Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১১ ফেব্রুয়ারি ২০২৫

Handout                                                                                                     Number: 2685

The Sagar-Runi Murder Case Remains

a Top Priority for the Interim Government
                                --- Environment Adviser

Dhaka, 11 February:

            The Interim government is committed to prioritizing the swift and just resolution of the Sagar Sarwar and Meherun Runi murder case, stated Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, and the Ministry of Water Resources. She reaffirmed that this case stands among the government’s highest-priority legal proceedings, with law enforcement agencies actively working to submit the investigation report as soon as possible.

            Speaking at the ‘Sagar-Runi Human Rights Photo Award’ exhibition at the Nalinikanta Bhattasali Auditorium of the National Museum today Advisor Syeda Rizwana Hasan addressed various questions from journalists.

            Emphasizing the need for justice, The Advisor remarked, ‘The perpetrators of this brutal murder must be brought to justice. There is no reason for the case to remain unresolved. While past complexities may have hindered progress, the government is no longer interfering in the investigation. Once the necessary evidence is gathered, the trial should proceed without delay.’

            Expressing concern over the prolonged delay in submitting the investigation report, Rizwana Hasan stated, ‘Repeated extensions have been sought in the past, yet no conclusive report has been submitted. This has raised serious doubts. The victims' families have endured years of agony. Justice must prevail—not only to provide them solace but also to prevent such heinous crimes in the future.’

            The exhibition was attended by Sagar Sarwar and Meherun Runi’s only son, Mahir Sarwar Megh, along with their relatives, friends, and colleagues. Also present were human rights activists, journalists, photographers, and individuals from various professional backgrounds.

            Prior to addressing the gathering, the Advisor visited the exhibition, reflecting on the lives and contributions of Sagar and Runi.

#

Dipankar/Paban/Ferdows/Rafiqul/Joynul/2025/2110 hour

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৬৮৪

সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার মামলার শীর্ষে

                                                                --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):

          সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

          উপদেষ্টা আজ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

          সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।

          তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতীতে বার বার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসেনি। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।

          প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমান-সহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফার-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

          এরপূর্বে উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর- রুনি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

#

দীপংকর/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৬৮২

 

তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে

                                                  -- যুব ও ক্রীড়া উপদেষ্টা

 

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি): 

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে।

 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তী সরকার সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।

 

উপদেষ্টা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। তারুণ্যের শক্তিকে পুনর্জাগরিত করতে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে। স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান-সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 #

 

নূর আলম/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০০০ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৬৮১

 

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার

                                                            -- ধর্ম উপদেষ্টা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি): 

 

শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই বুক কর্নার গড়ে তোলা হবে।

 

আজ রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্‌ গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অভ্‌ গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ইফার এ বুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাতুন নবী, তাফসীর, ফিকাহ শাস্ত্র, হাদিস গ্রন্থ, দৈনন্দিন জীবনে ইসলাম, নবী-রসূল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস  প্রতিরোধ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই-পুস্তক। এ বুক কর্নার স্থাপনের ফলে ইফার বইয়ের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পাঠের অভ্যাস গড়ে উঠবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব জমি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ১০টি জেলায় ইফার অব্যবহৃত ১৭১ শতক জমি এ কর্মসূচির আওতায় আসবে। জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বান্দরবন, কুড়িগ্রাম, চাপাইনবাবগঞ্জ, ভোলা ও পঞ্চগড়। এসকল জেলার ইফার অব্যবহৃত জমি আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় আনতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

আজকের সভায় অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সম্মানী বৃদ্ধিকরণ, ইফা প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ ও ইফার বিভিন্ন পদে পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে করণীয়-সহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

এ সভায় বোর্ড অভ্‌ গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ সালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ নেছারুল হক উপস্থিত ছিলেন।

 

#

 

আবুবকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/২০১৫ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৬৮০

পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে

--- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):

        পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে হবে। অপরাধে জড়ানো রোধে পদক্ষেপ নিতে হবে।

        আজ ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপদেষ্টা এসব কথা বলেন।

        রিজওয়ানা হাসান বলেন, উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করবে প্রান্তিক জনগোষ্ঠী।

        জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

#

দীপংকর/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৬৭৯

এলএসডি’র বিষয়ে খামারিদের সচেতনা করা-সহ প্রতিষেধক উৎপাদনে পদক্ষেপ নেওয়া হবে

                                                                                                  --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):

             দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে টিকা রপ্তানি করা হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাম্পি স্কিন ডিজিসের (এলএসডি) বিষয়ে খামারিদের সচেতন করার পাশাপাশি প্রতিষেধক উৎপাদনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

            উপদেষ্টা আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়িত ‘জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (LSD) ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

            প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এলএসডি লাম্পি স্কিন ডিজিজ আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ; আর এ রোগে মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আক্রান্ত হচ্ছে। টিকা উৎপাদন করার তাগিদ দিয়ে তিনি বলেন, গবাদি পশুর এই রোগের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা দ্রুত নিরূপণ করতে হবে। তিনি গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগ জীবাণুর আক্রমণ হচ্ছে। এজন্য সরকার বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

            ফরিদা আখতার বলেন, এলএসডি রোগের আক্রান্ত গরুর মাংস খেলে মানুষের কোনো ক্ষতি হবে  কিনা সে বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।

            বক্তারা বলেন, প্রতি বছর এলএসডি প্রাণিসম্পদ খাতের মারাত্মক আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি সাধন করছে। এছাড়া বিদেশী ভ্যাকসিন আমদানি করা অত্যন্ত ব্যয়বহুল এবং বাজারেও অপ্রতুল। এক্ষেত্রে বিএলআরআই উদ্ভাবিত ভ্যাকসিনটি স্বল্পমূল্যে সহজলভ্য করা সম্ভব।

            বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিএলআরআই, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

            এর পূর্বে উপদেষ্টা বিএলআরআই কর্তৃক উদ্ভাাবিত লাম্পি স্কিন ডিজিজ (LSD) ভ্যাকসিনটি বাণিজ্যিকভিত্তিতে উৎপাদন ও খামারি পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় ভ্যাকসিন বিষয়ক একটি দ্বিপাক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ভ্যাকসিনটির প্রোডাকশন ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়।

#

মামুন/রানা/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা

 

Handout                                                                                                                      Number: 2678

Environment Advisor Calls for Industry-Wide Shift

 to Renewable Energy at SAF 2025

 

Dhaka, 11 February:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has urged the business community and international partners to collaborate with their Bangladeshi counterparts to transition from fossil fuel-dependent energy production to renewable and sustainable sources. Stated that energy supply shortages in the past two years have severely impacted industries, making sustainable energy solutions a necessity for both the country and the industry.

She made these remarks while delivering the chief guest address at the inaugural ceremony of the Sustainable Apparel Forum (SAF) 2025, organized by the Netherlands Embassy at Radisson Blu Dhaka Water Garden.

Highlighting the need for a more responsible approach to sustainability, the Environment Advisor stated, “Having green factories or the highest number of environmentally certified factories does not automatically mean the sector is operating sustainably.” She also stated that the garment industry is not only energy-intensive but also heavily reliant on water and chemical management, making responsible production practices crucial.

She pointed out that while Bangladesh is a water-abundant country, many industrial zones are experiencing declining groundwater levels, having bad impact on local communities. The government is now considering to charge for industrial water usage and will categorize industries based on water consumption while offering incentives for recycling initiatives.

On chemical waste management, she said that the government, in collaboration with German partners, is working on a Chemical Waste Management Rule, which is expected to be finalized soon. She emphasized the importance of having nationally endorsed chemical handling and management regulations to ensure environmental and workplace safety.

On the issue of labor practices, the Advisor called for a shift in mindset regarding Bangladesh’s garment industry. ‘The term cheap labor’ should be removed from our vocabulary when discussing sustainability. It must be a shared responsibility between producers and consumers, she said, emphasizing on ethical sourcing and fair business practices.

She encouraged greater engagement with innovative organizations and technology providers to drive sustainability in the apparel industry, which remains the backbone of Bangladesh’s economy. We look forward to strengthening partnerships that are responsible and set new standards of excellence, she concluded.

Michael Miller, European Union (EU) Ambassador to Bangladesh; Andre Carstens, Ambassador of the Netherlands and Chowdhury Ashik Mahmud bin Harun, Executive Chairman, Bangladesh Investment Development Authority also spoke on the occasion.

#


Dipankar/Tohidul/Sahida/Fatema/Ali/Asma/2025/1612 hours

তথ্যবিবরণী                                                                            নম্বর: ২৬৭৭

জানমালের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে

                                                      -স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):  

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে; কিন্তু তাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই প্রক্ষিতে সারাদেশে অস্থিরতা সৃষ্টিকারী এসব অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর সমন্বয়ে ৮ ফ্রেব্রুয়ারি, থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে।

উপদেষ্টা আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বাগত বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সামগ্রিক কার্যক্রম তদারকি করছে এবং পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত ‘জয়েন্ট অপারেশন সেন্টার’ এর মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সার্বিক কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট -এ অভিযান পরিচালনায় সমন্বয় করছেন।

উপদেষ্টা বলেন, জুলাই- আগস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সন্ত্রাসী, নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দোসররা, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পুলিশ বাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করেছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। তারা আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা, অর্থনীতিসহ রাষ্ট্রের এমন কোনো কাঠামো নেই যেটা ধ্বংস করেনি। আদালত, প্রসিকিউশন, প্রশাসন ও পুলিশ- রাষ্ট্রের এ চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমন্বয়ের মাধ্যমে কাজ করলে জনগণ ন্যায়বিচার পাবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। তিনি বলেন, পুলিশ ও আদালত ফাংশনাল হলে মবতন্ত্র কমে যাবে। মানুষ দেখতে চায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে কাজ করছে তথা রাষ্ট্রের প্রকৃত অস্তিত্ব রয়েছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শতশত গুম ও হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। প্রশাসন ও বিচার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রের কাঠামোকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায়। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের পাশাপাশি মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে মুক্তি দেয়া তথা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে। সেজন্য পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগসহ নানা সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, মৌলিক মানবাধিকার নীতিসমূহকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে এবং আদালতসমূহকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে।

কর্মশালায় ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, সকল পাবলিক প্রসিকিউটর, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটনের সকল জোনাল উপপুলিশ কমিশনার ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

#

ফয়সল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৫/১৪৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ২৬৭৬

পার্বত্য জেলা পরিষদের সেবার মনোভাব থাকতে হবে

                                   -পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):  

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, মানুষের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা নিয়ে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

          আজ  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব  ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আমাদের কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের  স্বাবলম্বী হতে এখনই বাঁশ চাষে আরো মনোযোগী হওয়া দরকার। প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ, পশুপালন, মাছ চাষ এর সাথে সাথে মা ও শিশু স্বাস্থ্য এবং মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেন পার্বত্য চট্টগ্রামে কোনো বেকারত্ব না থাকে।

          তিনি খাগড়াছড়ির মানুষের জন্য ছাত্রাবাস, শিশুসদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপনের আগ্রহ জানান।

          উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসময় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান।

          এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/তৌহিদ/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৫/১৪২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ২৬৭৫

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রংপুর, ২৮ মাঘ, (১১ ফেব্রুয়ারি):

          তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আজ রংপুর জেলাপ্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রংপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   (বালক ও বালিকা) ২০২৪’ শুরু হয়েছে। জেলাপ্র্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ টুর্নামেন্টে রংপুর জেলার সিটি কর্পোরেশনসহ আটটি উপজেলার নয়টি পৃথক বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

          প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ ও ঐক্যবোধ জাগ্রত করার পাশাপাশি নেতৃত্ব প্রদানের দক্ষতা বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষতা অর্জনের আহ্বান জানান।

          জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান, রংপুর পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

#

অর্জুন/তৌহিদ/শাহিদা/ফাতেমা/আলী/মাসুম/২০২৫/১৪১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর: ২৬৭৪

খুলনায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির উদ্বোধন

রমজান মাসজুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে

                             -বাণিজ্য উপদেষ্টা

খুলনা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):

          বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও পাঁচটি দরিদ্রপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

           উপদেষ্টা আজ খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বাণিজ্য উপদেষ্টা বলেন , ৬৩ লাখ পরিবারকে ভরতুকিমূল্যে পণ্য সরবারহ করে থাকে টিসিবি । কার্ড আধুনিকায়নে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে কার্ড সচল হবে যার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। এ সংখ্যাকে আরো বাড়ানোর জন্য অতিরিক্ত ১২ লাখ পরিবারকে রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। অতিরিক্ত নয় হাজার মেট্রিকটন পণ্য ট্রাকসেলে বিক্রয় হবে। এ কার্যক্রমের মাধ্যমে বাজারমূল্য নিন্মগামী ও সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে।

          বশিরউদ্দীন বলেন, আমরা এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম থাকবে না। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

          খুলনার জেলাপ্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলাপ্রশাসক (মানব সম্পদ)নূরুল হাই মোহাম্মদ আনাস।

#

কামাল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৫/১৩১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর: ২৬৭৩

দেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে

                                                     - পরিবেশ উপদে&

2025-02-11-15-27-43c12f56ee5d0368290c3ceaf08b3fb5.docx