তথ্যবিবরণী নম্বর : ৩৪৭১
সরকারের সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরম্নণ প্রজন্ম
-- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকারের সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরম্নণ প্রজন্ম। তরম্নণের সংজ্ঞায় বলা হয়েছে ৩৫ বছরের নিচে সকল নাগরিকই তরম্নণ। এ হিসেবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে তরম্নণ মানুষের দেশ বলে পরিগণিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্ট্যাডিজ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে ‘হাল্ট প্রাইজ ২০১৬’ এর ক্যাম্পাস রাউন্ড এর বাংলাদেশ পক্ষ থেকে বিজয়ীর নাম ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, এ কথাটি মাথায় রেখেই সরকার ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে শামিল হওয়ার পরিকল্পনা করেছে। এসব কিছুই সাধিত হবে এ তরম্নণদের হাত ধরে।
অনুষ্ঠানে ঘোষিত বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ, আইবিএ’র প্রথম বর্ষের চার শিক্ষার্থীর দলটি। এরা হলো রাফসান শাবাব খান, হাসসান মুনহামান্না, অনিন্দ্য শুভ্র বন্দোপাধ্যায় ও ফারহান হোসেইন জয়। ছয়টি দলের মধ্যে এ দলটি শ্রমজীবী মানুষের কাজ খোজার জন্য ‘চাকরি-ডাটা’ নামে একটি ওয়েবসাইটের পরিকল্পনা জমা দেয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিপাশা মতিন, ডেফোডিল গ্রম্নপের চেয়ারম্যান মো. সবুর খান এবং ওএমইআরএ’র সিইও ইসতিয়াক আহমেদ বক্তব্য রাখেন।
এবছর হাল্ট প্রাইজ বিশ্বের দু’শ’টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাউন্ডের আয়োজন করেছে। এই রাউন্ডের বিজয়ীরা সরাসরি হাল্ট-এর রিজিওনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে, আর রিজিওনাল রাউন্ডের বিজয়ীরা সুযোগ পাবে ফাইনাল রাউন্ডে যাওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হল হাল্ট প্রাইজ ২০১৬ এর ক্যাম্পাস রাউন্ড। প্রোগ্রামটি শুরম্ন হয়েছে ৮ অক্টোবর থেকে। এই রাউন্ডের বিজয়ী দলটি সরাসরি রিজিওনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থীর জন্য এটি ছিল উন্মুক্ত। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো জেনারেল এপ্লিস্নকেশন রাউন্ড -এ অংশগ্রহণ ছাড়াই সরাসরি পাঁচটি আঞ্চলিক সমাপনী রাউন্ড (বোস্টন, স্যান-ফ্রান্সিসকো, লন্ডন, সাংহাই, দুবাই) এর একটিতে অংশ নেয়ার সুযোগ পেয়ে থাকেন। বাংলাদেশি জয়ী দলটি কিছুদিনের মধ্যে দুবাই যাবে বলে অনুষ্ঠান থেকে জানা গেছে। সেখানে এশিয়ার ৪০টি দলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতাটি স্পন্সর করেছে ওমেরা পেট্রোলিয়াম এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য বাংলাদেশ টুডে, রেডিও ধ্বনি ও ক্যাম্পাস টু ক্যারিয়ার। বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা তরম্নণ সমাজসেবক ও উদ্যোক্তাদের জন্য ‘ছাত্রদের জন্য নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত হাল্ট পুরস্কার।
#
খালেদা/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭০
মননশীল জাতি গঠনে সংস্কৃতিচর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে
-- চিফ হুইপ
ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, মননশীল জাতি গঠন করতে হলে সংস্কৃতিচর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
চিফ হুইপ আজ ঢাকার একটি হোটেলে অগ্রগামী সামাজিক শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘সংস্কৃতি আমাদের জাতীয় জীবনের প্রেরণাশক্তি’ শীর্ষক আলোচনা ও লায়ন হাজী মো. সাহাব উদ্দিন মেমোরিয়াল এওয়ার্ড-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সংস্কৃতিচর্চা করলে মানুষ নেতিবাচক কর্মকা- থেকে বিরত থাকে উল্লেখ করে চিফ হুইপ তরুণ প্রজন্মকে শিক্ষা গ্রহণের পাশাপাশি সংস্কৃতিচর্চার আহ্বান জানান। তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর। দেশকে এগিয়ে নিতে এবং দারিদ্র্যমুক্ত হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
অগ্রগামী সামাজিক শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও অগ্রগামী সামাজিক শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা পীরজাদা শহীদুল্লাহ হারুন এবং অগ্রগামী সামাজিক শিল্পীগোষ্ঠীর সভানেত্রী সুরাইয়া সুলতানা কলি বক্তৃতা করেন।
#
শিবলী/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৯
বিচারবোধ, সততা ও মনুষ্যত্ববোধহীন শিক্ষার মূল্য নেই
---ড. মসিউর রহমান
খুলনা, ১৩ অগ্রহায়ণ (নভেম্বর ২৭ ) :
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, যে শিক্ষার মধ্যে বিচারবোধ, সততা ও মনুষ্যত্ববোধ থাকে না সে শিক্ষার মূল্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম এজেন্ডা ছিল সত্যের অন্বেষণ। তাই সত্যকে জানার জন্য সবসময় চেষ্টা করতে হবে।
উপদেষ্টা আজ খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের ৩ বছর পূর্তি ও ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, পূর্বে শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ ছিল। একজন কম মেধাবী শিক্ষার্থীকে বিকশিত করার আপ্রাণ চেষ্টা করেছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্ব প্রকাশ করে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ই তাঁকে একজন পরিপূর্ণ মানুষ করেছে। জ্ঞান জীবনের একটি অংশ। কীভাবে জ্ঞানের কাছে পৌঁছাতে হবে সবসময় তার উপায় খুঁজতে হবে।
পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি সাধন রঞ্জন ঘোষ।
#
জাকির/মিজান/নবী/আব্বাস/২০১৫/২০১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৮
সাহিত্য মানুষের জীবনবোধ ও মানবতাবোধকে জাগ্রত করে
-- ড. গওহর রিজভী
খুলনা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, সাহিত্য মানুষের জীবনবোধ ও মানবতাবোধকে জাগ্রত করে।
তিনি আজ খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে দু’দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, সততা ও সৌন্দর্য সাহিত্যকে সুন্দর করে। জীবন ও সাহিত্য একে অন্যের পরিপূরক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি লেখকদের প্রতি আহ্বান জানান। সাহিত্য চর্চা ও প্রসারে খুলনা সাহিত্য পরিষদ সুদীর্ঘ পথ অতিক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খুলনা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাযহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র
মো. আনিছুর রহমান বিশ্বাস, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, সাহিত্যানুরাগী মোস্তাইন বিল্লাহ দারা এবং খুলনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
ড. গওহর রিজভী সাহিত্য পরিষদের ১৫ জন সদস্যকে সম্মাননা প্রদান এবং কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
সাত্তার/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৭
সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
রংপুর, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করছে।
প্রতিমন্ত্রী আজ রংপুরের পরেশনাথ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ‘রাসমেলা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকল ধর্মের মর্মকথা সত্য, সুন্দর, ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ। ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে সমাজে শান্তি, সাম্য, সমৃদ্ধি ও প্রগতির ধারাকে এগিয়ে নেয়া সম্ভব। তিনি বলেন, একটি শ্রেণি ধর্মের নামে জাতিতে-জাতিতে, সমাজে-সমাজে, অঞ্চলে-অঞ্চলে হিংসা, দ্বেষ, অশান্তি ও সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। এসব সমাজ ও রাষ্ট্র বিরোধীদের প্রতিহত করতে তিনি দেশপ্রেমিক সকল ধর্মাবলম্বীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
#
আহসান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৬
যশোরে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু
যশোর, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
যশোরে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু হয়েছে। আজ শহরের টাউন হল মাঠে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। দেশের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি ভারতের কলকাতা ও ঝাড়খ- এবং নেপালের তিনটি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। ৪ ডিসেম্বর পর্যন্ত এ নাট্য উৎসব চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে মঞ্চনাটকের মাধ্যমে শৈল্পিকভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক বৈষম্য ও অসঙ্গতি নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরলে এর কুফল সম্পর্কে ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি হবে। মঞ্চনাটকের আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে।
ইসমাত আরা সাদেক বলেন, স্বাধীনতালাভের পরই মূলত বাঙালি একটি সাম্প্রদায়িকতামুক্ত সংস্কৃতিচর্চার পরিবেশ পায়। মঞ্চনাটক ও যাত্রাপালা বাংলার ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও ধনী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন মামুনুর রশিদ, ভারতের মঞ্চ অভিনেতা সুপ্রিয় দত্ত এবং যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
#
তৌহিদুল/মিজান/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/১৮৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৫
এলডিসি’র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শিল্পমন্ত্রীর আশাবাদ
আগামী পাঁচ বছর বাংলাদেশ শতকরা ৮ ভাগ জিডিপি প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে
ভিয়েনা (অস্ট্রিয়া), ২৭ নভেম্বর :
আগামী পাঁচ বছর শতকরা ৮ ভাগ জিডিপি প্রবৃদ্ধির ধারা বজায় রেখে বাংলাদেশ ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার সম্প্রতি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনার আওতায় ম্যানুফ্যাকচারিং খাতে শতকরা ২০ ভাগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি জিডিপিতে এখাতের অবদান শতকরা ২১ ভাগে উন্নীত করা হবে।
অস্ট্রিয়ায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন উপলক্ষে আয়োজিত “জাতীয় অর্থনৈতিক নীতি ও কর্মসূচির মূলধারায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন কর্মসূচির প্রতিফলন (গধরহংঃৎবধসরহম ওহপষঁংরাব ধহফ ঝঁংঃধরহধনষব ওহফঁংঃৎরধষ উবাবষড়ঢ়সবহঃ/ওঝওউ রহঃড় ঃযব হধঃরড়হধষ বপড়হড়সরপ ঢ়ড়ষরপরবং ধহফ ঢ়ৎড়মৎধসসবং)” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী এ আশা প্রকাশ করেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আজ এ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নেপালের শিল্পমন্ত্রী সোম প্রাসাদ পান্ডে (ঝড়স চৎধংধফ চধহফবু) এবং ইউনিডো’র শিল্পনীতি বিষয়ক পরিচালক অগাস্টো লুইস এলকোরটা সিলভা (অঁমঁংঃড় খঁরং অষপড়ৎঃধ ঝরষাধ)। এতে অন্যান্যের মধ্যে বুর্কিনাফাসোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিপ্পোলিট ডা (ঐরঢ়ঢ়ড়ষুঃব উধ), আর্জেন্টিনার শিল্প, প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়কমন্ত্রী ক্রিস্টিয়ান ব্রিটেইনস্টেইন (ঈৎরংঃরধহ ইৎবরঃবরহংঃবরহ), সার্কের মহাসচিব অর্জুন বি থাপা (অৎলঁহ ই ঞযধঢ়ধ), আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গবেষণা বিভাগের উপপরিচালক মোয়াজাম মাহমুদ (গড়ধুধস গধযসড়ড়ফ), সাউথ সেন্টারের আর্থিক ও উন্নয়ন সংক্রান্ত সিনিয়র উপদেষ্টা ম্যানুয়েল মন্টেজ (গধহঁবষ গড়হঃবং) আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, এলডিসিভুক্ত দেশগুলোতে অন্তর্ভুক্তিমুলক ও টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে বহুপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করা প্রয়োজন। দেশগুলোর মধ্যে পারস্পরিক পণ্য ও সেবা আদান-প্রদান, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিল্পখাতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশ শিল্পখাতে আগামী পাঁচ বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে সরকার দারিদ্র্যবিমোচন, টেকসই নগরায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি জানান।
আমির হোসেন আমু বলেন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) গৃহীত অন্তর্ভুক্তিমুলক ও টেকসই শিল্প উন্নয়নের কৌশলকে বাংলাদেশ শিল্পখাত বিকাশের অন্যতম নীতি হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় শিল্পনীতি-২০১০ হালনাগাদের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন শিল্পনীতিতে ব্যাপকহারে কর্মসৃজন, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে শিল্পখাতে প্রভূত অগ্রগতি অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
#
জলিল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৪
সিপিএ সদরদপ্তরে বৈঠকে স্পিকার
সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকা-ে অধিক সম্পৃক্ত হতে হবে
লন্ডন, ২৭ নভেম্বর :
স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর নির্বাহী কমিটির চেয়ারপার্সন
ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিজ নিজ দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পার্লামেন্ট সদস্যদের সকল উন্নয়ন কর্মকা-ের সাথে আরো অধিক সম্পৃক্ত হতে হবে।
স্পিকার গতকাল লন্ডনে সিপিএ সদরদপ্তরের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের গণতন্ত্রকে শক্তিশালী করতে সিপিএ কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। তিনি সদস্যদেশসমূহকে সিপিএ’র সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সিপিএ চেয়ারপার্সন বলেন, অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সমঅধিকার নিশ্চিত করা সিপিএ’র অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকল পার্লামেন্ট সদস্যকে বিভিন্ন দেশের সরকারের সাথে আন্তঃসম্পর্ক আরো নিবিড় করতে হবে।
বৈঠকে রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, দারিদ্র্য নিরসন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক শান্তি-শৃঙ্খলা, বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন, জেন্ডার সমতা প্রভৃতি নিয়ে সিপিএ’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিপিএ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ফিন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশনের পরিচালক জো ওমরোডিয়ন (ঔড়ব ঙসড়ৎড়ফরড়হ), প্রোগ্রাম ডিরেক্টর মিনাক্ষী ধর (গববহধশংযর উযধৎ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
শিবলী/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬৩
১০ হাজার গৃহহীন পরিবার নতুন ঘর পাবে
-- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে ১০ হাজার অসচ্ছল ও গৃহহীন পরিবারের ৬০ হাজার মানুষের জন্য সুদৃশ্য ঘর নির্মাণের কাজ শুরু করেছে।
মন্ত্রী আজ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন, পৌর এলাকা ও ছলিমপুরের বড়ইচারা গ্রামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নির্মিত নতুন পাকা বাড়ি হস্তান্তর শেষে ছলিমপুরের বড়ইচারা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ২০০৯-২০১৩ মেয়াদে সরকার বিনামূল্যে জমিসহ ঘর নির্মাণ করে ৬০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করেছে। এবারও সরকার তা অব্যাহত রেখেছে। ২০২০ সালের মধ্যে ৫ লাখ গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রের সারিতে দাঁড় করাতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় শামিল হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী সাঁড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা মৃত আবদুস্ সাত্তার, ঈশ্বরদী পৌর এলাকার মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম মিন্টু এবং ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের কাছে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘বীর নিবাস’গুলোর চাবি হস্তান্তর করেন।
ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি জাহিদ নেওয়াজ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. বাতেন এবং ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা