Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২০ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১১৫


সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

 

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর):  

 

বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক নাবিকের বিরুদ্ধে নৌ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

গত ১৮ ডিসেম্বর নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

 

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকরা হলেন- মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।

 

বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

#

 

আরিফ/মেহেদী/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২১১৪

 

এ এফ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টাগণের শোক

 

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর):

 

     অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খাালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

 

     আজ পৃথক শোকবার্তায় উপদেষ্টাগণ প্রয়াত এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

     উল্লেখ্য, আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে এ এফ হাসান আরিফ মৃত্যুবরণ করেন।

 

 

#

 

দীপংকর/আবুবকর/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৪/১৯৪০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২১১৩ 

 

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

 

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর):

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, এ এফ হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী। কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#

মামুন/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২১১২ 

সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে বিভেদের প্রাচীর তৈরি হতে দেওয়া যাবে না

                                                                      - ধর্ম উপদেষ্টা

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা। আমাদের ঐক্যের বন্ধনকে মজবুত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে বিভেদের প্রাচীর তৈরি হতে দেওয়া যাবে না।

আজ রাজধানীর মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্স মিলনায়তনে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা’র রজতজয়ন্তী ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের অধিবাস। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের দুঃখে-সুখে অংশীদার হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ন থাকে সেলক্ষ্যে সার্বিক প্রয়াস চালিয়ে যেতে হবে। আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যেকে ধরে রাখতে হবে। তিনি বলেন, একটি সুন্দর, স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেলক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধভাবে সরকারের এই প্রয়াসকে সফল করতে হবে।

ড. খালিদ বলেন, সাতকানিয়া-লোহাগাড়া একটি আলোকিত জনপদের নাম। এ জনপদে শতশত বছরের পথ পরিক্রমায় বিভিন্ন শ্রেণি-পেশার জ্ঞানী-গুণী, প্রথিতযশা ও আলোকিত মানুষের জন্ম হয়েছে। এসকল নক্ষত্রগুলোকে খুঁজে বের করা দরকার। এজাতীয় বরেণ্য মানুষদের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।

সাতকানিয়া-লেহাগাড়া সমিতির কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন হতে সমিতি অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি, অভাবগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা, ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ ও চিকিৎসা উপকরণ প্রদান-সহ নানামুখী সেবাধর্মী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এ সমিতির বৃত্তি নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া এলাকার অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। সেবাধর্মী এরূপ কার্যক্রমের জন্য উপদেষ্টা সমিতির সদস্যদেরকে অভিনন্দন জানান।

এর আগে ধর্ম উপদেষ্টা সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষ্যে 'ডলুপ্রবাহ' শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

সমিতির সভাপতি মোহাম্মদ শফিকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী সমিতির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে সিবিএম গ্রুপের চেয়ারম্যান ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক জয়নুল আবেদীন জামাল, অনুষ্ঠান উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন, সমিতির সহ-সভাপতি মোঃ মুনীর চৌধুরী, সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ আবদুল করিম, সহ-সভাপতি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য প্রদান করেন।

#

আবুবকর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭২৫ঘণ্টা

 

 

 তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২১১১

 

আধুনিক উৎপাদন ও কৃষির নামে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে

                                                        --মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা

 ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর):  

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, আধুনিক উৎপাদন ও কৃষির নামে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এমনকি আদি বীজ নষ্ট করা হচ্ছে। খাদ্য কেবল খাদ্য নয়, সাধুরা খাদ্যকে শরীর সেবা করা বলে থাকেন। আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে।

উপদেষ্টা আজ উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের জন্য গড়ে উঠা মহা প্রজ্ঞা অ্যাডুকেশন ট্রাষ্ট্রের যৌথ আয়োজনে ঢাকায় মিরপুর ১৩-তে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রাঙ্গণে আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা  বলেন, পাহাড় ও দেশের অন্য জায়গায় যেসব ক্ষুদ্র জাতিসত্ত্বা রয়েছে তাদের টিকিয়ে রাখতে দেশের নাগরিকদের কাজ করতে হবে।  তিনি  তামাক চাষ এবং রাবার বাগান পাহাড়ি অঞ্চলের জমি নষ্ট করছে উল্লেখ করে এসবের পরিবর্তে স্থানীয় ফসল ও খাদ্য উৎপাদনে গুরুত্বরোপ করেন। তিনি বলেন, আমরা কাপ্তাই হ্রদে মাছের অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিচ্ছি যাতে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনা যায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনা, মাছের অভয়ারণ্য সৃষ্টির মাধ্যমে মাছ রক্ষায় কাজ করে যাচ্ছে।

ফরিদা আখতার বলেন, আজকের এ মেলা প্রতিকী অর্থে পাহাড়ি এলাকায় যে ক্ষুদ্র জাতিসত্ত্বা রয়েছে তারা যে খাদ্য উৎপাদন করে থাকেন তা রক্ষা করা অত্যন্ত জরুরি। এসময় গণমাধ্যমকে পাহাড়ি সংস্কৃতি ও তাদের খাদ্য সম্পর্কে দেশবাসীর নিকট সংবাদ পরিবেশনের আহ্বান জানান। খাদ‍্য চাহিদা পূরণ ও নিরাপদ খাদ‍্য সরবরাহকে সরকার চ‍্যালেঞ্জ হিসেবে দেখছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, মেইন স্ট্রিম খাদ্যে এখনও কীটনাশক ব্যবহার বন্ধ হয়নি, তবে আমরা চেষ্টা করছি। মাছ ও ডিমের উৎপাদনের ক্ষেত্রে এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা হয়েছে। তবে ফিডের উপাদানগুলো নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে।

উদ্বোধন ‍অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এতে শুভেচ্ছা বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। বক্তারা অর্গানিক খাবারের গুরুত্ব ও পাহাড়ি অর্থনীতির উন্নয়নের ওপর আলোকপাত করেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু অর্গানিক খাবার নয়, পাহাড়ি অঞ্চলের শস্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর উপকার পায়।

পরে উপদেষ্টা আদিবাসী খাদ্য ও শস্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

#

 

মামুন/রবি/আলী/লিখন/২০২৪/১৬.০০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :২১১০  

পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা অব্যাহত

 পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে আইন প্রয়োগ আরো কঠোর করা হবে                                                                                                                                                                                                                               

                                                          -মনিটরিং কমিটির সভাপতি

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর) :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরো কঠোর করা হবে। পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে এ পর্যন্ত দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে।   

অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস আজ রাজধানীর কারওয়ান কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

কারওয়ান বাজারে মনিটরিং অভিযানকালে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ও  মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। এসময় বিভিন্ন দোকানে এসব বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়।  

 এসময় মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

#

­­­
দীপংকর/রবি/আলী/শফিক/২০২৪/১৬২৩ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২১০৯

 

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে

                                                                       -বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

ঢাকা, ৫ পৌষ (২০ ডিসেম্বর) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেছেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। এ তালিকা সর্বশেষ তালিকা নয়, এখনো তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পরবর্তীতে আরো শহিদদের তথ্য পাওয়া গেলে সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। 

গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত       ছাত্র-জনতার চিকিৎসা ও শহিদ পরিবারের পুর্নবাসন বিষয়ে সভায় সভাপতির বক্তৃতায় বিশেষ সহকারী এসব কথা বলেন।

সভায় গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৯ জন শহিদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা যদিও চূড়ান্ত নয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেন, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, সকল হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন আহত রোগীদের নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয়। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এ পর্যন্ত ৫২৫ শহিদ পরিবার এবং ১ হাজার ৪১০ জন আহতকে ফাউন্ডেশনের থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

সভায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা, শহিদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহিদ পরিবার ও আহত রোগীদের পুর্নবাসন, ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে দায়িত্ব বন্টন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।

#

শাহাদাত/রবি/আলী/শফিক/২০২৪/১৪২৩ ঘন্টা

 

2024-12-20-17-18-f75fbac544224494fc560eae7ae7e72f.docx