Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মে ২০১৮

তথ্যবিবরণী ২৬ মে ২০১৮

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১৫৮১
 
মাদক ও দানবাধিকার নিয়ে মায়াকান্নার রাজনীতি অচল 
                                               -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে ) :
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদমন ও মাদকবিরোধী অভিযান শূন্যসহিষ্ণু নীতিতেই পরিচালিত হবে। কারণ মানুষ বাঁচাতে দানবের বিরুদ্ধে এ অভিযান। আর দানবাধিকারের জন্য মায়াকান্নার রাজনীতি এখন অচল। 
 
আজ ঢাকায় পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে ন্যাপ (মোজাফফর) এর প্রয়াত সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল স্মরণে ১৪ দল আয়োজিত সভায় মন্ত্রী একথা বলেন। ১৪ দল নেতৃবৃন্দের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম,  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ সভায়  বক্তব্য রাখেন।  
 
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকা-ের অনুমতি দেয় না। একাত্তরের গণহত্যা, বঙ্গবন্ধু হত্যা, ২১ শে আগস্টের গ্রেনেড হামলাকারীদের মধ্যে স্বীকৃত খুনিদেরও বিনাবিচারে হত্যা করা হয়নি, বহুবছর পরে হলেও  শেখ হাসিনার সরকারই তাদের বিচারের আওতায় এনেছে।’
 
তথ্যমন্ত্রী এসময়  ন্যাপ (মোজাফফর) এর প্রয়াত সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলালকে  জঙ্গি ও মাদক দমনের সাহসী সৈনিক হিসেবে বর্ণনা করে বলেন, ‘জঙ্গি ও মাদক দমনে সফলতার মাধ্যমেই  অধ্যক্ষ বেলালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’ 
 
#
 
আকরাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
Todays handout.docx