Handout Number: 2885
Bangladesh delegation meets OIC Secretary General in Jeddah
Dhaka, October 30 :
A 6-member Bangladesh delegation led by Shipping Minister Shajahan Khan paid an official visit to the Kingdom of Saudi Arabia today. Md. Shahriar Alam, State Minister of Foreign Affairs was a member of the delegation.
During the visit, the delegation met the Secretary General of OIC in Jeddah. Md. Shahriar Alam, State Minister of Foreign Affairs briefed the Secretary General and other high officials of the OIC Secretariat on the latest position of Bangladesh on Rohingya crisis. The State Minister appreciated the role of International community for their stand on Rohingya issue. He focused on the 5-points solution proposed by Prime Minister Sheikh Hasina which was placed in the UNGA-2017. Meanwhile, a resolution on this issue has already been placed in the third committee of the UN. The Minister sought supports of the international community to pass the resolution. He apprised the Secretary General about the recent visit of a Senior Minister from Myanmer to Bangladesh and the visit of Home Minister of Bangladesh to Myanmar.
The State Minister said in the meeting that since August 2017, 6,20,000 forcefully displaced Myanmar people have already took shelter in Bangladesh as per IOM statistics and total stands at over one million including unregistered 3,00,000. In response Secretary General mentioned that OIC contact group fact-finding team will visit Cox’s Bazar this week. The Secretary General assured that OIC is always with Bangladesh on the issue of Rohingya.
Shipping Minister Shajahan Khan sought supports of the OIC member states through the Secretary General in favour of the candidature of Bangladesh in the Category-B election of the IMO to be held in London in the first week of November 2017. The Secretary General reassured OIC support in all International election that Bangladesh will participate and IMO in particular. They will ask all member state to extend support to Bangladesh.
#
Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2017/2018 hour
তথ্যবিবরণী নম্বর : ২৮৮৪
সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে বিয়ানীবাজার উপজেলার অধিবাসী ৬ জন তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। এ ক্ষতি কখনও পূরণ হবার নয়। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রী এ দুর্ঘটনায় আহতদের প্রতিও সমবেদনা জানান এবং তাদের আশু সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, আজ সকালে নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
৬ জন নিহত হন। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তারা একটি মাইক্রোবাসে করে বিয়ানীবাজার ফিরছিলেন।
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৮৩
সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের আগ্রহ
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আজ ঢাকায় সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহ ব্যক্ত করে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর স্কট বোম্যান (ঝপড়ঃঃ ইড়সিধহ), প্রফেসর জুলিয়ান টিকার (ঔঁষরধহ ঞবরপযবৎ), প্রফেসর লি ডি মিলিয়া (খবব ফর গরষরধ) ও এলেস্টেয়ার ডসেন (অশধংঃধরৎ উধংিবহ)। মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।
#
মাসুম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৮২
তথ্যবিবরণী নম্বর : ২৮৮১
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মোঃ তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী কী উন্নয়মূলক কাজ সম্পন্ন করেছে এবং উক্ত উন্নয়নমূলক কাজের জন্য কীভাবে অর্থসংগ্রহ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করে।
বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করা হয়।
আইএমইডি-এর সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা