Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০১৫

তথ্যবিবরণী 30/06/2015

তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৮৭১

সাবেক পিআইও আবদুস সোবহানের ইন্তেকাল 
 
ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

    সাবেক প্রধান তথ্য অফিসার আবদুস সোবহান আজ সকালে ঢাকার বনানীতে তাঁর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

    মৃত্যুকালে আবদুস সোবহান তাঁর বৃদ্ধা স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপিকা ড. রওশান জাহান, তিন পুত্র, পুত্রবধূ, নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুমের দাফন আগামী ৩ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তাঁর পুত্রদের দেশে ফেরার পর দাফনের ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। বর্তমানে মরহুমের মৃতদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে।

    মরহুম আবদুস সোবহান তাঁর সুদীর্ঘ কর্মজীবনে প্রধান তথ্য অফিসার ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান, রাষ্ট্রপতির প্রেসসচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা ছিলেন।

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্যসচিব মরতুজা আহমদ সাবেক পিআইও আবদুস সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকেও এসোসিয়েশনের সাবেক সদস্য আবদুস সোবহানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

#

সাইফুল্লাহ/মিজান/নবী/রেজাউল/২০১৫/২১০৬ ঘণ্টা

Handout                                                                                               Number: 1870

 

BD FM Greets His Danish Counterpart

 

Dhaka, June 30 :

 

            Foreign Minister A H Mahmood Ali has felicitated newly appointed Danish Foreign Minister Kristian Jensen.

 

            The full text of the felicitation message of Bangladesh Foreign Minister sent to his Danish Counterpart in Copenhagen today is given below:

 

            "It gives me great pleasure in extending to you my heartiest congratulations on your appointment as the Minister for Foreign Affairs of the Kingdom of Denmark.

 

            Bangladesh and Denmark enjoy excellent bilateral relations based on our longstanding friendship and cooperation. As a sign of our deep commitment to further expand and strengthen the relations between our two countries, Bangladesh has already opened its Embassy in Copenhagen. The Ambassador-designate to your esteemed Kingdom is scheduled to assume responsibility very soon.  

 

            I look forward to working closely with you on matters of common interest to achieve the desired goals. I firmly believe that under your dynamic leadership our bilateral relations will continue to grow for the mutual benefit of the peoples of our two friendly countries. 

 

            My colleagues in the Ministry of Foreign Affairs join me in wishing you every success in discharging the responsibilities of the high office and wish you good health, happiness and long life."

 

#

 

Khaleda/Saifullah/Sanjib/Rezaul/2015/1954 hours

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৬৯

 

কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে চুক্তিস¦াক্ষর

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ  দেশের অর্থনীতির চালচিত্র বদলে যাবে

                                                           -- ওবায়দুল কাদের

 

বেইজিং (চীন), জুন ৩০ :

 

          চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সাড়ে তিন কি.মি. দীর্ঘ টানেল নির্মাণে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিক্যাশনস্ কনস্ট্রাকশন কোম্পানি লিঃ (সিসিসিসি) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

          আজ চীনের পরিবহণ মন্ত্রণালয়ে ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য টানেলের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনের পরিবহণ মন্ত্রী YANG CHUANTAG.

 

          এসময় বেইজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপু মনি  উপস্থিত ছিলেন।

 

          চুক্তিপত্রে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসি’র চেয়ারম্যান LIU QITAO নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

 

          চুক্তি স্বাক্ষরের আগে দু’দেশের প্রতিনিধিদলের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় দু’দেশের মন্ত্রীদ্বয় নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

 

          দ্বিপাক্ষিক আলোচনায় মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশেষকরে সড়ক, সেতু, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

 

          মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র।

 

          এসময় বেইজিং-এ নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

 

ওয়ালিদ/সাইফুল্লাহ/আলম/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৬৮

 

নন-গেজেটেড কর্মচারী ও নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের জুলাইয়ের  বেতনভাতা

এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুলাইয়ের পেনশন ১৩ জুলাই প্রদান করা হবে

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

 

          সরকারি, আধা-সরকারি ও স¦ায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মচারীদের ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের জুলাই মাসের  বেতন-ভাতাদি এবং  দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুলাই মাসের পেনশনের অর্থ ১৩ জুলাই প্রদান করা হবে।

 

          অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

 

          জারিকৃত আদেশে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০১৫ অনুযায়ী ১৮ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল্ফিতর উদ্যাপিত হবে বিধায় সরকার ১৩ জুলাই উল্লিখিত বেতনভাতা ও পেনশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

          বাংলাদেশ  ট্রেজারি রুলস এর এস আর ১১৩(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে  বেতনভাতা ও  পেনশন প্রদানের এ আদেশ জারি করা হয় বলে অর্থ বিভাগ  থেকে জানানো হয়।

         

#

 

সাইফুল্লাহ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৬৭

অর্থবিল ও নির্র্দিষ্টকরণ বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গৃহীত দু’টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
বিল দু’টি হচ্ছে - অর্থ বিল, ২০১৫ এবং নির্দিষ্টকরণ বিল, ২০১৫।
#

মঞ্জুর/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৬৬


জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স ১ম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব এবং ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় ৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড় এবং িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।

এম এ এস, এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত
শিক্ষার্থী ও গবেষকদের ওরিয়েন্টেশন ৫ জুলাই

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ সেশনে এম এ এস, এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ও গবেষকদের ওরিয়েন্টেশন আগামী ৫ জুলাই সকাল ১১ টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
    সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও গবেষককে ওরিয়েন্টেশনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
#


ফয়জুল/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৬৫


সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুস সোবহান এর মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

    বিসিএস তথ্য সার্ভিসের সাবেক সদস্য ও সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুস সোবহানের ইন্তেকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে মন্ত্রী দেশ ও জনগণের প্রতি তাঁর দীর্ঘ সেবাদানের কথা দেশবাসী মনে রাখবে বলে শোকবার্তায় উল্লেখ করেন।
    তিনি তার শোকবার্তায় মরহুমের পারলৌকিক শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
    অপর এক শোকবার্তায় তথ্য সচিব মরতুজা আহমদ সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুস সোবহান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
#


অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা

 

Todays handout (7).doc