তথ্যবিবরণী নম্বর : ৪১৮
খাসজমি চিহ্নিত করে দেশব্যাপী রেশমচাষ সম্প্রসারণ করা হবে
-- বস্ত্র ও পাট মন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, দেশের চাহিদামাফিক রেশম সুতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় খাসজমি চিহ্নিত করে দেশব্যাপী রেশমচাষ সম্প্রসারণ করা হবে। এছাড়া, দেশের পার্বত্য এলাকায় রেশমচাষ আরো সম্প্রসারণ করা হবে। রেশমশিল্পকে রক্ষার লক্ষ্যে দেশীয় রেশম সুতা বেশি পরিমাণে ব্যবহার করার জন্য তিনি রেশম মিল মালিকদের প্রতি আহ্বান জানান।
আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠান প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় মন্ত্রী এ আহ্বান জানান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ চৌধুরী সভা পরিচালনা করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতির হার বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের স্বতন্ত্র প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নির্দেশ দেন এবং যারা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পিডির দায়িত্ব পালন করছেন তাদের অতিরিক্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের পরামর্শ দেন। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি আরো বাড়াতে এবং নিজ নিজ দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালনের তাগিদ দেন।
মন্ত্রী পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে চাতাল মালিকদের চাহিদামোতাবেক পাটের বস্তা উৎপাদন ও বাজারজাতকরণের জন্য বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যানকে নির্দেশ দেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম উক্ত আইন বাস্তবায়নে দেশব্যাপী আরো মোবাইলকোর্ট পরিচালনা করার জন্য পাট অধিদপ্তরের মহাপরিচালককে তাগিদ দেন। এছাড়া তিনি যুগোপযোগী বস্ত্র আইন প্রণয়নসহ দেশে দক্ষ বস্ত্র প্রকৌশলীর শূন্যতা পূরণের লক্ষ্যে আরো বস্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান সরকারের বন্ধ কলকারখানা চালুকরণ নীতির আওতায় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর নিয়ন্ত্রণাধীন বন্ধ মিলগুলো যৌথ বিনিয়োগে চালু করার জন্য প্রতিমন্ত্রী পরামর্শ দেন। সভায় জানানো হয়, সরকারের উক্ত নীতির আওতায় ইতোমধ্যে দু’টি বন্ধ মিল চালু করা হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যে আরো একটি বন্ধ টেক্সটাইল মিল চালু করা হবে।
#
রেজাউল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৭
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মোঃ কবিরুল হক, মোঃ মাহবুব আলী, মোঃ নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌঃ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে থোকবরাদ্দ হিসেবে প্রদত্ত ৫০ কোটি টাকার প্রকল্প নির্ধারণের জন্য কমিটি এবং মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেয়া হয়।
বৈঠকে ১২তম সাউথ এশিয়ান গেম্স ২০১৫ এবং ৪র্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেম্স ২০১৫ এর প্রশিক্ষণ পরিচালনার জন্য সংশোধিত বাজেট থেকে অর্থ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অনুকূলে বরাদ্দের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন বড়জোকা ও বাগবানিয়া জুড়ী মৌজায় ২ একর জমির উপর যুব প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৫
সর্বজনীন স¦াস্থ্যসেবা নিশ্চিত করতে ধনী দেশগুলোকে সহযোগিতার আহ্বান স¦াস্থ্যমন্ত্রীর
সিঙ্গাপুর, ১১ ফেব্রুয়ারি :
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্রদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সুফল জনগণ পেতে শুরু করেছে। সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সবার কাছে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্পদের সীমাবদ্ধতা এবং আর্থিক অপ্রতুলতা প্রধান অন্তরায়। এক্ষেত্রে কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আজ সিঙ্গাপুরে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা ঃ দ্য পোস্ট ২০১৫ চ্যালেঞ্জ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসাবে মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে একথা বলেন। বৈঠকে চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং সৌদি আরবের মন্ত্রীগণ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক কার্যক্রম তুলে ধরে বলেন, গ্রামের ওয়ার্ড পর্যায়ের জনগণের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইতোমধ্যে চালু হওয়া ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকের সাফল্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘের মহাপরিচালকও এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত এ কার্যক্রমকে উদাহরণ হিসাবে দেখিয়েছেন। গ্রামের প্রতি ছয়হাজার মানুষকে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। দেশের ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে তৃণমূল পর্যায়ের জনগণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাচ্ছে। উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রামের রোগীদের জন্য রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিস্তৃত হওয়ায় মা ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সহ¯্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশের অগ্রযাত্রা আজ বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী গত সেপ্টেম্বরে গ্রামপর্যায়ে ছয়হাজার চিকিৎসক নিয়োগের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের গ্রামে এখন ডাক্তারের সংকট নাই। সম্প্রতি দেশে আরো ১১টি সরকারি মেডিকেল কলেজ কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশের এ অর্জনকে আরো ঊর্ধ্বমূখী করতে সর্বজনীন স্বাস্থ্যসেবার উদ্যোগকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দেশে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও উৎসাহিত করা হয় যাতে দেশের সকল জনগণকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনা যায়। কিন্তু ১৬ কোটি মানুষের সীমিত সম্পদের দেশে সকলের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর সহায়তা প্রয়োজন। সর্বজনীন স্বাস্থ্যসেবার উদ্যোগকে তাই শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে কার্যকর সিদ্ধান্ত, কর্মকৌশল ও বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব নেতৃবৃন্দকে আরো আন্তরিক হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর বক্তৃতা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তাবিত কর্মকৌশলের প্রশংসা করা হয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের প্রায় ১৫টি দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসক অংশ নেন।
#
পরীক্ষিৎ/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৪
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মোঃ আব্দুল ওয়াদুদ, নাজমুল হাসান, টিপু মুন্শি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোঃ শওকত চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫’’ এর ওপর আলোচনা ও সুপারিশ প্রণয়ন এবং ২য় ও ৩য় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
‘‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫’’ এর ওপর বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে অর্থনৈতিক অগ্রগতির জন্য এ বিলটি যুগোপযোগী বিল। এ বিলের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আরো বৈঠক করার সুপারিশ করা হয়।
বৈঠকে মানি লন্ডারিং আইনের অধিকতর কার্যকারিতা বৃদ্ধি করতে দুদকসহ সংশ্লিষ্টদেরকে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া বৈঠকে হলমার্ক কেলেংকারির সাথে সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করার বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৩
৩০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
গতকাল চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান পরিচালনাকালে ঢাকা থেকে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ “এমভি বন্ধন-৭” হতে ৩০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করে কোস্টগার্ড। জব্দকৃত কারেন্টজালের মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
পরবর্তীতে জব্দকৃত কারেন্টজাল চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পোড়ানো হয় ।
#
ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে আজ বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়েরে লারমে (ইবহড়রঃ ঢ়রবৎৎব খধৎসসব) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই ১৯৭২ সালের ফ্রেরুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশকে কানাডার স্বীকৃতিদানের মধ্যে দিয়ে দু’দেশের মধ্যকার সৌহাদ্যপূর্র্ণ সম্পর্কের সূত্রপাত। পরবর্তীতে অর্থনৈতিকসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে কানাডা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক অন্যান্য সূচকের অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে হাইকমিশনারের আগ্রহের প্রেক্ষিতে শাহ্রিয়ার আলম জানান, বৈদেশিক সহায়তা নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে এদেশের জনগণের কঠোর পরিশ্রম, কৃষিখাতে নব উদ্ভাবন ও সেই উদ্ভাবনীর প্রয়োগ, শিল্পখাতের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি এবং রপ্তানির ঊর্ধ্বগতির ফলে এ উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, এ যাবৎ অর্জিত সাফল্যসমূহ এদেশের সরকার ও জনগণকে উন্নয়নের পরবর্তীস্তরে উত্তরণের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাচ্ছে। এ পথ ধরেই বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যমআয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাইকমিশনারের মাধ্যমে কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।
কানাডিয়ান হাইকমিশনার ভবিষ্যতে আরো অধিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও কানাডার মধ্যে বিরাজমান সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতে কানাডীয় বিনিয়োগকারীদের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি জানান। হাইকমিশনার কানাডাকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যে সম্প্রসারিত অর্থনৈতিক সহযোগিতা উভয়দেশের জন্যই লাভজনক হবে। হাইকমিশনার আরো বলেন বাংলাদেশ ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বর্তমানে এক দশমিক নয় বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়ে গেছে এবং কানাডায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার জন্য বিদ্যমান শুল্কবিষয়ক চুক্তিটি পরবর্তী ১০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। তিনি কানাডার পক্ষ হতে বাংলাদেশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কানাডীয় হাইকমিশনারকে বাংলাদেশে দায়িত্বপালনকালে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা দেন এবং তাঁর সাফল্য কামনা করেন।
#
খালেদা/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১১
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সচিবালয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় বাংলাদেশ সচিবালয় মসজিদে আজ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনপ্রশাসন ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
মিলাদ মাহফিলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খানসহ সচিবালয়ের সকল মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মওলানা সালাহউদ্দিন।
#
তৌহিদুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১০
২০১৫ সালের জাতীয় শিল্পনীতিতে
আইটি শিল্পের উন্নয়নে পৃষ্ঠপোষকতার নির্দেশনা থাকবে
-- শিল্পমন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
২০১৫ সালের জাতীয় শিল্পনীতিতে তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বর্তমান সরকার রপ্তানিপণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দিচ্ছে। সফ্টওয়্যার রপ্তানি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে “বেসরকারিখাতের উত্তম ব্যবস্থাপনার জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার (ওঈঞ ভড়ৎ ইবঃঃবৎ গধহধমবধনরষরঃু রহ চৎরাধঃব ঝবপঃড়ৎ)” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ্ সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
সেমিনারে শিল্পমন্ত্রী বলেন, দেশে সফ্টওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্পের সম্প্রসারণে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। ফলে দেশীয় সফ্টওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর রপ্তানির সক্ষমতা বাড়ছে। বর্তমানে এখাতে বাংলাদেশ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা মিলিয়ে বাংলাদেশে এখন ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের আইটি বাজার রয়েছে। প্রশিক্ষিত আইটি প্রকৌশলী ও জনবল বাড়িয়ে ২০১৮ সালের মধ্যে সফ্টওয়্যার রপ্তানিখাতে এক বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি সম্ভব। এ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরনের নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আমির হোসেন আমু বলেন, সুশাসন ও ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। তথ্যপ্রযুুক্তির প্রয়োগের মাধ্যমে দ্রুত সেবাদানের পাশাপাশি অল্প জনবলে অধিক সেবা দেয়ার সুযোগ রয়েছে। এর ফলে ব্যবসায়ের পরিচালন ব্যয়ও কমে আসবে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার সময়, সম্পদ, মেধা ও জনবল সাশ্রয় করে শিল্প বা ব্যবসায়িক উদ্যোগকে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে নেয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
#
জলিল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০৯
সাংবিধানিক বা রাজনৈতিক সমস্যা নয়, নাশকতা ও আগুন-সন্ত্রাসই একমাত্র সমস্যা
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ-নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোন সমস্যা নেই। তাই সবার আগে এই নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধ করতে হবে। যারা সংলাপ ও জাতীয় সনদের কথা বলছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনুগ্রহ করে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধের জন্য বেগম খালেদা জিয়ার কাছে তদবির করুন।
বুধবার সকালে ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ মতামত ব্যক্ত করেন। চিকিৎসা শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা।
মন্ত্রী বলেন, আন্দোলনের নামে জঙ্গিবাদী, আগুন-সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী-এই তিন গণতন্ত্রের শত্রুকে হালকা করা, আড়াল করা বা হালাল করা চলবে না। সরকার রাজনৈতিক কোন দমন-পীড়ন করছে না, বরং জনগণের জানমাল বাঁচাতে আগুন- সন্ত্রাসীদের দমন করার জন্য আইনানুগ পদক্ষেপ নিয়েছে।
দেশের ইতিহাসের দিকে নির্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্রই রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করার রাজনীতি করে। তারা সপরিবারে বঙ্গবন্ধু ও কর্ণেল তাহেরকে হত্যা করেছে এবং শেখ হাসিনাকে হত্যার ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছে।
তিনি আরো বলেন, নাশকতাকারী ও আগুন-সন্ত্রাসীদের পরাজিত করার পরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য কোন চিন্তা নয়।
#
আকরাম/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুক্লা/লাভলী/২০১৫/ ঘণ্টা