তথ্যবিবরণী নম্বর : ২০৩৩
একাদশ শ্রেণিতে ভর্তি
চতুর্থ ধাপে নির্বাচিতদের ভর্তি ২৫ ও ২৬ জুলাই
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে চতুর্থ ধাপে আবেদনকৃত ৮২ হাজার ৫শ’ ৪৪ জনের মধ্যে শতভাগ আবেদনকারী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। তাদেরকে ২৫ ও ২৬ জুলাই ভর্তি হতে হবে।
তৃতীয় ধাপ পর্যন্ত ভর্তি হয়েছে ১০ লাখ ৪৪ হাজার ৪শ’ ৭৫ জন। এ পর্যন্ত ভর্তি হয়েছে বা ভর্তির জন্য নির্বাচিত মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন। অর্থাৎ এ বছর ভর্তির জন্য আবেদন করেনি ১ লাখ ৬ হাজার ৫১১ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ২৭৬ জন। তবে এবছর কারিগরিতে এখনও ভর্তি চলছে এবং তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
উল্লেখ্য, এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬শ’ ১৮ জন পাস করেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় ভারপ্রাপ্ত শিক্ষাসচিব এস এস মাহমুদ, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী ব্রিফিংয়ে বলেন, এবছরের অভিজ্ঞতা নিয়ে আগামী বছর আরো সুচারুরূপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখনো লক্ষাধিক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেনি বা ভর্তি হয়নি উল্লেখ করে তিনি বলেন, দুনিয়ার কোনো দেশেই শতভাগ শিক্ষার্থী উচ্চতর শিক্ষায় প্রবেশ করে না। এদের অনেকেই পারিবারিক, শারীরিক, পারিপার্শ্বিক নানা কারণে ভর্তি হয় না। এদের মধ্যে অনেক মেয়েকে অভিভাবকরা কাছাকাছি কোনো যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, বিয়ে দিয়ে দেয়া, অনেকে কোনো না কোনো চাকরি, ব্যবসা, প্রশিক্ষণ, বিদেশ পাঠানোসহ নানা কাজে লাগায়। তিনি বলেন, এখনো সারাদেশে কমপক্ষে দু’লক্ষাধিক আসন খালি আছে। বেশ কিছু শিক্ষার্থী বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাছাড়া, তিনি যে কোনো কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি হওয়া বা কলেজ বদলি করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার নির্দেশ দেন।
#
সুবোধ/মিজান/মোশারফ/সেলিম/২০১৫/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩২
শাবিপ্রবি’র উপাচার্যকে প্রতিষ্ঠানের সকলকে
নিয়ে একসাথে চলার পরামর্শ শিক্ষামন্ত্রীর
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় তাঁর সরকারি বাসভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়াকে ডেকে কথা বলেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের উত্থাপিত নানা অভিযোগ সম্পর্কে উপাচার্যের বক্তব্য শোনেন। তিনি তাঁকে ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের সুনাম, সম্মান, ঐতিহ্য, ভাবমূর্তি ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। এ বিষয়ে শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন দেখতে চান বলে মন্ত্রী তাঁকে জানান।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তিময় পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
মন্ত্রী এ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক প্রতিনিধিদের সাথেও শীঘ্রই আরো আলোচনা করবেন বলে জানা গেছে।
#
সুবোধ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩১
অবৈধ পথে আসা ভারতীয় পণ্য আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মংলার স্টেশন রূপসার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য আটক করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ডাবর আমলা হেয়ার অয়েল ৪০ পিস, ভিবেল সাবান ১০০ পিস, জিরা ৬০ কেজি, এলাচ ৮ কেজি, কমপ্ল্যান দুধ ১০ প্যাকেট, ল্যাকটোজেন দুধ ৪০ প্যাকেট, কলম ফোট ৯০ পিস, ক্লিনিক শ্যাম্পু ২০ হাজার পিস (মিনি প্যাকেট), ক্লিনিক প্লাস শ্যাম্পু ১ হাজার পিস (মিনি প্যাকেট), ডাভ শ্যাম্পু ১ হাজার পিস, হেড এন্ড শোল্ডার শ্যাম্পু ১ হাজার পিস (মিনি প্যাকেট), ভিবেল শ্যাম্পু ৫০০ পিস, সানসিল্ক শ্যাম্পু ১ হাজার পিস, জুনিয়র হরলিক্স ৭০ পিস, হরলিক্স বড় ৪২ পিস, হরলিক্স ছোট ১৫০ পিস, জামবাক মলম ৫০ পিস ও নবরতœ তেল ৩ হাজার পিস (মিনি প্যাকেট)।
আটকৃকৃত পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। আটককৃত ভারতীয় পণ্য খুলনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
#
মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩০
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে
ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র) জুলাই ২৪:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল (অষধহ খড়বিহঃযধষ) এর সাথে তাঁর ক্যাপিটল হিলস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে কংগ্রেসম্যানকে অবহিত করেন। কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল ‘সেফ ক্লাইমেট’ কংগ্রেশনাল ককাসের চেয়ারম্যান।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও বাংলাদেশ খুব স্বল্পমাত্রার কার্বন নিঃসরণ করে তথাপি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে বিশে^র সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য একটি ট্রাস্টফান্ড গঠন করেছে এবং এই ফান্ডের অধীনে প্রায় ২৫০টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে।
রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, সমুদ্রপৃষ্ঠে ১ সেন্টিমিটার পানি বৃদ্ধিতে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে দেশের প্রায় ২৫ থেকে ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বাংলাদেশের জন্যই নয়, প্রতিবেশী দেশসমূহসহ সারাবিশে^র জন্য হুমকিস্বরূপ।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশে ইউএসএইড’র অধীন ৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে যার প্রাক্কলিত ব্যয় ৮৬ দশমিক ০৬ মিলিয়ন ডলার। এ প্রকল্পগুলো বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়তা করবে। তিনি যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ^কে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বন্ধের প্রয়োজনীয় চুক্তি প্রণয়নের আহ্বান জানান।
কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত আছেন উল্লেখ করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী বলে জানান। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে দায়িত্বপালনে সার্বিক সহায়তার আশ^াস দেন।
#
মিজান/মোশারফ/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
Handout Number : 2029
Two Bangladeshis shot dead in Libya
Dhaka, 24 July:
Two Bangladeshi workers were killed and two others injured on 21 July in Al-Kufrah city, 1800 km far from the capital Tripoli, Libya when they were caught up in a fire fight between two rival militia groups.
The deceased persons are Mosleh Uddin, son of Abdul Based of Shikol Pur village, Lakhai, Habiganj and Md. Ariful Karim, son of Abul Kalam of South Bhuter Dia village, Babuganj, Barisal. The wounded are Md. Saiful Islam, son of Md. Abdul Hamid of Padkona village, Shahjadpur, Sirajganj and Md. Raju Mia, son of Md. Motiur Rahman of Tikri village, Modhupur, Tangail as identified by Bangladesh Embassy in Libya.
The dead bodies are now kept in the morgue of Al-Kufrah General Hospital. The injured persons are now receiving treatment in the same hospital.
Bangladesh Embassy has already contacted the family members of the deceased and the wounded in Bangladesh and is in touch with the wounded persons in the hospital and the Bangladesh community in Al-Kufrah, numbering about sixty. The Embassy is also taking necessary measures for the repatriation of the dead bodies to Bangladesh.
The concerned focal point for any information related to this at the Bangladesh Embassy is : ASM Ashraful Islam, Counsellor (Labour), email:bdtripoli@yahoo.com, Mobile:0021621924229.
Bangladesh nationals including migrant workers have been strongly advised to avoid going to Libya in view of the deteriorating security situation. Bangladesh nationals in Libya have also been cautioned to avoid areas of conflict and exercise caution in their movements.
#
Arafat/Mizan/Sanjib/Selim/2015/1630 Hrs