তথ্যবিবরণী নম্বর: ১১৫৫
অন্যায় করে পার পাওয়া যায়, এ সংস্কৃতি থেকে বের হতে হবে
-- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্যায় করে পার পাওয়া যায়, এ সংস্কৃতি থেকে বের হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে সুশাসন নিশ্চিত করা যাবে না।
আজ রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে ইনস্টিটিউট অভ্ চার্টার্ড সেক্রেটারিজ অভ্ বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩ ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছুদিনের জন্য এসেছি, একটা মেসেজ দিয়ে যেতে চাই যে অন্যায় করে পার পাওয়া যাবে না। ব্যক্তিগত বা সরকারি অর্থ যেটাই হোক অপচয় করা ঠিক না বলে মত দেন তিনি। তিনি বলেন, আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই।
অর্থের অপচয় ও দুর্নীতির খোঁজ পাওয়া যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ে। তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগকারীরা জানতে চায় তোমাদের দেশে বিনিয়োগ পরিবেশ কেমন? আমরা তাদের আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা প্রচুর রয়েছে বলেও জানান তিনি।
করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ৪১টি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অভ্ চার্টার্ড সেক্রেটারিজ অভ্ বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে এসব কোম্পানিকে ১৪ ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিএসবি এর সিনিয়র সভাপতি নুরুল আমিন ও সহ সভাপতি মুশফিকুর রহমান।
#
কামাল/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৫৪
সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রতিকার সম্ভব
- স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে পারলে ডেঙ্গুর প্রতিকার করা সম্ভব। তিনি আরো বলেন, ডেঙ্গুর চিকিৎসায় ডিএনসিসি-সহ বিভিন্ন হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। ডেঙ্গু নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক পর্যায়ে বৈঠক করেছে।
আজ ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বর্তমানে বার্ন হাসপাতালে ১৪ জন আন্দোলনে আহত রোগী ভর্তি আছেন। বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ৬৭ জনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাঁর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া, রাশিয়া-সহ বিভিন্ন দেশের সাথে আমাদের কথা হচ্ছে।
স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এনআইও বা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে ইতিপূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে চীন থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন। তাঁরা বলেছেন, আমাদের এখানে ডাক্তাররা যে চিকিৎসাসেবা দিয়েছেন সেটা যথাযথ। তাঁরা থাকলেও একই চিকিৎসা করতেন।
নূরজাহান বেগম জানান, গতকাল নেপাল থেকে ৩ জন বিশিষ্ট চক্ষু সার্জন এসেছেন। তাঁরা আহতদের মধ্যে ৭০ জনের মতো রোগী আজকে দেখেছেন। এছাড়া ৭ তারিখে ফ্রান্স থেকে ডাক্তাররা আসবেন। এরপর ইউএসএ থেকেও বিশেষজ্ঞ ডাক্তার আসবেন। সকল আহতদের বিদেশে পাঠানো সম্ভব নয়, তাই বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
স্বাস্থ্য উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন-সহ বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
#
শাহাদাত/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৫৫ঘণ্টা
Handout Number: 1953
Mobile court operation to stop production of polythene shopping bags from November 1
- Environment Secretary
Dhaka, 5 October:
Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change said that a legal drive will be launched from November 1 against those producing polythene shopping bags. Teams will be formed jointly with the Department of Environment, the Department of Consumer's Rights protection, and the magistrates of the district administration. With the cooperation of the people, the government will stop the production, marketing, and use of polythene. To completely stop polythene shopping bags buyers and sellers must ensure the use of environmentally friendly bags.
Environment Secretary made these remarks as the chief guest while speaking at an exchange of views meeting with members of the Shantinagar Market Committee and the Traders' Association held at the committee's office in Dhaka today to discuss the ban on polythene shopping bags.
The Environment Secretary said that polythene has been used in violation of the law for the last 22 years, which is not right. Polythene increases the risk of cancer, liver, and other diseases. In the interest of public health and public interest, the decision to ban polythene must be followed by all. The Secretary said that the use of polythene is a serious threat to the country's environment and to be free from its harmful effects, government regulations must be strictly followed. She urged both sellers and buyers to refrain from using banned polythene.
The exchange of views meeting was chaired by Mujibul Haque, President of the Shantinagar Market Management Committee. Among others, Additional Secretary (Environment) of the Ministry of Environment, Forest and Climate Change Dr. Fahmida Khanom, Deputy Secretary Sidhartha Sankar Kundu, Deputy Director of the Department of Environment Abdullah Al Mamun, and General Secretary of the Market Committee Lokman Hossain Fakir spoke at the meeting.
After the meeting, the Secretary and the leaders of the market committee visited various shops in Shantinagar market and encouraged the businessmen to increase the use of alternative environmentally friendly bags.
#
Dipankar/Rana/Sanjib/Shamim/2024/1755 Hour
তথ্যবিবরণী নম্বর: ১১৫২
পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান
-- পরিবেশ সচিব
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিলে টিম গঠন করা হবে। জনগণের সহযোগিতায় সরকার পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করবে। পলিথিন শপিং ব্যাগ পুরোপুরি বন্ধ করতে হলে ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।
আজ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধকরণে রাজধানীর শান্তিনগর বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।
পরিবেশ সচিব বলেন, গত ২২ বছর ধরে আইন অমান্য করে পলিথিন ব্যবহার চলছে, যা সঠিক নয়। পলিথিনের কারণে ক্যান্সার ও লিভার-সহ অন্যান্য অসুখের ঝুঁকি বাড়ছে। জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সকলকে প্রতিপালন করতে হবে। সচিব বলেন, পলিথিনের ব্যবহার দেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে হলে সরকারী বিধিনিষেধ কঠোরভাবে মানতে হবে। বিক্রেতা ও ক্রেতাদের উভয়কে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন ফকির।
সভা শেষে সচিব ও বাজার কমিটির নেতৃবৃন্দ শান্তিনগর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানোর জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করেন।
#
দীপংকর/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/২১০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৫১
তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
-- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগে পুলিশ বাদী হয়ে মামলা করতো, ১০ জনের নাম দিতো আর ৫০ জন দিতো বেনামী। এখন কিন্তু পুলিশ মামলা করছে না। মামলা করছে সাধারণ জনগণ। তিনি আরো বলেন, মামলা হলেই গ্রেফতার নয়। তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিট লিডার শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র নামে প্রতিষ্ঠিত ‘স্কাউটার শহিদ মীর মুগ্ধ ভবন’ ও তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎসর্গীকৃত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে তারা সবাই শহিদ। শুধু মুগ্ধ নয়, যারা শাহাদত বরণ করেছেন, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন তারা শহিদের মর্যাদা পায়। তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে। যদি উন্নত চিকিৎসার জন্য তাদের বিদেশে পাঠাতে হয়, সে ব্যবস্থাও সরকার করবে। তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আহত ও অসুস্থদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানান, বিগত সরকারের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যারা অপরাধী তাদের বেশিরভাগই ৫ থেকে ৭ আগস্টের মধ্যে পালিয়ে গেছে। আর যাতে নতুন করে কেউ পালাতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পালাতে গেলে শুধু পুলিশ ও বিজিবি নয়, সাধারণ জনগণই তাদের ধরিয়ে দিচ্ছে। তিনি এসময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অপরাধীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর প্রধান ও অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। এসময় শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান, তাঁর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত ও তাঁর জমজ ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরে এপিবিএন মসজিদে স্কাউটার শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
#
ফয়সল/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৫০
বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র-সহ ৩ প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা
নরসিংদী, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল পরিদর্শন করেছেন।
বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের পর ব্রিফিংকালে বস্ত্র উপদেষ্টা বলেন, তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটি এক ধরনের সার্ভিস সেন্টার (সেবাকেন্দ্র)। এখানে বয়ন পূর্ব ও বয়ন উত্তর সেবা প্রদান করা হয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম ব্যয়ে এখানে সেবা দেওয়া হয়। বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র যাতে আরো ভালো সেবা দিতে পারে সেজন্য মন্ত্রণালয় পর্যালোচনা করবে। তিনি আরো জানান, এটি একটি লাভজনক প্রতিষ্ঠান, যা থেকে সরকার টাকা পাচ্ছে।
পরে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, এ প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো জানা গেল। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তা খতিয়ে দেখা হবে। এটিকে আধুনিক ইনস্টিটিউট করার জন্য বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপদেষ্টার কাছে দাবি জানায়।
এর আগে বস্ত্র ও পাট উপদেষ্টা ইউনাইটেড-মেঘনা- চাঁদপুর জুট মিল পরিদর্শন করেন ও চলমান কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেন।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ড চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন, বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
#
আসিফ/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৯
বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি
-- শিক্ষা উপদেষ্টা
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে কিন্তু সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।
আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা বোর্ডের অপরাজনীতির ফলে নিয়োগ বাণিজ্যের কথা শোনা যেত। সকল নিয়োগ ব্যবস্থায় নিয়োগ বাণিজ্য হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ করে পদায়নের কারণে শিক্ষকরা পরিবার ছেড়ে দূর দূরান্তে গিয়ে চাকরি করছে। তারা নিদারুণ দুর্দশা নিয়ে জীবনযাপন করে। মর্মান্তিক এ বিষয়গুলো একেবারে সমাধান করা সম্ভব নয়। আংশিক সমাধানের চিন্তা করা যায়।
উপদেষ্টা বলেন, শিক্ষকদের একটি জবাবদিহিতা ও দায়িত্বজ্ঞানের বিষয় রয়েছে। তাঁদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে, যা নিজ থেকে করা যায়। ছাত্রছাত্রীরা ঠিকমতো স্কুলে আসলো কি না? তাদের কোনো সমস্যা রয়েছে কি না? ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের দরদ দিয়ে সম্পর্ক স্থাপন করলে অনেক কিছুই সহজ ও সুন্দর হয়।
শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সরকারি রাজস্ব আয় আন্তর্জাতিক মানদণ্ডের নিম্নতম পর্যায়ে রয়েছে। যে কারণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা যথাযথভাবে হচ্ছে না। সরকারি ব্যয়ে দুর্নীতি হ্রাস করতে পারলে এসব ক্ষেত্রে ব্যয় বাড়ানো সম্ভব। এটা একদিনে হবে না কিন্তু আমরা শুরু করেছি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নতুন দেশ গড়ার বিষয় স্কুলের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্তিকরণ অবশ্যই দরকার। কিন্তু স্কুলের ছেলে-মেয়েদের হাতে আগামী বছরে শুরুতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে, তাই সংক্ষিপ্ত সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন করার কারণে আমাদের এ বিষয়টি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি কিন্তু আগামীতে করা হবে। তিনি বলেন, আমাদের একটি সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা দরকার। আমাদের সময় সংক্ষিপ্ত, পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা রাখছি । প্রত্যেক বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের একটি আচরণ বিধি থাকা দরকার। বিশ্ববিদ্যালয় তাদের জ্ঞান ও বিবেচনা দিয়ে নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান Dr. Susan Vize এসময় উপস্থিত ছিলেন।
#
সিরাজ/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৮
মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে
--প্রবাসী কল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার কর্মীকে সেদেশে পাঠানো ও দেশটিতে বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে সরকার কাজ করছে। বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সমান সুযোগ সৃষ্টি এবং কর্মীদের বেতন বৃদ্ধির জন্যও আন্তরিকতার সাথে কাজ করছে সরকার।
আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন PERKESO-এর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে Memorandum of Collaboration (MOC) স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ সুনিশ্চিত করতে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিকে মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিনের উপস্থিতিতে চুক্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান এবং মালয়েশিয়ার PERKESO’র মহাপরিচালক ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ (Dr. Mohammed Azman Aziz Mohammed) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
#
শেফায়েত/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/২০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৭
শাস্তি নয় বরং সচেতনতার মাধ্যমেই ইলিশ উৎপাদন বৃদ্ধি সম্ভব
--মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
শরীয়তপুর, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বিপণন ও বিনিময় নিষিদ্ধ থাকবে। আর এসময় জেলেদের শাস্তি নয় বরং সচেতনতার মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
আজ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর লঞ্চঘাটে মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ উপলক্ষ্যে জেলে-সহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েকগুণ বেড়ে যাবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের সাধ্যের মধ্যে আনার আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, অসাধু চক্র তাৎক্ষণিক মুনাফা অর্জন করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। প্রকৃত জেলেরা যেন সরকারি সহায়তা পান তা নিশ্চিত করতে স্হানীয় প্রশাসন ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে ব্যবস্হা গ্রহণ করা হবে।
শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র প্রমুখ। মৎস্যজীবী, ব্যবসায়ী-সহ বিভিন্ন স্টেকহোল্ডার এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়িয়া-ভেদরগঞ্জ ইলিশের অভয়াশ্রম সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। নড়িয়া উপজেলার ৫ কিলোমিটার ও ভেদরগঞ্জ উপজেলার ১৫ কিলোমিটার মোট ২০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য বিভাগ। মা ইলিশ ডিম দেওয়ার পর ওই অভয়াশ্রমে তা বেড়ে ওঠে।
#
মামুন/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৮১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৬
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একসময় বিটিভিতে তাঁর উপস্থাপিত 'আপনার ডাক্তার' অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন স্বনামধন্য চিকিৎসক ও রাজনীতিবিদকে হারালো।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মামুন/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৫
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ৫৬।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১২৫ জন।
#
দাউদ/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৪
বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসককে হারালো। দেশের চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গণে তাঁর অবদান অম্লান হয়ে থাকবে।
উপদেষ্টা মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
শেফায়েত/রবি/নাবিল/আলী/মানসুরা/২০২৪/১৫০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৪৩
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে
নৌপরিবহন উপদেষ