Handout Number : 3302
FM condoles his counterpart at the death of Lebanese people
Dhaka, November 13 :
Foreign Minister Abul Hassan Mahmood Ali has expressed his condolences at the death of Lebanese people to Foreign Minister of Lebanon Gabran Bassil.
The full text of the message is as follows:
"Your Excellency,
I am deeply saddened and at dismay to learn that 43 Lebanese innocent people were killed and more than 240 were injured in the last evening caused by twin explosions in southern Beirut. I express my deepest condolences and heartfelt sympathies to you and through you to the bereaved family members of the victims as well as all the Lebanese brethren for this tragic incident. We strongly condemn the cowardly and heinous terrorist attack. We also pray for eternal peace of the departed souls and early recovery of the wounded brothers.
We, the people and Government of Bangladesh express our solidarity in your fight against terrorism in the country and beyond. I take this opportunity to reiterate that Bangladesh denounces terrorism in all its forms and manifestations and our government has been pursuing "zero tolerance" policy towards terrorism. We reaffirm our Government’s commitment to work together with the Republic of Lebanon and the world community to fight against this menace."
#
Kamruzzaman/Mizan/Sanjib/Selim/2015/1930 Hrs
Handout Number : 3301
PM condoles her counterpart at the death of Lebanese people
Dhaka, November 13 :
Prime Minister Sheikh Hasina has expressed her condolences at the death of Lebanese people to Prime Minister of Lebanon Tammam Salam.
The full text of the message is as follows:
"Your Excellency,
I am deeply shocked to know that 43 Lebanese people were killed and more than 240 were injured in twin terrorist bomb attacks in Beirut in the evening of 12 November 2015. I express my deepest condolences and heartfelt sympathies to you and through you to the bereaved family members of the victims as well as all the Lebanese brethren for this tragic incident. We strongly condemn the barbaric and cowardly terrorist attacks.
The people of Bangladesh join me in expressing their solidarity in your fight against terrorism in the country and in the region. I take this opportunity to reiterate that Bangladesh denounces terrorism in all its forms and manifestations and my government has been pursuing “zero tolerance” policy towards terrorism. We reaffirm our Government’s commitment to work together with the Republic of Lebanon and the world community to fight against this menace.
We pray for the eternal peace of the departed souls and early recovery of the injured ones. May the Almighty give the members of the bereaved families the courage and fortitude to overcome the irreparable loss."
#
Kamruzzaman/Mizan/Sanjib/Selim/2015/1930 Hrs
তথ্যবিবরণী নম্বর : ৩৩০০
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে স্পিকারের আহ্বান
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্পিকার আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার বলেন, গণমাধ্যমের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিবাচক জনমত তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।
স্পিকার বলেন, শুধু বিভাগীয় বা জেলা শহরগুলোতেই নয় বরং উপজেলা পর্যায় ও প্রত্যন্ত অঞ্চলেও সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। এসকল সাংবাদিকের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তথ্যপ্রযুক্তি সুবিধা নিশ্চিত করাসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি নারী সাংবাদিকদের জন্য সমান সুযোগসুবিধা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বক্তব্য রাখেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, পিআইবি’র মহাপরিচালক শাহ মো. আলমগীর এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
শিবলী/মিজান/মোশারফ/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৯
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ এর এবারের প্রতিপাদ্য ‘স¦াস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ (Healthy eating is an important part of managing all types of Diabetes) যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য। আর এজন্য দরকার স¦াস্থ্যসম্মত খাবার খাওয়া, কায়িক পরিশ্রম বা নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করা। বিশেষজ্ঞদের মতে, স¦াস্থ্যসম্মত খাবার খাওয়া, কায়িক পরিশ্রম বা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ৭০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখলে সুস্থ ও স¦াভাবিক জীবন যাপন করা যায়।
আমাদের সরকার ডায়াবেটিসসহ সব ধরনের রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা গ্রামে-গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স¦াস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে তুলেছি। উপজেলা পর্যায়ে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রায় সাড়ে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স¦াস্থ্যকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর স¦াস্থ্যসেবা প্রদানে নিয়োজিত রয়েছে। দেশে গণমুখী স¦াস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে। নতুন নতুন হাসপাতাল স্থাপন করা হয়েছে। হাসপাতালের শয্যাসংখ্যা বহুগুণে বাড়ানো হয়েছে। বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস্ নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু স¦াস্থ্যের উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। স¦াস্থ্যখাতে আমাদের সাফল্যের স¦ীকৃতি আজ বিশ্বব্যাপী। আমরা এমডিজি অ্যাওয়ার্ড ও সাউথ সাউথ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছি।
আমি ডায়াবেটিস রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলকে আরও এগিয়ে আসার আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’
#
মিনা/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৯৮
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বাংলাদেশের উদ্যোগের ফলেই দিবসটি ‘জাতিসংঘ দিবস’ এর মর্যাদা লাভ করায় দিবসটির তাৎপর্য আমাদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ।
নগরায়ণের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবেই ডায়াবেটিক রোগীর সংখ্যা সারাবিশ্বে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এ রোগীর সংখ্যা কম নয়। এ অবস্থায় ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বারোপ জরুরি বলে আমি মনে করি। চিকিৎসকদের মতে, স¦াস্থ্যসম্মত খাবার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘স¦াস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ (Healthy eating is an important part of managing all types of Diabetes) যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ডায়াবেটিস প্রতিরোধে স¦াস্থ্যসম্মত খাবার গ্রহণের পাশাপাশি জনগণকে বিশেষত তরুণ প্রজন্মকে কায়িক পরিশ্রমের প্রতিও উদ্বুদ্ধ করতে হবে।
ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরে জনসচেতনতা খুবই জরুরি। আমি ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, গণমাধ্যম, অন্যান্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজনদের এগিয়ে আসার আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’
#
আজাদ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা