Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী - 22.11.2018

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৬৬

বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে ২৪-২৭ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব প্রদান
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স¦ীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
#


সালেহ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/২০৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৬৫

আন্তঃধর্মীয় সংলাপ জোরদার করতে হবে
                                --- শিল্পমন্ত্রী
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভে ম্বর) :
বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহাসিক বন্ধন সুদৃঢ় রাখতে আন্তঃধর্মীয় সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের মোকাবিলায় প্রগতিশীল চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বৌদ্ধ সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে উল্লেখ করেন।  
মন্ত্রী আজ রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। 
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এতে অন্যদের মধ্যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া এবং অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়–য়া বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বাঙালি জাতি ঐতিহ্যগতভাবেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টানসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মিলিত রক্তস্রোতের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বিশ্ব দরবারে বর্তমানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে পরিচিত। এ দেশে সকল ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে পালন করছে। ধর্মের ভিত্তিতে এখানে কোনো ধরনের বঞ্চনা বা বিভক্তির সুযোগ নেই। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।  
বৌদ্ধ ধর্মকে জ্ঞানের ধর্ম উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, বৌদ্ধ ভিক্ষুরা সংঘের অধীন ধর্ম ও জ্ঞান চর্চা করে বৌদ্ধ দর্শন ও চিন্তাকে সমাজে ছড়িয়ে দেন। তাঁরা যুগে যুগে সংস্কৃতি, সভ্যতা ও মানবতার সেবায় গৌরবময় বাতিঘর হিসেবে অসাধারণ অবদান রেখেছেন। বৌদ্ধ ঐতিহ্য বাংলাদেশের মাটি ও মানুষের সাথে হাজার বছর ধরে মিশে আছে বলে তিনি মন্তব্য করেন।
#

জলিল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৬৪

বিকেএমইএ শ্রমিক ডেটাবেইজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে
                                                         --- শ্রম প্রতিমন্ত্রী                                                                          
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভে ম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বিকেএমইএ শ্রমিকদের ডেটাবেইজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। কেন্দ্রীয় তহবিল হতে বিকেএমইএ শ্রমিকদের সুবিধা পেতে হলে অবশ্যই ডেটাবেইজের আওতায় আসতে হবে। ডিসেম্বরের মধ্যে ডেটাবেইজ সম্পন্ন করতে না পারলে জানুয়ারি থেকে আরএমজি কেন্দ্রীয় তহবিল থেকে বিকেএমইএ শ্রমিকরা সুবিধা পাবে না।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরএমজি কেন্দ্রীয় তহবিলের নবম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, সিরাজুল ইসলাম রনি এবং নাজমা আখতারসহ বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। 
বোর্ড সভার শুরুতে প্রতিমন্ত্রী আরএমজি কেন্দ্রীয় তহবিলের লোগো উন্মোচন করেন। সভায় জানানো হয় ২০১৬ সালের ১ জুলাই কেন্দ্রীয় তহবিল চালু হওয়ার পর এ পর্যন্ত ১শ’ ১৮ কোটি দুই লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের ৪৬ কোটি ১১ লাখ অনুদান দেয়া হয়েছে। ৬৬ কোটি টাকা এফডিআর করা হয়েছে। বর্তমানে ১০ কোটি ৯০ লাখ টাকা তহবিলে স্থিতি রয়েছে।
এ তহবিল থেকে এ পর্যন্ত দুই হাজার ৪শ’ ৩১ জন গার্মেন্টস শ্রমিককে অনুদান প্রদান করা হয়েছে। মোট গার্মেন্টস রপ্তানির শূন্য দশমিক শূন্য তিন ভাগ অর্থ গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে গঠিত আরএমজি কেন্দ্রীয় তহবিলে জমা হয়।
#

আকতারুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৬৩ 

ছাতক অত্যাধুনিক সিমেন্ট কারখানা স্থাপন করতে চায় সৌদি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স

ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :  

বহুজাতিক সার কারখানা কাফকোর মডেলে ছাতক সিমেন্ট কারখানার অব্যবহৃত জমিতে একটি অত্যাধুনিক প্রযুক্তির সিমেন্ট কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স। এছাড়া প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান জেনারেল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জেমকো) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্য বৈচিত্র্যকরণেও বিনিয়োগ করবে।
ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সাথে বৈঠককালে ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স এর প্রেসিডেন্ট মোহাম্মদ এন হিজি  আজ এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সাবস্টেশন উৎপাদন, সিমেন্টসহ সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। এসময় সফররত সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের প্রেসিডেন্ট বাংলাদেশকে বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, অভ্যন্তরীণ বাজার এবং পরিশ্রমী শ্রমশক্তি বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার সুযোগ সৃষ্টি করেছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে সৌদি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। 
ভারপ্রাপ্ত শিল্পসচিব বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। সৌদি আরবে কর্মরত প্রবাসী  শ্রমশক্তি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জেমকোর আধুনিকায়ন, পণ্য বৈচিত্র্যকরণ এবং ছাতক সিমেন্ট কারখানার অব্যবহৃত জায়গায় কাফকোর মডেলে নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি সমন্বিত প্রস্তাব পেশের জন্য সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের প্রেসিডেন্টকে পরামর্শ দেন। বাংলাদেশ সরকার সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী উল্লেখ করে তিনি প্রস্তাব পাওয়ার পরপরই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে জানান।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সৌদি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।  
#

জলিল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩১৬২

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ভারপ্রাপ্ত সচিবের শোক

ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :         

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফ-উর-রহমান।  

বেগম ফজিলাতুন্নেসা বুধবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্ত্রী ও সচিব মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আলমগীর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা

Todays handout (4).docx