত্রী আজ সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদে ওই এলাকার মানুষদের সাথে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়কালে একথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৗধুরী, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সফিকুর রহমান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  
    ত্রাণমন্ত্রী বলেন, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে এই ফসল হানি হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করবে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আরেকটি ফসল লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মন্ত্রী কৃষি বিভাগকে এবং ক্ষতিগ্রস্ত সকল লোকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। 
    মন্ত্রী পরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জেলা কমিটির সাথে মতবিনিময় করেন। আগাম বন্যার আশঙ্কা করে প্রস্তুতি গ্রহণ করে রাখার জন্য মন্ত্রী জেলা প্রশাসনের সকল বিভাগকে নির্দেশ দেন। 
#

ওমর ফারুক/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৪২৯ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১০৮৭ 

বাংলাদেশি প্রশিক্ষিত কর্মী নেবে জাপান
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল): 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল ৪ দিনের জাপান সফরের প্রথম দিন ১৯ এপ্রিল ঔধঢ়ধহ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ অমবহপু (ঔওঈঅ) এর সদর দপ্তরে ঔওঈঅ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঐরফবঃড়ংযর ওৎরমধশর এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এসময় উভয় দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের নিরবচ্ছিন্ন সহযোগিতাপূর্ণ ভূমিকা, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ঔওঈঅ’র সহযোগিতা ও ভবিষ্যতে জাপানের বিভিন্ন সেক্টরে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে জাপান সরকারের আগ্রহ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দ্বিপাক্ষিক আলোচনায়, ‘ঊংঃধনষরংযরহম ঔধঢ়ধহবংব খধহমঁধমব ধহফ ঝশরষষ ঞৎধরহরহম ঈবহঃৎব রহ ইধহমষধফবংয’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রামে ঞঞঈ-তে ঔধঢ়ধহবংব খধহমঁধমব ধহফ ঝশরষষ ঞৎধরহরহম ঈবহঃৎব স্থাপনের ৫০ কোটি টাকার এৎধহঃ অরফ প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়া গেছে। আলোচনাকালে, পর্যাপ্ত কর্মী স্বল্পতার জন্য জাপানের কৃষি, নির্মাণকাজ, ঈধৎব এরারহম সহ অন্যান্য সংশ্লিষ্ট সেক্টরসমূহে বাংলাদেশি প্রশিক্ষিত কর্মী নিয়োগে জাপান সরকার অত্যন্ত আগ্রহী।  
জাপান সফরের ১ম দিনের ২য় পর্বে সফরকারী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, জাপানসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ জাপানের গরহরংঃৎু ড়ভ ঔঁংঃরপব এর ঠরপব গরহরংঃবৎ ঐরৎড়সঁ কঁৎড়শধধি এবং গরহরংঃৎু ড়ভ ঐবধষঃয, খধনড়ঁৎ ধহফ ডবষভধৎব এর ঝঃধঃব গরহরংঃবৎ এধশঁ ঐধংযরসড়ঃড় এর সাথে  সাক্ষাৎ করেন । প্রবাসী কল্যাণ মন্ত্রী জাপানের খধনড়ঁৎ এধঢ় পূরণে বাংলাদেশের দক্ষ কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান এবং জাপানের বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রদানের জন্য আহ্বান জানান। 
 জাপানের উভয় মন্ত্রী এ আশ্বাস দেন  বাংলাদেশি ওহঃবৎহ দের ঔধঢ়ধহ এর বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে কারিগরি জ্ঞান অর্জন সম্ভব হবে এবং এই সকল কর্মীর জাপানে প্রবেশের পথ আরো উন্মুক্ত হবে।
#

জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১১৩৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৮৬ 

বরেণ্য ব্যক্তির জন্মভূমি  বরিশাল
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল): 
    বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শেরেবাংলা এ কে ফজলুল হক, জীবনানন্দ দাসসহ অনেক বরেণ্য ব্যক্তির জন্মভূমি বৃহত্তর এই বরিশালে।
    চিফ হুইপ আ স ম ফিরোজ গত ১৯ এপ্রিল বুয়েট মিলনায়তনে বৃহত্তর বরিশাল জেলা কল্যাণ সমিতি, বুয়েট এর উদ্যোগে আয়োজিত ‘মিলনমেলা ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন । 
    তিনি বলেন ডিজিটাল গণমাধ্যমের যুগে যান্ত্রিক চিত্ত বিনোদনকে পাশ কাটিয়ে আঞ্চলিক প্রীতির নিদর্শন স্বরূপ এহেন মিলন মেলার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে । 
    চিফ হুইপ বলেন, আজকের মিলনমেলার  মাধ্যমে বরিশালবাসীদের মধ্যে  পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের জাগরণ ঘটবে। বিশ^মানের প্রযুক্তি শিক্ষার সূতিকাগার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় দেশ ও জাতির সমৃদ্ধিতে উত্তরোত্তর অবদান অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
    সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে অধ্যাপক ড. সিদ্দিক হোসেন, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং অধ্যাপক ড. মো. শামিমুজ্জামান বসুনিয়া বক্তব্য রাখেন । 

#
এমাদুল/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১১৪৮ ঘণ্টা 

Todays handout (7).docx