Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 16/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯৫

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে
                                  -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ১ শ্রাবণ (১৬ জুলাই) : 

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার মানসম্পন্ন শিক্ষা অর্জনে বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে খাপ খাওয়ানোর জন্য শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।  

প্রতিমন্ত্রী আজ রংপুর সদর উপজেলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে আনন্দলোক ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। এ নীতির আলোকে দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, বিদু্যুৎ, কৃষি ও অবকাঠামোগতখাতের উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি এসব উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। 

    পরে প্রতিমন্ত্রী বাহার কাছনা তেলীটারী জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

#


আহসান/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯৩

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের করণীয়

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
    আসন্ন পবিত্র ঈদুলফিতরে জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের প্রধান জামাতে আগত মুসল্লিগণকে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক যন্ত্রপাতি না আনার জন্য ধর্ম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
#


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৯৪

পবিত্র ঈদুলফিতরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে
৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
    আসন্ন পবিত্র ঈদুলফিতরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, ৪র্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০.৪৫টায় অনুষ্ঠিত হবে।
#

মিজান/মোশাররফ/নবী/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা

Handout                                                                          Number: 1992

 

BD's Statement  

BD welcomes final agreement between E3/EU+3 and Iran

 

Dhaka, 16 July:      

 

          Bangladesh welcomes the Joint Comprehensive Plan of Action (JCPOA) concluded by E3/EU+3 (China, France, Germany, the Russian Federation, the UK, the USA and the EU) and the Islamic Republic of Iran in Vienna on 14 July 2015.  

 

          Bangladesh has always maintained that the issue be resolved peacefully through dialogue and congratulates all parties for the successful completion of negotiations. 

 

          Bangladesh firmly believes in nuclear disarmament and non-proliferation and peaceful uses of nuclear energy. 

 

          Bangladesh hopes that implementation of the JCPOA would contribute towards peace, stability and well-being of the peoples in the region.

 

          Ministry of Foreign Affairs has issued this statement today.

 

#

 

Shudana/Mizan/Mosharaf/Abbas/2015/1842 Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯১

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ
আইন প্রতিপালনে তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
    ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ এর ৮(১) ধারায় ধূমপান এলাকা হিসেবে চিহ্নিত বা নির্দিষ্ট স্থানের বাইরে প্রত্যেক পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উক্ত স্থানের এক বা একাধিক জায়গায় এবং পাবলিক পরিবহণের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক সংশ্লিষ্ট যানবাহনে ‘ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সংবলিত নোটিশ বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শন করার জন্য বলা হয়েছে। আইনে এ নির্দেশনা পালনে বাধ্যবাধকতার উল্লেখ আছে।
    আইনের নির্দেশনানুযায়ী সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
#


মিজান/মোশাররফ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯০

সৈয়দ আশরাফুল ইসলামকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
    দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
    রুলস্ অভ্ বিজনেস ১৯৯৬ এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী মন্ত্রীর এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
    আজ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স¦াক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্বণ্টনের কথা জানানো হয়।
#


মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৬৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৯

নুরুল ইসলাম বিএসসি’র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কর্মীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে বাজার সম্প্রসারণে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আজ ইস্কাটনস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব খোন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমইটি এর মহাপরিচালক শামসুন নাহারসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে পৃথিবীর ১৬০টি দেশে বাংলাদেশ থেকে কর্মী গমন করছে। অভিবাসী কর্মীদের কল্যাণের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি দক্ষকর্মী গড়ে তোলার লক্ষ্যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে আরও কার্যকর করার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমুদ্রপথে মানবপাচার একটি বড় সমস্যা। সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানবপাচার বন্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঘোষিত ভিশন ২০২০-২১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর কর্মকর্তাগণ মন্ত্রীকে স্বাগত জানান।

#

শহিদুল/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা  
চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৮

পবিত্র ঈদুলফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুলফিতর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুলফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুলফিতর উপলক্ষে আমি দেশব্যাপী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
    ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুলফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।
    ঈদ ধনী-গরীবনির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি।   
    পবিত্র এদিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১৪২০ ঘণ্টা    

চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য

 

চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৭

পবিত্র ঈদুলফিতর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র ঈদুলফিতর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “ঈদ মোবারক।
    পবিত্র ঈদুলফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
    মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুলফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফনির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দময় সমাজগঠনে ঈদুলফিতরের আবেদন তাই চিরন্তন। ঈদুলফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদবুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।
    পবিত্র ঈদুলফিতর সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/শাহআলম/আসমা/২০১৫/১৪২০ ঘণ্টা       

চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে স্পিকারের শুভেচ্ছা

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

    দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বাংলােদশ জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ ও  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

#

শিবলী/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১১০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৫

সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজ জয়ে বাংলাদেশ দলকে
ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

    চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ৩য় ওডিআই ম্যাচে সফররত সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে হারিয়ে সিরিজ জয়লাভ করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিজয়ের এই ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

#

শফিকুল/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১১০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৬

সমানাধিকারসহ দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈশ্বরদী, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমানাধিকারসহ দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নত দেশে পরিণত হওয়া এখন আর স্বপ্ন নয়। উন্নত বিশ্বের মডেল হিসেবে বাংলাদেশ একদিন বৈষম্যমুক্ত, দরিদ্রহীন, সুখী, সমৃদ্ধশালী দেশের স্বীকৃতি পাবে।
    গতকাল বুধবার ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় প্লাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী একথা বলেন।
    ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলেছে। আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করবেন। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
    ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ পাঁচহাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
#
রেজুয়ান/অনসূয়া/শাহআলম/আসমা/২০১৫/১১১৫ ঘণ্টা

 

Todays handout (3).doc