Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী ২৯/১১/২০১৮

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৯৯

উচ্চ গতির ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে সরকারি কলেজ ও বিশ^বিদ্যালয়

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
দেশের ৫শত ৮৭টি সরকারি কলেজ, বিশ^বিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউট শিগগিরই উচ্চ গতির ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিটিআরসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ২ ডিসেম্বর প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।   
শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকারি কলেজ ও বিশ^বিদ্যালয়সমূহকে উচ্চ গতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বেসরকারি কলেজ ও প্রাইভেট বিশ^বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণ করা হবে।
প্রাথমিকভাবে ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে ৫৮৭টি সরকারি কলেজ, বিশ^বিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট। এর মধ্যে ঢাকা বিভাগে ১শত ৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩টি প্রতিষ্ঠান। 
সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরের ১২ জুন প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি বাস্তবায়নের পর এক বছর পর্যন্ত বিনামূল্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ এমবিপিএস হারে ব্যান্ডউইথ সরবরাহ করা হবে। এর পর শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ ব্যান্ডউইথের ভাড়া বহন করবে।
দেশের আটটি বিভাগে সরকারি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনটি লটে একযোগে অপটিক্যাল কেব্ল স্থাপন ও ইকুইপমেন্ট স্থাপন কাজটি সম্পন্ন করা হবে।
#

শেফায়েত/মাহমুদ/তৌহিদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৮

প্রকল্পের সুবিধা সম্পর্কে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনগণকে প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাতে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম। তিনি বলেন, করদাতা হিসেবে জনগণ প্রকল্পের সুবিধা সম্পর্কে জানার অধিকার রাখেন। তিনি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর সুবিধা সম্পর্কে জানাতে টেলিভিশন কমার্শিয়াল, স্পট রিপোর্টিং, টক শো, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়াসহ প্রচার মাধ্যমের বিভিন্ন উপকরণ ব্যবহারের পরামর্শ দেন। 

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে ভারপ্রাপ্ত শিল্পসচিব মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/কর্পোরেশন প্রধান এবং প্রকল্প পরিচালকদের এ নির্দেশনা দেন। 

মোঃ আবদুল হালিম বলেন, শিল্প মন্ত্রণালয় অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করলেও এগুলো প্রচারের আওতায় আসেনি। জনস্বার্থে এ বিষয়ে প্রকল্প থেকে দ্রুত প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি বাস্তবায়িত প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি সম্পর্কেও প্রচারের ওপর গুরুত্ব দেন।   

ভারপ্রাপ্ত সচিব নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত প্রকল্পের অর্থছাড়ের নির্দেশনা দেন। তিনি বলেন, অর্থ ছাড়ের পরপরই তা খরচের বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। নিয়ম অনুযায়ী অর্থ খরচের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। তিনি প্রকল্প সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার অজুহাতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য হবে না বলে তিনি সবাইকে সতর্ক করেন। 

সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৭টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪২টি বিনিয়োগ প্রকল্প, ৪টি কারিগরি এবং ১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫৭ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে ৯শ’ ৩৮ কোটি ২৬ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।  

#

জলিল/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৯৭
 
ঢাকার পাঁচটি নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ
 
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলার নির্বাচনি এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে (প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাধিক হলে) প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ করেছে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।
আগামী ১০ ডিসেম্বর সোমবার ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (২য় তলা) সকাল ১০ থেকে ১০.৩০ টায় ১৭৪ ঢাকা-১; সকাল ১০.৩১ থেকে ১১টায় ১৭৫ ঢাকা-২; সকাল ১১.০১ থেকে ১১.৩০ টায় ১৭৬ ঢাকা-৩; সকাল ১১.৩১ থেকে দুপুর ১২টায় ১৯২ ঢাকা-১৯ এবং দুপুর ১২.১ থেকে ১২.৩০ টায় ১৯৩ ঢাকা-২০ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে  প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (রিটার্নিং অফিসারের কার্যালয়) থেকে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
ফেরদৌস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৯৬
 
সেনাপ্রধানের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর সাথে ২৮ নভেম্বর ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের হু কং ইল (ঐঁ কধহম রষ) সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্য বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয় আলোচনা করে।
#
 
আইএসপিআর/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪৫৮ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৯৫
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জব্দকৃত মালামালের আলামতের প্রতিবেদন
 
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মামলায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ৩৩৭টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ২৫০টি, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯১টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ১৪০টি, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭৮টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ১৫৮টি এবং খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০৬টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ৮৬টি পজেটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
এছাড়া, বাংলাদেশ পুলিশ সেপ্টেম্বর ও অক্টোবর-২০১৮ মাসে মোট ২ হাজার ৬শ ৫১টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ২ হাজার ৪শ টি, বাংলাদেশ রেলওয়ে পুলিশ মোট ২৮টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ২০ টি, এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও অন্যান্য সংস্থা (সিআইডি) সেপ্টেম্বর ও অক্টোবর-২০১৮ মাসে মোট ১৪টি জব্দকৃত মালামালের আলামত রাসায়নিক পরীক্ষাশেষে ১২ টির পজেটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
 
#
 
দুলাল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৬ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৯৪
 
মোস্তফা কামাল পাশাকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
 
সরকার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক পদে নিয়োগ প্রদান করেছে।
উল্লেখ্য, বর্তমান কারা মহাপরিদর্শকব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। 
জনপ্রশাসন মন্ত্রণালয় ২৮ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে।
 
#
 
মাসুম/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৫০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৩ 
জাতীয় আয়কর দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :  
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় আয়কর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর ২০১৮ জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সকল করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 
কর আহরণের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করাই কর বিভাগের প্রধান কাজ। এ লক্ষ্যে, ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন, স্লোগানকে সামনে রেখে এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে - ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। 
জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভা-ারকে সমৃদ্ধ করার মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচির ছোঁয়া জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। অভূতপূর্ব সাড়া আর করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নীচে করসেবা প্রদানের মাধ্যমে ১৩-১৯ নভেম্বর আয়কর মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন এবং ৭০টি উপজেলায় ১ দিনব্যাপী এবছর আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এবছর আয়কর মেলায় করদাতাদের অভূতপূর্ব সাড়া কর আহরণে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ৭ দিনে ২,৪৬৮ কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার ৮৯৫ টাকার রেকর্ড পরিমাণ আয়কর আহরিত হয়েছে। 
আয়কর প্রদানকে সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং করদাতাগণকে স্বপ্রণোদিতভাবে কর প্রদানে আগ্রহী ও অনুপ্রাণিত করতে ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮, প্রণয়ন করা হয়। এ নীতিমালা অনুযায়ী প্রতিবছর ৩টি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড এবং ১৪১ জন করদাতাকে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি কর প্রদানের ভিত্তিতে সম্মাননা সনদ প্রদান করা হচ্ছে। 
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করে। অভ্যন্তরীণ সম্পদ আহরণে এই বোর্ডকে অধিকতর দক্ষ, কার্যকর, গতিশীল এবং শক্তিশালী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে আরো কার্যকরী ভূমিকা পালন করবে। 
আমি জাতীয় আয়কর দিবস ২০১৮ এর সার্বিক সাফল্য কামনা করছি।   
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১০০০ ঘণ্টা
 
 
     তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯২   
জাতীয় আয়কর দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) : 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় আয়কর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি সম্মানিত করদাতা এবং কর বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান খাতই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যকরী মাধ্যম। প্রত্যক্ষ কর বা আয়কর পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের প্রধান রাজস্ব উৎস হিসেবে বিবেচিত হয়। রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ এর পথ ধরে সুখী-সমৃদ্ধ ও উন্নতদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে আয়কর প্রদানকারীর সংখ্যা এবং আয়করখাতে রাজস্ব আহরণ বাড়ানো আবশ্যক। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’- স্লোগানকে সামনে রেখে এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি।
উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অভ্যন্তরীণ সম্পদের পর্যাপ্ত যোগান অপরিহার্য। মুক্তবাজার অর্থনীতির এ যুগে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের উৎস হিসেবে আয়করের গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আয়কর নিয়ে জনগণের মধ্যে একধরনের ভীতি কাজ করে থাকে। তাই সম্মানিত করদাতাদের কাক্সিক্ষত করসেবা প্রদানের লক্ষ্যে বিগত ১৩-১৯ নভেম্বর দেশব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি জেনে খুশি হয়েছি যে এ বছর আয়কর মেলায় সাত দিনে ২,৪৬৮ কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার ৮৯৫ টাকার রেকর্ড পরিমাণ আয়কর সংগ্রহ হয়েছে। আয়কর মেলা ও আয়কর দিবস আয়োজনের মধ্য দিয়ে দেশে কর সংস্কৃতির লালন ও বিকাশ ত্বরান্বিত হবে- এ প্রত্যাশা করি। 
জাতীয় আয়কর দিবস ২০১৮ উদযাপন সফল ও সার্থক হোক।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”     
#
হাসান/অনসূয়া/জসীম/সেলিনা/আসমা/২০১৮/১০০০ ঘণ্টা  
 
Todays handout (9).docx