Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১০ জানুয়ারি ২০২৫

Handout                                                                                                               Number: 2309

 

Environment Advisor Calls for Collective Action

to Protect  Environment and Uplift Communities

 

Dhaka, 10 January:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, stressed the critical role of wonen alongside men in promoting environmental conservation and climate resilience. She also said we must commit to collective efforts to address societal challenges and uplift communities. By securing equity and sharing responsibility, we can create a better world where everyone can progress, she stated.

 

            The environment Advisor expressed these remarks in her message as the chief guest at a function organized to mark the 40th anniversary of Inner Wheel District 328 at the Radisson Blu Water Garden Hotel in the capital today.

 

            Rizwana Hasan urged citizens to work tirelessly for positive change and extend support to disadvantaged individuals. She emphasized the importance of stepping out of comfort zones to advocate for justice and dignity as central to all human endeavors, whether by the State or private individuals. She also encouraged organisations like the Inner Wheel to continue inspiring others through service and friendship, setting impactful examples for society to follow.

 

            During the event, Environment Advisor unveiled a Souvenir and Conference Newsletter and presented Appreciation Awards to the recipients. He visited the anti-plastic pollution stall titled "Less Plastic, More Life" at the exhibition organized in the occasion and also celebrated the 40th anniversary of Inner Wheel District 328 by cutting a cake.

 

            The function was presided over by Shahana Alam Nirjhar, District Chairman, with Tahia Khalil, National Representative of Inner Wheel Bangladesh, and District Secretary Mahmuda Mahbub Ruma also addressing the audience.

 

#

 

Kamrul/Mehedi/Mosharaf/Shamim/2025/1815 Hrs. 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০৮

 

সব ধর্মের মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে

                                               - গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি): 

            গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে, তিনি বঞ্চিত। তাঁরা সমাজের মূল ধারার বাইরে আছে। আর এটাই বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সবার ও বহুমাত্রিক দেশ। সব ধর্মের মানুষ, সমস্ত ভাষাগত ও নৃগোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে।

            উপদেষ্টা আজ ঢাকার উত্তরায় বৌদ্ধ মহাবিহার চত্বরে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল  আয়োজিত ‘বাংলাদেশ বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন।

            উপদেষ্টা বলেন, জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন। বাংলাদেশকে নিয়ে তাঁরা যে স্বপ্ন দেখেছিলেন, সেটার কিছদূর বাস্তবায়নের দায়িত্ব আমরা পেয়েছি। তা পালনের চেষ্টা করছি। এক্ষত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি যেসব কাজ বাকি আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি এবং যে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি, তার মধ্যে এটা অন্যতম।    

            বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা ওইয়ারাকোদ্দি, নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন ও রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ছিদ্দিকুর রহমান সরকারসহ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ।  

            ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, প্রাচীনকালে বহুবছর ধরে আমাদের জনপদ বৌদ্ধদের শাসনাধীনে ছিল। নেপালের লুম্বিনীতে বাংলাদেশের অর্থায়নে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় একটি বৌদ্ধ বিহার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। ধর্ম উপদেষ্টা সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য সমুন্নত রেখে পরস্পরের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। এছাড়া তিনি বৌদ্ধ মহাশ্মশানের সীমানা প্রাচীর ও চুল্লি স্থাপনে ধর্ম, গৃহায়ন ও গণপূর্ত এবং পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

            উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বৌদ্ধদেরকে মহাশ্মশানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। নির্দিষ্টস্থানে ঢাকাবাসী বৌদ্ধদের অন্তিম শেষকৃত্য (শবদাহ) করার জন্য রাজউক ঢাকার উত্তরায় ১৬ নম্বর সেক্টরে ২৩ কাঠার প্লট বাংলাদেশ বৌদ্ধ সমিতির অনুকূলে বরাদ্দ দিয়েছে।

#

আলমগীর/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/১৭০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০৭

 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজি চালককে

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে

 

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি): 

          অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজি চালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে।

          গতকাল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আশরাফুল ইসলামকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই নিয়ে ১৩ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, বাকিদের থাইল্যান্ডে নেওয়া হয়েছে।

#

 

শাহাদাত/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/১৮০০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০৬

 

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

 

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি): 

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীর সমান ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব।

          আজ রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আন্তর্জাতিক মহিলা সেচ্ছাসেবী সংস্থা ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বাণীতে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

          পরিবেশ উপদেষ্টা ইতিবাচক পরিবর্তনের জন্য নাগরিকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসা উচিত। রাষ্ট্র হোক বা ব্যক্তি হোক সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা। তিনি বলেন, সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।

          অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন। তিনি আয়োজিত মেলায় ‘কম প্লাস্টিক, অধিক জীবন’ শিরোনামের প্লাস্টিক দূষণ বিরোধী স্টল পরিদর্শন করেন এবং কেক কেটে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উদযাপন করেন।

          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। বক্তব্য রাখেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।

#

দীপংকর/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/১৭১০ঘণ্টা

 

2025-01-10-13-50-09d95f566becc02d3c7bfcc802c4f04b.docx