তথ্যবিবরণী নম্বর: ৩০৯০
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের
শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে
-- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টা আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিকদের বেতন বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
উপদেষ্টা জানান, পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিম্নবর্ণিত কার্যক্রমসমূহ সম্পাদন করেছে।
১। রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপৎকালীন হিসাব হতে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না। এ দায় মূলত মালিকের কিন্তু মালিক পলাতক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মালিক পলাতক আছে। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোল এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী TNZ গ্রুপের Apparels Eco Ltd গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে।”
১ কোটি ৫ লাখ টাকার মধ্যে অর্জিত ছুটি বাবদ TNZ গ্রুপের শ্রমিকদের ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং TNZ গ্রুপের Apparels Eco Ltd এর শ্রমিকদের জানুয়ারির বেতন বাবদ ৭৬ লাখ টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে।
৩। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের ২টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদের নগদ সহায়তা বাবদ ১১ কোটি টাকা ছাড় করা হয়েছে।
৪। স্টাইলক্রাফট এন্ড ইয়াংওয়ান বিডি লি. এর শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
#
মালেক/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৭৫০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮৯
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল
--- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল করা হয়েছে।
এ প্রকল্পের ৭ম পর্যায়ের ন্যায় ৮ম পর্যায়ের অনুমোদিত জনবল নিয়োগে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। শুধু পাঁচ ক্যাটাগরিতে ২৩টি সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে ক্রয়ের জন্য বলা হয়েছে।
গত ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর ২৩ অধিশাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। এ পত্রে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক এ প্রকল্পের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, পিএ, ফিল্ড সুপারভাইজার, ক্যাশিয়ার কাম হিসাব সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও ডাটা এন্ট্রি অপারেটরে মোট ১০ ক্যাটাগরিতে ১২৪টি পদ প্রেষণে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এ প্রকল্পে সাকুল্য বেতনে সরাসরি নিয়োগের জন্য ১০টি ক্যাটাগরিতে ৬৪০ জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পদগুলো হলো সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপারভাইজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, স্টোর কিপার ও আরঅ্যান্ডডি ক্লার্ক।
তবে ড্রাইভিং, অফিস কর্ম সহায়ক, ক্লিনার বা সুইপার ও সিকিউরিটি গার্ড এই ৫ ক্যাটেগরিতে ২৩ টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিন পদ্ধতিতে মোট ৭৮৭ জনবল নিয়োগে সম্মতি পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ তারিখের ৩৭৬ নং স্মারকে জারিকৃত এ প্রকল্পের পদ বা জনবল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের কার্যবিবরণীটি বাতিল করা হয়েছে।
#
আবুবকর/মাহমুদুল/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮৮
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের অর্থায়নে বাস্তবায়নের জন্য ২৯টি নতুন প্রকল্প অনুমোদন
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৬২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অ.), মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই প্রকল্পগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ও নগর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাওর এলাকায় কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন নিয়ে গবেষণা করা হবে। দুগ্ধ উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করা হবে। চারটি হটস্পট এলাকায় উদ্ভিদের বৃদ্ধির ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করা হবে।
কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণ ও মানসম্মত বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। চর, হাওর ও উপকূলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহর এলাকায় জলাধার পুনরুদ্ধার করা হবে। নারায়ণগঞ্জের পাঁচটি খালের তীরে বনায়ন এবং গাজীপুরের লবনদহ খাল সংরক্ষণ করা হবে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সৌরবিদ্যুৎচালিত নলকূপ বসানো হবে। বান্দরবানের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে।
পরিবেশবান্ধব পাটের ব্যাগ সরবরাহ, তাল ও ম্যানগ্রোভ বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান কাজ করবে। দেশজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বাড়াতে প্রচারাভিযানও চালানো হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি; জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; সেন্টার ফর এনভায়রনমেন্টাল এবং জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; পরিবেশ অধিদপ্তর; বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট; জেলা প্রশাসন, ঢাকা; মৎস্য উন্নয়ন কর্পোরেশন; প্রাণিসম্পদ অধিদপ্তর ;পাট অধিদপ্তর; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন অধিদপ্তর প্রকল্পসমূহ বাস্তবায়ন করবে।
সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
#
দীপংকর/মাহমুদুল/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮৭
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ উপলক্ষ্যে শিক্ষা
মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে।
উক্ত পরীক্ষা উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হলো:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৫৬৭৮০, মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ ও ই-মেইল ঠিকানা: examcontrolroom@moedu.gov.bd
ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫, ০২-৫৮৬১০০৭১; মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ ও ই-মেইল ঠিকানা: controller@dhakaeducationboard.gov.bd
#
ইয়ানুর/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৬৩০ ঘন্টা
Handout Number: 3086
Govt. Approves 29 New Projects under BCCT to Combat Climate Change
Dhaka, 27 March:
The Government of Bangladesh has approved 29 new projects under the Bangladesh Climate Change Trust Fund (BCCTF) to address the growing threats posed by climate change. The approval was granted at the 62nd meeting of the Trustee Board, held at the Ministry of Environment, Forest and Climate Change. The meeting was chaired by Syeda Rizwana Hasan, Advisor to the Ministry.
Distinguished attendees included Lieutenant General (Retd.) Jahangir Alam Chowdhury, Advisor to the Ministries of Home and Agriculture; Sharmin S. Murshid, Advisor to the Ministries of Women and Children, and Social Welfare; Cabinet Secretary Dr. Sheikh Abdur Rashid; Secretary of Environment Dr. Farhina Ahmed; and Secretary of Finance Dr. Md. Khairuzzaman Mozumder, among other high-ranking officials.
These projects have been designed to strengthen climate resilience, conserve the environment, and promote sustainable agricultural and urban development. Key initiatives include research on carbon emissions and climate-resilient agriculture in Bangladesh’s haor wetlands, as well as the development of eco-friendly technologies to enhance dairy production. The impact of climate change on plant phenology in four ecological hotspots will also be studied.
Additionally, projects will focus on improving onion seed storage and production, adopting climate-smart agricultural technologies in char, haor, and coastal regions, and restoring water bodies in major urban centers like Dhaka, Chattogram, Khulna, Rajshahi, and Sylhet. Afforestation along five canals in Narayanganj and conservation efforts in Gazipur’s Lobonadaha Canal are also planned.
To ensure access to clean drinking water in remote regions, solar-powered deep tube wells will be installed in the hill tracts of Rangamati, while safe drinking water initiatives will be introduced for affected communities in Bandarban. Other notable projects include subsidized jute bags as an alternative to plastic, expansion of palm and mangrove plantations, biodiversity conservation, and research on antibiotic-resistant bacteria.
The projects will be implemented by various government agencies and research institutions, including the Chittagong Hill Tracts Development Board, the Department of Genetic Engineering and Biotechnology at the University of Chittagong, the Department of Public Health Engineering, the Bangladesh Agricultural University, the Bangladesh Livestock Research Institute, and the Department of Environment, among others.
Speaking at the meeting, Advisor Syeda Rizwana Hasan emphasized the need for a coordinated approach to tackling climate change. She expressed optimism that these projects would not only drive sustainable development but also ensure significant progress in environmental conservation and biodiversity protection.
#
Dipankar/Mahmudul//Mosharaf/Joynul/2025/1900 hour
তথ্যবিবরণী নম্বর: ৩০৮৫
৪৬তম বিসিএসের প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের আবেদনের শেষ সময় ১০ এপ্রিল
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় যে সকল প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন আবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
আবেদনপত্রের সাথে জমা দিতে হবে- অনলাইন আবেদনপত্র (BPSC Form-1), প্রবেশপত্র, প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ৩ মাস পূর্বে তোলা), প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি, সিভিল সার্জন প্রদত্ত প্রত্যয়নপত্র। সিভিল সার্জন সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন: দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধি প্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (১০.০৪.২০২৫) শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
#
মাসুমা/তৌহিদ/শাহিদা/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮৪
গার্মেন্টস শিল্পে নৈরাজ্য ও সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে সরকার
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ বলা হয়েছে, অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি, অবরোধ করে যান চলাচল বন্ধ, নৈরাজ্য ও সহিংসতা কোনভাবেই কাম্য নয় এবং তা কখনোই মেনে নেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গার্মেন্টস-সহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের পাওনা বেতনভাতাদি-সহ যৌক্তিক দাবিসমূহের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত। শ্রমিকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে মালিকপক্ষ ও বিজিএমইএ'কে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে।
এছাড়া, গার্মেন্টস-সহ বিভিন্ন শিল্প কলকারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ উভয়ের সহযোগিতা কামনা করেছে।
ফয়সল/তৌহিদ/শাহিদা/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১৩৩১ ঘণ্টা
Handout Number: 3083
55th Independence and National Day of Bangladesh celebrated at the Bangladesh Permanent Mission to the United Nations in New York
New York, 27 March :
Bangladesh Permanent Mission to the UN in New York hosted a Reception today to celebrate the 55th Independence and National Day of Bangladesh at a local hotel in New York. The program was attended by around 150 Permanent Representatives, high officials of the UN and other international organization. In his welcome remarks, the Permanent Representative of Bangladesh Ambassador Salahuddin Noman Chowdhury mentioned that Bangladesh embraced multilateralism as a cornerstone of its foreign policy Since 1974 He also mentioned that Bangladesh was on track to graduate from the LDC category. In line with its steadfast commitment to international peace and security, Bangladesh made significant contributions to the UN peacekeeping operations and provided humanitarian support for the Rohingya people.
Earlier in the morning, the Permanent Representative and the Mission officials participated in a discussion session where the messages from the dignitaries were read out and a special documentary on the significance of the day was screened.
#
Permanent Mission of Bangladesh to the UN/Tohidul/Sahida/Saida/Masum/2025/900 hours
তথ্যবিবরণী নম্বর: ৩০৮২
উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত
তাসখন্দ (উজবেকিস্তান), ২৭ মার্চ:
উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদার সাথে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের ধ্বনিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর সভাপতির বক্তব্যে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন। ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্টে আত্মত্যাগকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি প্রার্থনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।
একই দিনে দূতাবাসে উজবেকিস্তানের ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তান/ তৌহিদ/শাহিদা/সাঈদা/আসমা/২০২৫/১৩০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮১
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস পালিত
নিউইয়র্ক ২৭ মার্চ:
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গতকাল যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ৭১-এর সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী ও ২০২৪ জুলাই-আগষ্টে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি গতিশীল, আত্মপ্রত্যয়ী এবং উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তাদের এ সমর্থন এবং সহযোগিতা আরো শক্তিশালী করার অনুরোধ জানান।
১৯৭১-এর সকল শহিদ এবং ২৪ এর জুলাই-আগষ্টে গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, ২৫ মার্চ কনস্যুলেট জেনারেলে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়।
#
মিশন নিউইয়র্ক/তৌহিদ/শাহিদা/সাঈদা/মাসুম/২০২৫/১২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৮০
বায়ুদূষণ বিষয়ক বিশ্ব সম্মেলন
আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় কার্যকর আঞ্চলিক পদক্ষেপ গ্রহণের আহ্বান পরিবেশ উপদেষ্টার
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় কার্যকর আঞ্চলিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে প্রতিবেশী দেশগুলো থেকে। তাই, এ সমস্যা সমাধানে রাজনৈতিক আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব পদক্ষেপ ও আঞ্চলিক সহযোগিতা জরুরি। দক্ষিণ এশীয় দেশগুলোর কাঠমান্ডু রোডম্যাপ ও অন্যান্য সমঝোতা যথেষ্ট নয়, এবং এক্ষেত্রে আরো জোরালো উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
কলম্বিয়ার কার্টাগেনায় অনুষ্ঠিত WHO দ্বিতীয় বৈশ্বিক সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া সাইড ইভেন্টে আজ ভার্চুয়ালি অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের বায়ুদূষণ সমস্যা, বিশেষ করে ঢাকার ভয়াবহ পরিস্থিতির কথাও তিনি এসময় তুলে ধরেন।
উপদেষ্টা জানান, বাংলাদেশের বহুমাত্রিক বায়ুদূষণ সমস্যা মোকাবিলায় বায়ু মান নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই আইনি বিধিমালায় দূষণকারী খাতগুলোর জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বায়ুদূষণ নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করা হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা সরকারের অনুমোদন সাপেক্ষে শিগগিরই বাস্তবায়ন শুরু হবে। এই প্রকল্প নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, আইন প্রয়োগ জোরদার করা, শিল্প কারখানায় দূষণ পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ এবং গণপরিবহন খাত আধুনিকায়নের ওপর গুরুত্ব দেয়া হবে।
এসময় তিনি ঢাকার আশেপাশের এলাকাগুলোকে ইটভাটা মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানান, যেখানে ইটভাটা স্থাপন নিষিদ্ধ থাকবে। এছাড়া, ২০২৫ সালের মে থেকে পুরনো বাস ধাপে ধাপে তুলে দেওয়া হবে, যা পরিবেশ মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে বাস্তবায়ন করবে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের ফলে ইতোমধ্যে বায়ু মানের কিছুটা উন্নতি হয়েছে, তবে এই অগ্রগতি ধরে রাখতে কঠোর নজরদারি ও খাতসমূহের আধুনিকায়ন জরুরি। বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ ধুলাবালি দূষণ রোধে ঢাকা শহরের খোলা সড়কগুলোতে সবুজায়নের উদ্যোগ এবং রাস্তা পরিস্কারে আরও শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, পরিবেশ ও জ্বালানি খাতের নীতিনির্ধারক, আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক, স্থানীয় প্রশাসন, পরিবহন ও শিল্পখাতের বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ রোধে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
#
দীপংকর/তৌহিদ/শাহিদা/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৭৮
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানিকৃত ৯ হাজার ৫ শত মেট্রিক টন চাল
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ):
ভারত থেকে ৯ হাজার ৫ শত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ইয়াং শেং ১৫১ (mv YOUNG SHENG 151) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯ টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
#
ইমদাদ/তৌহিদ/শাহিদা/সাঈদা/মাসুম/২০২৫/১০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৭৭
মহিমান্বিত রজনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহিমান্বিত রজনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“মহিমান্বিত রজনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনি। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে।
মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনিকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনিতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি; অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত।
মহান আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আমাদের আত্ননিয়োগ করার তৌফিক দান করেন-মহিমান্বিত এই রজনিতে এ প্রার্থনা করি।
পবিত্র এই রজনিতে আমি মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি এবং মুসলিম উম্মাহর মাগফেরাত, উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”
#
আশরোফা/তৌহিদ/শাহিদা/সাঈদা/মাসুম/২০২৫/৯১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী TNZ গ্রুপের Apparels Eco Ltd. গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে - শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
#
মালেক/তৌহিদ/শাহিদা/সাঈদা/আসমা/২০২৫/১৩০০ ঘণ্টা