তথ্যবিবরণী নম্বর : ২৩৪৭
জাতির পিতার স্বপ্নপূরণে সরকার কাজ করে যাচ্ছে
-- মৎস্য প্রতিমন্ত্রী
ফুলতলা (খুলনা), ৬ ভাদ্র (২১ আগস্ট) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। জাতির পিতার স্বপ্নপূরণে সরকার কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ খুলনার ফুলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছি। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। যারা স্বাধীনতা চায়নি তারাই তাঁকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নের মডেল। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলবাজের মতো কেউ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা আলী আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী এবং মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী ডুমুরিয়ায় গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় এবং মিকশিমিল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনাসভায়ও বক্তৃতা করেন।
#
সুলতান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১২০ ঘণ্টা