তথ্যবিবরণী নম্বর : ১২৮
কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে মার্চে আন্তর্জাতিক সম্মেলন
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে মার্চের শেষসপ্তাহে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উন্নয়নশীল দেশগুলোতে কমিউনিটি ক্লিনিকের মডেলকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে দু’দিনের এ সম্মেলনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। ভারতের নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক অমর্ত্য সেনসহ বিশ্বখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছির আলী, রিভাইটালাইজেশন অভ্ কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্পের পরিচালক ডাঃ মাখদুমা নার্গিসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৭
হরতালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশের পরিস্থিতি স¦াভাবিক ছিল
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
২০ দলীয় জোট আহুত হরতালে আজ সারাদেশে হরতালকারীরা জনসাধারণের মধ্যে ভীতি, আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। হরতালের নামে নৈরাজ্য ও নাশকতার হাত থেকে সরকারি সম্পদ ও জনসাধারণের জীবন রক্ষার্থে সরকার রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।
সারাদেশে হরতাল চলাকালে কয়েকটি স্থানে ২০ দলীয় জোটের সমর্থকরা বিচ্ছিন্ন ঘটনায় ৪টি গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং ২৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ওয়ারী থানা এলাকায় একটি মেস হতে ১৩টি ককটেল উদ্ধার করে। হরতাল চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সমশেরপাড়া ও ফরিদাপাড়া রাস্তার মুখে দুর্বৃত্তরা ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর সময় একটি টেম্পুতে অগ্নিসংযোগ করে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, কয়েকটি স্থানে হরতাল সমর্থকরা হিংসাত্মক ও সন্ত্রাসী কর্মকা- চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তাঁরা পালিয়ে যায়। হরতালের সময় দূরপাল্লার বাস চলাচল করে এবং বিমান, ট্রেন, লঞ্চ এবং জেলা ও বিভাগীয় শহরে যান চলাচলসহ জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও তৎপর থাকায় সারাদেশে এ কয়েকটি বিছিন্ন ঘটনা ব্যতীত শেষখবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সাধারণভাবে স্বাভাবিক ও শান্ত ছিল।
সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারি সম্পদ ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, অর্থনীতি ধ্বংস ও দেশের উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত করতে যারা বিক্ষিপ্তভাবে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করছে তদন্তপূর্বক দ্রুত সেসব দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
#
শরীফ/ফায়জুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬
জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালার খসড়া অনুমোদন
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
সমুদ্রে মৎস্যসম্পদ আহরণ, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধিসহ সামগ্রিক মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে। অনুমোদিত জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালাটি শীঘ্রই মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।
আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এর সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সচিব শেলীনা আফরোজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মেরিটাইম) সচিব রিয়ার এডমিরাল মোঃ খুরশিদ আলমসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক সমুদ্র বিজয়ের পর সমুদ্রে মৎস্য আহরণ, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য জলজসম্পদসহ জীববৈচিত্র্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবন ও জীবিকা নির্বাহ এবং ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত মৎস্যসম্পদের প্রায় পুরোটারই যোগান আসে উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক উৎস থেকে। বঙ্গোপসাগরের উপকূলীয় ও সামুদ্রিক একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় মৎস্য আহরণে নিয়োজিত প্রায় ২ দশমিক ৭০ লাখ মৎস্যজীবী পরিবারের কমপক্ষে ১৩ দশমিক ৫০ লাখ মানুষের জীবিকা নির্বাহ হয়। এছাড়া, উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলে মৎস্য আহরণ ও ব্যবস্থাপনায় বিভিন্ন সহায়ক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ ক্ষুদ্রায়তন মৎস্যশিল্পে মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
#
আকতারুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫
মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির নেতা এবং মাইনউদ্দিন চিশতি গণশিল্পি সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গতরাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামে আবুল কালামের বীরত্বপূর্ণ অবদান এবং সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ভূমিকা চিরস¥রণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
শেফায়েত/ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৩
গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ আজ কোস্টগার্ড সদরদপ্তরে গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী রেহেনা মকবুল ৩শ’ জন গরিব শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র তুলে দেন।
সংগঠনের সহসভানেত্রী ফাতেমা সাঈদ এসময় উপস্থিত ছিলেন।
#
তথ্যবিবরণী নম্বর : ১২৪
নারায়ণগঞ্জের পঞ্চবটির প্রায় এগার শত বিকল টেলিফোন শীঘ্রই চালু হবে
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
কারিগরি কারণে বিটিসিএল’র নারায়ণগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন পঞ্চবটি এলাকার প্রায় চারহাজার টেলিফোন লাইন ধারনক্ষমতার জংঁ এক্সচেঞ্জটি গত ১০ জানুয়ারি অকার্যকর হয়ে পড়ে। ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় এগার শত টেলিফোন বিকল হয়ে পড়ে। বিটিসিএল’র প্রকৌশলীগণ এক্সচেঞ্জটি সচল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকল টেলিফোনসমূহ শীঘ্রই চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
#
হাসান/মোরশেদ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২২
সহিংসতা ও সন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে সহিংসতা ও সন্ত্রাস প্রতিহত করতে হবে। মানুষ হত্যা করে জনসমর্থন পাওয়া যায় না। সহিংসতা সৃষ্টি করে কারো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে সরকার সবধরনের ব্যবস্থা নেবে। ইজতেমার দ্বিতীয় পর্বও সফলভাবে সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘‘সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধে ইসলাম: প্রেক্ষিত বাংলাদেশ’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ’র সভাপতিত্বে সভায় ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান, ইসলামিক ফাউ-েশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ধর্ম মন্ত্রণালয়ের যগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম এবং জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন আলোচনায় অংশ নেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মেহমানরা এ দেশের শান্তিশৃঙ্খলা দেখে সবসময় প্রশংসা করেছে। এ দেশের মানুষ ধর্মভীরু। আর তাই ইসলামের নাম নিয়ে অনেকে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাতে চেষ্টা করে। ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের উপর হামলা চালানো কোন সভ্য সমাজে হতে পারে না। এসব অপরৎপরতার ব্যাপারে মানুষকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করা হলে অবশ্যই সাধারণ মানুষকে নিয়ে তা প্রতিহত করা হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে এবং এসবের বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।
#
কাশেম/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২১
তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার জনসেবা ও সুশাসন নিশ্চিত করবে
-- আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির অবাধ ও ব্যাপক ব্যবহার জনসেবা নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করে এবং সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। তাই সরকারি অফিসসমূহে হাইস্পিড কানেকটিভির মাধ্যমে সময় ও অর্থের সাশ্রয় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তথ্যমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘ন্যাশনাল বেকবোন নেটওয়ার্ক অভ্ বাংলাদেশ গভর্নমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার এবং প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইনফো সরকার প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, বিসিসি’র পরিচালক জাভেদ আলী সরকার ও বাংলাগভ.নেট প্রকল্পের সিনিয়র সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন।
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি অফিসগুলোর মধ্যে নেটওয়ার্ক কানেকটিভিটি প্রদান করতে ২০১০ সালে বাংলাগভ.নেট প্রকল্প হাতে নেয়। এটি দক্ষিণ কোরিয়া সরকারের সফট লোন এবং রাজস্বখাত থেকে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ১১৪টি অধিদপ্তর, দপ্তর ও সংস্থা, ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় এবং ৬৪টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে সংযোগ প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে আরো ২টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ১০৮টি অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে সংযুক্ত করা হবে। এছাড়া, প্রকল্পভুক্ত সকল দপ্তরে বিনাখরচে কথা বলার জন্য আইপি টেলিফোন প্রদান করা হবে।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের দুইশত জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
#
মাহবুবুর/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২০
ডেপুটি স্পিকার কর্তৃক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :
গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৭ হাজার কম্বলসহ উত্তর জনপদের বিভিন্ন অঞ্চল হতে ঢাকার বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র ও শ্রমিক পেশাজীবী মানুষের মাঝে ৩শ’ কম্বল বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড.মোঃ ফজলে রাব্বী মিয়া।
এসময় ডেপুটি স্পিকার বলেন, আমি চাই আমার এলাকার একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়। বর্তমান সরকারকে মানবতাবাদের সরকার বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন প্রধানমন্ত্রী দারিদ্র্য নিরসনে নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তার একমাত্র উদ্দেশ্য দারিদ্র্য ও ক্ষুধামুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেয়া, আর আমরা যারা রাজনীতি করি তাদের সকলের উচিত প্রধানমন্ত্রীর এই মহান আদর্শকে ধারণ করে জনস্বার্থে আত্মনিয়োগ করে তাকে সর্বাত্মক সহযোগিতা করা।
সমাজের সকল বিত্তবানদের দারিদ্র্যমোচন ও বেকারত্ব নিরসনে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
#
স্বপন/মোহাম্মদ আলী/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা