তথ্যবিবরণী নম্বর: ১১২১
আসন্ন দুর্গাপূজায় মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একগুচ্ছ নির্দেশনা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এক অফিস স্মারকের মাধ্যমে আজ এ নির্দেশনাসমূহ জারি করা হয়।
স্মারকে বলা হয়েছে, গত ১ অক্টোবর ২০২৪ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এসব নির্দেশনাসমূহ জারি করা হয়েছে। নির্দেশনাসমূহ নিম্নরূপ:
(ক) শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব এবং আনসার ও ভিডিপি কর্তৃক দৃশ্যমান টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যগণও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন;
(খ) যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে হবে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার সূত্রপাত ঘটার সাথে সাথেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে;
(গ) শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী-সহ সংশ্লিষ্ট সকলকে পূজামণ্ডপসমূহ পরিদর্শন করতে হবে;
(ঘ) সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরূপ কোনো বক্তব্য বা গুজব ছড়ানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে;
(ঙ) সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিসমূহকে পূজামণ্ডপসমূহে সার্বক্ষণিক পাহারার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার (পালাক্রমে দিনে কমপক্ষে ৩ জন এবং রাতে ৪ জন) নিয়োজিত করতে হবে;
(চ) প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
(ছ) শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনীর সদস্য, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে হবে;
(জ) শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকগণ এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ এরূপ কমিটি গঠন করবেন।
#
ফয়সল/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/২২৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১২০
নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না
--স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং দেশে সুশাসন থাকলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না। বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে।
উপদেষ্টা আজ সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে জার্মান রাষ্ট্রদূত Achim Troster (অখিম ট্রস্টার)-সহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
হাসান আরিফ জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য সংস্কার। যে সকল প্রতিষ্ঠানে ত্রুটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা সংস্কারের ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। যাদেরকে কমিশনগুলোর প্রধান করা হয়েছে তাঁরা সবাই সমাজের বিজ্ঞজন এবং স্ব স্ব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণের পর নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কি না এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের অধিকাংশ প্রতিনিধিই গা ঢাকা দিয়েছে। এমনকি অনেক ঠিকাদারও ভয়ে এবং লজ্জায় মুখ দেখাতে পারছে না। আমরা নাগরিক সেবার কথা চিন্তা করে এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ দিয়েছি। জন্ম-মৃত্যু সনদ-সহ নাগরিক সকল সেবা প্রদানে নিযুক্ত প্রশাসকগণ কাজ করছেন।
উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা জনগণ নির্ধারণ করবে। কিন্তু এই মন্ত্রণালয়ের সাথে যেসব দেশের বা আন্তর্জাতিক সংস্থার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক প্রকল্প বিদ্যমান রয়েছে তা চলমান থাকবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না।
সভায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স Helen LaFave (হেলেন লাফেইভ)-সহ ইউএসএইড, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএনডিপি, ইউনিসেফ, ইইউ এর প্রতিনিধিগণ, স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পবন/মেহেদী/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/২৪১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১৯
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগ দিয়েছে সরকার। আজ তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরো দু’টি প্রজ্ঞাপনে সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ।
চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি এবং সদস্যগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
রেজাউল/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১৮
টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকার অনুদানের চেক গ্ৰহণ করলেন ত্রাণ উপদেষ্টা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
বন্যাদুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের ৮ কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছে এই টাকার চেক তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ফারুক ই আজম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের সংগ্রহ করা ত্রাণের অর্থ প্রদান করেছে। তাদের সংগৃহীত ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। শিশু, কর্মজীবী মানুষ, গৃহবধূ-সহ দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ আজ তারা দিতে এসেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, গত ২৭ আগস্ট থকে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ২০৬ টি চেকের মাধ্যমে ৯১ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৪১ টাকা ৫৩ পয়সা গ্রহণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে, সেখানে আমি একজন প্রতিনিধি ছিলাম। আমার সঙ্গে আরো প্রতিনিধি রয়েছেন এখানে। গতকাল আমরা ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছি। সব আয়-ব্যয়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা আছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকার চেক দিয়েছি।
এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/মেহেদী/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২০৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১৭
বাংলাদেশে প্রতিটি বিনিয়োগই হবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত
- নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে দেশি-বিদেশি প্রতিটি বিনিয়োগই হবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত। দেশি-বিদেশি সকল ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সম্ভাবনাময় এই নতুন বাংলাদেশের পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে বৈঠককালে এ আহ্বান জানান।
তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশের অন্যান্য সকল সেক্টরের ন্যায় পাট ও বস্ত্র শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। ব্যক্তিস্বার্থে পাট ও বস্ত্র কলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায় গোটা দেশ।
বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোসহ অন্যান্য সেক্টরের ন্যায় আমরা বাংলাদেশে পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে অর্থ লগ্নি করতে আগ্রহী। পরিবেশ বিপর্যয় রোধে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারকে নিরুৎসাহিত করা এবং পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করায় উপদেষ্টাকে তাঁরা ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ও পাটজাত পণ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এজন্য প্রয়োজন পাট শিল্পে দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতা ও পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তাঁরা পাট শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন।
পাট উপদেষ্টা জানান, বর্তমান সরকার “রিসার্চ সেন্টার অন জুট এন্ড টেক্সটাইল” স্থাপন বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। রিসার্চ সেন্টার স্থাপন বিষয়েও প্রবাসীরা সরকারকে কারিগরি ও আর্থিক সহায়তা করতে পারে। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
বৈঠকে উপদেষ্টা আরো জানান, বর্তমান সরকার অত্যন্ত বিনিয়োগবান্ধব। সরকার যেকোনো সেক্টরে বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানায়। বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে। রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে সহজ বিনিয়োগ পরিবেশ সৃষ্টির জন্য কাঠামোগত ও আইনগত সংস্কার করা হবে। আগত ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে বিনিয়োগ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।
বৈঠকে বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ, নৌপরিবহন সচিব ড. এ কে এম মতিউর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আরিফ/মেহেদী/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা
Handout Number: 1116
Indian High Commissioner calls on the Foreign Affairs Adviser
Dhaka, 2 October:
Indian High Commissioner Pranay Verma paid a courtesy call on the Foreign Affairs Adviser Md. Touhid Hossain today at the Ministry of Foreign Affairs in Dhaka today.
During the meeting, various bilateral issues were discussed and it was emphasized that the two countries need to work together to promote bilateral relations. Referring to the meeting between the Adviser for Foreign Affairs and the Indian External Affairs Minister Dr. S. Jaishankar on the sideline of the 79th UNGA in New York, both Foreign Affairs Adviser and the High Commissioner underscored the importance of activating the regular bilateral mechanisms between the two countries.
Foreign Affairs Adviser and High Commissioner discussed cooperation in the areas of trade, projects, and people-to-people contacts. Importance of resuming regular visa processing by the Indian High Commission was also discussed.
#
Kamrul/Mehedi/Rana/Sanjib/Joynul/2024/1950hour
Handout Number: 1115
Recommendation to Cancel the Safari
Park Project in the Reserved Forest of Moulvibazar
Dhaka, 2 October:
The Ministry of Environment, Forest, and Climate Change has recommended canceling the approval of the safari park project in the reserved forest of Lathitila, Moulvibazar. A letter regarding this was sent to the Planning Commission today.
The ÔBangabandhu Sheikh Mujib Safari Park, Moulvibazar (Phase 1)Õ project was conditionally approved in the ECNEC meeting on 9 November 2023. Following the ECNEC meeting's decision, a four-member committee was formed on 21 August 2024 by the ministry to assess the project's impact on biodiversity and provide recommendations. The committee was chaired by former Chief Conservator of Forests Ishtiaq Uddin Ahmed, with members including Dr. Mustafa Firoz, Professor of Zoology at Jahangirnagar University; Farid Uddin Ahmed, former Executive Director of Arannayk Foundation and Imran Ahmed, Conservator of Forests for Wildlife and Nature Conservation under the Forest Department.
The committee recommended canceling the project, stating in its report that the Lathitila Forest is part of the Indo-Burma Biodiversity Hotspot and serves as an elephant corridor. Constructing a safari park in this area would negatively impact the forest ecosystem. After considering the potential effects of the proposed safari park on the forest’s biodiversity and giving importance to the opinions of local stakeholders, the committee concluded that a safari park should not be established in this natural forest.
The Forest Department has been instructed to work on conserving the degraded areas of the forest and its threatened biodiversity.
#
Dipankar/Mehedi/Rana/Sanjib/Joynul/2024/1940hour |
তথ্যবিবরণী নম্বর: ১১১৪
মৌলভীবাজারের সংরক্ষিত বনে সাফারি পার্ক প্রকল্প
বাতিলের সুপারিশ করেছে পরিবেশ মন্ত্রণালয়
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে আজ পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ৯ নভেম্বর ২০২৩ তারিখে শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের বিষয়ে সুপারিশমালা প্রণয়নের জন্য জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চার সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। পাশাপাশি পরবর্তীতে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের পরিচালক পাবেল পার্থকে ১ম সভায় কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়।
কমিটি প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, লাঠিটিলা বন ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পটের অংশ এবং এটি একটি হাতি করিডোর। এখানে সাফারি পার্ক নির্মাণ বনাঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে। বনের জীববৈচিত্র্যের ওপর প্রস্তাবিত সাফারি পার্কের ফলে সৃষ্ট প্রভাবসমূহকে বিবেচনায় নিয়ে এবং স্থানীয় অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে কমিটি মনে করেছে এ প্রাকৃতিক বনে সাফারি পার্ক নির্মাণ করা উচিত নয়।
বনটির অবক্ষয়িত অংশ ও হুমকিগ্রস্ত জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করার জন্য বন অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
দীপংকর/মেহেদী/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১৩
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১২২ জন।
#
দাউদ/মেহেদী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১২
অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান সকল দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলেন। যার কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সকল বিষয় পর্যালোচনা করছি এবং এর ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।
আজ ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে কোম্পানির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
নাহিদ ইসলাম প্রথম স্যাটেলাইটের খরচ অনুযায়ী প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে তাই প্রাপ্তি আশানুরূপ নয়। তিনি প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা এবং চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন। ব্যবস্থাপনা পরিচলক বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি যা এখন পরিশোধ করতে হলে মোটা অংকের টাকা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে বোর্ড মেম্বারদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ হয়েছে কি না তা খুঁজে বের করে সুপারিশ করবে, তার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি), টেলি মেডিসিন এবং ই লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং অনলাইনে উপগ্রহ ভূ কেন্দ্র,গাজীপুর ও বেতবুনিয়ার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
#
জসীম/মেহেদী/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১১
সরকারের গঠনমূলক সমালোচনাকারীদের জন্য বিটিভির দরজা খোলা
--তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ টেলিভেশন (বিটিভি)কে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। বেসরকারি টিভি চ্যানেলের চেয়ে উন্নত কনটেন্ট তৈরি করতে হবে। এ লক্ষ্যে বিটিভিকে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনাকারীদের জন্যও বিটিভির দরজা খোলা থাকবে এবং বিটিভিতে সরকারের যৌক্তিক সমালোচনা করা যাবে। বিটিভি জনগণের মিডিয়া হিসাবে প্রতিষ্ঠিত হবে।
আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।
বিটিভির উদ্দেশ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারকে সন্তুষ্ট করা বিটিভির কাজ হতে পারে না। জনগণকে সন্তুষ্ট করাই বিটিভির প্রধান কাজ। ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িতদের সম্পর্কে তিনি বলেন, তারা বাদে সবাই বিটিভিতে আসতে পারবেন। বিগত সরকারের আমলে বিটিভি ফ্যাসিবাদী সরকারের প্রচারে ব্যস্ত ছিল। বিটিভিকে এই নীতি থেকে বের হতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে বিটিভিতে অনুষ্ঠান তৈরি করতে হবে। জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও নতুন কুঁড়ির মতো সাড়াজাগানো সৃজনশীল অনুষ্ঠান নির্মাণ করতে হবে। তিনি বিটিভির কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তথ্য উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও স্টুডিও দ্রুত সংস্কার করার আশ্বাস দেন এবং সার্বিক উন্নয়নে সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম, উপমহাপরিচালক সাঈদ-উর-রহমান ও ড. সৈয়দা তাসমিনা আহমেদ, প্রধান প্রকৌশলী মোঃ মাসুদ ভূঁইয়া-সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন।
#
মামুন/মেহেদী/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১০
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতারের সাথে চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানিতে দু’দেশ একসাথে কাজ করতে পারে।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে চীনের রাষ্ট্রদূত Yao Wen এর সাক্ষাৎকালে এসব কথা বলেন।
সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চায়নাতে মাছ রপ্তানি করতে চায়। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদাসম্পন্ন হওয়ায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। এসময় দু’দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর Song Yang, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি Shi Chen এবং থার্ড সেক্রেটারি Bai Zhaoxi উপস্থিত ছিলেন।
#
মামুন/ফাতেমা/কলি/আলী/লিখন/২০২৪/৪.২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১০৯
রাষ্ট্রপতির নিকট বাংলাদেশে নবনিযুক্ত সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র পেশ
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইকস এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে।
প্রথমে সুইডেনের রাষ্ট্রদূত এবং পরে আলজেরিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রপতির নিকট তাদের পরিচয়পত্র পেশ করেন।
সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুইডেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সুইডেন বিগত পাঁচ দশক যাবত বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এই দ্বিপাক্ষিক সহযোগিতা মহিলা ও শিশুদের উন্নয়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু-ইকোনমি, মেরিটাইম ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিংসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আরো অনেক সুযোগ রয়েছে। তিনি সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে রাষ্ট্রদূতকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসময় রাষ্ট্রপতি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে সুইডেনের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যদিকে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানীর সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, ওআইসি এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা ও সমর্থন করে। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য দু’দেশের মধ্যে ইতোমধ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ, টেক্সটাইল, পাটজাত পণ্যসহ বিভিন্ন বিশ্বমানের পণ্য আমদানি করতে আ