Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২১

তথ্যবিবরণী ২৯ জানুয়ারি ২০২১

Handout                                                                                                               Number : 451
 

Foreign Minister Momen has congratulated

his new US counterpart Antony Blinken
 

Dhaka, January 29: 
 

            Foreign Minister Dr. A K Abdul Momen has sent a congratulatory letter to new US Secretary of State Antony John Blinken, whose nomination to the ministerial post has been confirmed by US Senate.


            In his letter, Bangladesh Foreign Minister expressed his disposition to work closely with his US counterpart to achieve the two friendly countries’ common goals of peace, development and security for all. Terming the Bangladesh-US relations as a unique partnership, Dr. Momen stressed upon Bangladesh’s willingness to work with the new US Administration to further strengthen the enduring ties. He also expressed expectation that the new US administration would deport Rashed Chowdhury, the fugitive killer of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, in the spirit of ensuring justice and rule of law.

 
            Thanking the United States for the strong political support and humanitarian assistance received on the Rohingya issue, Bangladesh Foreign Minister expressed hope that Joe Biden the Administration would involve itself more proactively in the international efforts to resolve of the crisis through safe and sustainable return of the displaced Rohingyas to their ancestral land in in Myanmar. Opining that Bangladesh can be a lucrative destination for new US investment, he stated Bangladesh Government’s keenness to have wider US cooperation in economic arena, especially in the form of trade liberalization and FDI. As Bangladesh being the present Chair of the 48-member Climate Vulnerable Forum (CVF), Dr. Momen expressed deep satisfaction about the return of the US to the Paris Agreement, and hoped that two countries would work closely to save the planet for the future generation.


            Through the letter, Secretary of State Blinken has been cordially invited to visit Bangladesh to attend our ongoing celebration of the Birth Centenary of the Father of the Nation and the Golden Jubilee of the country’s independence. Foreign Minister Momen underscored that such a visit would provide Mr. Blinken an overview of the miraculous development Bangladesh has achieved under the visionary leadership of Prime Minister Sheikh Hasina.

 

#
 

Tohidul/Tariq/Mosharaf/Salim/2021/22.55 Hrs.

Handout                                                                                                                             Number: 450

Bangladesh-India Foreign Office Consultations Held

Dhaka, 29 January : 

            The Foreign Secretary level Talks between Bangladesh and India was held today at the Hyderabad House in New Delhi. Bangladesh delegation was led by Foreign Secretary Masud Bin Momen and Indian side was led by Foreign Secretary Harsh Vardhan Shringla. High level officials from the Ministry of Foreign Affairs, Ministry of Water Resources and Ministry of Commerce of Bangladesh formed the Bangladesh delegation. The Indian delegation consisted of representatives from the Ministries of External Affairs, Home Affairs, Commerce and Industry, Jal Shakti and Finance.

            Both sides held detailed discussions on the wide-ranging areas of ongoing cooperation between the two countries. They discussed preparations for the visit of Prime Minister Narendra Modi to Dhaka in March 2021 in connection with celebration of Mujib Borsho and commemoration of the 50th anniversary of Bangladesh’s Independence and Bangladesh-India diplomatic relations. They also discussed joint celebration of the anniversaries in select capitals of the world. As a run up to the Summit, they agreed to work towards holding a number of meetings under the various cooperation mechanisms between the two countries, including the Home Secretary Level Talks, Commerce Secretary Level Talks, Water Secretary Level Talks, Shipping Secretary Level Talks and meeting of the Joint Group of Customs, among others.           

            Bangladesh thanked the Indian side for inviting a 122 member tri services contingent from Bangladesh Armed Forces for participation in the 72nd Republic Day parade. Bangladesh also expressed gratitude to the Government of India for nominating two distinguished Bangladeshis for receiving the Padma Shri awards this year.

            COVID-19 related cooperation was discussed and Bangladesh thanked India for the timely support, particularly in the area of vaccines. Bangladesh Foreign Secretary also noted that the first 5 million doses of the 30 million vaccines, being procured by Bangladesh had reached Bangladesh and expected that the remaining amount would follow according to schedule. 

            Underscoring the interdependent nature of the economies of the two countries, Bangladesh side reiterated its request to India for addressing the various non-tariff barriers on export of goods from Bangladesh to India and also to simplify customs procedures. Thanking India for championing connectivity initiatives in the region, Bangladesh requested early operationalisation of the Motor Vehicle Agreement under the framework of Bangladesh-India-Nepal (BIN) to start with.

            Bangladesh also requested India to consider allowing use of new land and rail routes and land ports via India for facilitating connectivity between Bangladesh and Nepal as well as Bangladesh and Bhutan.

            Noting the efficacy of the Air Bubble arrangements in the COVID-19 situation, both sides welcomed extension of Air Bubble flights between Bangladesh and India until 30 April or resumption of regular flights, whichever is earlier.

            Expeditious implementation of the projects under Lines of Credit was discussed. Both sides expressed satisfaction at the newly established high-level monitoring mechanism which held its first meeting earlier this month. Bangladesh side flagged the need to streamline issues such as project approval process, raw material sourcing, banking requirements, calculation of grace period etc.

            Bangladesh reiterated the request for signing of the Teesta Water Sharing Agreement. Indian side assured that the matter is under consideration and also conveyed the proposal to work towards concluding the framework agreement of the sharing of waters of the six rivers, prioritised earlier.

            The two Foreign Secretaries discussed the need for increased cooperation between Border Forces with a view to bringing down border killings to zero. They also noted with satisfaction the holding of the 2nd round of Consular Dialogue between the two countries day before. Easing consular issues would encourage greater people to people contacts which is at the core of excellent ties between the two countries. 

            Foreign Secretary Masud Bin Momen requested a deeper engagement of India for creating a conducive environment in the Rakhine state for a sustainable return of the forcibly displaced Myanmar nationals.

            Earlier, Foreign Secretary met the Indian EAM and handed him a letter from the Bangladesh Foreign Minister requesting for Bangladesh’s inclusion in the India Myanmar Thailand Trilateral Highway initiative.

            Foreign Secretary Masud Bin Momen will be delivering a Talk at the Sushma Swaraj Institute of Foreign Service in New Delhi tomorrow.

#

Tohidul/Tariq/Mosharaf/Salim/2021/22.50 Hrs.
 

 

 

 তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৪৪৯

 

শরীর ও মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা

                                       -- গণপূর্ত প্রতিমন্ত্রী

 

ময়মনসিংহ, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

 

          গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় শরীর ও মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার।

 

          আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

 

          তিনি বলেন, খেলাধুলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু একই সাথে এটা শরীরচর্চা, নিয়মানুবর্তিতা এবং দলগত প্রচেষ্টা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। খেলোয়াড়ি মনোভাব মানুষকে ধৈর্যশীল, পেশাদারি এবং দায়িত্বশীল করে তোলে।

 

          বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদিসহ অন্যান্য সকল সূচকে দেশে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে। একইসাথে ক্রীড়াক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা এবং সার্বিক সহযোগিতায় আমাদের দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

 

          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

 

#

 

সিদ্দিকী/তারিক/মোশারফ/সেলিম/২০২১/২২৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৪৪৮

 

রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নে অভিন্ন থাকতে হবে

                                                 -- স্থানীয় সরকার মন্ত্রী

 

সিলেট, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

          রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ ও দেশের মানুষের উন্নয়নে কোনো ভিন্নতা থাকতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

          আজ সিলেটে সিটি কর্পোরেশন আয়োজিত ‘উন্নয়ন ও অগ্রযাত্রা : সিলেটের উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় সিলেট  হোটেল স্টার প্যাসিফিকে এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

          মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অথবা অন্য রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও একটি জায়গায় ভিন্নতা থাকার কোনো সুযোগ নেই, আর তা হচ্ছে দেশ, মানুষ এবং দায়িত্ব ও কর্তব্য। রাজনৈতিক ভিন্নতা বিবেচনায় না নিয়ে দেশের উন্নয়নে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

          দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং শেখ হাসিনার সহকর্মী হিসেবে আমরা সে লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোডম্যাপ তৈরি করে দিয়েছেন আমরা সে রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

          সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুণ্যভূমি ও পর্যটন নগরী সিলেটকে আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হলে মাস্টার প্ল্যান অর্থাৎ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

          অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। শিক্ষার হার বাড়াতে হলে আমাদের সবার কাজ করতে হবে। বাড়াতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। কারণ সিলেটে চাহিদার তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।

          সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান, ডিপিএইচই'র প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          এ সময়, প্রস্তাবিত বঙ্গবন্ধু কমপ্লেক্স, সুরমা রিভার ফ্রন্ট এক্টিভিটিজ, শেখ হাসিনা শিশু পার্কের উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

          এর আগে, মন্ত্রী চৌহাট্টা-বন্দর সড়ক, জেলা পরিষদের মার্কেট উদ্বোধন এবং লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনসহ সিটি কর্পোরেশনের আওতাধীন বেশ কিছু উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

#

হায়দার/সাহেলা/তারিক/মোশারফ/সেলিম/২০২১/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪৪৭

 

সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টেলম্যান ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন

                                                                  -- পররাষ্ট্রমন্ত্রী

 

সিলেট, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

 

          পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টেলম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি (Mohammed Abdullah Alhabshee) ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টেলম্যান আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে আলাপকালে এ বিষয় অবহিত করেন।

 

          সিলেট মহানগরীর দরগা গেট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে "উন্নয়ন অগ্রযাত্রা" শিরোনামে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।

 

          তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। আজ ভাসানচরে আরো ৩ হাজার রোহিঙ্গা যাবে এবং মোট ১ লাখ রোহিঙ্গা সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হবে।

 

          এ সময় মন্ত্রী বলেন, সিলেটের সকল নদীর পাড় অন্যান্য দেশের মতো দৃষ্টিনন্দন হবে। এ বিষয়ে সিলেট শহরবাসী সাহায্য করছে। এজন্য শহরবাসীকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, রিংরোড হলে এ শহরের যানজট কমে যাবে।

 

          ড. মোমেন আরো জানান, সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে। তিনি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটে একটি বিশেষ কর্মসূচি হবে বলে প্রত্যাশা করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনার তথ্য চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

         

          সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বক্তৃতা করেন।

 

#

 

তৌহিদুল/সাহেলা/তারিক/মোশারফ/সেলিম/২০২১/২১১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                  নম্বর : ৪৪৬

 

টিআই সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়

 টিআই দাতাদের স্বার্থও দেখে

                                                        ---তথ্যমন্ত্রী

 

 

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

 

          ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান
মাহ্‌মুদ।

          আজ ঢাকায় সরকারি বাসভবনে সাংবাদিকরা সম্প্রতি বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০' এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে তার উত্তরে মন্ত্রী একথা বলেন। 

          তিনি বলেন, 'অন্য এনজিও'র মতো টিআই-ও তাদের পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।'

          মন্ত্রী বলেন, 'প্রতিবেদনটি আমি দেখেছি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু'ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা।' 

          ড. হাছান বলেন, 'টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও তা এতো গুরুত্ব দিয়ে ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআই-কে সংরক্ষণ করতে হয়।'

          সিপিআই ২০২০ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নীচের দিক থেকে বাংলাদেশ ১২তম অবস্থানে দেখানো হয়েছে যেটা সিপিআই-২০১৯ এর ১৪ তম স্থানের চেয়ে দুই ধাপ নিচে। দুর্নীতি দমন কমিশন বলেছে, টিআই এর এই রিপোর্ট সঠিক নয়।

          সাংবাদিকদের মুখোমুখি হবার আগে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান অনলাইনে তাঁর নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধনকালে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিজ দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠচর্চা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন বড়ুয়ার সভাপতিত্বে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

#

আকরাম/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৯৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                    নম্বর : ৪৪৫

 

সন্দ্বীপে ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি’ উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

সন্দ্বীপ (চট্টগ্রাম), ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

 

          সন্দ্বীপবাসীর যাতায়াত এবং তাদের মালামাল ওঠানামার সুবিধার্থে সন্দ্বীপস্থ ল্যান্ডিং স্টেশনে ৭০০ মিটার দৈর্ঘ্যের পাকা কংক্রিটের (আরসিসি) জেটি নির্মাণ করা হয়েছে। জেটির পাশাপাশি পার্কিং ইয়ার্ড, যাত্রী ছাউনি, লাইটিং সিস্টেম, রেলিং, বাউন্ডারি ওয়ালসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ কাজগুলো সম্পন্ন করেছে। এজন্য ব্যয় হয়েছে প্রায় ৫১ কোটি টাকা।

 

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী আজ সন্দ্বীপের গুপ্তছড়ায় ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি’র উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সন্দ্বীপে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে এবং সন্দ্বীপবাসীর সব দাবি পূরণ করা হবে। ফলে এখানে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের উন্নয়নে তা সহায়ক হবে।

 

          এ সময় প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান শাজাহান মাস্টার বিএ।

 

           

#

জাহাঙ্গীর/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৯৪৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৪৪৪

 

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

 

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):

 

          আগামীকাল ৩০ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে।

 

          ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা থেকে এ ফলাফল ঘোষণা করা হবে।

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করবেন।

 

#

 

খায়ের/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                নম্বর : ৪৪৩

 

 

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র ৩১ জানুয়ারি

 

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

         

          ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০২তম ড্র ৩১ জানুয়ারি। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ পঁচিশ হাজার টাকার একটি, এক লাখ টাকার ২টি, পঞ্চাশ হাজার টাকার ২টি, দশ হাজার টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

          আগামী ১ ফেব্রুয়ারি সকল জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।

#

রাজিয়া/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৮৫২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৪৪২

 

আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে

 

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):

 

          করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী  ১৪ ফেব্রুয়ারি  ২০২১ পর্যন্ত সকল ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

 

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

 

          উল্লেখ্য, গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর  ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হলো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। 

 

#

 

রবীন্দ্রনাথ/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                  নম্বর : ৪৪১

 

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

 

 ‌           স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

 

          গত ২৪ ঘণ্টায় ৭ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ৯৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

 

#

 

দলিল/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৭২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৪৪০

‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা

গতকালের বিজয়ীদের তালিকা

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত গতকালের অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার কুইজের স্মার্টফোন বিজয়ী পাঁচজন হলেন: কুমিল্লার রানিয়া হিমি, বরিশালের মারজিয়া রশিদ, যশোরের আরফান খান রিয়াদ, নীলফামারীর মো. আসিফ হোসেন এবং সিরাজগঞ্জের নূর মোহাম্মদ।

          গতকালের কুইজে ৮৬ হাজার ৯৯৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

          স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি করে মোবাইলডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।

#

মোহসিন/শাহ আলম/রেজ্জাকুল/খোরশেদ/২০২১/১৫৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৪৩৯

গ্রন্থাগারিকের সম্মানী বাবদ এককালীন অনুদান প্রদান করা হবে

                                                                 - সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সারাদেশে কাগজে-কলমে ১ হাজার ৩৭৯টি বেসরকারি গ্রন্থাগার রয়েছে, যার মধ্যে সক্রিয় গ্রন্থাগারের সংখ্যা আটশোটি। গ্রন্থাগারিকের অভাবে বেশিরভাগ গ্রন্থাগার সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা সম্ভব হচ্ছে না। একজন ছাত্র-ছাত্রীকে গ্রন্থাগারিকের দায়িত্ব প্রদান করে বছরে তার পড়ালেখার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা হিসাব করে এককালীন অনুদান হিসাবে এসব বেসরকারি গ্রন্থাগারসমূহকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদান করা হবে।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর বেরাইদ গণপাঠাগারসংলগ্ন পুরান ঈদগাহ মাঠে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার আয়োজিত 'দ্বিতীয় ঢাকা গ্রন্থসুহৃদ/গ্রন্থাগার প্রতিনিধি সম্মেলন' এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          তিনি বলেন, গ্রন্থাগারের ইতিহাস হাজার বছরের পুরনো। বেরাইদ গণপাঠাগারকে একটি আদর্শ গ্রন্থাগার হিসাবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগতপর্যায়ে সাধারণত এ ধরণের অসাধারণ উদ্যোগ দেখা যায় না। গ্রন্থাগারটি আর্থিকভাবে যেমন স্বচ্ছল, তেমনি এখানকার বইয়ের মান, সংরক্ষণ, গবেষণা ও প্রকাশনা অনেক উন্নত।

          প্রসঙ্গেক্রমে নিজের কোভিড-১৯ টিকাগ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কে এম খালিদ সবাইকে দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্তি ভ্যাক্সিন। তিনি বিএনপিসহ যারা টিকা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে, তাদেরও দ্রুত টিকাগ্রহণের আহবান জানান।

          বেরাইদ মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মির্জা লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।

#

ফয়সল/শাহ আলম/রেজ্জাকুল/খোরশেদ/২০২১/১২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                    নম্বর : ৪৩৮

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে অভিবাসীদের সুরক্ষায় সরকার সচেষ্ট

                                                                          - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি) :

            পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। অভিবাসন বিষয়ে কোনো দেশ একা কাজ করতে পারে না। দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক সহযোগিতাই অভিবাসন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

            মুজিববর্ষ উপলক্ষ্যে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত “বেটারিং লেবার মোবিলিটি ফর বেটারিং ইন্টারকানেক্টিং ইকনমিস” শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

            প্রতিমন্ত্র

2021-01-29-23-03-965fbde0ce9e185438bf702ff83bc62d.docx