Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২৬ সেপ্টেম্বর ২০১৭

তথ্য বিবরণী                                                                                          নম্বর ঃ ২৪৬১
আশ্রিত মিয়ানমারের নাগরিকদের
মধ্যে ত্রাণ বিতরণ ও বায়োমেট্রিক নিবন্ধন অব্যাহত
 
কক্সবাজার, ১১ আশি^ন (২৬ সেপ্টেম্বর) ঃ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 
আজ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত  কক্সবাজার জেলা প্রশাসনের অধীনে ৩ টি গুদামে পণ্যসামগ্রী প্রাপ্তি ও বিতরণ শেষে ১০৬ মে. টন চাল, ১৪.৬ মে. টন ডাল, ৩২ হাজার লি. তেল, ১০ হাজার ৫ শত কেজি লবণ, ৩২ মে. টন চিনি, ১৯ হাজার ৬ শত পিস কম্বল, ১৯ হাজার কেজি দুধ, ১২ মে. টন গোল আলু, ২০ টি তাঁবু ও ত্রিপল, ১০ হাজার কেজি ময়দা মজুত রয়েছে। উল্লেখ্য, প্রতিদিন এসব গুদামে পণ্যসামগ্রী গ্রহণ ও গুদাম হতে বিতরণ করা হয়।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ২০ হাজার ৯ শত ১২ জনের নিবন্ধন করা হয়েছে।
#
 
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৬০

 
সত্তর হাজার রোহিঙ্গা শিশুকে টিকা দেওয়া হয়েছে
                -- স্বাস্থ্যমন্ত্রী


উখিয়া (কক্সবাজার), ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতার পাশাপাশি রোহিঙ্গাদের  চিকিৎসায় মেডিকেল টিম কাজ করছে।  ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  বিশেষ ইপিআই কার্যক্রমের মাধ্যমে ৭০ হাজার রোহিঙ্গা শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও হাম রুবেলা টিকা  প্রদান করা হয়েছে। তিনি স্বাস্থ্য দপ্তরের সবাইকে আন্তরিকতার  সঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

     মন্ত্রী গতকাল (২৫ সেপ্টেম্বর) উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র টেকনাফের শামলাপুর, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, উনচিপ্রাং কেন্দ্র ও উখিয়ার বালুখালীতে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।

রোহিঙ্গাদের ব্যাপারে বর্তমান সরকার খুবই মানবিক ও আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার অবিলম্বে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে কাজ শুরু করবে এবং পালিয়ে আশা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী, কেন্দ্রীয় বিএমএ সভাপতি ডা.  মোস্তফা জালাল মহিউদ্দিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন।

#

বশার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৫৯

ভয়েস অভ্ আমেরিকা হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের সেতুবন্ধ
                                                                --- তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :
ভয়েস অভ্ আমেরিকা (ভিওএ) সংবাদ সংস্থাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের সেতুবন্ধ বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের ইএমকে মিলনায়তনে ভয়েস অভ্ আমেরিকার ৭৫ বছর ও এর বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সংস্থা আয়োজিত ‘মেনি ইয়ারস, মেনি স্টোরিজ- ভিওএ ৭৫ ও ভিওএ ৬০’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে সঠিক তথ্যপ্রবাহ বজায় রেখে এদেশের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ভয়েস অভ্ আমেরিকা। একাত্তরের মুক্তিযুদ্ধ, সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনসহ সবসময়েই মার্কিন সরকারের যে নীতিই থাক, ভয়েস অভ্ আমেরিকা এদেশের মানুষের কথা তুলে ধরেছে।
আগামী দিনেও বাংলাদেশের সামনে যে দারিদ্র্য নির্মূল, নারী-পুরুষ সমতা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় ভয়েস অভ্ আমেরিকা তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন হাসানুল হক ইনু।
ভয়েস অভ্ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সভাপতিত্বে ও নাসরিন হুদার সঞ্চালনায় সংস্থার সংবাদকর্মীসহ গণমাধ্যম প্রতিনিধিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
#

আকরাম/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৫৮
 
ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং এর সুনাম অক্ষুণœ রাখতে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে  শিক্ষা বোর্ডের নবনির্বাচিত কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ নির্দিষ্ট করে দেয়া হয়েছে এবং ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। শিক্ষার্থীদের সংখ্যাও আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে বোর্ডের কাজ অনেক বৃদ্ধি পেয়েছে। বোর্ডের সকলের আন্তরিক চেষ্টার ফলে সময়মতো পরীক্ষা নেয়া এবং ফলাফল প্রকাশ  করা সম্ভব হচ্ছে। এটা অব্যাহত রাখতে হবে।

    কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান ও সচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বক্তৃতা করেন।

#

আফরাজ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

Handout                                                                                                            Number : 2457

 

 

Saudi Ambassador calls on state Minister for Foreign Affairs

 

 

Dhaka, 26 September:

Ambassador of the Kingdom of Saudi Arabia Abdullah M. H. Almutairi paid a courtesy call on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam today at the Foreign Ministry. They exchanged views on various issues of bilateral relations as well as regional and international issues of common concern.

While updating the latest situation of the forcibly displaced Myanmar nationals who entered Bangladesh, State Minister expressed deep gratitude to the Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz  for extending humanitarian support to the distressed Myanmar nationals as well as for the leading role of the Kingdom for successfully holding summit level meeting of the OIC Contact Group on Rohingya Minority in New York on 19 September 2017 at the sideline of the 72nd UN General Assembly.

It may be mentioned that  King Salman has instructed King Salman Centre for Relief and Humanitarian Aid to allocate 15 million US Dollar as humanitarian aid for the Rohingya people. Saudi Arabia has already sent 100 tons of relief materials for them to be distributed through International Organization for Migration (IOM). Saudi Ambassador informed that a Saudi delegation is currently in Cox’s Bazar and another delegation is coming by the end of this week to continue relief support. He reassured that Saudi Arabia will continue to provide support to ensure return of the forcibly displaced Myanmar nationals.

Saudi Ambassador also informed that the Saudi Government has taken decision to fund 20 million US Dollar for construction of mosques in Bangladesh. An evaluation team from Saudi Arabia is expected to visit Bangladesh shortly to discuss the issue in details with the concerned authorities in Bangladesh.

#

 

Khaleda/Mahmud/Mosharaf/Joynul/2017/1850hours

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৫৬
 
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১২০০ স্যানিটারি ল্যাট্রিন ও ১২০০ নলকূপ স্থাপন

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জরুরি ভিত্তিতে নিরাপদ খাবার পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১২০০ স্যানিটারি ল্যাট্রিন ও ১২০০ নলকূপ স্থাপন করছে।

ক্যাম্পগুলোতে ১৪টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৩০০০ লিটার ধারণক্ষমতার ৬টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১০০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। রিজার্ভারসমূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। কক্সবাজারে ইতোমধ্যে ৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত করা হয়েছে। কেন্দ্রীয় ভা-ারে আরো ১৪ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে শরণার্থী ক্যাম্পসমূহে ১৩৫০ কিলোগ্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে এবং আরো ৬৫০ কিলোগ্রাম  মজুত রয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার জেলায় দেশের বিভিন্ন স্থান হতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরেজমিনে মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম তদারকি করছেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

#

জাকির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৫৫
 
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে পর্যটন মন্ত্রী
বাধা অতিক্রম করে এগিয়ে যাবার মিছিলে এখন পর্যটন শিল্প

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শত বাধা  অতিক্রম করে এগিয়ে যাবার মিছিলে শামিল হয়েছে বাংলাদশের পর্যটন শিল্প। তাই এবারের বিশ্ব পর্যটন দিবস এ শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এর সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালন করা হচ্ছে। এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই পর্যটন- উন্নয়নের মাধ্যম’।

    মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজমসহ পর্যটন শিল্পের  গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বাক্ষর বহন করে। তিনি জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মন্ত্রণালয়, বিটিবি, বিপিসি ও বিভিন্ন সংস্থা সমূহ ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আগামীকাল সকাল সাড়ে আটটায় রাজধানীর মৎস্য ভবন  থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত র‌্যালি, সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় রবীন্দ্র সরোবরে এটিজেএফবি’র পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৮ সেপ্টেম্বর থেকে বসুন্ধরা কনভেশন সেন্টারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান এবং বিপিসি’র চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

#

মাহবুব/মাহমুদ/শেফায়েত/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২৪৫৪
 
জাতীয় শিশু হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

রাজধানীতে এক হাজার শয্যাবিশিষ্ট জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নির্মাণে জাপানের সহায়তা চাইলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

    বাংলাদেশ সফররত জাপানের কোচি বিশ^বিদ্যালয় গ্রাজুয়েট স্কুল অভ্ নার্সিং এর স্পেশালি অ্যাসাইন্ড প্রফেসর ড. হিরোকো মিনামি আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এই সহায়তা চান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ গত আট বছরে যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিশু মৃত্যু হার কমিয়ে এমডিজি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ পুরস্কৃত করেছে। সরকার এই সাফল্যকে আরো ঊর্ধ্বে নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার দেশের সাত বিভাগে একটি করে শিশু হাসপাতাল স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে এবং চতুর্থ জাতীয় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর প্রকল্পে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় রাজধানীতে একটি শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই হাসপাতাল নির্মাণে জাপান এগিয়ে আসলে এদেশের কোটি কোটি শিশু ব্যাপকভাবে উপকৃত হবে।

    জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ^স্ত বন্ধু হিসেবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ যোগাযোগ, অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের ধারাবাহিক অবদান এদেশের জনগণ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আগামীতে সহায়তা বাড়ানোর জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানে বাংলাদেশের কর্মসূচির ভূয়সী প্রশংসা করে হিরোকো মিনামি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা সারা বিশে^ প্রশংসিত হচ্ছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সির সহায়তায় বাংলাদেশে চলমান ক্যাপাসিটি বিল্ডিং অভ্ নার্সিং সার্ভিস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি এসময় মন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশের হাসপাতালগুলোতে সেবার মান বাড়াতে নার্সদের শিক্ষার মানোন্নয়ন, নার্সিং প্রশাসন ও ক্লিনিক্যাল প্র্যাকটিস এর আধুনিকায়নের জন্য পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প গত বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে। ঢাকায় জাতীয় শিশু হাসপাতাল স্থাপনে বাংলাদেশের প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার আশ^াস প্রদান করেন তিনি।

    স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মোঃ সিরাজুল ইসলাম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাতোশি নিশিকাতো (ঞধশধঃড়ংযর ঘরংযরশধঃড়)সহ মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।    
#

পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৫৩

নারী উন্নয়নে দেশের উন্নয়ন
                --- তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীদের পর্যাপ্ত উদ্যোগই পারে দেশের অর্থনীতিকে অভীষ্ট  লক্ষ্যে পৌঁছে দিতে। এ কারণে সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিতদের পাশাপাশি নারী সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে।  
আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘প্রগ্রেসিভ এওয়ার্ড ২০১৫ ও ২০১৬’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।  
বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমদের সভাপতিত্বে অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল আলম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের পরিচালক সাবিনা আলম সম্মানীয় অতিথি হিসেবে বক্তৃতা করেন।
‘নারীর উন্নয়নের অর্থ দেশের উন্নয়ন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব নারী ক্ষমতায়ন ঘটেছে। শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা-বাণিজ্য, চাকুরিসহ সকল পেশায় এগিয়ে আসছে আমাদের নারীরা। মনে রাখতে হবে, সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সম-অধিকার নিশ্চিত করার মধ্যেই দেশের সত্যিকার উন্নয়ন নিহিত।
তথ্যমন্ত্রী এ সময় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের দু’জন প্রতিনিধির হাতে ‘বিডব্লিউসিসিআই’ প্রগ্রেসিভ এওয়ার্ড তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- সাবিরা ইয়াসমিন, মিনারা বেগম, সাবা নওরিন পলি, সুরাইয়া পারভীন, জিনিয়া হাসনাত জুঁই, হাসনারা বেগম সুচী, সুফিয়া ইকবাল খান, আইনুন শামীমা আক্তার দোলা, একাত্তর টেলিভিশনের শামীমা আক্তার দোলা এবং দৈনিক প্রথম আলোর সানাউল্লাহ সাবিক তনু।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১২ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৫২
 
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 
দেশি-বিদেশি সাহায্য সংস্থাসমূহের প্রতি আহ্বান সেতুমন্ত্রীর   
 
কক্সবাজার, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :  
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এখন খুবই জরুরি। এ বিষয়ে দেশি-বিদেশি সাহায্য সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ কক্সবাজারের ঈন্দ্রসেন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাদের বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উখিয়া এবং টেকনাফের জনগণ যে উদারতা ও সহানুভূতি দেখাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় জনসাধারণের সহযোগিতা না পেলে বিশাল সংখ্যক শরণার্থীর চাপ মোকাবিলা এবং ত্রাণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন হতো।
তিনি আরো বলেন, ত্রাণ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিককর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণে সমন্বয় বেড়েছে। পরে মন্ত্রী মঙ্গল প্রদীপ জ্বেলে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন।
এসময় সংসদ সদস্য সায়মুম সারোয়ার কমল, সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাড. রনজিৎ দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নাছের/রিফাত/রফিকুল/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৫১ 
 
রোহিঙ্গা এতিমশিশুদের স্মার্টকার্ড প্রদান করা হবে
                                -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) : 
 
আজ সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাখাইন থেকে আগত এতিমশিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে বিরল। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাখাইন থেকে আগত এতিমশিশুদের আমাদের দেশীয় শিশুদের মতো করে দেখভাল করার নির্দেশ দেন। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে  প্রতিটি রোহিঙ্গা এতিমশিশুর জন্য স্মার্টকার্ড প্রদানের ব্যবস্থা হচ্ছে। এক্ষেত্রে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিমশিশু কিশোরদের আলাদা করে তাদের থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এজন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন এর কাছ থেকে নেবার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদসম্মেলনে প্রতিমন্ত্রী জানান।
  তিনি আরো বলেন, ইতোমধ্যে গুগোল ফরমের মাধ্যমে প্রায় ২ হাজার এতিমশিশুর ডাটাবেইস তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি শিশুদের ডাটাবেইস তৈরি সম্পন্ন হবে এবং স্মার্টকার্ড দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে প্রায় ৬ হাজার রোহিঙ্গা এতিমশিশু আমাদের দেশে প্রবেশ করে থাকতে পারে। এসব এতিমশিশুদের  আলাদাভাবে  মানসম্পন্ন  খাবার দেয়া হবে। সরকার বর্তমানে দেশে ১৩২ টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালণপালন করে আসছে। 
#
 
মাইদুল/রিফাত/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৪৯ 

 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) : 
 
জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোহিঙ্গাদের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরগৃহীত পদক্ষেপ কমিটিকে অবহিত করেন।
কমিটি দক্ষিণ কোরিয়াপ্রদত্ত ফান্ড দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন করার সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জ জেলায় এসেনশিয়াল ড্রাগস লিঃ কে পৌরসভা থেকে আগামী এক মাসের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করে। 
বৈঠকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সম্প্রসারণের কার্যক্রম, ওটি’র সংখ্যা বৃদ্ধি এবং সিসিইউতে সেবা আরো বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ করা হয়। কমিটিতে দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের ১১ ও ১৩ সেপ্টেম্বরের বৈঠকে উত্থাপিত ‘বাংলাদেশ কলেজ অভ্ ফিজিসিয়ানস এন্ড সার্জনস বিল ২০১৭’ এবং ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল, ২০১৭’ এর ওপর বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন। 
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। 
#
 
নুরুল/রিফাত/সাহেলা/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৪৮
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দাইয়ূ’র এইচআর টিমের সাক্ষাৎ
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর ) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে কোরিয়ান উধবড়িড় ঊ্ঈ কনস্ট্রাকশন কোম্পানির গ্লোবাল এইচআর এন্ড সার্ভিস টিম সাক্ষাৎ করে। উধবড়িড় ঊ্ঈ এর পক্ষে নেতৃত্ব দেন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের জেনারেল ম্যানেজার ঔড়ড়হম-ঐধিহ খরস।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরিয়ান উধবড়িড় ঊ্ঈ কোম্পানি সারা বিশ্বে সুনামের সাথে কনস্ট্র্রাকশনখাতে কর্মী নিয়োগ করে থাকে। বাংলাদেশি কর্মী নিয়োগে উধবড়িড় ঊ্ঈ কে সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন তিনি ।
এসময় জেনারেল ম্যানেজার ঔড়ড়হম-ঐধিহ খরস বাংলাদেশের কর্মীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা অনেক পরিশ্রমী ও বিশ্বস্ত।  
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. সেলিম রেজা ও শ্রম-অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং উধবড়িড় ঊ্ঈ কনস্ট্রাকশন কোম্পানির গ্লোবাল এইচআর এন্ড সার্ভিস টিমের ম্যানেজার ঐুড়হড়ঁ ঝঊঙসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
 
#
জাহাঙ্গীর/রিফাত/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৭/১৫২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৪৭ 
 
কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী
 
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :  
কানাডা ও যুক্তরাষ্ট্রের কারিগরি মাননিয়ন্ত্রণ প্রতিষ্ঠান পরিদর্শন এবং দেশ দু’টির মান অবকাঠামো সম্পর্কিত কারিগরি নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা লাভের জন্য ২৭ সেপ্টেম্বর ভোরে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
কানাডা সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের মাননিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ‘ইন্টারটেক কানাডা’ পরিদর্শন এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি কানাডার সংসদ সদস্য ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি ঘধঃযধহরবষ ঊৎংশরহব ঝসরঃয এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 
আমির হোসেন আমু কানাডা সফরশেষে যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি মেরিল্যান্ডের মান অবকাঠামো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান টিবিসি ও আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিদর্শন করবেন। এছাড়া, তিনি নিউইয়র্কে ‘ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্ট অভ্ এগ্রিকালচার’ পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মান অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হবেন। 
‘জাতীয় গুণগত মাননীতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে। এর অভিজ্ঞতার আলোকে ‘বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল’ গঠন করা হবে। এ প্রতিষ্ঠান স্থাপিত হলে, দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অভিন্নমান নির্ধারণ সম্ভব হবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশি পণ্যের টিকে থাকার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। 
সফরকালে তিনি ছয়সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান মোঃ ছায়েদুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান 
মুঃ আনোয়ারুল আলম, মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ (কিরন) ও প্রটোকল অফিসার আবু বক্কর চৌধুরী প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। 
আগামী ১৫ অক্টোবর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/রিফাত/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৪৫
বিশ্ব পর্যটন দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস ২০১৭’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস ২০১৭’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ঝঁংঃধরহধনষব ঞড়ঁৎরংস-ধ ঞড়ড়ষ ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান পর্যটন শিল্পের সম্ভাবনা উপলব্ধি করে ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশন গঠন করেন।
ঝঁংঃধরহধন
Todays handout (6).docx