তথ্যবিবরণী নম্বর : ৫৪০
গণমাধ্যম সমাজের দর্পণ
---তথ্যমন্ত্রী
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে সমাজের দর্পণ অভিহিত করে বলেছেন, বানোয়াট সংবাদ (ঋধশব ঘবংি) পরিবেশন প্রতিহত করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।
মন্ত্রী আজ রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে সংস্থার জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিলো।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে।’
ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান।
বিকেলে মন্ত্রী ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে সমিতির আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
#
আকরাম/নাইচ/মাহবুব/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩৯
শাহ জালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করলেন স্পিকার
সিলেট, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সিলেট পৌঁছান। ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
স্পিকার প্রথমে হযরত শাহ জালাল (র.) ও পরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন। একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম সিলেট সফর।
মাজার জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল বীর যোদ্ধাসহ ’৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্য, জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
স্পিকার আজ রাতে সিলেট থেকে ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
তারিক/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩৮
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
---শিল্পমন্ত্রী
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সার ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নেতারা। একই সাথে তারা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে আমদানিকৃত নন-ইউরিয়াসহ সব ধরনের সার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি জানান।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) এর ২৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ এ দাবি জানানো হয়। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্পমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে সাফল্যের জন্য দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ সাফল্যের পেছনে সার ডিলারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সার ডিলারদের সাথে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আলোচনার মাধ্যমে ডিলারদের দাবি দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
শিল্পমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ‘তলাবিহীন ঝুড়ি’ খ্যাত বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত দশ বছরে সরকার গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে শিল্প ও কৃষি খাতে আশানুরূপ হারে উৎপাদন বেড়েছে। চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ এ সার কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদন হবে। সময় মতো সারের চাহিদা মেটাতে দ্রুততার সাথে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সারের সুষ্ঠু সরবরাহ, বিপণন, বিতরণ ও আমদানি নিশ্চিত করার মাধ্যমে সরকার কৃষিখাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বিএনপি-জামাত সরকারের আমলে সারের জন্য কৃষকদের জীবন দিতে হলেও গত দশ বছরে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি। তিনি সার ব্যবসাকে মানব সেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে স্বচ্ছতা ও নৈতিকতার সাথে এ ব্যবসা পরিচালনার জন্য বিএফএ’র সদস্যদের প্রতি আহবান জানান।
#
জলিল/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩৭
সরস্বতী পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“সরস্বতী পূজা উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। আবহমানকাল ধরে এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘেœ পালন করেছেন। আমি মনে করি, ধর্ম যাঁর যাঁর উৎসব সবার। পারস্পরিক এ সম্প্রীতি সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে - এ আমার বিশ্বাস।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। আমি দেবী সরস্বতীর পূজা অর্চনা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/নাইচ/পারভেজ/সেলিম/রেজাউল/২০১৯/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩৬
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আমি দেশের হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
সরস্বতী পূজা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে এই উৎসবে সকলের অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনার এই আবহ অম্লান হোক। জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ সাম্প্রদায়িকতা, অজ্ঞানতা, কূপম-ূকতা থেকে মুক্ত হয়ে একটি কল্যাণকর ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে এটাই সকলের প্রত্যাশা।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো।
আমি সরস্বতী পূজা উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/নাইচ/পারভেজ/সেলিম/রেজাউল/২০১৯/১৬২৮ ঘণ্টা