তথ্যবিবরণী নম্বর : ১৫৩৩
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই
-- বীর বাহাদুর উ শৈ সিং
বান্দরবান, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, তাই গাছের যথাযথ পরিচর্চাও করতে হবে।
আজ বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন ইউনিটে মিশ্র ফলের গাছ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, গাছের মাধ্যমে আমরা আর্থিকভাবেও উপকৃত হই। তাছাড়া বিভিন্ন ঔষধি গাছ আমাদের প্রাণ রক্ষায়ও ভূমিকা রাখে। এসময় তিনি গাছের চারা রোপণের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাতসহ বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি, পুলিশ ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন স্কুল কলেজ ও রাস্তার ধারে প্রায় ১ লাখ মিশ্র ফলের গাছের চারা রোপণ করা হবে। আর এই গাছের চারা রোপণের ফলে বান্দরবান পার্বত্য জেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
#
জুলফিকার/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৩২
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুুপ নির্মাণ করা হবে
-- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে :
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড একটি অত্যন্ত কর্মব্যস্ত এলাকা। প্রতিদিন এ এলাকায় হাজার হাজার যানবাহন চলাচল করে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং বরুড়া, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম এলাকার মানুষের কুমিল্লা শহরে ঢুকতে এবং শহরের মানুষের ঐসব এলাকাতে যাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র এটি। কিন্তু ইউলুপ না থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং বরুড়া, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম এলাকার মানুষের কুমিল্লা শহরে ঢুকতে এবং শহরের মানুষের ঐসব এলাকাতে যাওয়ার জন্য পোহাতে হয় চরম দুর্ভোগ, সৃষ্টি হয় অপরিসীম যানজট। এসব এলাকার মানুষদের অত্যন্ত কষ্ট করে কয়েক মাইল ঘুরে, চড়াই উৎরাই পার হয়ে তারপর আসতে হয়। আর তাই কুমিল্লার মানুষের দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিনের প্রতীক্ষার সুরাহা করতে এখানে নির্মাণ করা হবে একটি ইউলুপ।
আজ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পদুয়ার বাজার বিশ্বরোডে যে ইউলুপটি নির্মাণ করা হবে সেটি হবে একটি দৃষ্টিনন্দন ইউলুপ, উন্নত বিশ্বের আদলে তৈরি হবে আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাতে নেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন ও সমাপ্তির কাজ করা হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মিত হলে এলাকার সীমাহীন দুর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
#
তৌহিদুল/সেলিম/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৩১
সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করছে
-- প্রবাসী কল্যাণমন্ত্রী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের বোঝা নয়, তারা কোনো সমস্যাও নয়। দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের উন্নয়ন ও সুরক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। কর্মক্ষেত্রে তারা খুবই নিষ্ঠাবান হয়। তাদের ভুলভ্রান্তি হয় কম।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যুক্তি আলোয় দেখি’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মন্ত্রী আরো বলেন, পরিবারে প্রতিবন্ধীত্ব অভিশাপ নয়, ¯্রষ্টার আশীর্বাদ। প্রয়োজন তাদের প্রতি সার্বিক দৃষ্টি পরিবর্তনের। তাদের প্রতি কোনো ধরনের উপেক্ষা, বঞ্চনা, বৈষম্য গ্রহণযোগ্য নয়। তাঁদের মধ্যে যে অন্তহীন আত্মশক্তি লুকায়িত রয়েছে তাঁর বহিঃপ্রকাশ ঘটাতে প্রতিবন্ধীদের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সমস্ত বাস্তবতাকে বিবেচনায় নিয়ে প্রতিবন্ধীদেরকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে হবে।
#
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৩০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি এমিরেটস এয়ার লাইন্স যোগে ঢাকা ত্যাগ করেন।
স্বাস্থ্যমন্ত্রী ২০ মে কমনওয়েলথ স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে এশীয় অঞ্চলের মন্ত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাফল্য এবং এমডিজি অর্জনে গৃহীত কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখবেন।
আগামী ২১ মে থেকে ছয় দিনব্যাপী এই সম্মেলন জেনেভার প্যালেস দ্য নেশনসের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যমন্ত্রী জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ভারতের স্বাস্থ্য ও আয়ুশ মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় অংশগ্রহণ করছেন।