Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৭

তথ্যবিবরণী 30 March 2017

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৯০৭

ডেপুটি স্পিকারের সাথে রুমানিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :
আজ নয়াদিল্লিস্থ  রুমানিয়ান রাষ্ট্রদূত রাডু অক্টেভিয়ান ডুবরি  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি ডেপুটি স্পিকারের সাথে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্বাধীন দেশ হিসেবে রুমানিয়া কর্তৃক বাংলাদেশকে সমর্থনের বিষয় কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যাবলী এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। 
বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক
আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। আজ সংসদ ভবনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্মেলনের বাংলাদেশের ভূমিকা কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সম্মেলন চলাকালে প্রতিনিধি দলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
শিশু বিষয়ক সংসদীয় ককাস
সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের ফিল্ড ভিজিটের কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদের শিশু বিষয়ক সংসদীয় ককাস। আগামী ৩ এপ্রিল অতিথিদের ফিল্ড ভিজিটের জন্য মিরপুর অঞ্চলে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কার্যালয়ে নেওয়া হবে। আইপিইউ সম্মেলনস্থল বিআইসিসি কেন্দ্র হতে ইউনিসেফের তত্ত্বাবধানে ইউনিসেফ নেতৃবৃন্দ, ককাস সদস্য ও অন্যান্য ডেলিগেটসদের সমন্বয়ে মাঠ পর্যায়ে ককাসের কার্যক্রম পরিদর্শন করবেন। আজ ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, মনোরঞ্জনশীল গোপাল, উম্মে রাজিয়া কাজল, কাজী রোজী, জেবুন্নেসা আফরোজ , মো. মাহবুব আলী অংশগ্রহণ করেন। 
#

স¦পন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৯০৬

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের  
১৫৯টি পদে নিয়োগের ফলাফল

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার’ এর (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  কোটায় সংরক্ষিত) ১৫৯টি পদের মধ্যে ১২৭টি পদে নিয়োগের জন্য নি¤েœ উল্লেখিত  রেজিঃ নম্বরধারী ১২৭ জন প্রার্থীকে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হয়েছেঃ

 

    বিস্তারিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে বলে পিএসসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#

শাখাওয়াৎ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৯০৫

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 
আলেম-ওলামা মহাসম্মেলন ৬ এপ্রিল

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

    ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল ২০১৭ আলেম-ওলামা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল এতে সভাপতিত্ব করেন।

    সভাপতির বক্তব্যে ধর্মসচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল ২০১৭ বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববীর সম্মানিত খতিবসহ ৬ সদস্যবিশিষ্ট একটি সৌদি প্রতিনিধি দল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

    সচিব বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২ লাখ ৬০ হাজার মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৬৫ হাজার শিক্ষক কর্মচারী, ৯০ হাজার প্রশিক্ষিত ইমাম, ৬১ হাজার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যসহ কয়েক লাখ আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসলমানগণ এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন মর্মে আশা করা যাচ্ছে। 

    মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিশেষ করে আমন্ত্রিত বিদেশি অতিথিদের যথাযথ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

#

আনোয়ার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৯০৪

বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘ প্রতিনিধির বৈঠক
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে বাংলাদেশ পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে। এমডিজি সফলভাবে অর্জন করে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে এসডিজি-র ৮২ ভাগ বাস্তবায়িত হবে ২০৩০ সালের মধ্যে। বাংলাদেশ পদ্মা সেতুসহ অনেক মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে যোগাযোগ সহজ করতে রাস্তাগুলো ফোর লেনে রূপান্তরিত করা হচ্ছে। দেশে এখন ফরেন ইনভেস্টমেন্টের (এফডিই) পরিবেশ সৃষ্টি হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর দেশে আর গ্যাস সমস্যা থাকবে না, বিদ্যুৎ পর্যাপ্ত আছে। অনেক দেশ এখন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে। সন্ত্রাস দমনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছে বিশ^বাসী। দেশের শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করে গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে বাংলাদেশে। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর এবং ইউএনডিপি-এর রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ রবার্ট ডি. ওয়াটকিনস (জড়নবৎঃ উ. ডধঃশরহং)-এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশে সঠিক পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী সাধারণ নির্বাচন দেশের সংবিধান মোতাবেক অনিুষ্ঠিত হবে। বিশে^র গণতান্ত্রিক দেশগুলোতেও চলমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন নির্বাচনকালীন সরকার থাকে এবং নিয়ম মোতাবেক কার্য সম্পাদন করে। নির্বাচন নিয়ে বার্গেনিং বা আলোচনার আর কোন সুযোগ নেই, বিএনপি’র উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। 
মন্ত্রী বলেন, দেশে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ^বাসী বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা  করেছে। বাংলাদেশ সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। দেশের মানুষ সচেতন হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় হবে না।
জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর এবং ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ রবার্ট ডি. ওয়াটকিনস বলেন, বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। অন্যদেশ বাংলাদেশের উন্নয়ন অনুসরণ করতে পারে। বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করেছে, এসডিজি অর্জনেও সফল হবে। জাতিসংঘ চায় বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক। এ জন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতিসংঘ তা প্রত্যাশা করে। 
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু উপস্থিত ছিলেন।
#

লতিফ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৯০৩


সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধা বিকাশে ভূমিকা রাখছে
                                                         ---  শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিযোগিতায় পশ্চাৎপদ অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পাচ্ছে। সারাদেশে যে মেধাবী শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ মেধাবী শিক্ষার্থীরাই একদিন জাতিকে জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যাবে।

মন্ত্রী আজ ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭এর সদস্য সচিব ড. মো. শফিকুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব মেধাবী শিক্ষার্থী আড়ালে আছে বা কম সুযোগ পাচ্ছে, যারা অনাদরে-অবহেলায় ছিল, তারাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। এদের মধ্যে যারা মেধা তালিকায় উঠে এসেছে, তাদের পড়ালেখায় যাতে কোন প্রতিবন্ধকতা না আসে সেজন্য সহযোগিতা করা হবে। 
উল্লেখ্য, দেশের ৮টি বিভাগের প্রতিটি থেকে ১২ জন করে এবং ঢাকা মহানগরীর ১২ জনসহ মোট ১০৮ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ে উত্তীর্ণ শীর্ষ ১২ জনকে এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে এবং তারা বিদেশে ভ্রমণের সুযোগ পাবে।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আজ সারা দেশে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, মূল্যবোধ ও চিন্তা-চেতনা গড়ে উঠবে। তারা অন্যের মতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হতে শিখবে। শিক্ষামন্ত্রী ভোট গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কমিশনারদের সাথে কথা বলেন।
উল্লেখ্য যে, আজ সকাল ৯.০০টা থেকে বিকাল ২.০০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২২ হাজার ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে ৮ জন প্রতিনিধির সমন্বয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। এবছর ১ লাখ ৮৩ হাজার ২৭২টি পদের বিপরীতে ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে।
#

আফরাজুর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৯০২

প্রকৌশলীরা দেশ গড়ার অন্যতম কারিগর       
                     --- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) : 
    উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। প্রকৌশলীরা দেশ গড়ার অন্যতম কারিগর। 
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর জেলা শাখা এবং কেন্দ্রীয় সার্ভিস এসোসিয়েশনসমূহের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও গণঅধিকার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
    আইডিইবি’র সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন। 
    মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী সক্রিয়, তারা চায় না দেশ এগিয়ে যাক। সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, অভ্যন্তরীণ ও পাকিস্তানি ষড়যন্ত্র প্রতিহত করতে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুদ্ধাপরাধী পাকিস্তানি ১৯৫ জন সেনা সদস্যের বিচারের বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 
    শাজাহান খান বলেন, যারা ‘জয়বাংলা’ সেøøাগানে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ‘জয়বাংলা’ আমাদের মহান মুক্তিযুদ্ধের জাতীয় সেøøাগান। তিনি বলেন, কোন অপশক্তিই দেশকে অস্থিতিশীল করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
#

জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৯০১

উপকূলীয় এলাকায় পুরাতন মুজিব কিল্লা সংস্কার ও নতুন মুজিব কিল্লা নির্মাণ হবে 
                                                                             -ত্রাণ মন্ত্রী
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :     
    উপকূলীয় এলাকায় পুরাতন মুজিব কিল্লা সংস্কার ও নতুন মুজিব কিল্লা নির্মাণ করা হবে। দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ২৩৫টি পুরাতন মুজিব কিল্লার সন্ধান পাওয়া গেছে। এ কিল্লাগুলো বঙ্গবন্ধুর শাসনামলে সাইক্লোন থেকে উপকূলীয় লোকদের রক্ষার জন্য নির্মাণ করা হয়েছে। সেসময় এগুলো উঁচু ভিটা হিসেবে তৈরি করা হয়। দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো হিসেবে এসব স্থানে মানুষের আশ্রয়কেন্দ্রের পাশাপাশি পশুপাখির জন্য উন্নতমানের সেড নির্মাণ করা হবে। বিশুদ্ধ পানির জন্য পুকুর, সোলার প্যানেল, প্রতিবন্ধীদের জন্য আলাদা জায়গা ও র‌্যাম্পসহ আধুনিক মানের করা হবে কিল্লাগুলোকে।
    আজ সচিবালয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ সংক্রান্ত বিষয় উপস্থাপন করে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, বুয়েটের অধ্যাপক এম এ আনসারী, ঢাকা বিশ^বিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহবুবা নাসরীনসহ সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, এলজিইডি, ইইডি, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থাপত্য অধিদপ্তর, বিভিন্ন এনজিও ও আইএনজিও এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভায় জানানো হয়, এসব কিল্লা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে এবং স্বাভাবিক সময়ে স্থানীয় কমিউনিটি সেন্টার, হাটবাজার, খেলার মাঠ, সামাজিক সমাবেশ ইত্যাদি হিসেবে ব্যবহৃত হবে। বিল্ডিং কোড মেনে দৃষ্টিনন্দন করে এসব ভবন নির্মাণ করা হবে। আয়তনের ভিত্তিতে ক, খ, গ- এই তিন ক্যাটাগরিতে মুজিব কিল্লাগুলো নির্মাণ করা হবে। 
    সভায় জানানো হয় পুরাতন মুজিব কিল্লার পাশাপাশি আরো নতুন ৭৩৫টি কিল্লার চাহিদা পাওয়া গেছে। পুরাতন ও নতুন মিলিয়ে প্রকল্প চূড়ান্ত করে শীঘ্রই প্রস্তাব পরিকল্পণা কমিশনে পাঠানো হবে। এর পূর্বে পুনরায়, বুয়েট, স্থাপত্য অধিদপ্তর ও এলজিইডির সুপারিশ গ্রহণ করা হবে। 
    সভায় ভূমিকম্পে উদ্ধার কাজের জন্য সংগৃহিত যন্ত্রপাতি নিয়ে পর্যালোচনা করা হয়। আধুনিক আরো কি কি যন্ত্রপাতি ক্রয় করা যায় তার ওপর বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী ও কোস্টগার্ডের কাছে চাহিদা চাওয়া হয়েছে। ঢাকা শহরের পাশাপাশি ভূমিকম্প প্রবণ সকল শহরের জন্য উদ্ধার যন্ত্রপাতি ক্রয় করা হবে বলে সভায় জানানো হয়। বিল্ডিং কোড বাস্তবায়নে আরো কঠোর হওয়ার জন্য সভায় গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। 


#
ফারুক/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৯০০

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :     
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনি’র সভাপতিত্বে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মদ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মো. সোহরাব উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে মহান জাতীয় সংসদ কর্তৃক ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে পাকিস্তান কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য গৃহীত কার্যক্রম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও আসন্ন ভারত সফর সম্পর্কে আলোচনা হয়। 
কমিটি বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রত্যেকটি নিজস্ব ভবন রক্ষণাবেক্ষণের সুপারিশ করে। এছাড়া যে সমস্ত দেশে বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন নেই ঐসমস্ত দেশে ভূমি পাওয়া গেলে মিশনের জন্য ভবন তৈরিরও সুপারিশ করে। 
বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম বেগবান করার সুপারিশ করা হয়। এছাড়া বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে কর্মরত স্থানীয় ভিত্তিক কর্মচারীদের নিয়োগ ও ভাতাদি সুষমকরণের সুপারিশ করা হয়। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#
হালিম/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫১৫ ঘণ্টা      

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৮৯৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ¯œাতক (পাস) ভর্তির আবেদন ৪-১৩ এপ্রিল পর্যন্ত চলবে 
ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ০৪ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।     
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা  ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 
#

শফিকুল/অনসূয়া/নুসরাত/শহিদ/শামীম/২০১৭/১৫০৭ ঘণ্টা      

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৮৯৮

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :      
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য ফজিলাতুন নেসা,  সালমা ইসলাম, রিফাত আমিন ও মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন। 
কমিটি বাংলাদেশ শিশু একাডেমিতে কোমলমতি শিশুদের সঠিকভাবে প্রশিক্ষণের দিক নির্দেশনা দেয়ার প্রতি গুরুত্বারোপ করে সকল জেলা কর্মকর্তা ও প্রত্যেক জেলা হতে শিশু প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সভা আয়োজনের সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইটকে শিশুবান্ধব করে সাজানোর সুপারিশ করা হয়। ওয়েবসাইটে শিশুতোষ সিনেমা, গেইম এবং শিশু একাডেমি প্রকাশিত বইগুলোর ই-বুক ভার্সন রাখার সুপারিশ করা হয়। 
কমিটি  জীবন দক্ষতা বৃদ্ধির জন্য কিশোর-কিশোরী ক্লাব গঠন এবং তাদের জন্য ১ বছর মেয়াদি প্রশিক্ষণ আয়োজনের  সুপারিশ করে। প্রশিক্ষণে আধুনিক ও যুগোপযোগী ট্রেন্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#
কামাল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫০৫ ঘণ্টা      

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৮৯৭

বৈষম্য কমাতে মিলিত হচ্ছেন বিশ্বের সংসদ সদস্যগণ 

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) : 
বিশ্ব থেকে সকল ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অসমতা দূর করার কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ১৩২টি দেশের ৬৫০ জন সংসদ সদস্য ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় মিলিত হচ্ছেন। 
বাংলাদেশ জাতীয় সংসদের আমন্ত্রণে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ৫৩ জন স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যগণ আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে ক্রমবর্ধমান বৈষম্য কমাতে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রখ্যাত শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী ২ এপ্রিলের উদ্বোধন পর্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন।
আইপিইউ’র সদস্যরা উন্নয়নের চালিকাশক্তি হিসেবে আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত আইপিইউ’র স্থায়ী কমিটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সদস্য রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ যে কোনো ধরনের হস্তক্ষেপ বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তাব পেশ করবে।
সম্মেলনে নারী সংসদ সদস্য ফোরামের ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হবে। আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করাসহ অন্যান্য বিষয়ে ২০৭ জনেরও বেশি নারী সংসদ সদস্য এ অধিবেশনে অংশগ্রহণ করবেন।
এছাড়া তরুণ সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গী তুলে ধরতে আইপিইউ ইয়ং পার্লামেন্টারিয়ান ফোরাম এবং সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ে ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অভ্ পার্লামেন্টারিয়ানস’ এ সম্মেলনে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে।
#

মোহাম্মদ আলী/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১২৩৫ ঘণ্টা  

Todays handout (7).docx