Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৮

তথ্যবিবরণী ১৯/০৩/২০১৮

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৮৬
 
স¦াধীনতা পুরস্কারের জন্য আরো দু’জন মনোনীত
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স¦ীকৃতিস্বরূপ স¦াধীনতা পুরস্কার ২০১৮ এর জন্য আরো দুই বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাঁরা হচ্ছেন সংস্কৃতি ক্ষেত্রে আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতা ক্ষেত্রে শাইখ সিরাজ। 
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৬জন বিশিষ্ট ব্যক্তিকে স¦াধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স¦াধীনতা পুরস্কার প্রদান করবেন।
#
 
আবু সালেহ/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/২১১৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৮৮৫
 
দেশের উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে 
                                        --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১৯ মার্চ ২০১৮ :
  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আজকের শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে। জ্ঞানে-গুণে দক্ষতায় নিজেদের গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগণের প্রতি দায়বদ্ধ দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে।
  মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত ’নবীন বরণ ও বৃত্তি প্রদান-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
  মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। তিনটি সূচকেই বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এজন্য নবীন প্রজন্মই এদেশের আশা-ভরসা। তাদেরকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।
  আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা গ্রহণসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষা মন্ত্রণালয়সহ আরো কয়েকটি মন্ত্রণালয় এ কাজে সহযোগিতা করে থাকে। এ প্রক্রিয়ায় হাজার হাজার লোকের সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে একজন অসৎ হলেই প্রশ্ন ফাঁস হতে পারে। এজন্য শতভাগ সততা নিশ্চিত হওয়া উচিত। তিনি দেশ ও জাতির ভবিষ্যতের স্বার্থে সবাইকে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র-অভিভাবকদেরও এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। 
  জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম তোফায়েল সামী, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, সাবেক এআইজিপি সৈয়দ বজলুল করিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারওয়ার ডেইজী এবং জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ উদ্দিন খান।
  পরে মন্ত্রী মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং একটি স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের শুরুতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 
#
আফরাজুর/মাহমুদ/আলী/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৮৪  
 
মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়তে হবে 
                                              ---এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ১৯ মার্চ ২০১৮ : 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পরিবর্তিত বিশে^র সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বৈশি^ক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। 
মন্ত্রী আজ ঢাকা বিশ^বিদ্যালয় কলা অনুষদের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ঢাকা বিশ^বিদ্যালয়স্থ ফরিদপুর সদর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে ‘ঢাকা বিশ^বিদ্যালয়স্থ ফরিদপুর সদর উপজেলার শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ঢাকা বিশ^বিদ্যালয়স্থ ফরিদপুর সদর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক নিজারুল ইসলাম নিজু।
মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার মাধ্যমে তোমরা একটি সুবিশাল জ্ঞানের সমুদ্রে পদার্পণ করেছ। বিশ^বিদ্যালয় হচ্ছে নিজেকে বিকশিত করার সর্বশ্রেষ্ঠ স্থান। এখানে তোমরা মেধা ও মননশীলতার বিকাশ করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। 
মন্ত্রী বলেন, বিশ^বিদ্যালয়ে পাঠের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসময় জীবনকে গুছিয়ে নিতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল বিশে^র কাতারে উন্নীত হয়েছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশে^ আজ উন্নয়নের রোল মডেল। জাতির উন্নয়নের ভার শেখ হাসিনার হাতে রয়েছে বলেই এদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 
#
জাকির/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৮৩ 
 
শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটেছে
                                                                   ---শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই স্থল ও সমুদ্র সীমানাবিহীন বাংলাদেশ সীমানা পেয়েছে এবং এলডিসি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত অপশক্তির মদদে বঙ্গবন্ধু হত্যাকা- সংঘটিত হলেও মহান আল্লাহ তায়ালা বাঙালি জাতির ভাগোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। তবে ১৯ বার হত্যার চেষ্টা হলেও তিনি বেঁচে আছেন এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। 
মন্ত্রী আজ রাজধানীর বিসিআইসি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বিসিআইসি’র চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হক বক্তব্য রাখেন।   
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় বাঙালিরা এখন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসাবাণিজের মালিক হয়েছেন। বাংলাদেশ স্বাধীনের আগে এ অঞ্চলে কোনো ব্যাংক, বিমা কিংবা শিল্প প্রতিষ্ঠানের মালিক বাঙালি ছিল না। এমনকি মতিঝিলে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী কিংবা পিয়নও ছিল বিহারীরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় আজ বাঙালিরা কেউ ব্যবসায়ী, কেউ শিল্পপতি, ব্যাংকার, বিমা মালিক কিংবা আমলা হতে পেরেছেন। 
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালি জাতি একটি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতাবিরোধী অপশক্তি এ ভাষণকে অনেকবার বাজেয়াপ্ত করার চেষ্টা করলেও বঙ্গবন্ধুর কালজয়ী আদর্শের কারণে তারা এটি করতে সক্ষম হয়নি। এ ভাষণে তিনটি অংশে পাকিস্তান ২৩ বছর শাসনামলে পূর্ব পাকিস্তানের বঞ্চনার ইতিহাস, ’৭১ এর পহেলা মার্চ থেকে নির্যাতনের ঘটনাপ্রবাহ এবং ২৬ মার্চ পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা ছিল। ইউনেস্কোর স্বীকৃতি অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে এ ভাষণের ঐতিহাসিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
#
জলিল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৮২ 
 
নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ স¦জনদের কাছে হস্তান্তর
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশগুলো জানাজা ও আনুষ্ঠানিকতার জন্য আর্মি স্টেডিয়ামে নিয়ে আসা হয়। বিকাল পাঁচটার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সগুলো বিমানবন্দর থেকে আর্মি স্টেডিয়ামে এসে পৌঁছায়।
এর আগে বেলা ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে পৌঁছায় বিমানবাহিনীর লাশবাহী একটি কার্গো বিমান। বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল। 
উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪৯ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে আজ দেশে নিয়ে আসা হয়। এদিকে, রবিবার পর্যন্ত এ ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- শাহরিন আহমেদ মুমু, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, রাশেদ রুবায়েত ও শাহিন ব্যাপারী। বাকি চার জন সিঙ্গাপুর, নেপাল ও ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
#
মাহবুবুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৮১ 
 
উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ
                                              --- খাদ্যমন্ত্রী
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
খাদ্যমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) শ্রেণি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো এই যোগ্যতা অর্জন করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। 
মন্ত্রী আজ ঢাকার কামরাঙ্গীরচরে ‘কামরাঙ্গীরচরের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি গত বৃহস্পতিবার নিউইয়র্কে বৈঠকে নিশ্চিত করেছে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। নিয়ম অনুযায়ী ৩ বছরে পরপর দুইবার এটা অর্জন করলেই চূড়ান্তভাবে একটা দেশকে মধ্যমআয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। এ জন্য দুই মেয়াদে (২০১৮ও ২০২১ সাল) এই অর্জন ধরে রাখতে হবে। 
শিক্ষক সমাজের উদ্দেশে মন্ত্রী বলেন, দীর্ঘ দিন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। তাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর জন্য শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কোমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শেখানোর ওপর গুত্বারোপ করেন। 
#
 
মেহেদী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৮০ 
 
হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়লো
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
আসন্ন হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের মেয়াদ আগামী ২২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা পূর্বে ১৮ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিলো। 
#
মনিরুজ্জামান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৮৭৯
 
শিল্পমন্ত্রীর সাথে বিশ্ব মেধাসম্পদ সংস্থার উপমহাপরিচালকের বৈঠক
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে (চঈঞ) স্বাক্ষর করলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডওচঙ) উপমহাপরিচালক জন বি. স্যান্ডেজ (ঔযড়হ ই. ঝধহফধমব)। তিনি বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশের শিল্পখাতে অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের প্রয়াস জোরদার হবে। ইতিমধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার ১শ’৫২টি সদস্য রাষ্ট্র এ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তিনি জানান।
বাংলাদেশ সফররত বিশ্ব মেধাসম্পদ সংস্থার উপমহাপরিচালক আজ শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ মন্তব্য করেন। বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মোঃ সানোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারে বিশ্ব মেধাসম্পদ সংস্থার কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডওচঙ) উপমহাপরিচালক বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, টেকসই শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। প্যাটেন্ট সহায়তা বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করলে এদেশে আরো বেশি বিনিয়োগ আসবে। বাংলাদেশে সবুজ শিল্পায়নের প্রয়াস বেগবান করতে বিশ্ব মেধাসম্পদ সংস্থার কারিগরি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ চুক্তিতে স্বাক্ষরের ফলে ট্রিপস্ (ঞজওচঝ) চুক্তির সুবিধা পেতে কোনো সমস্যা হবে না বলেও তিনি মন্তব্য করেন। 
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। ইতিমধে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ অর্জন উদ্যাপন করা হবে। সরকার দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি বাংলাদেশে জ্ঞানভিত্তিক শিল্পায়নের ধারা জোরদারে বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডওচঙ) অব্যাহত কারিগরি সহায়তা কামনা করেন। 
#
জলিল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৭৮
 
ভারপ্রাপ্ত তথ্যসচিবকে বিদায় জানালো তথ্য মন্ত্রণালয়
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
তথ্য মন্ত্রণালয় থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি উপলক্ষে ভারপ্রাপ্ত তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের বিদায় অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাঁকে দক্ষ ও সকলের প্রিয়ভাজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর উজ্জ¦ল ভবিষ্যৎ কামনা করেন।
 
মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তথ্য মন্ত্রণালয়াধীন সংস্থাগুলোর প্রধানদের মধ্যে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীর, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মহাপরিচালক আমির হোসেনের উপস্থিতিতে এসময় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুয়াল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান, অতিরিক্ত সচিব মোঃ সুলতান মাহমুদ, উপসচিব প্রতাব চন্দ্র বিশ্বাস ও প্রশাসনিক কর্মকর্তা শাহনাজ বেগম।
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/১৮২১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৭৭  
 
২০-২৫ মার্চ রেলওয়ের দেশব্যাপী সেবা সপ্তাহ
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
দেশব্যাপী ২০-২৫ মার্চ বিশেষ সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
  ২২ মার্চ বেলা ৩ টায় রেলওয়ের ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণ, জিআরপি, আরএনবি, ব্যান্ড পার্টি এবং স্কাউট দল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় জমায়েত হবেন। এরপর বিকেল ৪ টায় রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আনন্দ শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান-মৎস ভবন-কদম ফোয়ারা-আব্দুল গণি রোড-জিপিও হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করবে। 
২০-২৫ মার্চ সময়ে গুরুত্বপূর্ণ স্টেশন, রেলওয়ে ভবন ও বিভাগীয় ভবন আলোকসজ্জায় সজ্জিত থাকবে। রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত বুকলেট, লিফলেট, ব্রশিউর বিতরণ করা হবে। সকল গুরুত্বপূর্ণ স্টেশন ও ভবনসমূহে যেখানে বড় ছোট টিভি স্ক্রিন আছে ও যে সকল ট্রেনের বগিতে টিভি স্ক্রীন আছে সে সকল টিভি স্ক্রীনে রেলওয়ের উন্নয়নের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
 সকল গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী সেবায় স্কাউটস সদস্যদের নিয়োগ করা হবে। সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনের নির্ধারিত রেক এবং সকল কোচের ভিতরের আসন, ফ্যান, পর্দা এবং টয়লেটসমূহ, সকল বিশ্রামাগার ও প্লাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন ও হকার মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।
  মহিলা, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীসহ অসুস্থ যাত্রীদের স্বাচ্ছন্দময় ভ্রমণ এবং স্টেশনে আরামদায়ক অবস্থা নিশ্চিত করা, ট্রেন ও স্টেশনে ফার্স্ট এইড বক্স সকলের দৃষ্টিগোচরে রাখা এবং এর মধ্যে রক্ষিত ঔষধ ও যন্ত্রসমূহ হালনাগাদ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের টিকেট প্রাপ্তির বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন করাসহ টিকেট প্রাপ্তিতে যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় তার প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখা হবে। এছাড়া যাত্রীদের যে কোনো অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ট্রেনের ইঞ্জিনে, ছাদে, বাফারে এবং দরজার হ্যান্ডেলে ঝুলন্ত অবস্থায় যাত্রীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণসহ ট্রেনের দায়িত্বরত লোকোমাস্টার, গার্ড, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা, ট্রেনে মালামাল বুকিং, বোঝাই, পরিবহন ও গন্তব্য স্টেশনে খালাসে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখাসহ ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান করা।
#
শরিফুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৭৬ 
 
৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
৬ এপ্রিল ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’। দিবসটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নের বাংলাদেশ’।
কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষকসহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে র‌্যালির আয়োজন। ঐদিন র‌্যালিটি সকাল ৭.৩০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১নং গেটের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হবে। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসমূহ স্ব স্ব কর্মসূচি গ্রহণপূর্বক দিবসটি উদ্যাপন করবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশন নিজ উদ্যোগে স্ব স্ব খেলার প্রীতিম্যাচ আয়োজন করবে।
আন্তর্জাতিক ক্রীড়া দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদ্যাপনের বিষয়ে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার সভাপতিত্ব করেন। এসময় যুব ও ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশন  ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৭৫ 
 
দুর্যোগ মোকাবিলা
বাংলাদেশ ‘রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ’ এর চেয়ার নির্বাচিত
 
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
বাংলাদেশ ২০১৮ সালের জন্য দুর্যোগ মোকাবিলায় সমন্বয় কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ২০১৭ সালে এর চেয়ারম্যান ছিল সিংগাপুর। ওই বছরের ডিসেম্বরে সিংগাপুরে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ চেয়ার নির্বাচিত হয়। বাংলাদেশ চেয়ার নির্বাচিত হওয়ার ফলে সিংগাপুর সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেয়। সে ক্রেস্ট আজ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন। 
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থার উদ্যোগে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০১৪ সালে  মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্লাটফর্ম হিসেবে ‘রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি)’ গঠন করা হয়। আরসিজি গঠনের উদ্দেশ্য হলো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সিভিল-মিলিটারি সমন্বয় জোরদারকরণ, বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে কার্যকর অপারেশনাল প্ল্যান তৈরি এবং এর অনুশীলন ও দুর্যোগ সাড়াদান কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা, শিক্ষণ ও তথ্য বিনিময় ইত্যাদি।
আরসিজি এর  প্রথম সম্মেলন ২০১৫ সালে থাইল্যান্ড এবং দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর সরকার এবং টঘঙঈঐঅ’র যৌথ উদ্যোগে ২০১৭ সালের ৫-৬ ডিসেম্বর সিঙ্গাপুরে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আরসিজি-২০১৭ এর সম্মেলনে ২৬ টি দেশ এবং ২৪ টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সিভিল-মিলিটারি, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 
সিঙ্গাপুরে অনুষ্ঠিত আরসিজি এর তৃতীয় সম্মেলনে ২০১৭ সালে বাংলাদেশে সংঘটিত ৫টি দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং এ সফলতা প্রশংসিত হয়।
আরসিজি-২০১৮ সালের ভিশন ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ এবছর যেসব কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব ও সমন্বয় করবে তা হলো-আঞ্চলিক পর্যায়ে জরুরি সাড়াদানে মানবিক সহযোগিতা প্রদানে সিভিল-মিলিটারি সমন্বয় জোরদারকরণ, রাসায়নিক, জীবাণুঘটিত, বিকিরণজনিত ও পারমাণবিক তেজস্ক্রিয়তাজনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের অভিজ্ঞতা বিনিময়ে কর্মপন্থা নির্ধারণে নেতৃত্ব প্রদান, বাংলাদেশের উদ্যোগে এর সহযোগিতায় এবছর ভূমিকম্প ও ঝুঁকি মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন এবং বাংলাদেশের সভাপতিত্বে ২০১৮ সালে চতুর্থ আরসিজি সম্মেলন ঢাকায় আয়োজন। 
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর ঃ ৮৭৪ 
 
চিকিৎসা সেবা ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
জনসাধারণকে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘চিকিৎসা সেবা ও সুরক্ষা আইন-২০১৮’ চূড়ান্ত করা হয়েছে। 
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ‘চিকিৎসা সেবা ও সুরক্ষা আইন-২০১৮’ এর খসড়া পর্যালোচনা সভায় আইনটি চূড়ান্ত করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। 
 
এই আইন প্রণীত হলে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। শীঘ্রই মন্ত্রিপরিষদের সভায় আইনটি উত্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক এবং মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর ঃ ৮৭৩
 
পাকিস্তানে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপিত
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উপহাইকমিশন জাতির জনক বঙ্গবন্ধু 
শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উদ্যাপন করেছে। এ উপলক্ষে ‘বাংলাদেশ হাউজ’ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাণী পাঠ, আবৃত্তি, আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। মিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ, করাচীস্থ বাংলাদেশিরা ও তাদের পরিবারবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি এ অনুষ্ঠান উপভোগ করেন।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের কল্যাণ এবং দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপহাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপস্থিত শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পড়ে শোনান উপহাইকমিশনার ও মিশনের কর্মকর্তাগণ। আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। 
উপহাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর বিশাল হৃদয় ও গুণাবলীর প্রকাশ বাল্যকাল থেকেই ঘটেছিল, যাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি’। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কেবল বাঙালীর নেতাই ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল নেতৃত্ব দেয়ার জন্য। শিশু কিশোররা যাতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে প্রকৃতজ্ঞান লাভ করতে পারে, সে লক্ষ্যেই সরকার বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুশীলনের জন্য সকলকে আহ্বান জানান। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবাইকে তিনি পুরস্কৃত করেন।
Todays handout (10).docx