তথ্যবিবরণী নম্বর : ৫৬৫
চিফ হুইপের সাথে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎ
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
আজ জাতীয় সংসদ ভবনে ‘ভিজিট বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় ৫ জন বিদেশি সাংবাদিক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ দেশের পার্লামেন্টারি সিস্টেম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেন।
সাক্ষাৎকালে সাংবাদিকগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং চিফ হুইপ মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন। তিনি এসময় আরো বলেন বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে ৩০০ জন সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। অতিথি সাংবাদিকগণ বাংলাদেশের বর্তমান অব্যাহত উন্নয়নের বিষয়ে বর্তমান সরকারের প্রশংসা করেন।
#
সাব্বির/সেলিম/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬৪
ডখঋ সোস্যাল ইনোভেটর ক্যাটাগরিতে পুরস্কৃত হলেন হুইপ ইকবালুর রহিম
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুরে হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা করে মানবপল্লী গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডড়ৎষফ খবধফবৎংযরঢ় ঋবফবৎধঃরড়হ (ডখঋ) ২০১৭ সালের জন্য সোস্যাল ইনোভেটর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করেছে।
আজ দুবাইয়ে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইকবালুর রহিম এমপি অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের জন্য সম্মানের এবং এ ধরনের সম্মাননা দেশের সংসদ সদস্যদেরকে সামাজিক কর্মকা-ে আরো বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, হিজড়া সম্প্রদায় আমাদের পরিবারের সদস্য। কিন্তু তাদের পরিবার তাদেরকে গ্রহণ করে না, তারা অবহেলিত। তাদেরকে অবহেলা না করে তাদের প্রতি একটু যতœশীল হলেই তারা সমাজের সাধারণ সদস্যদের মতোই আচরণ ও সহাবস্থান করে।
উল্লেখ্য, ইকবালুর রহিম এমপি’র গড়ে তোলা মানব পল্লীতে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের আর্থিক ও সামাজিক সকল ধরনের সহযোগিতা প্রদান করছেন হুইপ ইকবালুর রহিম।
#
হুদা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬৩
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে
সিলেট ও ঢাকা বিভাগ সেমিফাইনালে উন্নীত
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা আজ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের পরে অনিবার্য কারণবশত খেলাটি বন্ধ হয়ে গেলে ম্যাচ কমিশনারের রিপোর্টের প্রেক্ষিতে ম্যাচ পরিচালনা সংক্রান্ত ২৬(২) ধারা মোতাবেক শৃঙ্খলা ও আপিল কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২-০ গোলে অগ্রগামী কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে দলটি সেমিফাইনালে উন্নীত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।
দিনের অন্য খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৯-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
রবীন্দ্রনাথ/সেলিম/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬২
আশুলিয়ার মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা হবে
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবল হক বলেছেন, সম্প্রতি আশুলিয়ার উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ সার্বিক সহযোগিতা করবে।এখনও যারা কারাগারে আটক আছে তাদেরকে আইনানুগভাবে কারামুক্তির ব্যবস্থা করা হবে।
আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আশুলিয়াস্থ বিভিন্ন রেজিস্ট্রার্ড শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের অফিসসমূহ খুলে দেয়ার ব্যবস্থা করা হবে। আশুলিয়ায় উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারখানার সাময়িকভাবে বরখাস্তকৃত শ্রমিকরা যদি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি না নিয়ে থাকে তাহলে মালিকরা পাওনাদি যথানিয়মে পরিশোধ করবেন বলে মন্ত্রী জানান। কেউ যদি পাওনা না নিয়ে চাকুরি করতে ইচ্ছুক হয় তাহলে তাদেরকে শ্রম আইনের বিধান অনুযায়ী চাকুরিতে পুনঃবহাল করা হবে। অনুষ্ঠানে গার্মেন্টস শিল্প সেক্টরে শান্তিপূর্ণ শ্রম পরিস্থিতি নিশ্চিত করার জন্য সরকার, মালিক ও শ্রমিকপক্ষ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মালিক শ্রমিক সকলে মিলে আগামী ২৫ ফেব্রুয়ারির বাংলাদেশ এপারেল সামিট সফল করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদক সম্মেলনে ইন্ডাস্ট্রি অল (ওহফঁংঃৎর অখখ) বাংলাদেশ এর চেয়ারম্যান আমিরুল হক, সেক্রেটারি জেনারেল কুতুবুদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুন, যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামসহ বিজিএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬১
জঙ্গি ও দারিদ্র্যের বিরুদ্ধে সহ্যশূন্যতার নীতিতে সরকার
-- ইনু
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
জঙ্গি ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকার সহ্যশূন্যতার নীতি অনুসরণ করছে। সম্পদ ও কাঠামোগত অপ্রতুলতা, প্রশাসন ও অর্থনীতির উন্নয়নশীলতা এবং জঙ্গিবাদের আকস্মিক ঝাপটা সত্ত্বেও শেখ হাসিনার নেতৃত্বে অবাধ তথ্যপ্রবাহ ও ডিজিটাইজেশনের শক্তিমান প্রক্রিয়ায় জাতীয় প্রবৃদ্ধির হার শতকরা ৭ ভাগে উন্নীত করেছে বাংলাদেশ।
রাজধানীতে আজ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর হেয়ার রোডের সরকারি বাসভবনে সফররত বিদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাতে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির নেপথ্য কাহিনী বর্ণনাকালে একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ইতালি, জাপান, ভারত ও লেবানন থেকে আসা ছয় সদস্যের সাংবাদিকদলকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে গণমাধ্যমের নজিরবিহীন বিকাশের ফলে বিশ্বে বাংলাদেশের অর্জনের কথা আজ সুবিদিত।
জাপানের ইন্টারন্যাশনাল ডেভালপমেন্ট জার্নাল কোম্পানি লিমিটেডের সিনিয়র স্টাফ রাইটার তাকেওশি ইউকিফুমি (ঞধশবঁপযর ণঁশরভঁসর), ইতালীয় সংবাদ সংস্থা ডায়ার (উওজঊ) প্রতিনিধি এলেসান্দ্রা ফ্যাবরেট্টি (অষবংংধহফৎধ ঋধননৎবঃঃর) ও টিভি চ্যানেল অভ্ লেবাননের সাংবাদিক রানিম বোউখজাম (জধহববস ইড়ঁশযুধস) এর বিভিন্ন প্রশ্নের জবাব দানকালে ইনু বলেন, বৈষম্যহীন, সবুজ, টেকসই, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দারিদ্র্য ও জঙ্গিবাদ নির্মূলের অভিযানে দৃষ্টান্ত গড়তে সরকার বদ্ধপরিকর।
#
আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬০
শিক্ষাঙ্গন হোক মূল্যবোধের চর্চাকেন্দ্র
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):
শিক্ষাঙ্গনকে মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল
হক ইনু।
আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ভাষা আন্দোলনের মাস উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার উদ্দেশ্য আলোকিত মানুষ গড়া। আর তার জন্য প্রয়োজন মূল্যবোধে উদ্দীপ্ত জীবন। মানুষ ও দেশের জন্য ভালোবাসা বুকে নিয়ে সততার আদর্শে বলীয়ান মানুষই সর্বজন শ্রদ্ধেয়। পাঠদানের পাশাপশি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত চেতনায় উদ্বুদ্ধ করা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পবিত্র দায়িত্ব।
‘অবাধ তথ্যপ্রবাহ ও বিশ্বায়নের এ যুগে ভালো-মন্দ বিচারবোধ না থাকলে জীবন সংগ্রামে জয়ী হওয়া সম্ভব নয়’ সতর্কবাণী উচ্চারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, ‘জীবনে কিছু অর্জন করতেই হবে। মহীরুহের মতো বড় না হতে পারলে দেবদারু, না হলে অন্তত ঘাসফুলের মতো হয়েও মানুষের সেবায় আত্মনিয়োগের মাঝেই জীবনের জয়গান।’
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী জামিল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।
#
আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
Handout Number : 559
New Ambassador of Vietnam called
on the State Minister for Foreign Affairs
Dhaka, 23 February :
Newly appointed Ambassador of Vietnam Tran Van Khoa met the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam MP today at the Ministry of Foreign Affairs.
The State Minister welcomed the new Ambassador to Bangladesh and expressed hope that he would work for deepening bilateral cooperation between Bangladesh and VietNam.
The Ambassador praised Bangladesh’s achievement, particularly sustained economic growth and level of development that Bangladesh achieved under the leadership of Prime Minister Sheikh Hasina. He particularly hailed Bangladesh’s spectacular success in taking out 50 million people out of poverty since 1992 and mentioned that Bangladesh has successfully elevated her stature as a lower Middle income country. The Ambassador affirmed that the friendship and cooperation between Bangladesh and Vietnam are firmly footed and will be further deepened in the coming days. He assured the State Minister that he would focus on enhancing bilateral trade and deepening cooperation in the Agriculture, Fisheries and other related sectors.
State Minister Shahriar Alam noted the dynamic economic development and remarkable achievements Vietnam attained over the decades and stated that both the countries can learn from each other. He emphasized on the need for working to reduce the trade gap between the two countries and advised Vietnam to import more high quality Bangladeshi products at a competitive price. Referring to the prospect of our high quality pharmaceuticals in Vietnam, he requested the Government of Vietnam to consider easing the requirement of bio-equivalence and traceability tests for Bangladeshi pharmaceutical products. He assured the new Ambassador of full cooperation in discharging his duties.
#
Khaleda/Selim/Mosharaf/Joynul/2017/1900hours
তথ্যবিবরণী নম্বর : ৫৫৮
রেলপথ মন্ত্রণালয়ে ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিল। আজ দেশের অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজ করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, জনগণ অতিদ্রুত সেবা পাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী আজ রেলভবনে মন্ত্রণালয়ের ই-ফাইলিং (নথি) কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এর মাধমে আজ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সকল কার্যক্রম ই-ফাইলিং এর মাধ্যমে সম্পন্ন হবে।
মন্ত্রী আরো বলেন, দেশ ডিজিটালের মাধ্যমে সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে। দেশব্যাপী সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রেলপথ মন্ত্রণালয়েও এটি চালু করা হলো। এর দ্বারা মন্ত্রণালয়ের কাজ আরো গতিশীল হবে বলে রেলপথ মন্ত্রী জানান।
উল্লেখ্য, এ টু আই প্রকল্পের অধীনে সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে দেশের যেকোন নাগরিক অনলাইনে মন্ত্রীর কাছে আবেদন বা কোন চিঠিও পাঠাতে পারবে। এর মাধমে সেবা প্রাপ্তি আরো সহজ হবে। ফাইল বা নথি হারাবে না।
উদ্বোধনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, এ টু আাই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শরিফুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৫৭
সরকার দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করেছে -মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ইনকাম জেনারেটিং একটিভিটি (আইজিএ) নামক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে দেশের সবকয়টি উপজেলায় নারীদেরকে প্রায় ১৮টি ট্রেডে ফ্রি প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হবে। এছাড়া আরো কিছু নতুন প্রকল্প গ্রহণ করে দেশের প্রায় দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারি ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রি বলেন, বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহিদরা মিশে আছে। ভাষা শহিদদের মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, এখনো বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্যে একটি মহল তৎপর রয়েছে। যারা বায়ান্ন দেখেনি, একাত্তর দেখেনি, তাদেরকে ’৫২, ’৭১ এর ইতিহাস জানানো আমাদের কর্তব্য।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীনসহ সংস্থার নির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
#
খায়ের/অনসূয়া/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫২৭ ঘণ্টা
Handout Number : 556
Bust of the Father of the Nation unveiled in Sydney
Sydney, 20 February :
The bust of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman was unveiled on the 20 February at the International Centre for Ocean Governance (ICOG) of Western Sydney University (WSU). Anisul Huq, Minister, Ministry of Law, Justice and Parliamentary Affairs together with Professor Barney Glover, Vice-Chancellor of the Western Sydney University unveiled the bust.
The bust was created at the Parramatta campus of the Western Sydney University with support of the Government of Bangladesh. Kazi Imtiaz Hossain, Bangladesh High Commissioner to Australia, faculty members of WSU and other visiting members of the Minister’s delegation were in attendance. This is the first time that the bust of the Father of the Nation is unveiled in a university outside Bangladesh.
Prior to that, the Minister had a meeting with the Vice-Chancellor to discuss about training facilities at the Western Sydney University for 516 judges of Bangladesh who will be attending various short term trainings and 24 judges and justice sector officials who will be pursuing higher studies under the project titled Capacity Building of Law and Justice Division for Strengthening Subordinate Judiciary Management.
During his stay in Australia, the Minister will be meeting George Brandis QC, Attorney General and Leader of the Government in the Senate of Australia, Acting Chief Justice of the Supreme Court of New South Wales and Attorney General of New South Wales to discuss about comparative justice system of Bangladesh and Australia, practices followed in Australia to reduce case backlog, cybercrime and penal system and sentencing in Australia.
Anisul Huq is on a 5 day official visit to Australia on 19-23 February.
#
Rezaul/Anasuya/Masum/Rezzakul/Shamim/2017/1445 hours
Handout Number : 555
FM joins EU delegation’s visit to the northern districts
Dhaka, 23 February :
Foreign Minister A H Mahmood Ali accompanies a high powered EU delegation, led by Ambassador and Head of EU delegation Pierre Mayaudon to Nilphamari, Dinajpur and Panchagarh districts. Other members of the delegation include British High Commissioner Alison Blake, Ambassadors of Germany Dr. Thomas Prinz, Leoni Margaretha Cuelenaere of the Netherlands and Mikael Hemniti Winther of Denmark.
The Ministry of Foreign Affairs organised this field trip as part of ‘Visit Bangladesh’ programme for the diplomats to see the changes that the northern districts have undergone, especially in socio-economic and infrastructure sectors in the last eight years.
The ‘Visit Bangladesh’ started with the Uttara EPZ in Nilphamari on 22 Feb. The delegation was briefed by the EPZ authorities about the impact that the EPZ made in the socio-economic condition, especially uplifting the women through their employment. The delegation also visited a leather item factory.
The delegation visited Khansama Upazilla Complex and exchanged their views with the Upazilla and Union Parishads chairmen. They visited the ‘Haque-er Haat’ Community Health Clinic and observed local level health services delivery- an exemplary health service delivery programme initiated by Prime Minister Sheikh Hasina for the rural people all over Bangladesh. The first day ended with the visit to a Litchi garden and the historic tourist site ‘Ramsagar’ in Dinajpur.
#
Khaleda/Anasuya/Alamgir/Rezzakul/Asma/2017/1407 hours
তথ্যবিবরণী নম্বর: ৫৫৪
নৌপরিবহণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):
জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮ তম বৈঠক আজ মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজিম (আনার) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিল, ২০১৭ নিয়ে আলোচনা করা হয় এবং চুড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে প্রয়োজনীয় সংশোধনীসহ এই সংসদে পাশ করার সুপারিশ করা হয় ।
নৌপরিবহণ মন্ত্রনালয়ের সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/অনসূয়া/আলমগীর/শামীম/২০১৭/১৪০৫ ঘণ্টা
Handout Number : 553
Foreign journalists call on Shahriar Alam
Dhaka, 23 February :
Six visiting foreign journalists the from print and the electronic media called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam MP last night at the Dhaka Club. These media personnel from Japan, Lebanon, Italy, and India have been visiting Bangladesh since the 19 February and will leave on the 24 instant.
During the call on, while emphasing on the people to people contact, the State Minister and the journalists exchanged views on various national and international issues.
Director General of the External Publicity Wing Md. Lutfor Rahman and other high officials of the foreign ministry were present during the call on.
#
Khaleda/Anasuya/Masum/Asma/2017/1330 hours
তথ্যবিবরণী নম্বর : ৫৫২
সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে বৈশ্বিক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে
- রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ২২ ফেব্রুয়ারি বুধবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল’ বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ উপস্থিত ছিলেন।
উদ্বোধন বক্তৃতায় স্থায়ী প্রতিনিধি বলেন, এই সভা জাতিসংঘের বৈশিক সন্ত্রাস দমন কৌশল বাস্তবায়নে এবং জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধের সামর্থকে বৃদ্ধি করতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে বৈশ্বিক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সন্ত্রাস বিরোধী বৈশ্বিক কৌশল ও এর ৪টি স্তম্ভের বাস্তবায়নকে এগিয়ে নিতে হবে। সন্ত্রাসের বিস্তারকে উৎসাহিত করে এমন বিষয়গুলোকে চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ সন্ত্রাস দমন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধ সামর্থ্য ও সমন্বয় বৃদ্ধিতে কিছু প্রস্তাবনা রাখেন। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের ৭০/২৯১ নম্বর প্রস্তাবনা অনুযায়ী মহাসচিবকে সদস্য রাষ্ট্রসমূহ এই দায়িত্ব প্রদান করে। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ সন্ত্রাস দমনে জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধিতে মহাসচিবের এ উদ্যোগের বিষয়ে তাদের বক্তব্য প্রদান করেন।
#
অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১০২৫ ঘণ্টা