Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২৫ সেপ্টেম্বর

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৪২
 
মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অনন্য অবদান রয়েছে                                                                                                                      ----মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদেরও অনন্য অবদান রয়েছে। প্রয়াত এম আর আক্তার মকুলের চরমপত্র, স্বাধীন বাংলা বেতার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান একাত্তরে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতো। এ জন্য বর্তমান সরকার মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অনন্য অবদানের জন্য মুক্তিযোদ্ধা হিসেবে স্ব^ীকৃতি দিয়েছে।
    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বিকেলে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত ‘সংস্কৃতিকর্মীদের ঈদ পুনর্মিলনী’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মামতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গণি মিয়া বাবুল প্রমুখ।
    পরে মন্ত্রী রাজধানীর বাংলামোটরে বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক অপর  এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন । তিনি বলেন, বঙ্গবন্ধু  স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি জাতির পিতা। এ নিয়ে প্রশ্ন তুলে ইতিহাস বিকৃত করা যাবে না।
    সামাজিক সংগঠন সফেন আয়োজিত এ সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে প্রকাশিত ‘চিরঞ্জীব’ শিরোনামে একটি স্মরণিকার মোড়কও উšে§াচন করেন মন্ত্রী।
    সংগঠনের সভাপতি ড. অনিশ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, সোনালী ব্যাংকের সাবেক এমডি প্রদীপ কুমার দত্ত, যুব মহিলা লীগের নেত্রী অ্যাডভোকেট শাহনাজ পারভীন ডলি, সফেন এর নির্বাহী পরিচালক ড. খান আসাদুজ্জামান প্রমুখ।

#
মারুফ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২১৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৪১

বাংলাদেশ জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করছে
                          --- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

দোহা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাপকভাবে বিনিয়োগের পরিকল্পনা করছে। 
প্রতিমন্ত্রী আজ কাতারের দোহায় শেরাটন হোটেলের সালওয়া হলে দীর্ঘমেয়াদি ‘এলএনজি বিক্রয় এবং ক্রয় চুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এলএনজি উৎপাদনে কাতার অন্যতম শীর্ষস্থান দখলকারী দেশ। আমাদের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান হালনাগাদ করে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের তৈরিপোশাক খাতে রপ্তানির গতি অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। প্রায় ২৫০০ শিল্প কারখানা জ্বালানির জন্য অপেক্ষমান। বাংলাদেশ তাই নানা উৎস থেকে এলএনজিসহ প্রাথমিক জ্বালানি অন্বেষণ করছে। 
বার্ষিক ২.৫ টন এলএনজি সরবরাহের লক্ষ্য নিয়ে ১৫ বছর মেয়াদি এ চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে সংস্থাটির চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ এবং রাজগ্যাসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ রশিদ আল-মিহাম¥াদি (ঐধসধফ জধংযরফ অষ-সরযধসসধফর) স্বাক্ষর করেন।
কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহাম্মদ বিন সালাহ আল সাদা (উৎ. গড়যধসসধফ ইরহ ঝধষধয অষ-ঝধফধ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সাথে জ্বালানি সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণসহ মানবসম্পদ উন্নয়নেও দু’দেশ এক সাথে কাজ করতে পারে। 
এসময় অন্যান্যের মাঝে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট সাদ শেরিদা আল কাবি (ঝধধফ ঝযবৎরফধ অষ-কধধনর) ও আরপিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 
#

আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৪০
 
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর আবেদন গ্রহণের শেষ সময় ২৫ অক্টোবর

 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :

    ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ প্রদান উপলক্ষে কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয় কতর্ৃৃক আবেদনপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী সংগ্রহ করে তা পূরণপূর্বক ২৫ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ৬ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ২০ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে আবেদন পাঠাবে।

    ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ধ.মড়া.নফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফধব.সড়ধ.মড়া.নফ, কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট িি.িধরং.সড়ধ.মড়া.নফ, সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপপরিচালকের কার্যালয়ে পাওয়া যাবে।
#

বিবেকানন্দ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৩৯
 
শিক্ষা ডিরেক্টরি অ্যাপ  ও অনলাইন ইআইআইএন কার্যক্রম উদ্বোধন
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :

    ই-সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ  ঢাকায় ব্যানবেইস সম্মেলন কক্ষে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক দেশের প্রথম শিক্ষা ডিরেক্টরি অ্যাপ ও ‘অনলাইনে ইআইআইএন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে অ্যাপ ও ইআইআইএন কার্যক্রম উদ্বোধন করেন।
    এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার (ইআইআইএন) পেতে এখন আর ঢাকায় আসতে হবে না। অনলাইনে আবেদনের মাধ্যমেই তা পাওয়া যাবে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন নাম্বার পাওয়া অনেক সহজ হবে। সময় ও অর্থের সাশ্রয় হবে এবং হয়রানিও কমবে। এ কাজে স্বচ্ছতা বাড়বে।
    ব্যানবেইসের পরিচালক মোঃ ফসিউল্লাহ্র সভাপতিত্বে  উদ্বোধন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর বক্তব্য রাখেন।
    শিক্ষামন্ত্রী এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার বুড়িচং, নেত্রকোনার কেন্দুয়া, দিনাজপুর সদর ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে ইআইআইএন নাম্বার সংবলিত সার্টিফিকেট প্রদান করেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ইউএনও ও প্রতিষ্ঠান প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন এবং তারা সাথে সাথে এর প্রিন্ট আউট নিয়ে শিক্ষামন্ত্রীকে দেখান। তাদের মতামতও ব্যক্ত করেন।
    পরে শিক্ষামন্ত্রী শিক্ষা ডিরেক্টরি অ্যাপ উদ্বোধন করেন। এ ডিরেক্টরিতে মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের টেলিফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি পাওয়া যাবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
#

আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯২৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৩৮ 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান


ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রযোজকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ১৩ সদস্য বিশিষ্ট একটি জুরি বোর্ড গঠন করেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর ২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয়ের ভাইস চেয়ারম্যান ও জুরি বোর্ডের সদস্য-সচিব এর নিকট আবেদনপত্র জমা দিতে হবে।

জুরি বোর্ড কর্তৃক চলচ্চিত্রের মোট আটাশটি শাখায় পুরস্কার বিবেচনা করা হবে। পুরস্কারের ক্ষেত্রসমূহ হচ্ছে : আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ  স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা, শ্রেষ্ঠ মেক-আপম্যান।

#


জাকির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৩৭

 
কাতারের জ্বালানি মন্ত্রীর সাথে বাংলাদেশের বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
 
দোহা (কাতার), ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ কাতারের দোহায় জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সেদেশের জ্বালানি ও শিল্প মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালাহ আল সাদা (উৎ. গড়যধসসধফ ইরহ ঝধষধয অষ-ঝধফধ)-এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

    প্রতিমন্ত্রী কাতারের মন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা অপরিহার্য। বর্তমানে গ্যাসের চাহিদা প্রতিদিন ৩,৬০০ এমএমসিএফ, এটি বেড়ে ২০৪১ সালে হবে ৮,০০০ এমএমসিএফ। এ গ্যাসের চাহিদা অনেকটা এলএনজি দ্বারাই পূরণ করতে হবে। তিনি বাংলদেশের উন্নয়নের প্রতিরূপ তুলে ধরে বলেন, পেট্রোকেমিকেল ইন্ডাস্ট্রিসহ নানাবিধ খাতে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। তিনি এসময় এলএনজি সরবরাহ বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

    উল্লেখ্য, প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারের রাজগ্যাসের সাথে বার্ষিক ২.৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের চুক্তি স্বাক্ষর উপলক্ষে কাতারে অবস্থান করছেন।

    কাতারের শিল্প ও জ্বালানি মন্ত্রী  বিপদের সময় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কাতার সব সময় বাংলাদেশের পাশে থাকবে। দু’দেশের শিল্প ও জ্বালানি খাত উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সম্ভাবনাময় খাতগুলো খুঁজে বের করতে হবে।

    সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়জুল্লাহ, কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট সাদ শেরিদা আল কাবি (ঝধধফ ঝযবৎরফধ অষ-কধধনর) ও রাজগ্যাস মার্কেটিং কমিটির চেয়ারম্যান হামাদ রশিদ আল-মিহাম্মাদি (ঐধসধফ জধংযরফ অষ-সরযধসসধফর) উপস্থিত ছিলেন।
#

আসলাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯০১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৩৬
 
বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন
                          ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রেখেই সাইবার অপরাধ মোকাবিলায় একান্ত জরুরি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হবে।

    আজ রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে মানবাধিকার সংস্থা ‘আর্টিক্যাল ১৯’ আয়োজিত খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ বিষয়ে জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

    ‘এ আইন ডিজিটাল জগৎ নিয়ন্ত্রণের জন্য নয়, নিরাপত্তার জন্য’ উল্লেখ করে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) প্রেসিডেন্ট ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশকে নিরাপদ করতেই এ আইন তৈরির কাজ চলছে।

    প্রস্তাবিত আইনের বিশেষ দিকগুলোর কথা উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, মৌলিক মানবাধিকার, নারী-শিশুসহ সকলের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাও এ আইনে গুরুত্বের সাথে বিবেচিত। কম্পিউটার, ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অধিকারও নিশ্চিত করবে আইনটি। সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধানও এতে থাকবে বলে জানান তিনি।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ড. এম সোহেল রহমানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আর্টিক্যাল ১৯’ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি অধ্যাপক মোঃ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, আইওএফ চেয়ারম্যান এ কে এম শামসুদ্দোহা, ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ, সিটিও ফোরাম প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, বিআইজিএফ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক অনু, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ সম্মেলনে অংশ নেন।

    জাতীয় সম্মেলনে গৃহীত সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরিত হবে বলে সভায় জানানো হয়।
#

আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৪৩৫
 
রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবায় বিশ^ব্যাংকের অনুদান চাইল বাংলাদেশ
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবায় বিশ^ব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ। 
আজ সচিবালয়ে দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এবং বিশ^ব্যাংকের সহায়তা বিষয়ে এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে, তেমনি এবারও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সফল হবে। তিনি বলেন, মহামারি ও দুর্যোগ মোকাবিলায় বিশে^র যে ৭৫টি দেশকে বিশ^ব্যাংক সহযোগিতা করার জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ তাদের অন্যতম। বিশ^ব্যাংকের গ্রেডিং অনুযায়ী মানদ- পাঁচ পয়েন্ট অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশের গ্রেডিং বর্তমানে ২ দশমিক ৫। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ বিশ^ব্যাংকের অনুদান পাওয়ার যোগ্য। তবে এই অর্থ সফলভাবে ব্যয় করতে হলে বাংলাদেশের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে ৪ পয়েন্ট গ্রেডিং-এ উন্নীত করতে হবে। দক্ষ জনবল সৃষ্টি, উন্নতমানের ল্যাবরেটরি স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রশিক্ষণের মান বৃদ্ধি ও যন্ত্রপাতির আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে সকল ধরণের মহামারি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে। এসময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশের আবেদনকে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে আশ^স্ত করে বিশ^ব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মুকেশ চাওলা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবাদানে বাংলাদেশ এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে। তিনি বলেন, অতীতে বিভিন্ন দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া ইবোলা ও জিকা ভাইরাস ঠেকাতে বাংলাদেশের সাফল্যে বিশ^ব্যাংক গর্বিত। তবে ভবিষ্যতে বড় ধরণের দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করতে হবে।
বিশ^ স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এম. পারানিথরন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারের সাফল্যের ভূয়ষী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিকোণ আজ সারা বিশে^ প্রশংসিত। পাশাপাশি তাঁর নির্দেশনায় এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা শরণার্থী কেন্দ্রে যে চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা বিরল। অনেক দেশই মাত্র দুই সপ্তাহের মধ্যে আসা এত বিপুল সংখ্যক শরণার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে এত দ্রুত পদক্ষেপ সফলভাবে নিতে পারেনি। প্রাণভয়ে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে বাংলাদেশ সরকারের সাথে অংশীদার হতে পেরে বিশ^ স্বাস্থ্য সংস্থা গর্বিত।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, বিশ^ ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র হেলথ স্পেশালিস্ট বুশরা বিনতে আলমসহ মন্ত্রণালয়, বিশ^ব্যাংক ও বিশ^ স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৩৪
 
রোহিঙ্গা সংকটে বিশ্ব জনমত প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ দফা প্রস্তাবের পক্ষে
                                        --- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
 
 
ঘুমধুম (বান্দরবান), ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
 
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব জনমত প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ দফা প্রস্তাবের পক্ষে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
মন্ত্রী আজ সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুর্গম তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণকালে একথা জানান। তিনি বলেন, ত্রাণ বিতরণ, পরিবহন এবং শরণার্থী ক্যাম্পসহ পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। ইতোমধ্যে চালু হওয়া বারোটি ত্রাণ বিতরণ ক্যাম্প এবং আটটি নোঙরখানার কার্যক্রম সমন্বয় করছে সেনাবাহিনী। বারোটি ক্যাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট এবং নলকূল স্থাপন করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ক্যাম্পে একটি করে মসজিদ নির্মাণ করা হবে বলে তিনি জানান।
 
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং, সংসদ সদস্য আব্দুর রহমান, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বাবু ক্য শৈহ্লা, বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বণিকসহ স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
নাছের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৩৩
 
ত্রাণ বিতরণে কোন বিশৃঙ্খলা নেই
  --- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
 
উখিয়া (কক্সবাজার), ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রাণকাজে সমন্বয় ফিরে এসেছে। শরণার্থীদের জন্য প্রচুর পরিমাণ ত্রাণ আসছে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ জমা আছে। গত এক মাসে ত্রাণ বিতরণে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। এমনকি একজন মানুষও অনাহারে মারা যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ দুপুরে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী রেজিস্ট্রেশন ক্যাম্পে চট্টগ্রাম চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব তথ্য জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন বেসরকারি সংস্থা ত্রাণকাজে আন্তরিকভাবে সহযোগিতা করছে। শরণার্থী ক্যাম্পগুলোতে চলাচলের রাস্তা, শেড এবং পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে করার উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং, সংসদ সদস্য আব্দুর রহমান, চট্টগ্রাম চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
নাছের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৩২
 
 রোহিঙ্গা ক্যাম্পের জন্য ইউএনএইচসিআর অবকাঠামোসহ সার্বিক সহযোগিতার আশ্বাস
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :     
ইউএনএইচসিআর এর হাইকমিশনার ঋরষরঢ়ঢ়ড় এৎধহফর রোহিঙ্গা ক্যাম্পের জন্য অবকাঠামোসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ইতোমধ্যে কুতুপালং ক্যাম্পের ভিতরের ১৮ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য সংগঠনটি ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
সচিবালয়ের অফিসকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসের চৌধুরীর সাথে আজ মতবিনিময়কালে ঋরষরঢ়ঢ়ড় এৎধহফর মন্ত্রীকে এ তথ্য জানান। তিনি পাঁচসদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
মতবিনিময়কালে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বিশেষত তাদের খাবার ও পানীয়জল বিতরণ, ক্যাম্পের ভিতরের শৃঙ্খলা, রেজিস্ট্রেশন, বাসস্থান ইত্যাদি বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন। এতো বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ায় হাইকমিশনার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ও কৃতজ্ঞতা জানান। 
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ নিতান্ত মানবিক কারণে মায়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত নাগরিকদের আশ্রয় দিয়েছে। এখনো প্রতিদিন প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। নির্যাতন অব্যাহত রেখে মায়ানমার রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করছে বলে মন্ত্রী হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, মায়ানমারকে এসব নাগরিকদের দ্রুত ফেরত নিতে হবে।
ফেরত না যাওয়া পর্যন্ত হাইকমিশনার এসব মানুষের থাকার জন্য অবকাঠামো, স্বাস্থ্য, সেনিটেশন, পানীয়জলের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন। 
 
#
ওমর ফারুক/রিফাত/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৩১
 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ই-ফাইলিং কার্যক্রম শুরু
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :     
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই-ফাইলিং কার্যক্রম বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ। 
আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তার অফিসকক্ষে  ই-ফাইলিং এর এ কার্যক্রম উদ্বোধন করেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাইলটিংভিত্তিতে গত ১ সেপ্টেম্বর থেকে ই-ফাইলিং কার্যক্রম চালু করা হয়েছিল। ফাইলে অনুমোদন প্রদানের মাধ্যমে মন্ত্রী আজ ই-ফাইলিং কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
ই-ফাইলিং কার্যক্রম আনুষ্ঠানিভাবে শুরু করায় তিনি সচিবসহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং এখন থেকে এ বিভাগের সকল নথি অনলাইনে সম্পন্ন করার কথা বলেন। 
#
সুবোধ/রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৪ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৩০ 
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা। 
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।  
বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। 
আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সক্ষম হব। 
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।     
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রোমানা/রিফাত/শহিদ/ জসীম/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪২৯
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  
 
ঢাকা, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর) :     
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৬ সেপ্টেম্বর ২০১৭ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বাংলাদেশসহ বহির্বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুুর্গা পৌরাণিক দেবতা। তিনি আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, সিংহবাহনা ইত্যাদি নামে অভিহিত হন। জীবের দুর্গতি নাশ করেন বলে তাঁকে দুর্গা বলা হয়। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্মবর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবারপরিজন, পাড়াপ্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন। তাই এ উৎসব সার্বজনীন।
দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধ
Todays handout (12).docx