তথ্যবিবরণী নম্বর : ২৪৪২
মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অনন্য অবদান রয়েছে ----মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদেরও অনন্য অবদান রয়েছে। প্রয়াত এম আর আক্তার মকুলের চরমপত্র, স্বাধীন বাংলা বেতার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান একাত্তরে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতো। এ জন্য বর্তমান সরকার মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অনন্য অবদানের জন্য মুক্তিযোদ্ধা হিসেবে স্ব^ীকৃতি দিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বিকেলে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত ‘সংস্কৃতিকর্মীদের ঈদ পুনর্মিলনী’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মামতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গণি মিয়া বাবুল প্রমুখ।
পরে মন্ত্রী রাজধানীর বাংলামোটরে বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক অপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন । তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি জাতির পিতা। এ নিয়ে প্রশ্ন তুলে ইতিহাস বিকৃত করা যাবে না।
সামাজিক সংগঠন সফেন আয়োজিত এ সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে প্রকাশিত ‘চিরঞ্জীব’ শিরোনামে একটি স্মরণিকার মোড়কও উšে§াচন করেন মন্ত্রী।
সংগঠনের সভাপতি ড. অনিশ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, সোনালী ব্যাংকের সাবেক এমডি প্রদীপ কুমার দত্ত, যুব মহিলা লীগের নেত্রী অ্যাডভোকেট শাহনাজ পারভীন ডলি, সফেন এর নির্বাহী পরিচালক ড. খান আসাদুজ্জামান প্রমুখ।
#
মারুফ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২১৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪১
বাংলাদেশ জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করছে
--- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দোহা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাপকভাবে বিনিয়োগের পরিকল্পনা করছে।
প্রতিমন্ত্রী আজ কাতারের দোহায় শেরাটন হোটেলের সালওয়া হলে দীর্ঘমেয়াদি ‘এলএনজি বিক্রয় এবং ক্রয় চুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এলএনজি উৎপাদনে কাতার অন্যতম শীর্ষস্থান দখলকারী দেশ। আমাদের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান হালনাগাদ করে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের তৈরিপোশাক খাতে রপ্তানির গতি অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। প্রায় ২৫০০ শিল্প কারখানা জ্বালানির জন্য অপেক্ষমান। বাংলাদেশ তাই নানা উৎস থেকে এলএনজিসহ প্রাথমিক জ্বালানি অন্বেষণ করছে।
বার্ষিক ২.৫ টন এলএনজি সরবরাহের লক্ষ্য নিয়ে ১৫ বছর মেয়াদি এ চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে সংস্থাটির চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ এবং রাজগ্যাসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ রশিদ আল-মিহাম¥াদি (ঐধসধফ জধংযরফ অষ-সরযধসসধফর) স্বাক্ষর করেন।
কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহাম্মদ বিন সালাহ আল সাদা (উৎ. গড়যধসসধফ ইরহ ঝধষধয অষ-ঝধফধ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সাথে জ্বালানি সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণসহ মানবসম্পদ উন্নয়নেও দু’দেশ এক সাথে কাজ করতে পারে।
এসময় অন্যান্যের মাঝে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট সাদ শেরিদা আল কাবি (ঝধধফ ঝযবৎরফধ অষ-কধধনর) ও আরপিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪০
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর আবেদন গ্রহণের শেষ সময় ২৫ অক্টোবর
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ প্রদান উপলক্ষে কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয় কতর্ৃৃক আবেদনপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী সংগ্রহ করে তা পূরণপূর্বক ২৫ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ৬ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ২০ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে আবেদন পাঠাবে।
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ধ.মড়া.নফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফধব.সড়ধ.মড়া.নফ, কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট িি.িধরং.সড়ধ.মড়া.নফ, সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপপরিচালকের কার্যালয়ে পাওয়া যাবে।
#
বিবেকানন্দ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৯
শিক্ষা ডিরেক্টরি অ্যাপ ও অনলাইন ইআইআইএন কার্যক্রম উদ্বোধন
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
ই-সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ ঢাকায় ব্যানবেইস সম্মেলন কক্ষে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক দেশের প্রথম শিক্ষা ডিরেক্টরি অ্যাপ ও ‘অনলাইনে ইআইআইএন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে অ্যাপ ও ইআইআইএন কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার (ইআইআইএন) পেতে এখন আর ঢাকায় আসতে হবে না। অনলাইনে আবেদনের মাধ্যমেই তা পাওয়া যাবে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন নাম্বার পাওয়া অনেক সহজ হবে। সময় ও অর্থের সাশ্রয় হবে এবং হয়রানিও কমবে। এ কাজে স্বচ্ছতা বাড়বে।
ব্যানবেইসের পরিচালক মোঃ ফসিউল্লাহ্র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার বুড়িচং, নেত্রকোনার কেন্দুয়া, দিনাজপুর সদর ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে ইআইআইএন নাম্বার সংবলিত সার্টিফিকেট প্রদান করেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ইউএনও ও প্রতিষ্ঠান প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন এবং তারা সাথে সাথে এর প্রিন্ট আউট নিয়ে শিক্ষামন্ত্রীকে দেখান। তাদের মতামতও ব্যক্ত করেন।
পরে শিক্ষামন্ত্রী শিক্ষা ডিরেক্টরি অ্যাপ উদ্বোধন করেন। এ ডিরেক্টরিতে মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের টেলিফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি পাওয়া যাবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
#
আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রযোজকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ১৩ সদস্য বিশিষ্ট একটি জুরি বোর্ড গঠন করেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর ২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয়ের ভাইস চেয়ারম্যান ও জুরি বোর্ডের সদস্য-সচিব এর নিকট আবেদনপত্র জমা দিতে হবে।
জুরি বোর্ড কর্তৃক চলচ্চিত্রের মোট আটাশটি শাখায় পুরস্কার বিবেচনা করা হবে। পুরস্কারের ক্ষেত্রসমূহ হচ্ছে : আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা, শ্রেষ্ঠ মেক-আপম্যান।
#
জাকির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৭
কাতারের জ্বালানি মন্ত্রীর সাথে বাংলাদেশের বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
দোহা (কাতার), ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ কাতারের দোহায় জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সেদেশের জ্বালানি ও শিল্প মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালাহ আল সাদা (উৎ. গড়যধসসধফ ইরহ ঝধষধয অষ-ঝধফধ)-এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী কাতারের মন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা অপরিহার্য। বর্তমানে গ্যাসের চাহিদা প্রতিদিন ৩,৬০০ এমএমসিএফ, এটি বেড়ে ২০৪১ সালে হবে ৮,০০০ এমএমসিএফ। এ গ্যাসের চাহিদা অনেকটা এলএনজি দ্বারাই পূরণ করতে হবে। তিনি বাংলদেশের উন্নয়নের প্রতিরূপ তুলে ধরে বলেন, পেট্রোকেমিকেল ইন্ডাস্ট্রিসহ নানাবিধ খাতে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। তিনি এসময় এলএনজি সরবরাহ বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারের রাজগ্যাসের সাথে বার্ষিক ২.৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের চুক্তি স্বাক্ষর উপলক্ষে কাতারে অবস্থান করছেন।
কাতারের শিল্প ও জ্বালানি মন্ত্রী বিপদের সময় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কাতার সব সময় বাংলাদেশের পাশে থাকবে। দু’দেশের শিল্প ও জ্বালানি খাত উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সম্ভাবনাময় খাতগুলো খুঁজে বের করতে হবে।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়জুল্লাহ, কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট সাদ শেরিদা আল কাবি (ঝধধফ ঝযবৎরফধ অষ-কধধনর) ও রাজগ্যাস মার্কেটিং কমিটির চেয়ারম্যান হামাদ রশিদ আল-মিহাম্মাদি (ঐধসধফ জধংযরফ অষ-সরযধসসধফর) উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯০১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৬
বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন
---তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রেখেই সাইবার অপরাধ মোকাবিলায় একান্ত জরুরি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হবে।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে মানবাধিকার সংস্থা ‘আর্টিক্যাল ১৯’ আয়োজিত খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ বিষয়ে জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
‘এ আইন ডিজিটাল জগৎ নিয়ন্ত্রণের জন্য নয়, নিরাপত্তার জন্য’ উল্লেখ করে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) প্রেসিডেন্ট ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশকে নিরাপদ করতেই এ আইন তৈরির কাজ চলছে।
প্রস্তাবিত আইনের বিশেষ দিকগুলোর কথা উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, মৌলিক মানবাধিকার, নারী-শিশুসহ সকলের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাও এ আইনে গুরুত্বের সাথে বিবেচিত। কম্পিউটার, ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অধিকারও নিশ্চিত করবে আইনটি। সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধানও এতে থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ড. এম সোহেল রহমানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আর্টিক্যাল ১৯’ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি অধ্যাপক মোঃ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, আইওএফ চেয়ারম্যান এ কে এম শামসুদ্দোহা, ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ, সিটিও ফোরাম প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, বিআইজিএফ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক অনু, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ সম্মেলনে অংশ নেন।
জাতীয় সম্মেলনে গৃহীত সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরিত হবে বলে সভায় জানানো হয়।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৫