Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৮

তথ্যবিবরণী ১৪ মে ২০১৮

Handout                                                                                                                             Number : 1490

 

Bangladesh’s humanitarian role and commitments

to promote and protect human rights lauded at UPR Cycle

 

Dhaka, 14 May:

 

The international community has highly appreciated the remarkable humanitarian role of Prime Minister Sheikh Hasina in providing shelter to the forcibly displaced Rohingyas and continuing humanitarian assistance to them at the 3rd Cycle Universal Periodic Review (UPR) of Human Rights records of Bangladesh. The member-states of the UN also commended Bangladesh for its efforts in promoting and protecting human rights for all.

The 3rd Cycle of UPR for Bangladesh was held at the 30th session of Human Rights Council in Geneva today. Minister for Law, Justice and Parliamentary Affairs Anisul Huq led the Bangladesh delegation. State Minister for Foreign Affairs Shahriar Alam, Senior Secretary of Legislative and Parliamentary Affairs Division Mohammad Shahidul Haque,  Ambassador Shameem Ahsan, Bangladesh Permanent Representative to UN in Geneva and representatives from various Ministries, Division, agencies participated in the session. 

In his opening remarks, Law Minister highlighted Bangladesh’s achievements in promotion and protection of human rights and socio economic advancements, which have been achieved under the leadership of Prime Minister Sheikh Hasina. 107 countries took the floor and praised Bangladesh’s endeavors in fulfilling its human rights commitments. They also put forward recommendations for continuing the initiatives in many areas.

Bangladesh’s comprehensive and informative national report submitted in February 2018, which was prepared through extensive and periodic consultations with relevant stakeholders, has been widely acclaimed. The Member States at the Human Rights Council highly praised Bangladesh’s constructive engagement with the UN Human Rights mechanism particularly with the UPR process.

Bangladesh’s remarkable social and economic progress over the last decade, especially in the field of women empowerment, social security, health, sanitation, education for all, usage of ICT etc. have been well recognized by the member states during their interventions. The member states made various recommendations to continue Bangladesh’s good practices in upholding the human rights and strengthen efforts in few areas such as accountability of law enforcement agencies, protecting freedom of expression, eliminating child marriage, addressing human trafficking, capacity building of national institutions, and removing discriminations by enacting anti-discrimination act. The member-states acknowledged Bangladesh’s progress in ensuring labour rights and work place safety and recommended to continue further improve labour issues. A report on Bangladesh’s UPR will be finalized on 17 may 2018 containing recommendations made by countries today.

Law Minister underlined that the coming years in the national life of Bangladesh is extremely crucial in achieving the Vision 2021 and Vision 2041 which will also lead us to a society where all people are treated equal with rights and dignity.

 

#

Tohid/Mahmud/Sanjib/Abbas/2018/2108 Hours

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৮৯
 
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ অ্যাপ উদ্বোধন
 
ঢাকা, ৩১ বশৈাখ (১৪ ম)ে :
 
বঙ্গবন্ধু  স্যাটেলাইট-১ এর সুবিধাদি ও বিভিন্ন তথ্যউপাত্ত সন্নিবেশিত করে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ মোবাইল অ্যাপ (ইই-ঝঊঞ-১ গড়নরষব অচচ) এর উদ্বোধন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ আনুষ্ঠানিকভাবে আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এ অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটি তৈরি করেছে বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের কোনো ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতার বাইরে থাকবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ মহাকাশে উৎক্ষেপণের ফলে বাংলাদেশের সম্ভাবনার দ্বার খুলেছে। বাংলাদেশ সক্ষমতার জায়গা তৈরি করেছে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি আলমাস করিম ও বিসিসি’র ব্যবস্থাপনা পরিচালক পার্থপ্রতিম দেব।
#
 
শহিদুল/মাহমুদুল/মোশারফ/আব্বাস/২০১৮/২০৫৩ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৮৮
 
যে সমাজ গুণীজনের কদর করে না সে সমাজে গুণীজন জন্মায় না
---প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ৩১ বশৈাখ (১৪ ম)ে :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, যে সমাজ গুণীজনের কদর করে না সে সমাজে গুণীজন জন্মায় না। দেশের শিক্ষাখাতের অন্যতম পথিকৃৎ গুণীজন প্রয়াত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের মেধা, মনন, কর্মপ্রয়াস ও সৃজনশীলতাকে জাতি যুগ যুগ স্মরণ রাখবে। 
 
প্রতিমন্ত্রী আজ তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।  
 
কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক ছাত্র নেতা ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর। 
 
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বলেন, বর্তমান সরকার দক্ষ, মেধাবী ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ বিশ্বমানের নাগরিক সৃষ্টির কাজ করছে। এ কর্মযজ্ঞে বিভিন্ন রাজনৈতিক দল, পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমন্বিত ভূমিকা রাখতে হবে। এ জন্য শিক্ষানুরাগী ও সমাজসেবী তোফায়েল আহম্মেদ চৌধুরীর মতো ব্যক্তিবর্গের পরিকল্পিত ও সৃষ্টিশীল কর্মকা- অপরিহার্য। তিনি বলেন, শিক্ষকদেরকে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষা ও গবেষণাকর্মে সদানিবেদিত হতে হবে। এতে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি নির্মাণের কাজ সহজতর হবে। এছাড়া তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।
 
এর আগে প্রতিমন্ত্রী অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ স্মরণে আয়োজিত খত্্মে কোর’আন ও দোয়া মাহফিলে অংশ নেন।
#
 
আহসান/মাহমুদুল/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯৪৪ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৮৭
 
পায়রা বন্দরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রসÍ পরিবারের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৪ হাজার ২শ’ জন সদস্যকে কারিগরি ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সময়ে ৩৫টি ক্যাটেগরিতে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রচলিত, বাস্তবসম্মত ও কার্যকর এবং সমুদ্র বন্দরের সাথে সংশ্লিষ্ট কারিগরি কাজ বিবেচনায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এজন্য ব্যয় হবে ২৫ কোটি টাকা। 
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 
সভায় জানানো হয়, পায়রা বন্দরের জন্য ৮০ মিটার দৈর্ঘের একটি জেটি নির্মাণ, অফিসার্স ও স্টাফ ডরমেটরি নির্মাণ, মাল্টিপারপাস জেটি নির্মাণ, ৩০টন ক্ষমতাসম্পন্ন একটি ক্রেন ক্রয়, ৫ টন ক্ষমতাসম্পন্ন একটি ফর্কলিফট ক্রয় এবং একটি ট্রাক্টর টেইলার ক্রয়ের কাজ চলমান রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে। 
সভায় আরো জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ১ হাজার ৫৯ কোটি টাকা ব্যয়ে ৭টি পুনর্বাসন অঞ্চলে ১৪টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৮৬
 
প্রবীনদের সিনিয়র সিটিজেন কার্ড দেয়া হবে
                       --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
দেশের প্রবীণ জনগোষ্ঠীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শীঘ্রই সিনিয়র সিটিজেন কার্ড প্রদানের ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁও পিকেএসএফ মিলনায়তনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সংগঠন ‘জাতীয় প্রবীণ মঞ্চ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম।
অনুষ্ঠানে বক্তারা প্রবীণ ব্যক্তিদের প্রতিকূল সামাজিক অবস্থা তুলে ধরেন। তারা বলেন, বয়স্ক ব্যক্তিরা পরিবারের বা দেশের বাড়তি বোঝা হতে পারে না। এক্ষেত্রে প্রবীণদের কল্যাণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রবীণদের পরিবারের বাইরে রাখার মানসিকতা পরিহার করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ক্রমবর্ধমান উন্নয়নের কারণে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রবীণদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এটাই স¦াভাবিক। সামনের দিনগুলোতে এদেশের প্রতিটি বাড়িকেই করতে হবে প্রবীণবান্ধব বাড়ি, প্রতিটি গ্রাম হবে প্রতিবন্ধীবান্ধব গ্রাম। হাসপাতাল, রাস্তা, বাস, ট্রেইন, নৌকা বা জাহাজ সবকিছুই প্রবীণ সহায়ক হবে। এ বিষয়টি সবাইকেই গুরুত্বের সাথে নিতে হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিয়ন বা তৃণমূল পর্যায় থেকে আগত প্রবীণ ব্যক্তিরা অংশ নেন ও বক্তব্য রাখেন।
#
 
মাইদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৮৫
 
শ্রীমঙ্গলে চা নিলাম কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র থেকে নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এতোদিন শুধু চট্টগ্রামে চা নিলাম হতো। এতে চা উৎপাদনকারীদের বেশ সমস্যা হতো এবং ব্যয় বেশি হতো। এখন দেশের ৯০ ভাগ চা উৎপাদন হয় সিলেট অঞ্চলে। চা উৎপাদনকারীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করে। এ চা নিলাম কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণের ফলে এখন দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর জেলায়ও চা উৎপাদন শুরু হয়েছে।
মন্ত্রী আজ বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে নিলাম কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। 
  মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭-৫৮ সালে চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর সরকার ১৯৭২-৭৪ সালে চা উৎপাদনকারীদের নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ভরতুকি দিয়ে অল্প মূল্যে সার সরবরাহ করার ব্যবস্থা করেছিলেন। এছাড়া যুদ্ধবিদ্ধস্ত চা কারখানাগুলো চালুর জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অভ্ ইন্ডিয়া থেকে ৩০ লাখ ভারতীয় মুদ্রা ঋণ নিয়ে যন্ত্রপাতি আমদানি করেছিলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু চা বাগান মালিকদের ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা সংরক্ষণের অনুমতি প্রদান করেন। 
ভিডিও কনফারেন্সকালে ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশের চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, চা উৎপাদন ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এবং জাতিসংঘের সাবেক  স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
#
 
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৪৮৪

বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে ব্রাজিল

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
বাংলাদেশের ফুটবলার বিশেষ করে নারী ফুটবলারদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে কনফেডারেশন অভ্ ব্রাজিল ফুটবল (সিবিএফ) তাঁদের সামাজিক প্রোগ্রামের আওতায় দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্কুলে ফুটবল প্রশিক্ষণ প্রদান করতে সম্মতি প্রদান করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাজিল সফরকালে গত ৮ই মে কনফেডারেশন অভ্ ব্রাজিল ফুটবলের সভাপতি অ্যানটোনিও কার্লোস নানস, সহসভাপতি ফার্নান্ডো জোসে এবং সেক্রেটারি জেনারেল ওয়ালটার ফেল্ডম্যানের সাথে এক সভায় আলোচনাকালে সিবিএফ বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়। ব্রাজিল সফরশেষে আজ ঢাকা প্রত্যাবর্তন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জানান, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে অচিরেই ব্রাজিলের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করে দ্রুততম সময়ে এ সংক্রান্ত চুক্তিপত্র তৈরি ও তা স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করবে। 
#

শফিকুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৪৮৩ 

 

সুযোগ পেলে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবে

                                         - স্পিকার

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :

                                

ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স এক নবদিগন্ত উন্মোচন করেছে। ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অনলাইন ব্যবসা দিনদিন প্রসারিত হচ্ছে। সক্ষমতা ও সুযোগ করে দিলে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে নারী উদ্যোক্তারা এগিয়ে যাবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে Goose Limited আয়োজিত Gooseyours.com এর ই-কমার্স পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে  এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিতা বোস।

স্পিকার বলেন, বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশে তৈরি এ পণ্য আন্তর্জাতিকমানের হওয়া প্রয়োজন। পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পণ্যের মূল্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় । এক্ষেত্রে সঠিক মূল্য নিরূপিত হলে এবং মানের বিষয়ে আপোশ না করলে সেই পণ্য বাজারকে আকৃষ্ট করে এবং দীর্ঘ মেয়াদে টেকসই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরি করতে নারীবান্ধব নীতি প্রণয়ন করেছে বলে স্পিকার জানান। ব্যাংকিং সুবিধা, জয়িতা প্রতিষ্ঠানসহ সরকারের সকল উদ্যোগ নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ঋণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যাংক ঋণ সুবিধা নারী ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে নারী প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

বিশিষ্ট নারী উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

তারিক/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৮/১৪৪৫ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৪৮১
প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ মে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন ১৫-১৭ মে ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক কাঠামো ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (ঝঋউজজ)  ২০১৫-২০৩০’ এর বিভিন্ন অংশে প্রবেশগম্যতা ও অন্তর্ভুক্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। নিরাপদ এবং অধিক সহনশীল বিশ্ব গড়ে তুলতে এখানে দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। সেন্দাই ফ্রেমওয়ার্কে টেকসই উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোন দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিগণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এবং তাঁদের বিপদাপন্নতার মাত্রাও অধিক। সেজন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা অতীব জরুরি।
বাংলাদেশ ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ১ম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে যা ‘ঢাকা সম্মেলন’ হিসেবে পরিচিত। সে সম্মেলনে দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ অংশগ্রহণ ও সুরক্ষার বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়।
আমাদের সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা উন্নয়ন কর্মসূচির মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিপদাপন্নতা হ্রাসসহ মর্যাদাপূর্ণ জীবনযাপনে সামাজিক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছি। যার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ‘কাউকে বাদ দিয়ে নয়’ এর আলোকে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ)’ এর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখা। 
আমি বিশ্বাস করি যে, এই সম্মেলন ‘ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অভ্ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি (টঘঈজচউ)’ বাস্তবায়নে মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে সকল দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম গ্রহণ ও নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।
আমি আশা করি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সক্ষমতা বৃদ্ধিসহ নিজ নিজ কর্মক্ষেত্রে অনুশীলনের ক্ষেত্রে এ সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে।
আমি প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৮/১২১৫ ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ১৪৭৯

প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সন্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :    

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সন্মেলন উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

"দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সন্মেলনের আয়োজনকে আমি স্বাগত জানাই। আমি সম্মেলনে আগত দেশি ও বিদেশি অংশগ্রহণকারীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা।

দু্র্যোগপ্রবণ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি অনস্বীকার্য। দুর্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠী বেশি ঝুঁকিপূর্ণ থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের অধিকারকে খর্ব করে। প্রতিবন্ধকতা মোকাবেলায় বদান্যতা বা উদারতাভিত্তিক অবস্থান থেকে অধিকারভিত্তিক সমন্বিত উন্নয়ন প্রচেষ্টায় অন্তর্ভুক্তিকরণের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২০০৬ সালে প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত সন্মেলনের মাধ্যমে সূচিত হয়। গবেষকদের মতে ক্ষেত্রবিশেষে দুর্যোগ প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৃত্যুহার সক্ষম জনগোষ্ঠীর তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি। সেক্ষেত্রে ‘SDG এজেন্ডা ২০৩০’এবং ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক অভ্‌ ডিজাষ্টার রিস্ক রিডাকশন' বাস্তবায়ন বিশেষ তাৎপর্যবহ।

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ১ম আন্তর্জাতিক সন্মেলন ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। সন্মেলনে গৃহীত “ঢাকা ঘোষণা” আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সন্মেলনের আয়োজন করে। আমি মনে করি ২য় সন্মেলনে “ঢাকা ঘোষণার” প্রায়োগিক দিক অর্থাৎ ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক অভ্‌ একশনের’ প্রতিবন্ধিতা সমন্বিত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার বাস্তব রূপায়ণ নিয়ে আলোচনা হবে।

আমি মনে করি নীতিনির্ধারক, উন্নয়নকর্মী, বিশেষজ্ঞ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল অংশীদারিদের এই মিলনমেলার মাধ্যমে প্রতিবন্ধিতা সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা, ‘ঢাকা ঘোষণা’র অগ্রগতিসহ নানা বিষয় আলোচিত হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সন্মেলন সফল হোক-এ কামনা করি।

 খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।"

#

আজাদ/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৮/১১৪৫ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৭৮ 
প্রবীণ সাংবাদিক শুভ রহমানের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক শুভ রহমানের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শুভ রহমান ষাটের দশকে সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। সেসময় তিনি সৃজনী লেখক ও শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক। তাঁর জীবন ও কর্মের জন্য বাংলাদেশের মানুষ তাঁকে দীর্ঘকাল স্মরণে রাখবে।
উল্লেখ্য, তিনি ১৩ মে রোববার রাজধানীর মালিবাগস্থ পশ্চিম চৌধুরীপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.................রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।  
#
ফয়সল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১০৪০ ঘণ্টা 
Todays handout (8).docx