তথ্যবিবরণী নম্বর: ১৫৯৩
দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে
-- ধর্ম প্রতিমন্ত্রী
ইসলামপুর (জামালপুর), ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরকারের সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।
আজ জামালপুরের ইসলাম উপজেলার বেলগাছা পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ শাখা আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোনো সরকার এতো উন্নয়ন কাজ করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল পর্যায়ের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহানশাহ সরকারের সভাপতিত্বে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
#
আনোয়ার/এনায়েত/মোশারফ/সেলিম/২০২২/২১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯২
যোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারি পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে
-- নৌপরিবহন প্রতিমন্ত্রী
বোচাগঞ্জ (দিনাজপুর), ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারি পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে। বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতিতে ধস নামলেও এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। এর প্রধান কারণ যোগ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমঅধিকার দিয়েছে। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই ধর্মে কোনো হিংসা-বিদ্বেষ নেই। আর এটা নেই বলেই আজ সকল ধর্মের মানুষ এই ইফতার মাহফিলে শামিল হয়েছেন।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে এ সময় দিনাজপুর জেলা ও বিরল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/এনায়েত/মোশারফ/সেলিম/২০২২/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯১
ডিজিটাল ডিভাইস রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ
.... আইসিটি প্রতিমন্ত্রী
সাভার, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ মোবাইল রপ্তানি করে বিশ্বের কাছে মেইড ইন বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ২০১৬ সালে ডিজিটাল ডিভাইসের খুচরা যন্ত্রাংশের ওপর শুল্ক কমিয়ে ১ শতাংশ করায় আমদানিকারক দেশ থেকে স্মার্টফোন উৎপাদন ও রপ্তানিকারক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, দেশি-বিদেশি ১৫ টি ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৯০ শতাংশ মোবাইলের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে।
প্রতিমন্ত্রী আজ সাভারে মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফোনির কারখানা পরিদর্শন ও Z42 মডেলের সিম্ফোনি সেট উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আর ২০২৫ সাল নাগাদ প্রযুক্তি শিল্প থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফোনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি’র মতো সফল গ্লোবাল ব্র্যাণ্ডে পরিণত হবে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, পরিচালক নায়ক রিয়াজ হোসেন ও সিম্ফোনির শুভেচ্ছাদূত অভিনেত্রী শবনম বুবলী ।
#
শহিদুল/নাইচ/সঞ্জীব/শামীম/২০২২/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯০
কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা
-- জাহিদ ফারুক
বরিশাল, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের উন্নয়ননির্ভর করে আমাদের কৃষক ভাইদের ওপর। আপনাদের হাত যত শক্ত করবেন দেশ তত উন্নত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ছিল কৃষকদের প্রতি খেয়াল রাখা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আজ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরি-১ ফসলের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে আবাদি জমি কমেছে ১০ শতাংশ। ছোট দেশে অল্প জমি হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, কিছু কিছু রপ্তানিও হচ্ছে। এটা সম্ভব হয়েছে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের পরিশ্রমের ফলে।
যাদের সংসারে একাধিক সদস্য বা সন্তান রয়েছে আপনারা একসাথে থাকুন। আলাদা হলে গেলে জমির আকার ছোট হবে বসতবাড়ির জন্য আবাদি জমি কমে যাবে। একটু চিন্তা করেন একসাথে থেকে ভালো থাকবেন সুখী থাকবেন বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আমাদের ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধিশালী দেশে কৃষি উৎপাদন আরো বাড়িয়ে রপ্তানিতে যেতে হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এর জন্য একখন্ড জমিও অনাবাদি রাখা যাবে না। কেউ যদি আবাদ করতে না চায় কৃষি কর্মকর্তারা বর্গা নিয়ে হলেও আবাদ করতে হবে। কৃষক ভাইদের তিনি প্রতিজ্ঞা করার অনুরোধ জানান কোনো জমি আনাবাদি রাখা যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপিতত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশালের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: হারুন আর রশিদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোট ৩৩ শতাংশ জমির জন্য ৬শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ দেয়া হয়েছে।
#
গিয়াস/নাইচ/সঞ্জীব/শামীম/২০২২/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৯
যাকাত বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী
ইসলামপুর (জামালপুর), ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
ইসলামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন, ইসলামপুর, জামালপুর আয়োজিত ‘‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন’’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২১-২০২২ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ এবং দুস্থ গরিবদের মাঝে প্রধান অতিথি হিসেবে যাকাতের অর্থ বিতরণ করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন, জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মত রোজিনা আক্তার চায়না প্রমুখ।
#
আনোয়ার/নাইচ/সঞ্জীব/শামীম/২০২২/১৮২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৮
বিশেষ দৃষ্টি দিয়ে সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে
---দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইসলামপুর (জামালপুর), ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আজ মুরাদাবাদ খেয়া ঘাট প্রাঙ্গণে এবং গুঠাইল আব্দুস ছালাম চেয়ারম্যানের বাড়ির দক্ষিণে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রমের ফলে ইসলামপুর উপজেলার ন্যায় নদী ভাঙন কবলিত এলাকার মানুষ অনেকটাই ঝুঁকিমুক্ত। এলাকার মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন করতে এবং বন্যা হতে রক্ষা পেতে বাঁধ কাম রাস্তা নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে নদীবিধৌত জামালপুর অঞ্চলের মানুষের জীবন উন্নত হয়েছে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এলাকার মানুষের জীবনজীবিকার উন্নয়নে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাঁধ কাম রাস্তা নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বাঁধ নির্মাণ করে যমুনা নদী ভাঙন রোধের ফলে অনেক বাড়ি-ঘর ও ফসলী জমি রক্ষা পেয়েছে। নতুন করে চর জেগেছে। যেখানে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে। ফলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি আরো বলেন, যমুনা নদীর তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে দূরবর্তী চরাঞ্চলকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে।
জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দু'টি পথসভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল কাদের শেখ প্রমূখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান এবং ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় "কুলকান্দি মাগুন মিয়ার বাজার হতে মুরাদাবাদ খেয়াঘাট হয়ে দেওয়ানগঞ্জ সীমা হয়ে পাকা রাস্তা সংলগ্ন খালেকের দোকান পর্যন্ত রাস্তা কাম বাঁধ মেরামত প্রকল্পের "কুলকান্দি ও পাথর্শী ইউনিয়ন) প্রকল্পের উদ্বোধন করেন।
এরপর প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ২০২১-২০২২ অর্থবছরে (কাবিটা) কর্মসূচির আওতায় চিনাডুলী পশ্চিম বামনা মামুন ডাঃ এর বাড়ি হতে উলিয়া বাজার পর্যন্ত রাস্তা কাম বাঁধ নির্মাণ (প্রথম অংশ) (চিনাডূলী ইউনিয়ন) প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রীদ্বয় ইসলামপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং এলাকার দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
#
আনোয়ার/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২২/১৮৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৮৭
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। এ সময় ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
#
জাকির/নাইচ/রেজাউল/২০২২/১৬১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৬
বিশ্বব্যাংক প্রতিবেদনে প্রমাণ হলো দেশে করোনায় দারিদ্র্য বাড়ার তথ্য মনগড়া
---তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
দেশে ২০২০ সালের চেয়ে ২০২১ এ দারিদ্র্য কমেছে-বিশ্বব্যাংক প্রতিবেদনের এ তথ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রমাণ করে, দেশের তথাকথিত কিছু গবেষণা ও সামাজিক সংস্থা মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই করোনায় দেশে দারিদ্র্য বৃদ্ধির মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করেছিল। আশা করি এসব অপপ্রচার এখন বন্ধ হবে।’
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অগ্রগতি নিয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-রিকভারি এন্ড রেজিলিয়েন্স এমিড গ্লোবাল আনসার্টেইনটি’ প্রতিবেদন বিষয়ে আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ২০২০ সালের তুলনায় বাংলাদেশে ২০২১ সালে দারিদ্র্য শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে এবং দারিদ্র্য যেখানে আগে ১২ দশমিক ৫ শতাংশ ছিল সেটি এখন ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।’
‘অর্থাৎ আমরা যে এতদিন ধরে বলে এসেছি, করোনা মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দারিদ্র্য কমেছে, করোনাভাইরাস মোকাবিলা এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই দুটো সমন্বয় করে তিনি দেশ পরিচালনা করেছেন, এতে দেশ উপকৃত হচ্ছে-সেই কথাটিই বিশ্বব্যাংকের রিপোর্টে উঠে এসেছে’ বলেন মন্ত্রী।
‘বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে বাংলাদেশের দারিদ্র্য কমছে, অথচ আমরা দেখেছি, কিছু পত্রপত্রিকায় দেশে দারিদ্র্য বাড়ছে বলা হয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ বলেন, ‘সুতরাং যে পত্রিকা ও যারা এ ধরনের মনগড়া তথ্য প্রকাশ করেছেন, আশা করি বিশ্বব্যাংকের রিপোর্টের পর এখন তারা সতর্ক হবেন এবং দারিদ্র্য নিয়ে বিভ্রান্ত্রিমূলক অপপ্রচারের অপচেষ্টা বন্ধ হবে।’
বাস্তব উদাহরণ তুলে ধরে ড. হাছান বলেন, ‘করোনা মহামারির মধ্যে ২০২০-২১ সালে পৃথিবীর মাত্র যে ২০টি দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ধ্বনাত্মক, তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের আগের দু’টি দেশ- সাউথ সুদান ও গায়েনার অর্থনীতির আকার ও জনসংখা আমাদের চেয়ে অনেক কম। সুতরাং ২০২০-২১ সালে বাংলাদেশেকে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধিতে এক নম্বর বলা চলে এবং বিশ্বব্যাংকের রিপোর্টও বলে, দেশে চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ ও আগামী বছরে ৬ দশমিক শতাংশ প্রবৃদ্ধি হবে। যদিও আশা করি এর চেয়ে বেশি লক্ষমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হবো।’
এ সময় বিএনপি'র সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যে বক্তব্য প্রাতিনিয়ত দিচ্ছেন, এগুলো গতানুগতিক। তাদের রাজনীতিটা গতানুগতিক বক্তব্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তাদের রাজনীতি তিনটি বিষয়ের মধ্যে আবর্তিত- খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক জিয়ার শাস্তি এবং তত্ত্বাবধায়ক সরকার। বিরোধী দল হিসেবে যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, বিএনপি সেটা করতে ব্যর্থ হয়েছে এবং হচ্ছে।’
#
আকরাম/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২২/১৭২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৫
হাওরে টেকসই বাঁধ নির্মাণে সমন্বিত উদ্যোগ নেয়া হবে
---কৃষিমন্ত্রী
সুনামগঞ্জ, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
হাওরে বোরো ধানের ঝুঁকি কমাতে স্বল্পজীবনকালীন আগামজাতের ধান চাষ, টেকসই বাঁধ নির্মাণ ও সময়মতো সংস্কারে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং ধান পাকার পর তা দ্রুত কাটার জন্য হাওরে অগ্রাধিকারভিত্তিতে পর্যাপ্ত ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার ও রিপার প্রদানে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
আজ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চাপতির হাওরে ফসল রক্ষা বাঁধ ও বোরো ধানখেত পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাওরে ১২-১৪ লাখ টন ধান হয়, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ ধান খুবই ঝুঁকিপূর্ণ, কোন কোন বছর আগাম বন্যার কারণে নষ্ট হয়ে যায়। এ ঝুঁকি কমাতে ১৫-২০ দিন আগে পাকে এমন জাতের ধানচাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিজ্ঞানীরা অনেকগুলো জাত উদ্ভাবন করেছে। এসব জাত চাষে কৃষকদের এগিয়ে আসতে হবে।
ব্লাস্ট রোগ হাওয়ায় ব্রি-২৮ ও দেরিতে পাকার কারণে ব্রি-২৯ ধান হাওরে চাষ না করার জন্য কৃষকদেরকে এসময় আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, হাওরের বিস্তীর্ণ জমিতে বছরে মাত্র একটি ফসল বোরো ধান হয়। এ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, সেজন্য উচ্চফলনশীল জাতের ধান যেমন ব্রিধান ৮৯, ব্রিধান ৯২ এবং বিনাধান-১৭ চাষ করতে হবে।
বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী বোরোতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সার দেয়া হবে। এছাড়া, সারা বছর ধরে ভিজিএফসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেয়া হবে, যাতে খাদ্যের জন্য কেউ কষ্ট না করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছেন। ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও সময়মতো সংস্কারের জন্য কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডসহ সকলে মিলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাঁধগুলো অনেক ক্ষেত্রে সময়মতো সংস্কার হয় না। এক্ষেত্রে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিদ্যমান নীতিমালার প্রয়োজনে পুনর্মূল্যায়ন করা হবে। এছাড়া, পানির ধারণক্ষমতা বাড়ানোর জন্য নদী খননে উদ্যোগ নেয়া হবে।
শ্রমিক সংকটের কথা চিন্তা করে ও দ্রুততার সঙ্গে ধান কাটার জন্য হাওরে অগ্রাধিকারভিত্তিতে কম্বাইন হারভেস্টার ও রিপার দেওয়া হচ্ছে জানিয়ে ড. রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষকবান্ধব সরকার শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে ধান কাটার যন্ত্রকম্বাইন হারভেস্টার ও রিপার কৃষকদের দিচ্ছে। ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা প্রকাশ করে মন্ত্রী আরো বলেন, কৃষিমন্ত্রী হিসেবে আগাম বন্যা বা আকস্মিক ঢলের কারণে হাওরে বোরো ধান ঘরে তোলা নিয়ে প্রতিবছরই আতঙ্কে থাকি। বৃষ্টি আর নাহলে এ বছরের অবশিষ্ট ধানগুলো কৃষকের ঘরে তোলার বিষয়ে আমরা আশাবাদী। পর্যাপ্ত ধান কাটার যন্ত্র হাওরে বরাদ্দ দেয়া হয়েছে, দেশের অন্য অঞ্চল থেকেও যন্ত্র আনা হচ্ছে। বাঁধ রক্ষায় স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও রাজনীতিবিদরা কৃষকের পাশে রয়েছে।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে কৃষিসচিব মোঃ সায়েদুল ইসলাম, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর।
পরে কৃষিমন্ত্রী সদর উপজেলার জাওয়ার হাওরে স্বল্পজীবনকালীন আগামজাত বিনাধান-১৭ এবং উচ্চফলনশীল ব্রিধান ৮৯ কর্তন ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় তিনি ধান কাটার উদ্বোধন করেন ও ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টার ও রিপার’ কৃষকের মাঝে বিতরণ করেন।
#
কামরুল/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২২/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৪
ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে
-খাদ্যমন্ত্রী
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে কৃষকবান্ধব নীতির কারনে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে। এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে বলে জানান তিনি।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে ভলান্টারি কনজুমারস ট্রেনিং এন্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা) আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হতে পারে। একারনে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে। ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ভোক্তার সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।
সেমিনারে মূলনিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।
#
কামাল/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২২/১৪৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৩
মুজিবনগর দিবসে জাতীয় কর্মসূচি
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এরপর মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করা হবে। মুজিবনগর আম্রকাননে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টায় মুজিবনগরে গীতিনাট্য 'জল মাটি ও মানুষ' প্রদর্শিত হবে। সকাল ১০:৪৫ টায় মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বেতার ও ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
এদিন মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি থাকবে। ঢাকা এবং মুজিবনগরে এ দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনসমূহ আলোকসজ্জা এবং সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে।
এদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা ও প্রার্থনার আয়োজন করা হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
মারুফ/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/মানসুরা/২০২২/১৩৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮২
কৃষকের কল্যাণে সব করা হবে
-পানি সম্পদ উপমন্ত্রী
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ