Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী ৩১ জানুয়ারি ২০১৯

Handout                                                                                                          Number : 421

 

US Ambassador calls on Foreign Minister and State Minister for Foreign Affairs

 

Dhaka, January 31 :

 

            The US Ambassador to Bangladesh Earl Robert Miller today called on the Foreign Minister Dr. A K Abdul Momen, MP and State Minister for Foreign Affairs Md. Shahriar Alam, MP. The US Ambassador congratulated the newly appointed Foreign Minister of Bangladesh and assured him full cooperation in his new assignment. Foreign Minister Dr. Momen thanked the US Ambassador and said that there is the scope to take existing friendly relations between Bangladesh and USA to a new height.

 

            The US Ambassador was highly appreciative of the Government of Prime Minister Sheikh Hasina for giving shelter to the persecuted Rohingyas.

 

            Foreign Minister Dr. Momen  praised the US government for the continued political support on the Rohingya issue. He said that a credible pressure needs to be created on Myanmar so that the latter creates favourable environment in the Rakhine State in order for the Rohingyas to return home. He also raised the issue of creating “safe zone” inside Rakhine State for the Rohingyas which he supported. He said that the US government will remain beside Bangladesh in resolving the Rohingya crisis.  Regarding relocation of some Rohingyas in Bhashan Char, the Foreign Minister informed the US envoy that around one lac Rohingyas are planned to be relocated there on voluntary basis. The Rohingyas will have livelihood opportunities in Bhashan Char. “These islands will turn into Singapore”- he said.   

 

            Dr. Momen noted that USA is presently the single largest source of overseas investment. However, the US investments are predominantly concentrated in the energy sector. They may invest in infrastructure development. “It is an exciting time to invest in Bangladesh and there are tremendous opportunities diversify US investments”-he said. The Foreign Minister also sought support from the US administration to secure tariff free access for Bangladesh’s garments products in the US market.

 

            Dr. Momen raised the issue of repatriation of murderer Rashed Chowdhury, a convicted killer. He said, if US Court convicts someone in that case US will surely take all initiatives to enforce the judgment. Ambassador Miller agreed and stated he will inform this to his capital.

 

            Later the US envoy separately met with the State Minister for Foreign Affairs and discussed pertinent issues in Bangladesh-US bilateral relations. The State Minister pointed out that though Bangladesh’s exports to USA under GSP were minimal, some promising business entrepreneurs suffered due to GSP suspension. Referring to the recent passage of EPZ Labour Act, the State Minister pointed out that the Government of Prime Minister Sheikh Hasina is extremely labour friendly. State Minister Mr. Alam said that high tariffs coupled with GSP suspension puts Bangladeshi businessmen into a formidable challenge in entering the US market. The State Minister emphasized on public diplomacy for expansion of Bangladesh-USA political and business ties.   

#

 

Tohidul/Mahmud/Parvez/Salim/2019/22.00 Hrs

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৪২০
 
বিডায় এনআরবি প্রকৌশলীদের সাথে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক প্রসÍুতিমূলক সভা অনুষ্ঠতি
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
বাংলাদশেরে অর্থনীতিতে বিভিন্ন পেশার অনিবাসী বাংলাদেশি (ঘজই-ঘড়হ জবংরফবহঃ ইধহমষধফবংযর) বিশেষ করে প্রকৌশলীদের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রচুর সুযোগ রয়ছে।ে অন্যান্য দশেরে মতো বাংলাদেশেরও এ ব্যাপারে মনযোগী হতে  হব।ে 
 
আজ বাংলাদশে বনিযি়োগ উন্নয়ন র্কতৃপক্ষ (বডিা) এর নর্বিাহী চয়োরম্যান কাজী মোঃ আমনিুল ইসলাম বডিা র্কাযালয়ে  এনআরবি প্রকৌশলীদের সাথে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক একটি প্রসÍুতিমূলক সভায় সভাপতত্বি করার সময় এসব কথা বলনে। আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলী কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে সভায় জানানো হয়। 
সভায় প্রকৌশলী আজাদুর রহমান নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। সভায় এটুআই প্রতিনিধি অনিবাসী বাংলাদেশিদের ওফবধ ড়ভ ঊীঢ়বৎঃরংব এবং ওফবধ ড়ভ ওহাবংঃসবহঃ এই দুটি বিষয়ে খেয়াল রেখে বিনিয়োগ করতে বলনে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সম্প্রতি অনুমোদিত রপ্তানিনীতি আদেশ ২০১৮-২০২১ এ সরকারি প্রাধিকারভুক্ত খাতসমূহ উল্লেখ করে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য এ খাতসমূহকে চিহ্নিত করার জন্য অনুরোধ জানান। এফবিসিসিআই’র প্রতিনিধি অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের মাধ্যমে ঃবপযহড়ষড়মু ঃৎধহংভবৎ ও ঃবপযহরপধষ ড়িৎশ এর বীঢ়বৎঃরংব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ডিসিসিআই’র প্রতিনিধি ংসধৎঃ পরঃু, পুনবৎ ংবপঁৎরঃু, ৎবধষরংঃরপ নঁংরহবংং, রহভৎধংঃৎঁপঃঁৎব ফবাবষড়ঢ়সবহঃ, ধঁঃড় সড়নরষব রহফঁংঃৎু সহ ১২টি সম্ভাবনাময় সক্টের উল্লেখ করে অনিবাসী বাংলাদেশিদের জন্য মাঝারী আকারের আলাদা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সুপারিশ করেন। আমেরিকা-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি অষঃবৎহধঃরাব জবংড়ঁৎপব ও ডধংঃব গধহধমবসবহঃ, ঊহবৎমু চৎড়ফঁপঃরড়হ (বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন) খাতটি উল্লেখ করেন।
চায়না-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি রহভৎধংঃৎঁপঃঁৎব ফবাবষড়ঢ়সবহঃ, পাট থেকে প্ল্যাস্টিক ব্যাগ তৈরি ও অন্যান্য কৃষি ও কৃষিজপণ্য উৎপাদনে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগানোর উদ্যোগের অনুরোধ জানান।
#
শরীফা/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/২২০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ৪১৯
 
প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি ও অডিটোরিয়াম নির্মাণ করা হবে
                                                       -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগামী বছর মুজিব বর্ষ পালিত হবে। এ উপলক্ষে একই দিনে বাংলাদেশের সকল উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক নাটক মঞ্চায়ন করা হবে। তিনি বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের সকল উপজেলায় শিল্পকলা একাডেমি নির্মাণ ও ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
 
মন্ত্রী আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত আট দিনব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান।
 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ তুলনামূলকভাবে কম। বাজেটে যাতে এ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো যায়, সে চেষ্টা করা হচ্ছে। সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান ও মামুনুর রশীদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
 
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪১৮
 
মেধার সাথে চাই দেশপ্রেম ও মনন 
        -- ঢাকা আন্তর্জাতিক কবি সম্মেলনে তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'মানবিক উৎকর্ষের জন্য মেধার সাথে চাই দেশপ্রেম ও মনন। তবেই তা সকলের জন্য কল্যাণ বয়ে আনে।' 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কবি সংগঠন 'কথক' আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিট ২০১৯’ এর প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
সম্মেলনে দেশি-বিদেশি কবিদের উষ্ণ স্বাগত জানিয়ে ও কবিতাকে জীবনের নির্যাস ও স্বপ্নদ্রষ্টা বলে অভিহিত করে মন্ত্রী বলেন, কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শেখায়।  এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, 'বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় প্রায়শই কবিতার পঙক্তি উদ্ধৃত করতেন, কাব্যপ্রেমী ছিলেন তিনি।'  মন্ত্রী নিজেও ছোটবেলায়  কবিতা লেখার কথা স্মরণ করেন এ সময়। 
 
ইরাক, উরুগুয়ে, কঙ্গো, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও এ দেশের কবিদের তিন দিনের এ সম্মেলন পরিচালনা করছেন ভালোবাসার কবি হিসেবে খ্যাত কবি আমিনুর রহমান।  মন্ত্রীর সাথে অতিথি কবিবৃন্দ এ দিন আমিনুর রহমান সম্পাদিত 'বিশ্বসেরা সমকালীন কবিদের কবিতা'সহ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। দেশি-বিদেশি ১৫ জন কবির হাতে কথক সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী।   
 
কবি আসাদ চৌধুরী,  হায়াত সাইফ,  মুহম্মদ নূরুল হুদা,  জাহিদুল হক প্রমুখ সম্মেলনে অংশ নিচ্ছেন।     
 
#
 
আকরাম/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৪১৭
 
কৃষিমন্ত্রীর সাথে ইরি এবং বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাকের সাথে আজ সচিবালয় তাঁর কার্যালয়ে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদল পৃথকভাবে সাক্ষাৎ করেন। উৎ. ঐঁসহধঃয ইযধহফধৎর  ইরি’র এবং ঝধহলধু  ঝৎরাধংঃধাধ বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
 
ইরি’র প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। সমস্যা মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইরি’র সহায়তা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘উভয়েই একসাথে কৃষির সাফল্যের অগ্রযাত্রাকে টেকসই করবো। ইতিপূর্বে যৌথভাবে উদ্ভাবিত ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডে রাইস। যার ফলে দেশের ভিটামিন এ -এর অভাব অনেকাংশে দূর হবে। এভাবে পারস্পরিক সাহায্য সহযোগিতার ফলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’ 
 
চালভিত্তিক কৃষি খাদ্য ব্যবস্থা, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করার জন্য পাঁচ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রণয়ন ছিল আলোচনার মূল বিষয়।  
 
মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইরি এশিয়াতে খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রেখে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে অনেক অবদান রয়েছে। বর্তমান কৃষি বিপ্লবেও ইরি’র অংশীদারিত্ব রয়েছে।  উপকূলীয় লবণাক্ত অঞ্চলে কৃষির উন্নয়নে তাদের সহায়তা চান কৃষিমন্ত্রী। 
 
পরে মন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ আলোচনায় কৃষি প্রধান্য পায়। সরকার ও বিশ্বব্যাংকের এ যৌথ উদ্যোগের ফলে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত সহনশীল প্রযুক্তি, কার্যক্রম ও কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির পথ খুলে যাবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী। পাশাপাশি এতে কৃষি খাতের বিভিন্ন অন্তরায়ও দূর করা সম্ভব হবে। কৃষিমন্ত্রী প্রতিনিধিদলকে জানান বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে তিনি তাদেরকে পাশে চান। এছাড়া বিশ্বব্যাংক মনে করে বাংলাদেশ সময়োপযোগী সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে কৃষিতে সাফল্য এসেছে। ভবিষতে বাংলাদেশের অগ্রযাত্রায় তারা পাশে থাকবে।
 
  সবশেষে মন্ত্রীর সাথে ওহঃবৎহধঃরড়হধষ ঋড়ড়ফ চড়ষরপু জবংবধৎপয ওহংঃরঃঁঃব (ওঋচজও) প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। কৃষির বর্তমান অবস্থা, ভবিষৎ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রেক্ষিতে আর্ন্তজাতিক বাজারে কৃষি পণ্যের রপ্তানি ও এর বাজার সম্পর্কে খবর জানতে চান মন্ত্রী। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উৎ. অকঃবৎ অঐসবফ, ঈড়ঁহঃৎু জবঢ়ৎবংবহঃধঃরাব, ওঋচজও ।
 
#
গিয়াস/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪১৬
 
পাটের বহুমুখী ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে
                                        -- বস্ত্র ও পাটমন্ত্রী
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, পাটের বহুমুখী ব্যবহারে উৎসাহিত এবং জনপ্রিয় করে পাট চাষিদের সোনালি স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে সরকার।  এজন্যে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি  জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। 
 
মন্ত্রী আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটখাত সংশ্লিষ্ট স্টেক হোল্ডার/সমিতি/ অ্যাসোসিয়েশন সাথে আয়োজিত এক সভায় এসব কথা বলেন। 
 
সভায়  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মিজানুর রহমান, বিজেএমসি’র চেয়ারম্যান  শাহ মোঃ নাসিম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাসছুল আলম, শির্পাস কাউন্সিল অভ্ বাংলাদেশ এর প্রেসিডেন্ট রেজাউল করিম, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ), বিজেএ, বিজেএসএ, পাট চাষি সমিতি’র প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার অভীষ্ট লক্ষ্যে অগ্রসরমান। পাটশিল্পে সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পাট শিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার দেশের অভ্যন্তরে ১৯টি পণ্য যথা ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সার ইত্যাদি মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। 
 
সভায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০’ এর সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা, পাটকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি বাস্তবায়নের অগ্রগতি, কাঁচা পাট রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, এ খাতে যে সব  সমস্যা রয়েছে তা সরকার অবগত আছে। এ সমস্যা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০” এর সুষ্ঠু বাস্তবায়নের জন্য তিনি সকল পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। 
 
মন্ত্রী বলেন, সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় কাজ করে যাবে।   
 
#
সৈকত/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪১৫
 
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন 
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ আজিমপুর অগ্রণী স্কুল ও কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরচ্ছিন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। 
 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যাবশ্যক। প্রত্যেক সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে হবে। এই চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবারে শিক্ষকম-লী, শিক্ষার্থীগণ নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজে অংশ নিবেন। প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মন ভাল থাকে এবং ভাল কাজ করার উৎসাহ তৈরি হয়।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল ভাল উদ্যোগের সাথে এ উদ্যোগটিও এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীরা দূরে থাকবে। বাল্যবিবাহও আমরা চাই না।
 
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন এবং অগ্রণী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রেজাউজ্জামান ভ্ইূয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
#
 
আফরাজুর/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা 
  
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ৪১৪
গার্মেন্টস শিল্পে শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে হেল্প লাইন উদ্বোধন
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
শ্রম পরিস্থিতি, ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন এবং যে কোনো পরিস্থিতি জানানোর জন্য  হেল্প লাইন ১৬৩৫৭ চালু করেছে সরকার। এ হেল্প লাইন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তত্ত্বাবধান করবে। এটি ২৪ ঘন্টা চালু থাকবে। এতে বিনা খরচে কল করা যাবে। নম্বরটি প্রতিটি কারখানায় বড় বড় অক্ষরে দর্শনীয় স্থানে লেখা থাকবে। 
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তৈরি পোশাক শিল্পখাতে সমন্বিত শ্রম ব্যবস্থাপনা’ বিষয়ক সাংবাদিক সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ হেল্প লাইনের উদ্বোধনকালে এসব কথা বলেন। 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, কারখানায় মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে শ্রম পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ  রাখার লক্ষ্যে সার্বক্ষণিক শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করে ২৯টি পরিবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
       প্রতিমন্ত্রী বলেন, কমিটির সদস্যরা ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয় মনিটরিং করবেন, কোনো কারখানায় শ্রমিক ছাটাই বা চাকরি চ্যুতির ঘটনা ঘটলে আইনানুগ নিষ্পত্তি করবেন, কোনো বিশৃংখলা দেখা দিলে কারখানায় যাবেন এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। এই কমিটির সদস্যরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য মালিকদের সাথে আলোচনা করে প্রতিটি কারখানায় ফোকাল পয়েন্ট নির্ধারণ করবেন, সামগ্রিক শ্রম পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়ে নিয়মিত প্রতিবেদন প্রেরণ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি আয়ের প্রধান খাত এই গার্মেন্টসের জন্য ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন একটি কঠিন কাজ। কারণ সব মালিকের সক্ষমতা সমান নয়। তারপরও মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে আর কোনো অস্থিরতা সৃষ্টি হোক সরকার তা চায় না। মজুরি কাঠামো বাস্তবায়নে শ্রম পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে দেশের শ্রমঘন এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় এই ২৯টি কমিটি গঠন করা হয়েছে । 
‘গার্মেন্টস শিল্পের জন্য ঘোষিত মজুরি কাঠামোর কয়েকটি গ্রেডে আশানুরূপ বেতন বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকদের মাঝে কিছুটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায়, মালিকদের স্বদিচ্ছা, শ্রমিক নেতৃবৃন্দের আন্তরিকতা সর্বপোরি আপনাদের সকলের সহযোগিতায় মজুরি সমন্বয়ের মাধ্যমে খুব দ্রুততার সাথে তা সমাধান করতে সক্ষম হয়েছি। সকল শ্রমিক ভাই-বোনেরা কাজে যোগ দিয়েছেন, শ্রম পরিস্থিতি এখন স্বাভাবিক। ইতিমধ্যে সমন¦য়কৃত মজুরি কাঠামো গেজেট প্রকাশ করা হয়েছে’ প্রতিমন্ত্রী উল্লেখ করেন।  
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ এমপ্লায়ারস ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিকেএমই’র ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু বক্তৃতা করেন।
#
আকতার/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা  

Handout                                                                                                                    Number: 413

German Federal Minister for Foreign

Affairs congratulates Dr. A K Abdul Momen

Dhaka, 31 January:

            German Federal Minister for Foreign Affairs Heiko Maas has congratulated Dr. A K Abdul Momen on his appointment as the Foreign Minister of Bangladesh.

            In a message, the German Federal Minister has praised the tremendous economic and social progress of Bangladesh. He has also expressed his conviction that the government will remain on this path of dynamic development.

#

Tohidul/Mahmdud/Pervez/Joynul/2019/2015 hours

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪১২  
 
দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রদান করা হবে
---ভূমিমন্ত্রী
 
গোপালগঞ্জ, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
গোপালগঞ্জে অনুষ্ঠিত ই-নামজারি কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালকরণের মাধ্যমে জনগণকে দুর্নীতিমুক্ত কার্যকর ভূমি সেবা প্রদান করাই তাঁর প্রতিশ্রুতি। তিনি স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ভূমি মন্ত্রণালয়কে তাঁর প্রতিশ্রুত পর্যায়ে নিয়ে যাবেন।   
 
এটুআই এবং ভূমি সংস্কার বোর্ডের সহায়তায় গোপালগঞ্জসহ দশটি জেলায় ই-নামজারি কোর্স পরিচালিত করা হয়। উক্ত কোর্সে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, নামজারি সহকারীসহ মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানরত সরকারি কর্মচারীদের উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় দু’টি ব্যাচে মোট পঞ্চান্নজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। ইতিমধ্যে, ঢাকা মহানগরীতে নামজারির কাজ সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে এখন জেলা শহরগুলোতে এই ব্যবস্থা চালু করার উদ্দেশ্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। 
 
ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়, ই-নামজারি অ্যাপ্লিকেশনটি খুবই ব্যবহার বান্ধব। ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (িি.িষধহফ.মড়া.নফ) একটি অংশ। এছাড়াও, প্রশিক্ষণপ্রাপ্ত ভূমি সেবা প্রদানকারীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খোলা হয়েছে  যেন প্রথমে তাঁরা নিজ সমস্যার কথা একে অপরকে জানানোর মাধ্যমে দ্রুত সমাধান পেতে পারেন। সেই সাথে, অ্যাপ্লিকেশনটির ব্যবহার পদ্ধতি ইউটিউবে আপলোড করা আছে। ভূমিসেবা গ্রহণকারীদের নির্বিঘœ সেবা প্রদানের সুবিধার কথা বিবেচনা করেই তাঁরা এই অনানুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর সেবা সহজীকরণ কার্যক্রমের এক ধরণের বাস্তবায়ন। 
 
মন্ত্রী মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে ভূমি সচিবকে নির্দেশ দেন। তিনি বলেন, সবাই মিলে ভালোভাবে কাজ করলে অবশ্যই ভূমি সেক্টরের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। 
 
ভিডিও কনফারেন্সে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটোয়ারী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন। এছাড়া ভিডিও কনফারেন্সের গোপালগঞ্জ অংশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারসহ প্রশিক্ষণ তত্ত্বাবধানরত ভূমি সংস্কার বোর্ডের প্রশিক্ষক, সংশ্লিষ্ট কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
 
পরে মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
#
নাহিয়ান/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২০০৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪১১
 
শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করা উচিত
                                                                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করা উচিত। আদর্শবান হয়ে নিজেদের গড়ে তোলায় তাদেরকে উন্নয়নে সচেষ্ট হতে হবে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘১২তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  তিনি বলেন, বিজ্ঞান চর্চা আমাদের ব্যবহারিক জ্ঞানকে শাণিত করে। এর চর্চা ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত। 
 
তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্রাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়ার্ড, আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, প্রোগ্রামিং কনটেস্ট, রোবোটিক ওয়ার্কশপ, এবহবৎধষ অলিম্পিয়ার্ড, ওহভড়ৎসধঃরপং অলিম্পিয়ার্ড, চেস, গেইমিং ও এলএফআর প্রতিযেগিতা অনুষ্ঠিত হবে।  আগামী ২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
 
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল করিম খান।  
 
#
 
আসলাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪১০
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আমদানি
রাশিয়ার কোম্পানির সাথে প্রাথমিক পর্যায়ের চুক্তি স¦াক্ষর
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে রাশিয়ান কোম্পানি ইভিইএল এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে পরমাণু শক্তি কমিশনের সদস্য পরিকল্পনা ও উন্নয়ন ড. ইমতিয়াজ কামাল এবং রাশিয়ার পক্ষে রোসাটমের ওভাসেসের ভাইস প্রেসিডেন্ট ঘওকওঞঅ গঅতঊওঘ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ এস এম সাইফুল হকসহ মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আনার যে কার্যক্রম তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
#
 
 
বিবেকানন্দ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪০৯
 
বিশ্বমানের জাহাজ ভাঙ্গা শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
বিশ্বমানের জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিংয়ের গুরুত্ব উপলব্ধি করে সরকারের ইশতেহারে এ খাতের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এ জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং থেকে সরে যাওয়ায় বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। 
বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর প্রতিনিধিদলের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রীর দপ্তরে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।   
বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফীন, বিএসবিআরএ’র সভাপতি এম এ তাহের, নির্বাহী সদস্য মাস্টার আবুল কাশেম, শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী এবং জাহাজ ভাঙ্গা শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম উপস্থিত ছিলেন। 
বৈঠকে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্পখাতের সম্ভাবনা ও উন্নয়নে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে এ শিল্প ক্রমেই পরিবেশবান্ধব হিসেবে গড়ে ওঠছে। ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের গ্রেডিং
Todays handout (10).docx