তথ্যবিবরণী নম্বর : ১৮৮৭
মানবসম্পদ উন্নয়নে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাকে সবার মধ্যে পৌঁছে দিতে হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাকে সবার মধ্যে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, ২০০৯ সালে মোট ছাত্রছাত্রীর একভাগ কারিগরি শিক্ষায় পড়াশুনা করতো। এখন তা আট শতাংশে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য ২০২০ সালে একে ২০ ভাগে উন্নীত করা। তিনি বলেন, মোট শিক্ষার্থীর পঞ্চাশ ভাগকে বৃত্তিমূলক শিক্ষায় আনা গেলে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন আসবে। এজন্য শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো দরকার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি আজ ঢাকায় শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানবসম্পদ খাত বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খালেদা একরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে জনগণকে আরো বেশি মাত্রায় মানবসম্পদে পরিণত করতে হবে। আর এটা সম্ভব গুনগত ও প্রয়োজনভিত্তিক শিক্ষার মাধ্যমে। বর্তমান সরকার বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হিসেবে পরিণত করতে চায়। এর ভিত্তি হিসেবেই এবারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের গুণমানসম্পন্ন প্রশিক্ষণ আরো বাড়ানো দরকার। তবেই গুণগত শিক্ষা সবার কাছে পৌছবে। মানবসম্পদ গড়ার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
#
তাপস/মিজান/নবী/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮৬
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বৈঠক
ঈদের আগেই মজুরির সাথে মহার্ঘভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) শ্রমিকরা আসন্ন ঈদুলফিতরের আগেই প্রাপ্ত মজুরির সাথে মহার্ঘভাতাও পাবেন। একইসাথে তারা ঈদ উৎসবভাতাও পাবেন।
আজ বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ ঘোষণা দেন।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাটকল শ্রমিকদের পিএফ, গ্রাচুইটি ও বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। তাই শ্রমিকদের স্বার্থবিরোধী কোন কাজ বর্তমান সরকার করবে না।
বৈঠকে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর বিজেএমসি পরিচালিত ৫টি বন্ধ জুটমিল পুনরায় চালুকরণসহ পাঁচ হাজার দুইশ’ কোটি টাকার ঋণ সমন্বয়ের মাধ্যমে মৃতপ্রায় পাটশিল্পকে পুনরুজ্জীবিত করে। ফলে হাজার হাজার শ্রমিক কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো বিএমআরইকরণের লক্ষ্যে শিগগিরই চীনের সাথে চুক্তি স¦াক্ষরিত হবে। আগামীতে এ শিল্পের উন্নয়নে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এদেশের পাটশিল্প আবার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহমুদুল হক ও নাসিমা বেগমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নুসহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রেজাউল/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২১৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮৫
বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও ঢাকা ইস্টার্ন বাইপাস নির্মাণে সমঝোতা স্মারক স¦াক্ষরিত
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
আজ পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চীন সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এরো-টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (AVIC-ENG) ও দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো অভ্ হেনান ওয়াটার কনজারভেন্সি (CHWE) এর সাথে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প ও ঢাকা সার্কুলার রুট ইস্টার্ন বাই-পাস প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দু’বছরমেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স¦াক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় প্রকল্প দু’টির ফিজিবিলিটি স্টাডি মূল্যায়ন করে এর ডিজাইন প্রস্তুত এবং এতে চীন সরকারের অর্থায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সমঝোতা স্মারক স¦াক্ষরকালে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, AVIC-ENG এর ভাইস প্রেসিডেন্ট Weng Zhonglin এবং CHWE এর ভাইস প্রেসিডেন্ট Yang Dong উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮৪
বাংলাদেশ শিশু একাডেমিতে দু’দিনব্যাপী বাংলা
বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে দু’দিনব্যাপী বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ২০০ ছাত্র-ছাত্রী এ কর্মশালায় অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, দেশে অনেকেই উচ্চপদে দায়িত্ব পালন করছে, কিন্তু শুদ্ধভাবে বাংলা বলতে পারছে না এবং লিখতে গেলে বানান ভুল হয়। এটা দুঃখজনক। এ থেকে রেহাই পেতে হলে শিশু বয়স হতে শুদ্ধভাবে বাংলা বলতে ও লিখতে জানতে হবে। শুদ্ধভাবে বাংলা লিখতে না পারা বাংলা ভাষাকে অসম্মান করারই শামিল।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনও বক্তব্য রাখেন।
#
খায়ের/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮৩
পবিত্র ঈদুলফিতর উদ্যাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
আসন্ন পবিত্র ঈদুলফিতর উদ্যাপনের জন্য সরকারি কর্মসূচি নির্ধারণকল্পে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন। সভায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুলফিতর উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর সুষ্ঠু বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের দিন সকাল ৮.৩০টায় ঈদুলফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯.০০ টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুলফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্টে প্রদর্শিত হবে। এছাড়া পবিত্র ঈদুলফিতরের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্রবাহিনী বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক পবিত্র ঈদুলফিতর উদ্যাপন করবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহে যথাযোগ্য গুরুত্বসহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।
পবিত্র ঈদুলফিতর উদ্যাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহ যথাযথভাবে পবিত্র ঈদুলফিতর উদ্যাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮২
বাজার তদারকি
৪৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ কুমিল্লা, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর, ঠাকুরগাঁও, বরগুনা, ফরিদপুর, বাগেরহাট, ফেনী ও নারায়ণগঞ্জে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর ভাটারা ও বাড্ডা এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে বাংলা কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও রাজবিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে আলফাস মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খিলক্ষেত এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে সারোয়া কাবাব এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও ঢাকা স্পাইস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা, কুষ্টিয়া সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা, নওগাঁর পতœীতলা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, রংপুরের পীরগাছা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, ঠাকুরগাঁও সদরে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, বরগুনা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, ফেনী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
#
মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮১
অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, সুকুমার রঞ্জন ঘোষ, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং শাহানারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ২০১৪-১৫ অর্থবৎসরে বিভিন্ন উপজেলায় এডিপি খাতে বিগত দুই মাসে কত তারিখে কি পরিমাণ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং উক্ত অর্থ কিভাবে ব্যয় হবে তার কোন দিকনির্দেশনা দেয়া হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন, বর্তমান ২০১৪-২০১৫ অর্থবৎসরে এলজিআরডি গৃহীত প্রকল্পসমূহ কি নীতিমালা ও পদ্ধতিতে নির্বাচিত করা হয়েছিল, উক্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য সরজমিনে মনিটরিং করার কি প্রক্রিয়া ও পদ্ধতি অবলম্বন করে কোন উপজেলায় কোন কোন প্রকল্প মনিটরিং করা হয়েছে তার ওপর একটি প্রতিবেদন, সোনালী ও অগ্রণী ব্যাংকে বিভিন্ন ঋণ কেলেঙ্কারি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ হতে একটি বিস্তারিত প্রতিবেদন, বিভিন্ন সরকারি ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তদন্ত করে কারণ চিহ্নিত করে ভবিষ্যতে যাতে এরূপ কেলেঙ্কারি না হয় তার জন্য কোন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতি অর্থবৎসরের প্রথমদিকে প্রকল্প গ্রহণ করা উচিত উল্লেখ করে বৎসরের শেষ পর্যায়ে অর্থবরাদ্দ হওয়ায় সঠিকভাবে কাজগুলো মনিটরিং ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়না বলে কমিটি অসন্তোষ প্রকাশ করে। ভবিষ্যতে বছরের শুরুতে অর্থবরাদ্দ এবং মনিটরিং করার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
এলজিআরডি গৃহীত প্রকল্পগুলোর কাজের মান সঠিকভাবে মনিটরিং বিষয়ে কি কি করণীয় সে সম্পর্কে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংকের সার্বিক কার্যক্রম পরীক্ষানিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের জন্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আহ্বায়ক করে আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে সদস্য করে এক মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য একটি সাবকমিটি গঠন করা হয় ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, আইএমইডির সচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৮০
জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স শেষ বর্ষ (নিয়মিত) ভর্তির রিলিজস্লিপে আবেদন ৫ জুলাই শুরু
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজস্লিপে অনলাইন আবেদন ৫ জুলাই বিকাল ৪টায় শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি বা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজস্লিপের জন্য আবেদন করতে পারবে।
যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি সে সকল শিক্ষার্থী রিলিজস্লিপে আবেদন করতে পারবে না।
রিলিজস্লিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ এ লিঙ্কে অঢ়ঢ়ষরপধহঃ’ং খড়মরহ (গধংঃবৎ ঋরহধষ) অপশনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে খড়মরহ করতে হবে।
#
ফয়জুল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৯
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
দশম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাগুফতা ইয়াসমিন, মনোরঞ্জন শীল গোপাল এবং পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সকল যুদ্ধাপরাধীর বিচার শেষে রায়ের মূলকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফাইড কপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংগ্রহপূর্বক জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করা হবে।
বৈঠকে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বসবাসরত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটি সমন্বিত যুগোপযোগী প্রবিধানমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়।
দেশের যে সকল অঞ্চলে প্রতœতত্ত্ব নিদর্শন রয়েছে সেগুলো চিহ্নিত করে সংরক্ষণের জন্য কোরজোন এবং বাফারজোন চিহ্নিতকরণের কাজ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়।
বৈঠকে শাহবাগে জাতীয় জাদুঘরের প্রবেশমুখে অবস্থিত ভ্রাম্যমাণ দোকান এবং অন্যান্য স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ করার সুপারিশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৮
জরুরি বন্যা ও দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ মন্ত্রণালয়ের আরও ৪ কোটি টাকা বরাদ্দ
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
জরুরি বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আরও ৫ শত মেট্রিকটন জিআর ও নগদ সহায়তার জন্য ৪ কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাবর ছাড় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেশের যে কোন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে এ বরাদ্দ থেকে জেলা প্রশাসকদের বিপরীতে সহায়তা পাঠাতে অগ্রীম হিসেবে অধিদপ্তরকে এ বরাদ্দ ছাড় করা হয়। অধিদপ্তর জেলা প্রশাসকদের চাহিদার বিপরীতে এ থেকে বরাদ্দ প্রদান করবে।
ইতোমধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তার বিশেষ বরাদ্দ প্রদান করেছে। কক্সবাজার জেলার জন্য ২ শত ৩০ মেট্রিকটন চাল ও ১৭ লাখ টাকা, বান্দরবান জেলার জন্য ১ শত ৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। গত ২৫ জুন এ বরাদ্দ ছাড় করা হয়।
উল্লেখ্য উপরোক্ত বরাদ্দ ছাড়াও জরুরি দুর্যোগকালে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রত্যেক জেলায় ১ শত মেট্রিকটন খাদ্যশস্য ও ২ লাখ টাকা করে সংরক্ষিত রয়েছে।
#
ওমর ফারুক/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৭
ডেপুটি স্পিকারের সাথে ভুটানের অর্থমন্ত্রীর সাক্ষাৎ
চারদেশীয় কানেক্টিভিটি চুক্তি স্বাক্ষরের প্রশংসা
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
আজ ভুটানের অর্থমন্ত্রী লিয়নপো নামগে দর্জি (খুড়হঢ়ড় ঘধসমধু উড়ৎলর) এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার ভুটানের অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যাবলী এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। ভুটানের অর্থমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উৎপাদনমুখী কর্মকা- ও কূটনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ভুটান-বাংলাদেশ-ভারত-নেপাল কানেক্টিভিটি চুক্তিকে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এক চমৎকার উদ্যোগ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী নামগে দর্জি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুগোপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
ডেপুটি স্পিকার বলেন, ভুটান ও ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ সহজ হলে তা এ অঞ্চলকে বিরাট অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলবে। কানেক্টিভিটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মুক্ত বাণিজ্য অর্থনৈতিক জোনের সূচনা হলো। উল্লেখ করে এতে স্বাক্ষরকারী সব দেশই লাভবান হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ায় তিনি ভুটানকে ধন্যবাদ জানান।
#
স¦পন/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা