Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০৬/১২/২০১৫

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫৮২

শিল্প-সাহিত্যচর্চা সাম্প্রদায়িকতার আবর্জনা পরিষ্কারের শক্তিদাতা
                                                         -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
    শিল্প-সাহিত্যচর্চাকে সাম্প্রদায়িকতার আবর্জনা পরিষ্কারের শক্তিদাতা বলে অভিহিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষাঙ্গনে শিল্প-সাহিত্যচর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
    আজ রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালস (বিইউপি) মিলনায়তনে ‘বিইউপি লিট-ফেস্ট ২০১৫’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 
    রবি এক্সিয়াটা লিমিটেডের সহায়তায় বিইউপি লিটারেচার ক্লাব আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল ড. শেখ মামুন খালেদ। বিশ্ববিদ্যালয় অনুষদগুলোর ডিনগণ, রেজিস্ট্রার, কন্ট্রোলার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    তথ্যমন্ত্রী বলেন, ‘সাহিত্য আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর জঙ্গিবাদ শেকড় কাটে। সেকারণে সুস্থ সমৃদ্ধ সমাজ গড়তে জঙ্গিবাদের দোসর সাম্প্রদায়িকতা-সামরিক শাসন-ঔপনিবেশিকতার আবর্জনা পরিষ্কার করতে হবে। ইতিহাসের জঞ্জাল বুকে নিয়ে সামনে এগুনো যায়না।’
    নূতন বীরের জন্ম দিতে জাতির বীরদের যোগ্য সম্মান দিতে হবে উল্লেখ করে হাসানুল হক ইনুবলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা করে বিশ্বইতিহাসে অমর হয়ে রয়েছেন এবং তার নেতৃত্বে যে অসীম সাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য।’
    অনুষ্ঠানে বিইউপি লিটারেচার ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। 
#

আকরাম/আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২২১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৫৮১

প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা যুগোপযোগী করা হবে
                                                   -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা যুগোপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সব ধরনের প্রতিবন্ধীদের সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। যা প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সহায়ক হবে।
    আজ রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত প্রতিবন্ধিতা উত্তরণ মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক নন্দ দুলাল বণিক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। সিড ট্রাস্টের নির্বাহী পরিচালক দিলারা সাত্তার মিতু স্বাগত বক্তব্য রাখেন।
    ডেপুটি স্পিকার বলেন, প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে মর্যাদার অধিকারী। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ এ মর্যাদা ভোগের সমান অধিকার রাখে। দেশের অটিস্টিকসহ প্রতিবন্ধী ব্যক্তিরাও এর ব্যতিক্রম নয়। প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যের একটি অংশ। প্রতিবন্ধী মানুষদের প্রতি অবজ্ঞা বা অবহেলা করার সময় শেষ হয়েছে। তাঁদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার ইতোমধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ নামে দুটি আইন পাস করেছে। শুধু আইন পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এ দুটি আইন কাার্যকর করতে প্রয়োজনীয় বিধি প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 
    ডেপুটি স্পিকার বলেন, আইন দু’টির মাধ্যমে সব ধরনের প্রতিবন্ধী মানুষের একীভূত ও বিশেষ শিক্ষা প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা, সামাজিক ও রাজনৈতিক বৈষম্য দূর, প্রাকৃতিক দুর্যোগকালীন প্রাধিকার প্রাপ্তি, সকল ভবন ও যানবাহনে প্রবেশগম্যতা সুনিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি চাকুরিতে প্রতিবন্ধী ব্যক্তি ও এতিমদের জন্য ১০ শতাংশ কোটা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে এক শতাংশ কোটা যথাযথভাবে পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। যা প্রতিবন্ধীদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
#

স¦পন/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২১৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫৮০

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ই-জিপি কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :

    স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি ক্রয় কার্যক্রম (ই-জিপি)-এর উদ্বোধন করা হয়েছে। 
    আজ ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিটের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 
    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স¦াস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স¦াস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম এবং অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম সরকার বক্তব্য রাখেন। ই-জিপি সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন পরিচালক মো. আব্দুল মান্নান ইলিয়াস। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও গণমাধ্যম বক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
    উল্লেখ্য, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কোন প্রতিষ্ঠানে এ ধরনের ই-জিপি সংক্রান্ত কার্যক্রম এটাই প্রথম।
#

ইসরাত/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩৫৭৯

সাংস্কৃতিক বিকাশ হলে মানুষ ভালমন্দের বিচার করতে পারে
                                           -- আসাদুজ্জামান নূর


খুলনা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হৃদয় ফুলের বাগান না হলে মানুষ ইতিবাচক চিন্তা করতে পারে না, আলোকিত হৃদয় অন্ধকার দূর করে। সাংস্কৃতিক বিকাশ হলে মানুষ মুক্তবুদ্ধির অধিকারী হয়ে  ভালমন্দের বিচার করতে পারে।
    মন্ত্রী আজ খুলনায় শেরেবাংলা রোডে জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এটি মানুষকে বুদ্ধিদীপ্ত ও যুক্তিনির্ভর করে। তিনি বলেন, বাংলাদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। মানুষের হাতে অর্থ থাকায় তারা এখন প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারে। বাংলাদেশ এখনো নি¤œ মধ্যমআয়ের দেশ হলেও অচিরেই এটি মধ্যমআয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। তিনি বলেন, অপসংস্কৃতির ধারক  নৈরাজ্য সৃষ্টিকারী কিছু মানুষের বদ্ধ মানসিকতা সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সামাজিক নৈরাজ্য  দূর করা সম্ভব। 
    মন্ত্রী পিতামাতাদের শুধু গতানুগতিক শিক্ষার দিকে মনোনিবেশ না করে, শিশুদের সৃজনশীল চেতনার অধিকারী হওয়ার জন্য মতামত চাপিয়ে দেয়ার প্রবণতা পরিহার করতে বলেন। তাদের স্বাধীনভাবে চিন্তা করা এবং খোলামেলা পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির ওপরও মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। 
    নান্দনিক পরিবেশের বিষয়টি বিবেচনায় এনে শিল্পকলা একাডেমির ভরাট হওয়া জলাশয়টিকে সংরক্ষণ করার জন্য তিনি নির্দেশ দেন।  
    জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জি এম এম কামাল পাশা এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু বক্তৃতা করেন।
    উল্লেখ্য, ৮১ শতাংশ জমির উপর প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।
#


সুলতান/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৩৫৭৮

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মঈণ উদ্দীন খান বাদল এবং মো. রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।  
বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন রাজধানী উন্নয়ন কর্তপক্ষের (রাজউক) ২০০৫-৮ অর্থবছরের হিসেবের ওপর বাংলাদেশের হিসাব মহানিয়ন্ত্রক ও নিরীক্ষকের বার্ষিক অডিট রিপোর্ট ২০১০-১১ এর অনিষ্পন্ন অডিট আপত্তির ওপর কমিটির ১ম, ৬ষ্ঠ ও ২৫তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও সাধারণ সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। 
বৈঠকে রাজউকের প্লট বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমের ওপর ২০০০-১০ অর্থবছরের হিসেবের ওপর মহা হিসাব মহানিয়ন্ত্রক ও নিরীক্ষণের ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট ২০০৯-১০ এর সর্বমোট ১০টি অডিট আপত্তির জড়িত টাকার পরিমাণ ৬৪ কোটি ১৫ লাখ ১ হাজার ৭ শত ২৮ টাকা নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে একই পরিবারের স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও পুত্রগণ পৃথকভাবে প্লট বরাদ্দের আবেদন করলে তাদের সকলকে অনিয়মিতভাবে প্লট বরাদ্দ দেয়া হয়েছে মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ভবিষ্যতে এ ধরণের দৃষ্টিকটু পদক্ষেপ গ্রহণ না  করার সুপারিশ করে। 
বৈঠকে অতিরিক্ত বা খ- জমির মূল্য দ্বিগুণ হারে আদায় না করায় ৬৯ লাখ ১৮ হাজার ৩ শত ২০ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা ৩ মাসের মধ্যে আদায় পূর্বক প্রমাণক অডিট অফিসে জমাদানের মাধ্যমে আপত্তিটি নিষ্পত্তিপূর্বক কমিটিকে অবহিত করার সুপারিশ করে। 
বৈঠকে নীতিমালা অনুযায়ী প্লট বরাদ্দ পাওয়ারযোগ্য আবেদনকারীগণকে বরাদ্দ না দিয়ে আনুকূল্য প্রদর্শণপূর্বক বরাদ্দ পাওয়ার অযোগ্য আবেদনকারীগণকে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি যে সকল আবেদনকারী প্লট বরাদ্দ পাননি তাদেরকে প্লট বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে  সিডিউলের রেট অপেক্ষা অধিক হারে পরিবহণকৃত মাটির মূল্য নির্ধারণ করে প্রাক্কলন প্রস্তুত এবং সম্পাদিত কাজের মূল্য পরিশোধ করায় ৩২ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫ শত ৮৭ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অডিটকে বাস্তবতার নিরিখে আপত্তি প্রদানের এবং অনধিক ১৫ দিনের মধ্যে প্রমাণক জমাদান সাপেক্ষে আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে।
 বৈঠকে নি¤œহারে কাজ সম্পাদনের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিযোগিতার পদক্ষেপ গ্রহণ না করে একক দরপত্রের ভিত্তিতে অধিক দরে পরিবহণকৃত মাটি/বালির মূল্য পরিশোধ করায় ৩ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৯ শত ৯৯ টাকা আর্থিক ক্ষতি এবং পিপি ও সংশোধিত পিপিতে সংস্থান না থাকা সত্ত্বেও উপদেষ্টা নিয়োগ করত অনিয়মিতভাবে ৭৪ লাখ ১ শত ৭৯  টাকা ব্যয়, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন ছাড়া চুক্তিপত্রের চেয়ে অতিরিক্ত মূল্যে সংশোধিত প্রাক্কলন অনুমোদনপূর্বক  ১৯ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৫ শত ৬২ টাকা অনিয়মিত ব্যয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে। 
কমিটি পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বায়ত্ত্বশাসিত ক্যাটাগরিতে রাজউক এর কর্মকর্তা ও কর্মচারীদেরকে অনিয়মিতভাবে ৫০টি প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে যারা নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে বরাদ্দ প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 
বৈঠকে আবাসিক হিসেবে বরাদ্দকৃত প্লটের লিজ ডিডের শর্ত উপেক্ষা করে গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠা করা সত্ত্বেও একই এলাকার বাণিজ্যিক প্লটের নিলাম মূল্যে অর্থ আদায়ের পদক্ষেপ গ্রহণ না করায় ১ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭ শত ৫০ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনধিক ৬ মাসের মধ্যে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
 বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় ও একনেক কর্তৃক অনুমোদিত পিপির নির্দেশের পরিপন্থিভাবে বিটুমিনাস কার্পেটিং সড়কের স্থলে শুধু মেকাডাম সড়ক নির্মাণ করে বিল পরিশোধ এবং নির্মিত সড়ক সম্পূর্ণ বিনষ্ট হওয়ায় ৫ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৩ শত ৭১ টাকা আর্থিক ক্ষতি মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়টি তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন অনধিক এক মাসের মধ্যে কমিটিকে অবহিত করার সুপারিশ করে। 
সিএন্ডএজি মাসুদ আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হুদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩৫৭৭

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত 

                  
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
    জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল এবং মো. আব্দুল মজিদ খান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।
    বৈঠকে সড়ক বিভাগের অধীন বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের এবং একই সাথে সড়ক ও মহাসড়কে চলাচলকারী অবৈধ পরিবহণ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করে কমিটি। 
    বৈঠকে জানানো হয় যে, সেতু বিভাগের আওতাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ২০১৫-১৬ অর্থবছরের এডিপি বরাদ্দ মোট ৭ হাজার ৪শ’ কোটি টাকা এবং সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্টে ২০১৫-১৬ অর্থবছরের এডিপি বরাদ্দ ৮ হাজার ৮৭১ কোটি টাকা। 
    বৈঠকে আরো জানানো হয় যে, ২০১৫-১৬ অর্থবছরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের আওতায় মোট ১১৯টি প্রকল্প (বিনিয়োগ প্রকল্প ১১৪টি, জাইকার অর্থায়নে গৃহীত ৫টি, এডিবির অর্থায়নে গৃহীত ৫টি, কুয়েত ফান্ডের অর্থায়নে ২টি, সৌদি ফান্ডের অর্থায়নে ১টি, চীনের অর্থায়নে ১টি ও কোইকার অর্থায়নে ১টি, কারিগরি সহায়তা প্রকল্প ৫টি) বাস্তবায়নাধীন রয়েছে। এ ১১৯টি প্রকল্পে মোট বরাদ্দ ১৪ হাজার ৭৬৬ কোটি ৬৪ লাখ টাকা (জিওবি ১৩ হাজার ৩৯৮ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৩৬৮ কোটি ৫ লাখ টাকা)।
    বৈঠকে সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, আই এম ই ডি এর অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর- ৩৫৭৬

জালালাবাদ গ্যাসক্ষেত্রে তিনটি নতুন কূপ উদ্বোধন
 
সিলেট, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর ) :

    আজ সিলেটে জালালাবাদ গ্যাসক্ষেত্রে জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ নামে তিনটি নতুন কূপ উদ্বোধন করা হয়েছে। এ তিনটি কূপ হতে দৈনিক ১৩০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শেভরন বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাসক্ষেত্রে ব্লক-১৩ এবং ব্লক-১৪-এ কূপগুলো খনন করে।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে কাজে লাগানো হচ্ছে। 

    প্রতিমন্ত্রী গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শেভরনের সিএসআর কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশিদের প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানে শেভরনের আরো এগিয়ে আসা উচিত। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন (কবারহ খুড়হ) বক্তব্য রাখেন। 

    উল্লেখ্য, ২০১৬ সালের প্রথম দিকে আরো একটি নতুন কূপ জেবি-৮ উদ্বোধন করা হবে।  

#
আসলাম/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৫৭৫

মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন-এর শপথ গ্রহণ             

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : 

জাতীয় সংসদের ২৩৭ মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 
#

শিবলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা

        
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৫৭৪

দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না
- প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি
                   
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না। সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সকল শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে পারলে আমরা ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারব। তিনি বলেন, বাংলাদেশ পাঁচ বছরের নিচে শিশুমৃত্যু হাজারে ৪১ জন এবং ইনফেন্ট মরটালিটি হাজারে ৩২ জনে নামিয়ে এনেছে। 
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) আয়োজিত জাতীয় ইসিডি (আরলি চাইল্ডহুড ডেভেলেপমেন্ট) কনফারেন্স-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে শুন্য থেকে ৮ বৎসর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর ৭০ শতাংশ বিকাশ সাধিত হয়। শিশুর এই বিশেষ সময়কে গুরুত্ব দিয়ে সরকার ইসিডি প্রণয়ন করেছে। জাতিসংঘের এসডিডি-তে ইসিডিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সরকার শিশু নীতি, ও শিশু আইন প্রণয়ন করেছে। প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।
ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইস মনো (খড়ঁরংব গৎড়হড়) প্রমুখ।
লুইস মনো বলেন, বাংলাদেশ এমডিজি-তে নারী ও শিশু সম্পর্কিত সুচকগুলোতে সফল হয়েছিল যার জন্যে বাংলাদেশ জাতিসংঘ এমডিজি এওয়ার্ড পেয়েছে। বাংলাদেশ এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) অর্জনেও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দের চাইতে অর্থের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ। তিনি শিশুর ডেভেলপমেন্টে অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতার প্রতি গুরুত্বরোপ করেন।  
#

খায়ের/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৫৭৩  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদানকৃত ভারপ্রাপ্ত সচিব 
কাজী আখতার উদ্দিন আহমেদকে কর্মকর্তা-কর্মচারীর অভিনন্দন

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদানকৃত ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদকে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফুল দিয়ে স্বাগত জানান উক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বভার গ্রহণের আগে কাজী আখতার উদ্দিন আহমেদ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
#

শফিকুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা

Todays Handout (3).doc