Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ০৫/০২/২০১৮

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪১৩
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :  
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৪টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
আজ কুতুপালং ক্যা¤েপ ১ শত ৮৫ জন পুরুষ, ১ শত ৬৫ জন নারী মিলে ৩ শত ৫০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪২ জন পুরুষ, ৬৮ জন নারী মিলে ১ শত ১০ জন, থাইংখালী ক্যাম্পে ৮৩ জন পুরুষ, ৯৮ জন নারী মিলে ১ শত ৮১ জন, বালুখালী ক্যাম্পে ৮৯ জন পুরুষ, ৭৪ জন নারী মিলে ১ শত ৬৩ জন এবং পুরোদিনে ৪ টি কেন্দ্রে মোট ৮ শত ৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৫৮ হাজার ৮ শত ১৮ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আর আর আর সি) রিপোর্ট মোতাবেক ৫ ফেব্রুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ২০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#
সাইফুল/আলী/আব্বাস/২০১৮/২১৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৪১২
ঢাকা হবে ট্যুরিজম সিটি
--পর্যটনমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) : 
রাজধানী ঢাকা ট্যুরিজম সিটি হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।  আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে ওআইসিভুক্ত দেশসমূহের পর্যটন বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।  
বৈঠক শেষে মন্ত্রী বলেন, ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে ২৫টি দেশের ১৫জন মন্ত্রীসহ মোট ৮৫ জন প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মেলনে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যটন উন্নয়নে আলোচনা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটনে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের ইসলামিক কালচারাল হেরিটেজভিত্তিক যেসব পর্যটন শিল্প রয়েছে তা বিশ্বের মুসলিম দেশগুলোর সামনে তুলে ধরা হচ্ছে।
তুরস্ক, বাহরাইন ও আজারবাইজানের পর্যটন বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে শাহজাহান কামাল বলেন, তিনটি দেশই বাংলাদেশে সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। তাদেরকে বাংলাদেশের পর্যটনে বিনিয়োগের আহ্বান জানিয়েছি, তারাও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
শাহজাহান কামাল বলেন, কক্সবাজারে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এখাতে বিনিয়োগের জন্য তুরস্ক ও বাহরাইনকে আহ্বান জানানো হয়েছে। পর্যটন খাতে ওআইসিভুক্ত দেশগুলোতে দক্ষ মানবসম্পদ ঢাকায় ওআইসির একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের বিষয়েও তাদের সাথে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ও তুলে ধরা হয়েছে।
বৈঠক শেষে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী নুমান কুরতুলমুস, বাহরাইনের বাণিজ্য, শিল্প ও পর্যটন মন্ত্রী যায়েদ আর আলজায়ানী ও আজারবাইজানের পর্যটন উপমন্ত্রী আদিল সামাদোবকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মন্ত্রী।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আইসিটিএম’র এটি ১০তম অধিবেশন এবং বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সম্মেলন। এ সম্মেলনে সংস্থাটির পরবর্তী ১১তম সম্মেলন কোথায় হবে তার ভেন্যু ঠিক করা হবে। ৭ ফেব্রুয়ারি অতিথিদের জন্য একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হবে।
#
তুহিন/মাহমুদ/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০০৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪১১
এফএম বেতার মালিকদের তথ্যমন্ত্রী
‘বাংলিশ’ নয়, প্রয়োজন দেশজ সংস্কৃতির লালন ও বিকাশ
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
ভাষাবিকৃতি পরিহার ও দেশপ্রেম বুকে নিয়ে দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ব্রতী হতে এফএম বেতার মালিকদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফএম বেতার মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। 
তথ্যমন্ত্রী বলেন, বাঙালিয়ানা চর্চা করুন, জগাখিচুড়ি ভাষা বা বাংলিশ বর্জন করুন, দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ভূমিকা রাখুন। বাংলার সাথে বিদেশি ভাষার মিশ্রণ ও বিকৃতি যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয়, সে বিষয়ে আদালতের নির্দেশ পূর্ণভাবে পালিত হতে হবে।
দেশের বেতার দেশপ্রেম বুকে নিয়ে দায়িত্বশীলতার সাথে সম্প্রচারিত হবে উল্লেখ করে ইনুু বলেন, সংবিধানের চার মূলনীতি, জাতির পিতার স¦াধীনতার ঘোষণা, ত্রিশ লক্ষ শহিদ, একাত্তরের গণহত্যার মতো মীমাংসিত বিষয়কে বিতর্কিত করবেন না।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের বুক থেকে ইতিহাসের জঞ্জাল পরিস্কার করে গণতন্ত্র উত্তরণের পথে গণমাধ্যম দেশের সাথে থাকবে। মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধা ও রাজাকারকে এবং শান্তিরক্ষাকারী ও অশান্তি সৃষ্টিকারীকে একপাল্লায় মাপা যায় না।
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, এশিয়ান রেডিও’র চেয়ারম্যান হারুনুর রশীদ, ধানসিঁড়ি কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ সম্প্রচাররত ২১টি এফএম বেতারের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।  
এফএম বেতারের প্রতিনিধিবৃন্দ উত্থাপিত ‘বিটিআরসির একতরফা ফি নির্ধারণ’ ও মোবাইল কোম্পানিগুলোর ‘শ্রুতিধর্মী অ্যাপস’ এর বিষয়ে তাদের আপত্তিসমূহ পরীক্ষানিরীক্ষার আশ^াস দেন তথ্যমন্ত্রী। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪১০
সমাজসেবা সাংবিধানিক দায়িত্ব
          --- সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
সমাজসেবা সাংবিধানিক দায়িত্ব, এটা অবহেলা করার সুযোগ নেই মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারিভাবে পরিচালিত ‘শিশু পরিবারের’ সদস্যদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের ৬ জন নিবাসীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন। সরকারি শিশু পরিবার ঢাকা (তেজগাঁও) ও জেলা  সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। নিবাসীরা হলেন লিপি আক্তার, সাবিনা চৌধুরী, স্বপ্না বেগম, তানিয়া আক্তার, মাজেদা বেগম ও হাজেরা লাকী। পাত্ররা হলেন কুমিল্লার সাইফুল ইসলাম ভূঁইয়া, ঠাকুরগাঁয়ের কসির উদ্দীন, পটুয়াখালীর হারুন অর রশীদ, গাজীপুর জেলার  শাহজালাল, ফরিদপুর জেলার রবিউল ইসলাম এবং  চাদঁপুর জেলার মোঃ সোহাগ।
মন্ত্রী বলেন, সামাজিক কর্মকা- পরিচালনার দায়িত্ব শুধু সরকারের একার নয়, দেশকে এগিয়ে নিতে এই কর্মকা- পরিচালনায় সমাজের সকলস্তরের মানুষের অংশগ্রহণ আবশ্যক। সরকারি শিশু পরিবারে যারা বেড়ে উঠছে তারা  পিতৃমাতৃহীন। সমাজের মূল ¯্রােতধারায়  সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদেরকে  দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সহধর্মিনী লুৎফুন্নেসা খান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, অতিরিক্ত সচিব আলী নূর, ঢাকার জেলা প্রশাসক সালাহ্উদ্দীন, ২৪ নং ওয়ার্ড কমিশনার শফিউল্লাহ সফি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী নবদম্পতিদেরকে নগদ অর্থ প্রদান করেন।
#
মাইদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪০৯
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে যুক্তরাজ্যের আগ্রহ 
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।
আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সাথে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে ইউনিভার্সিটির দুই সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধিদল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, উন্নয়ন ব্যবস্থাপনা, নেগোসিয়েশনসহ বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। 
অতিরিক্ত সচিব (সিপিটি) মোঃ রকিব হোসেন, যুগ্মসচিব (বিদেশ প্রশিক্ষণ) ড. আবদুল হামিদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  
#
মাসুম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪০৮
দেশব্যাপী শুদ্ধ জাতীয় সংগীতের প্রতিযোগিতা চলছে 
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
শুদ্ধভাবে জাতীয় সংগীতচর্চাকে অনুপ্রাণিত করতে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা চলছে। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কারের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে। 
শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনা নিশ্চিত করতে ইতিমধ্যে শিল্পকলা একাডেমি অনুমোদিত জাতীয় সংগীতের সিডি/সফ্ট ভার্সন (অডিও এবং টেক্সট) মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সিডি সরবরাহ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে প্রতিযোগিতার বিষয়ে নির্দেশাবলী সংবলিত একটি পরিপত্র জারী করেছে।  
২০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে আন্তঃশ্রেণি প্রতিযোগিতা শেষ হয়েছে। এক থেকে সাত ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শেষে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে, ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং পাঁচ থেকে ১১ মার্চ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ২০ মার্চ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম গ্রহণকালে একযোগে সারাদেশে ও প্রবাসে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।  
#
মোহাম্মদ আলী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮০০ ঘণ্টা
Todays handout (8).docx