Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 26 July 2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৪৪

 

পরিকল্পনা বাসত্মবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন

                                                        -- গণশিড়্গা মন্ত্রী

 

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):

 

প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রী মোসত্মাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিড়্গাকে ৮ম শ্রেণি পর্যনত্ম উন্নীত করা হয়েছেএতে প্রাথমিক ও  গণশিড়্গা মন্ত্রণালয়ের দায়িত্ব ও কর্মের পরিধি বহুগুণে বৃদ্ধি পেয়েছেশিড়্গানীতি অনুসারে এ সকল পদড়্গেপ বাসত্মাবায়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবেযা বাসত্মবায়ন করা একটি বিরাট চ্যালেঞ্জএ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আনত্মরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী

 

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকড়্গে জেলা প্রশাসক সম্মেলন ২০১৬ এর চতুর্থ অধিবেশনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন

 

মন্ত্রী বলেন, ১ম থেকে ৫ম শ্রেণি পর্যনত্ম বছরের শুরম্নতেই শতকরা ১০০ ভাগ শিড়্গার্থীদের মাঝে বিনামূল্যে চার রঙের নতুন পাঠ্যপুসত্মক বিতরণ; শিড়্গকদের পেশাগত দড়্গতা বৃদ্ধির জন্য ১৮ মাস মেয়াদি  ডিপেস্নামা ইন এডুকেশন কোর্স চালু; উপবৃত্তির সংখ্যা ৭৮ লাখ হতে ১ কোটি ৩০ লাখে উন্নীতকরণ; প্রাথমিক বৃত্তির সংখ্যা ৫৫ হাজার হতে ৮৪ হাজার ৫শতে উন্নীত এবং বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধিকরণ; ৫টি ড়্গুদ্র জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক বই মুদ্রণপূর্বক মাতৃভাষায় শিড়্গার সুযোগ সৃষ্টি; পুষ্টির চাহিদা পূরণের লড়্গ্যে ৯৩টি দারিদ্র্যপীড়িত উপজেলায় ৩৩ লাখ ৯৫ হাজার শিড়্গার্থীদের মাঝে উচ্চ পুষ্টিমানসম্পন্ন বিস্কুট বিতরণ করা হচ্ছে

 

মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সর্বাত্মক প্রচেষ্টা ও আনত্মরিক উদ্যোগের কারণে প্রাথমিক শিড়্গার ড়্গেত্রে ইতোমধ্যে উলেস্নখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছেঝরে পড়ার হার ২০ দশমিক ০৪ এর নিচে নেমে এসেছেবিদ্যালয়ে শিড়্গার্থী উপসি'তি বৃদ্ধি এবং মানসম্মত শিড়্গা নিশ্চিত করার ড়্গেত্রে জেলা প্রশাসকগণ গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনশিড়্গক নিয়োগ, ছাত্রছাত্রী ভর্তি, সমাপনী পরীড়্গা গ্রহণ ও ফলাফল প্রকাশ, বিদ্যালয় অবকাঠামো নির্মাণের গুণগত মান রড়্গা, এনজিও কার্যক্রম তদারকি, বিদ্যালয় পরিদর্শন, শিড়্গার গুণগত মান উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণ এবং এসব ড়্গেত্রে আপনাদের পরামর্শ অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ

 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের পরিচালনায় এ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো. নজরম্নল ইসলাম খান ও যুগ্মসচিব শেখ আতাহার হোসেন এবং মন্ত্রিপরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন

 

 

#

রবীন্দ্র/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা 

Handout                                                                                                              Number : 2343

Bangladesh and Russia signed credit agreement

Moscow, July 26:

On 26th July 2016 in Moscow Bangladesh and Russian governments signed the Intergovernmental Credit Agreement amounting to 11.38 billion USD  for the construction of the Rooppur Nuclear Power Plant (RNPP) against the total cost of 12.65 billion USD. Senior Secretary of Economic Relations Division of Ministry of Finance Mohammad Mejbahuddin signed the agreement on behalf of the Government of Bangladesh along with his counterpart Deputy Finance Minister of the Russian Federation Sergey Anatolyevich Storchak.

 Minister for the Science and Technology Architect Yeafesh Osman, State Minister for Finance and Planning Muhammad Abdul Mannan, the Ambassador of Bangladesh to the Russian Federation Dr. S M Saiful Hoque, Additional Secretary of Economic Relations Division Abul Mansur Md. Faizullah and Additional Secretary of Ministry of Science and Technology Md. Anwar Hossain witnessed the event. Other high officials from the Ministry of Finance of the Russian Federation also joined the program.

RNPP project would be implemented by the Ministry of Science and Technology under the supervision of Bangladesh Atomic Energy Commission. Russian Company Atomstroyexport is the contractor who would construct RNPP .

The RNPP is a 3+ Generation Plant that has an inbuilt automation cooling system to shut down the plant at the time of disaster other safety measures are also addressed in this plant. It is environment friendly, per unit production cost is minimum, requires minimum recurring expenses with 80 years economic life.

It is expected that the use of Nuclear Power will diversify the energy option in fulfilling the target of the sustainable energy policy of Bangladesh. RNPP will generate electricity for supporting the planned national power demand that will eventually accelerate the socio-economic development of Bangladesh.

#

Kamrul/Afraz/Mahmud/Sanjib/Joynul /2016/2120 hours

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৪২

ময়মনসিংহ-১ ও ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):

দশম জাতীয় সংসদের  ১৪৬ ময়মনসিংহ-১  আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জুয়েল আরেং  ও ১৪৮ ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। 
 
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,  চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। 

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো.  আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।  সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপসি'ত ছিলেন। 

#

নূরম্নল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৪১

নবনির্মিত ভবনে বাংলা একাডেমির পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):
দশম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  সভাপতি সিমিন হোসেন (রিমি) আজ বাংলা একাডেমির নবনির্মিত ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচ তলায় পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। স্থায়ী কমিটির সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ এবং জেবুন্নেছা আফরোজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের পর সিমিন হোসেন বলেন, বর্তমান সময়ে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে বই পাঠের চর্চা সম্প্রসারিত করা একান্ত প্রয়োজন। উন্নত মানসিকতা ও মানবিক চর্চা অর্জনের জন্যে বই পাঠ অপরিহার্য। তিনি একাডেমির পুস্তক বিক্রয় কেন্দ্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
    সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার বাংলা একাডেমির উন্নয়নসহ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টির লালন এবং বিকাশে নানান উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। নবনির্মিত এ ভবন ও পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন তারই প্রতিফলন।
    উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রফেসর এমিরেটাস ড. আনিসুর রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রফেসর আকতার কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক এবং নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন।
#

লাবণ্য/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৪০

চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন) অধিবেশনে জাতীয় সংসদে গৃহীত নি¤œলিখিত ৪টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন।

 বিলগুলো হলো:  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল, ২০১৬; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল, ২০১৬; পেট্রোলিয়াম বিল, ২০১৬ এবং যুবকল্যাণ তহবিল বিল, ২০১৬।

#

নূরুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৩৩৯

সরকারি পাটকল আধুনিকায়ন
বিজেএমসির সাথে চীনা প্রতিষ্ঠানের এমওইউ স্বাক্ষর

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):

    সরকারি পাটকলগুলোর আধুনিকায়নের লক্ষ্যে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের কারিগরি সহায়তা নেবে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। এ লক্ষ্যে দু’টি প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়।

    এমওইউতে স্বাক্ষর করেন বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ এবং চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ঋধহম ডবর।

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ সময় উপস্থিত ছিলেন।

    এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য, যুগ্মসচিব মো. রেজাউল কাদের, আবু ছাইদ শেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের জেনারেল ম্যানেজার ডধহম তযধহম ঈযধড় এবং চিফ রিপ্রেজেন্টটিভ ঢরধড় চবহম এ সময় উপস্থিত ছিলেন।

#

সৈকত/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৩৮

ডিসেম্বরে উন্নয়ন মেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিসভা

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):
জনগণ ও সরকারের মাঝে মেলবন্ধন স্থাপনের লক্ষ্যে দেশের সকল জেলা ও উপজেলায় এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে ডিসেম্বর মাসে ‘উন্নয়ন মেলা’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিন দিনব্যাপী মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহ তিনদিনের পরিবর্তে এক দিন মেলার আয়োজন করতে পারে।
    মন্ত্রণালয়ের সচিব মো. হুমাযুন খালিদ প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান ও আকরাম আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    এ উন্নয়ন মেলার উদ্দেশ্য হলো, সরকারের উন্নয়ন কর্মকা- সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনগণকে অবহিত করা, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণকে জানানো, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ ও সরকারি কর্মকর্তাগণের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনাও এ মেলার উদ্দেশ্য।  
#

রবি/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা

Handout                                                                                                 Number :  2337

Bangladesh tables  important resolution at UN                                                                                                     

New York (USA), 26 July:

            Bangladesh tabled the draft resolution, entitled 'Interaction between United Nations, National Parliaments and Inter-parliamentary Union' at the General Assembly of the United Nations (UNGA) yesterday.

            Bangladesh has taken the lead role in introducing this resolution at the UN, as the current President of Inter-parliamentary Union (IPU) Saber Hossain Chowdhury is a distinguished Member of Parliament of Bangladesh.

                    During the presentation of the resolution at UNGA, the Permanent Representative and Ambassador of Bangladesh to UN Masud Bin Momen stressed that nothing, that the UN decides could be implemented at the country level, unless the parliament is on board. The emergence of the 2030 Agenda, of course, calls for a stronger engagement between the UN and National Parliaments, particularly through the IPU. He also underscored that Bangladesh stands on promoting and protecting democracy and democratic values and principles not only at national level but also at the international level.

            The resolution highlighted the role of IPU and parliaments, in supporting the implementation of the 2030 Agenda. It welcomes the IPU contribution on climate change, disaster risk, and development finance.

            Speakers and Member of Parliaments made statements on behalf of member states  in favour of the resolution. The President of IPU and Member of Parliament of Bangladesh Saber Hossain Chowdhury also made a statement on this occasion.

#

Afraz/Mahmud/Sanjib/Selim/2016/1730 Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৩৬

বিপিও সামিটের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ২৮ জুলাই

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):
    আগামী ২৮শে জুলাই সকাল ১০টা ২০ মিনিটে ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে দুই দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (ইচঙ- ইঁংরহবংং চৎড়পবংং ঙঁঃংড়ঁৎপরহম) সামিট-২০১৬ উদ্বোধন করা হবে।
    প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৩.২ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
#
আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৩৫ 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক
ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই):
    জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য              মো. মোজাম্মেল হোসেন, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন। 
    কমিটি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সার্বিক কার্যক্রম মনিটরিং করার সুপারিশ করে।                         বৈঠকে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এবং জাতীয় মহিলা সংস্থার অব্যয়িত সাহায্য মঞ্জুরি ও আয়বর্ধক তহবিলের ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থার অফিসগুলোর অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের বিষয়ে সুপারিশ করা হয়। 
    কমিটি মন্ত্রণালয়ের অধীন যেসব পদ শূন্য রয়েছে সেগুলো দ্রুত পূরণের সুপারিশ করে। 
    বৈঠকে বাল্যবিবাহ রোধে অসহায় মেয়েদের সুরক্ষার লক্ষ্যে কি ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#

মৌমিতা/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৬১৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৩৩৪

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসসহ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা

ঢাকা, ১১ই শ্রাবণ (২৬শে জুলাই) :
    দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
    শিক্ষা মন্ত্রণালয়ের একই আদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম (আউটার ক্যাম্পাসসহ) বন্ধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।
#

সাইফুল্লাহ/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৪২০ ঘণ্টা

Todays handout (13).doc