তথ্যবিবরণী নম্বর : ৩৬০৯
ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালাবে বিএসটিআই
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর ) :
ভোক্তা পর্যায়ে শতভাগ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এর আলোকে এ অভিযান পরিচালনা করা হবে। আইনের কঠোর প্রয়োগের আগে ১০ ডিসেম্বর ঢাকায় ভোজ্যতেল রিফাইনারি মালিক, আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হবে বলে তিনি জানান।
বিসিকের ‘সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরির কার্যক্রমের মাধ্যমে আয়োডিনঘাটতি পূরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োডিনযুক্ত লবণ এবং শিল্প মন্ত্রণালয়ের ‘ফর্টিফিকেশন অভ্ এডিবল অয়েল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় শিল্পসচিব এসব তথ্য জানান। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ এসভা অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাজাদী আঞ্জুমান আরা, বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মাইক্রোনিউট্রেন্ট ইনিশিয়েটিভ (গও) এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিসেফের নিউট্রিশন অফিসার ডা. আইরিন আক্তার চৌধুরী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ্ড নিউট্রিশন (এধরহ) এর কর্মকর্তা দেবাশীষ চন্দসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাড়াতে সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতোমধ্যে দেশে আয়োডিন ঘাটতিজনিত রোগবালাই কমে এসেছে। বর্তমানে দেশের শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ কম-বেশি আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে। ভোক্তাপর্যায়ে শতভাগ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে ১শ’ ১৭টি লবণ কারখানায় লবণ পরীক্ষাগার স্থাপন, ২শ’ ৬৭টি লবণ কারখানায় এসআইপি মেশিন সরবরাহ এবং ২শ’টি কারখানায় এসআইপি মেশিন আধুনিকায়ন করা হয়েছে। আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও বাজারজাতকরণে বাধ্য করতে সরকার লবণ আইনের কঠোর প্রয়োগ করবে বলে সভায় জানানো হয়।
সভায় আরো জানানো হয়, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কর্মসূচির আওতায় সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি ভোজ্যতেল শোধনাগারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা অনুসারে ভোজ্যতেল রিফাইনারিগুলো তেল উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করবে। যেসব রিফাইনারি এখনও এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেনি, তাদেরকে বিদ্যমান আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বিপণনে বাধ্য করা হবে।
সভায় শিল্পসচিব বলেন, সরকার জনস্বার্থে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ এবং লবণে আয়োডিন মেশানোর কর্মসূচি গ্রহণ করেছে। বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে গৃহীত এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি জনকল্যাণমুখী এ কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।
#
জলিল/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর ) :
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল ২০১৫ এর ৪(১) এ কর্পোরেশনের অনুমোদিত মূলধন ৫ কোটি টাকার পরিবর্তে ১০০ কোটি টাকা এবং বিলের ৬ নং অনুচ্ছেদে ‘পরিচালনা পর্ষদ গঠনের ত্রুটি’ শব্দসমূহ বাদ দেয়ার সুপারিশ করে। এছাড়া, বিলটি পুঙ্খানুপুংখভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থানের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিপিসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ইনামুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০৫
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর ) :
জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, পংকজ নাথ, পিনু খান এবং জেবুন্নেছা আফরোজ অংশগ্রহণ করেন।
বৈঠকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজভাষা চর্চায় উৎসাহ প্রদান, ভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীর রং পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা প্রসঙ্গে নবম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ, ৫ম ও ১৭তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজ ভাষা চর্চা ও গবেষণার জন্য ঢাকা বিশবিদ্যালয়ে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।
এছাড়া, শিল্পকলা একাডেমির আগামী পাঁচ থেকে দশ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য প্রত্যেক উপজেলায় একজন করে সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০৩
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আগামীকাল
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর ) :
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আগামীকাল ৯ ডিসেম্বর উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন।
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন করে আসছে কমিশন। এ উপলক্ষে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সোয়া নয়টায় কমিশনের প্রধান কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি শেষে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী র্যালি, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ‘গণশুনানি’ অনুষ্ঠিত হবে। গণশুনানিতে ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাবরেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহ হতে সেবা গ্রহণে যে সকল নাগরিক হয়রানি বা দুর্নীতির শিকার হয়েছেন তারা ঐদিন অনুষ্ঠিতব্য গণশুনানিতে দালিলিক প্রমাণাদিসহ অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট সেবা প্রদানকারী কর্মকর্তাগণ গণশুনানিতে উপস্থিত থাকবেন।
#
প্রণব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০৪
স্বাধীনতাবিরোধী সকল অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের
চেতনায় বিশ্বাসী সবাইকে একসাথে কাজ করতে ডেপুটি স্পিকারের আহ্বান
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া স্বাধীনতাবিরোধী সকল অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল, সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে দেশগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ডেপুটি স্পিকার আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
গণফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণফ্রন্টের আহ্বায়ক ও উপদেষ্টা ব্যারিস্টার মো. আকমল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখসহ দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। গণফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে চাই দৃঢ় মনোবলের অধিকারী সৎ, সাহসী ও দেশপ্রেমিক একজন প্রাজ্ঞ নেতৃত্ব। বাংলাদেশ আজ তেমনই একজন প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এ নেতৃত্ব অব্যাহত থাকলে বাংলাদেশ অতি শীঘ্রই উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোশহীন সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারই সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একের পর এক সাফল্য অর্জন করে চলছে।
#
স্বপন/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর-৩৬০৩
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আগামীকাল
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর ) :
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আগামীকাল ৯ ডিসেম্বর উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন।
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন করে আসছে কমিশন। এ উপলক্ষে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সোয়া নয়টায় কমিশনের প্রধান কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি শেষে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী র্যালি, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ‘গণশুনানি’ অনুষ্ঠিত হবে। গণশুনানিতে ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাবরেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহ হতে সেবা গ্রহণে যে সকল নাগরিক হয়রানি বা দুর্নীতির শিকার হয়েছেন তারা ঐদিন অনুষ্ঠিতব্য গণশুনানিতে দালিলিক প্রমাণাদিসহ অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট সেবা প্রদানকারী কর্মকর্তাগণ গণশুনানিতে উপস্থিত থাকবেন।
#
প্রণব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০২
সংসদীয় ককাসের প্রত্যেক সদস্যকে
শিশুর কল্যাণে একযোগে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বাৎসরিক সভার ২য় পর্ব আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লিতে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ডেপুটি স্পিকার এর সভাপতিত্বে সভায় ককাসের সদস্য সংসদ, সদস্য কাজী রোজী, এডভোকেট উম্মে রাজিয়া কাজল, শামসুল আলম দুদু, জেবুন্নেসা আফরোজ, কামরুন্নাহার চৌধূরী, হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় ককাসের মাধ্যমে ভবিষৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় সুশিক্ষিত এবং জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রত্যেক সদস্যগণ বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন।
ডেপুটি স্পিকার আরো বলেন, দুই দিনব্যাপী সংসদীয় ককাসের বাৎসরিক সভার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সংসদ অধিবেশনে প্রত্যেক সদস্যগণ শিশু অধিকার বিষয়ক সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবেন। তিনি সংসদীয় ককাসের প্রত্যেক সদস্যকে শিশু অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠা করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা