Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০১৫

তথ্যবিবরণী 01/04/2015

তথ্যবিবরণী                                                    নম্বর : ৯৬৫

আইএমএসও’র মহাপরিচালক আগামীকাল বাংলাদেশে আসছেন

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

    আনত্মর্জাতিক নৌসংস'ার (আইএমও) আওতায় প্রতিষ্ঠিত আনত্মর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস'ার (আইএমএসও) মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নৌপরিবহণমন্ত্রীর সাথে তাঁর সাড়্গাতের কথা রয়েছে।  

    ক্যাপ্টেন মঈন আহমেদ বাংলাদেশের নাগরিক। এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের  প্রতিনিধি হিসেবে তিনি মহাপরিচালক পদে নির্বাচিত হন। তাঁর এ বিজয়ে মেরিটাইমক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

    ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। বর্তমানে তিনি লন্ডনে আনত্মর্জাতিক নৌসংস'ায় (আইএমও) লিয়েনে কর্মরত। তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবসি'ত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

    আইএমএসও’র  মতো গুরম্নত্বপূর্ণ সংস'ায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় নৌপরিবহণ মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম বাংলাদেশ যৌথভাবে তাঁকে সংবর্ধনা প্রদান করবে।

    মহাপরিচালক পদের জন্য আইএমএসও’র ৯৯টি সদস্যরাষ্ট্রের মধ্যে ৫টি দেশ বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, ইতালি ও রম্নমানিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। গত ২৭ নভেম্বর লন্ডনে আইএমও’র সদরদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪টি পর্যায়ে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি ক্যাপ্টেন মঈন বিপুলভোটের ব্যবধানে জয়লাভ করেন। চূড়ানত্ম ভোটপর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রম্নমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোট পায়। ফলে ৪ বছরের জন্য চূড়ানত্মভাবে আইএমএসও’র মহাপরিচালক পদে ক্যাপ্টেন মঈন নির্বাচিত হন, যা আগামী ১৫  এপ্রিল থেকে কার্যকর হবে।

    উলেস্নখ্য, আইএমএসও একটি আনত্মঃরাষ্ট্রীয় সংস'া, যা ১৯৭৭ সাল থেকে যাত্রা শুরম্ন করে। আইএমএসও মূলত স্যাটেলাইট যোগাযোগব্যবস'ার মাধ্যমে সমুদ্রপরিবহণের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দুর্যোগকবলিত সমুদ্রপরিবহণের সন্ধান ও উদ্ধারকাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য সম্প্রচার ইত্যাদি সেবাপ্রদান পর্যবেড়্গণ ও নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে আইএমএসও’র সদস্য।

#

জাহাঙ্গীর/ফায়জুল/মিজান/আলম/জসীম/রেজাউল/২০১৫/  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৬৪

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদ এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোহাঃ গোলাম রব্বানী, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মজিবুর রহমান চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ইটপ্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইটভাটাসমূহের আধুনিকায়ন, ২নং সাবকমিটির রিপোর্ট উপস্থাপন এবং ১নং সাবকমিটির রিপোর্ট বাস্তবায়নে গৃহীত পদক্ষেপসম্পর্কে এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসম্পর্কে আলোচনা করা হয়। ডড়ৎষফ যবৎরঃধমব এর অংশ হিসেবে সুন্দরবনের ধারাবাহিক ইকোসিস্টেম বজায় রাখার জন্য ভারত ও বাংলাদেশ মিলে যৌথপ্লাটফর্ম গঠনের সুপারিশ করে কমিটি।
    কমিটি কক্সবাজারের চকোরিয়ায় ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারিপার্ক ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের বিভিন্ন অনিয়মের তদন্তকরণ এবং পার্কগুলোকে আরো আকর্ষণীয় ও উন্নয়নের লক্ষ্যে গঠিত সাবকমিটিকে কার্যকর পদক্ষেপ নেয়ার নিমিত্ত সুপারিশমালা আগামী কমিটি বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
    বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/ফায়জুল/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৬৩

যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত “যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল, ২০১৫” এ আজ তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন।
#
মঞ্জুর/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                            নম্বর : ৯৬২

আফ্রো-এশীয় পল্লিউন্নয়ন সংস্থার সাধারণ অধিবেশন ও
নির্বাহীসভায় যোগ দিতে মরিশাস গেছেন প্রতিমন্ত্রী রাঙ্গা

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

আফ্রিকা ও এশিয়া মহাদেশের ৩০টি দেশের পল্লিউন্নয়ন ও গবেষণাকর্মে নিবেদিত আফ্রো-এশীয় পল্লিউন্নয়ন সংস্থার (এএআরডো) ৬৫ ও ৬৬তম নির্বাহী কমিটির সভা ২ হতে ৪ ও ১০ এপ্রিল এবং ১৮তম সাধারণ অধিবেশন ৬ হতে ৯ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত হবে।

সভায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে ৪ সদস্যের উচ্চপর্যায়ের বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলটি বর্তমান সরকারের গ্রামীণ দরিদ্রজনগোষ্ঠীর কল্যাণে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্লিজনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরবেন। এসব প্রকল্পে এএআরডোভুক্ত দেশগুলোকে কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়েও আলোচনা করা হবে।

এএআরডো সম্মেলন উপলক্ষে মরিশাসে অবস্থানরত প্রতিনিধিদলটি সংস্থার অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ পল্লিউন্নয়ন একাডেমি, কুমিল্লা ও বগুড়া কর্তৃক দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন ও পানিব্যবস্থাপনা বিষয়ে গবেষণাকর্মে লব্ধঅভিজ্ঞতা বিনিময় করবেন। এতে সদস্যদেশসমূহ উপকৃত হবে।

প্রতিনিধিদলটি ১১ এপ্রিল ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#

আহসান/ফায়জুল/আলম/জসীম/রেজাউল/২০১৫/১৮১৪ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৬১  
স্পিকারের সাথে ইউএনএফপিএ কনসালট্যান্ট নবুকো হরিবের সাক্ষাৎ
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  
বাংলাদেশে সফররত ইউএনএফপিএ’র সাবেক রিজিওনাল ডিরেক্টর ও ইউএনএফপিএ’র কনসালট্যান্ট নবুকো হরিবে (ঘড়নঁশড় ঐড়ৎরনব) আজ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশে প্রজনন অধিকার ও প্রজননস্বাস্থ্য রক্ষা, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতাসৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের সাফল্যজনক অগ্রগতি দেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে।
স্পিকার বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূলপর্যায়ে সংসদ সদস্যদের নিয়ে জনসচেতনতা তৈরিতে পরামর্শসভার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তৃণমূলপর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে বাল্যবিবাহ রোধসহ মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশ ইতোমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসসহ অন্যান্য ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। সংসদ সদস্যগণ তৃণমূলপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।  
নবুকো হরিবে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্নক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটিয়ে শিশুমৃত্যুহার হ্রাসে আরো অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশে মাতৃ মৃত্যুরহার হ্রাস, শিশুস্বাস্থ্য রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্নক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে আরো এগিয়ে যাচ্ছে।
#
মঞ্জুর/ফায়জুল/মিজান/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                            নম্বর : ৯৬০

আওয়ামী লীগের সংসদীয়দলের জরুরিসভা আগামীকাল

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয়দলের এক জরুরিসভা আগামীকাল ২ এপ্রিল সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদভবনের নবমতলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয়দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

#

ফায়জুল/মিজান/জসীম/রেজাউল/২০১৫/১৭৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৫৯  
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপিত হবে

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫’ উদ্যাপন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। বিলটি ঐ দিনই পাশ হয়। ফলে বাংলাচলচ্চিত্রের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এফডিসি প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র’ দিবস ঘোষণা করেছে।
জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এফডিসি’র আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় এফডিসিতে কর্মসূচির উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং তথ্যসচিব মরতুজা আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানের পর র‌্যালি বের হবে। চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা র‌্যালিতে অংশগ্রহণ করবেন। সকাল ১১ টায় এফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর যৌথ আয়োজনে “ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন জেলা তথ্য অফিস জেলায় জেলায় র‌্যালি ও বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করবে।
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নিজ নিজ কর্মসূচি গ্রহণ করবে।
#
আজম/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৫৮

র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে চট্টগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সমাপ্ত

চট্টগ্রাম, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  
    দুর্নীতিবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে আজ শেষ হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র‌্যালি আগ্রাবাদের সরকারি কার্যভবন - ২ থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে  আগ্রাবাদ হোটেলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
    দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম -১ এর সমন্বিত জেলা কার্যালয় এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করে।
    অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ খলিলুর রহমান র‌্যালির উদ্বোধন করেন ও নেতৃত্ব দেন। বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।
    আলোচনাসভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রথমে নিজের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সরকারের সফল কার্যক্রমের ফলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রয়াস ব্যতীত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তাত্ত্বিকভাবে দুর্নীতি প্রতিরোধের কথা বলার পাশাপাশি আমাদেরকে ব্যবহারিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
    প্রফেসর ডাঃ আকতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, উপপরিচালক আবু সাইদ এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক শাওন পান্থ বক্তৃতা করেন।
#
সাইফুল/ফায়জুল/মিজান/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা

 

 

 
তথ্যবিবরণী                                                             নম্বর : ৯৫৭

 

বোস্টন বাংলাসেন্টারের অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন মৎস্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
   
    বোস্টন বাংলাসেন্টারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার এবং কমিউনিটি পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন।

    বোস্টন বাংলাসেন্টার  যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসী বাঙালিদের একটি অলাভজনক এবং সেবামূলক সংগঠন। সংগঠনটি আমেরিকায় বসবাসকারী দক্ষিণ এশীয় বাংলাভাষাভাষীদের কল্যাণে কাজ করে থাকে। বোস্টন বাংলাসেন্টার তাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সেমিনার, কমিউনিটি পুরস্কার ২০১৪ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

    প্রতিমন্ত্রী আগামী ১০ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#

আকতারুল/ফায়জুল/মিজান/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৯৫৬  

পরীক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি-জামায়াতের
                                     - শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে দেশের আপামর জনগণের সহযোগিতা কামনা করেছেন। পরীক্ষার্থীদের স্বার্থে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে ছাড় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের কোন স্থানে পরীক্ষার্থীদের ক্ষতি হলে তার দায় সম্পূর্ণ তাদের উপর বর্তাবে।  

    তিনি আজ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও বিক্ষোভের মধ্যেই এ পরীক্ষা শুরু হয়েছে এবং  রুটিনমাফিক পরীক্ষা নেয়া হবে, এর কোন ব্যত্যয় হবে না। গত এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী অভিভাবক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ না দেয়া বা দিলেও পরীক্ষাকে এসব কর্মসূচির আওতামুক্ত রাখার অনুরোধ করলেও তারা সাড়া দেননি। মন্ত্রী বলেন, হরতাল অবরোধ দিয়ে তারা ১৫ লাখ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সীমাহীন ক্ষতি করেছে। তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে। তারা নতুন প্রজন্মের লেখাপড়া বন্ধ করে অন্ধকারে ঠেলে দিতে চায়। তবে জনগণের সর্বাত্মক সহযোগিতায় সরকার শিক্ষার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।

    এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, এবার সারাদেশে পৌনে ১১ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

#

ঢালী/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৯৫৫

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জাতিসংঘের কর্মসূচি

নিউইয়র্ক, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

    অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতিসংঘ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

    বিশেষ কর্মসূচি হিসেবে আগামীকাল দুটি প্যানেলে আলোচনা অনুষ্ঠিত হবে যেখানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দ্রুত অটিজম সনাক্তকরণ এবং এর প্রতি সামাজিক সচেতনতা ও বিষয়টি অনুধাবন করার লক্ষ্যে বিশ্বসম্প্রদায়কে কর্মকৌশল গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করা।

    সকালের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, ‘কর্মসংস্থান: অটিজম সুবিধা’। জাতিসংঘের মহাসচিব বান কী-মুন এবং কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাচ উদ্বোধনী সেশনে বক্তব্য রাখবেন। এ সেশনে অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়তার উপায় নিয়ে আলোচনা হবে।

    বাংলাদেশ ও কাতার স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’ এর যৌথ উদ্যোগে আয়োজিত বিকেলের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’। জাতিসংঘ মহাসচিবের পতœী বান সুনটেক, অটিজম স্পিকস-এর প্রতিষ্ঠাতা সুজান রাইট এবং বব রাইট বিকেলের আলোচনায় অংশ নেবেন।

    বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট শিশু মনোবিজ্ঞান বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এই সেশনে বক্তব্য রাখবেন। তিনি সকালের আলোচনায়ও অংশ নেবেন।

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-থানী বিকেলের আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
    দুটি আলোচনা অনুষ্ঠানই জাতিসংঘের ইউএন ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

#

মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৯৫৪


বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী    


ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২ এপ্রিল ২০১৫ ৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

    দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।    

    অটিজমসহ সকল প্রকার শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধিতা মানববৈচিত্র্যেরই অংশ। ভিন্ন মানববৈচিত্র্যের এ জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন করা সম্ভব নয়। আমার বিশ্বাস, অটিস্টিক শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে যথাযথ পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে।

    বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গত ছয় বছরে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা ‘নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’, ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’, ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত শিক্ষা নীতিমালা ২০০৯’ ও ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা নীতিমালা ২০১১’ প্রণয়ন করেছি।

    গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এর জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা হোসেন ২০১২ সালে জাতিসংঘে অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ‘অটিজম আক্রান্ত শিশু ও তার পরিবারের জন্য আর্থসামাজিক সহায়তা’ শীর্ষক প্রস্তাব উপস্থাপন করেন। যা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।   

    আমরা প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল স্থাপন, ঢাকার মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণ, ৬৪ জেলায় ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রির্সোস সেন্টার স্থাপন করেছি। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে সকল প্রতিবন্ধীর সমঅধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

    সরকারের পাশাপাশি আমি দেশি-বিদেশি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।

    আমি ৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।    

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নুরএলাহি/মোহাম্মদ আলী/অনসূয়া/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৯৫৩

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :   

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   

    “বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে ‘৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনে আমি দেশের সকল অটিস্টিক শিশু, তাদের অভিভাবক এবং তাদের নিয়ে কর্মরত ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠানসমূহকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

    অটিস্টিক শিশুরা আমাদেরই সন্তান। তাদের পরিপূর্ণ পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক জীবনধারায় সম্পৃক্ত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা’, যা খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন জনগণের মধ্যে অটিস্টিক শিশুদের যতœ, পরিচর্যা ও প্রশিক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরি আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে উন্নয়নের মূল¯্রােতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।   
    অটিস্টিক ব্যক্তিদের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। কিন্তু এটি কোন একক কাজ নয়। এ বিষয়ে সকলের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গসহ সকলেই অটিস্টিক ব্যক্তিদের উন্নয়নে নিজেদের সম্পৃক্তসহ তাদের কাক্সিক্ষত উন্নয়নে এগিয়ে আসবেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবসে এ প্রত্যাশা ব্যক্ত করছি।

    আমি ‘৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৫’ এর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

আজাদ/মোহাম্মদ আলী/অনসূয়া/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা    

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon