Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০১৫

তথ্যবিবরণী ২১/৭/২০১৫

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০১৫

বাংলাদেশ ভেটেরিনারি সার্ভিসেস কার্যক্রম মূল্যায়ন বিষয়ক পর্যালোচনাসভা অনুষ্ঠিত

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
    ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেল্থ-ওআইই এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  যৌথ উদ্যোগে বাংলাদেশ ভেটেরিনারি সার্ভিসেস কার্যক্রম মূল্যায়ন বিষয়ক পর্যালোচনাসভা আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজার সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার টিম লিডার জন ওয়েবারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের উপস্থিতিতে ভেটেরিনারি সার্ভিস বিষয়ে ২০১১ সালের মূল্যায়ন প্রতিবেদনের ওপর বক্তারা আলোকপাত করেন। 

    প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের সাফল্য কামনা করে বাংলাদেশে ভেটেরিনারি সার্ভিসকে শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাণিসেক্টরসহ সার্বিক বিষয়ে সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্যকে শক্তভিতের ওপর দাঁড় করানোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি প্রাপ্তির লক্ষ্যে প্রাণিজাত স্ট্যান্ডার্ড নিরূপণে অধিকতর মনোযোগ আকর্ষণে বর্তমান সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

    উল্লেখ্য, ২০১১ সালে বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল সম্পাদিত পারফরমেন্স অভ্ ভেটেরিনারি সার্ভিসেস (পিভিএস) এর আলোকে বাংলাদেশের ভেটেরিনারি সার্ভিসের অগ্রগতি ও পুনর্মূল্যায়নের জন্য ওআইই প্রেরিত মিশন ২১-৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। ওআইই প্রতিনিধিদল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় শেষে মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন করবেন।

#

আকতারুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০১৪

দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ  

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
     বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। স্কুল পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন পরীক্ষার্থী এবং কলেজ পর্যায়ে ৩৪ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ১৩ দশমিক শূন্য ৯ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৯৬ ভাগ। সার্বিক পাসের গড় হার শতকরা ১৫ দশমিক ৮১ ভাগ।
    পরীক্ষার ফলাফল যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া, কৃতকার্য প্রার্থীদেরকে ঝগঝ এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

#

মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৪৪ ঘণ্টা

Handout                                                                                              Number : 2013

 

PM Condoles Death of Turkish People to her Turkish Counterpart

 

Dhaka, July 21 :

 

            Prime Minister Sheikh Hasina has expressed her condolences at the death of Turkish people to Turkish Prime Minister Professor Dr. Ahmet Davutoglu. The full text of PM's condolence message as follows :

 

"Your Excellency,

 

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

 

            It is a matter of deep sorrow and great concern that 31 Turkish people were killed and more than 100 were injured due to a suicide bomb attack at a cultural centre in Suruc, district of Sunliurfa on Monday. I express my deepest condolences and heartfelt sympathies to you and through you to the bereaved family members of the victims as well as all the Turkish brethren for this sad incident. We strongly condemn the cowardly and heinous terrorist attack.

 

            The people of Bangladesh join me in expressing their solidarity in your fight against terrorism in the country and beyond.  I take this opportunity to reiterate that Bangladesh denounces terrorism in all its forms and manifestations and my government has been pursing "zero tolerance" policy towards terrorism. We reaffirm our Government’s commitment to work together with the Republic of Turkey and the world community to fight against this menace.

 

            Please accept, Excellency, the assurances of my highest consideration."

 

#

 

Arafat/Mizan/Sanjib/Rezaul/2015/1904 hours

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০১২

দেশের রূপকল্প বাস্তবায়নে বিদ্যুৎ সেক্টরের অবদান অপরিসীম
                                 -- ভূমিমন্ত্রী

আটঘরিয়া (পাবনা), ৬ শ্রাবণ (২১ জুলাই) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিদ্যুৎ সেক্টর অপরিসীম অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী। সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ বিদ্যুতে স্বনির্ভরতা অর্জন করেছে। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে তেরো হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। তিনি বলেন, চলতি বছরে ৩০ হাজার কিলোমিটার বিদ্যুৎলাইন সংযোগসহ ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে।

ভূমিমন্ত্রী আজ পাবনার আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি ও জয়কৃষ্ণপুর গ্রামে সাড়ে ৩ কিলোমিটার বিদ্যুৎলাইন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আটঘরিয়ার কৈজুরি ও জয়কৃষ্ণপুর গ্রামের ১৫০ জন গ্রাহক পল্লি বিদ্যুৎ সমিতির অর্থায়নে ৫৭ লাখ টাকা ব্যয়ে এ নতুন বিদ্যুৎলাইন সংযোগ পেলেন। উল্লেখ্য, আটঘরিয়া উপজেলায় এ সরকারের আমলে ৫ হাজার ৫৩৭ জন গ্রাহক ১২৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের সেবার আওতায় এসেছেন।

মন্ত্রী সেবার মনোভাব নিয়ে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি দালাল ও দুর্নীতিবাজদের প্রতিরোধ করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। এর আগে মন্ত্রী আটঘরিয়ায় কর্মরত সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

আটঘরিয়া পল্লি বিদ্যুৎ সমিতি এলাকার পরিচালক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আবদুল মতিন, এজিএম (এমএস) জরিপ হোসেন, আরই সাইফুর রশীদ খান ও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মিজান/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০১১

পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী এমপি সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী এমপি সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    স্পিকার এক শোকবার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও বঙ্গবন্ধু সরকারের সময়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রথম নারী সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সহসভাপতি সুদীপ্তা দেওয়ানের রাজনৈতিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

ড. শিরীন শারমিন চৌধুরী শোকবার্তায় বলেন, সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম তথা দেশ একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও সংগঠককে হারালো। বঙ্গবন্ধুর ¯েœহধন্যা সুদীপ্তা দেওয়ান আজীবন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। দেশ ও জাতির কল্যাণে প্রয়াত সুদীপ্তা দেওয়ানের ভূমিকা অনুকরণীয় হয়ে থাকবে।

    স্পিকার প্রয়াত সুদীপ্তা দেওয়ানের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

#

লাবণ্য/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭০৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০১০

শিল্পমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলের বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ 

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে ১৬ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল গত রাতে বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বেলারুশ সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল এ সফরে যাচ্ছেন। দু’দিনের এ সফরে তারা বেলারুশের বিশ্বখ্যাত ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি, ট্রাক ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে বেলারুশ থেকে এসব পরিবহণ ও যন্ত্রপাতি আমদানির বিষয়ে আলোচনা হবে। একই সাথে এসব কৃষি যন্ত্রপাতি বাংলাদেশে যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়েও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।  
সফরকালে আমির হোসেন আমু বেলারুশের উপ-প্রধানমন্ত্রী সেমাসকো ভি আই (ঝবসধংযশড় ঠ.ও), শিল্পমন্ত্রী ভক্ ভি এম (ঠড়াশ ঠ.গ.), বাণিজ্যমন্ত্রীসহ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি সেখানে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার বিষয় তুলে ধরবেন। এছাড়া তিনি বেলারুশে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘর এবং বেলারুশের জাতীয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করবেন।
প্রতিনিধিদলের এ সফর বেলারুশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে বেলারুশের অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তরের পথ প্রশস্ত হবে আশা করা হচ্ছে। 
শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদল ২৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। 

#

জলিল/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১১২৫ ঘণ্টা

Todays handout (6).doc