Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 16/02/2016

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৫১৫

পদ্মা সেতু রেলসংযোগের জন্য ৮৬ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক সিদ্ধান্তে বিদেশি সাহায্য ছাড়াই বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর কার্যক্রম শুরু হয়েছে। পদ্মা সেতুর সাথে রেলসংযোগ স্থাপন হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক মাত্রা যোগ হবে। তিনি রেল সংযোগসহ পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।
    
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১০৬তম সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় সারাদেশে ১৯২ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ৮৬ দশমিক ৮২ একর ভূমি রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন, রাজউক এর চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূইয়া, বাংলাদেশ রেলওয়ের ডিজি আজমল হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আরিফ-উর-রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী গোকুল কৃষ্ণ ঘোষ, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এবং রাজউকর প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে বিবেচিত। সভায় নারায়ণগঞ্জ জেলার ১৫ দশমিক ৮৭ একর এবং ঢাকা জেলার ৭০ দশমিক ৯৪ একর ভূমি অধিগ্রহণ অনুমোদিত হয়। এছাড়া রাজউক এর অনুকূলে কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় জেলা স্থান নির্বাচন কমিটির অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়নের অর্থবরাদ্দ সাপেক্ষে জোয়ার সাহারা, বরুয়া, ডুমনি ও মাস্তুল মৌজায় প্রস্তাবিত ৯১ দশমিক ৬৬ একর ভূমি অধিগ্রহণ মঞ্জুর হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন সম্প্রসারণ, পাওয়ার গ্রিড কোম্পানি অভ্ বাংলাদেশ লিমিটেড কর্তৃক কেরানীগঞ্জ ২৩০/১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক ঢাকা জেলার চরকামরাঙ্গী মৌজায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, ঢাকা ওয়াসার অনুকূলে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ প্রকল্প, বরিশাল সদর উপজেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল স্থাপন প্রকল্প, খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা ও অবকাঠামো সুবিধার উন্নয়ন প্রকল্পের আওতায় টুটপাড়া কবরস্থান সম্প্রসারণ এবং খুলনা সিটি কর্পোরেশনের আওতায় এসব ভূমি অধিগ্রহণ করা হয়।

#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/বসির/২০১৬/২০২০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫১৪

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মদ অসিম আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর সাথে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন নিয়ে মতবিনিময় করেন। মালদ্বীপের রাষ্ট্রদূত বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, মালদ্বীপ এসব ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় এবং এসবখাতে বাংলাদেশের সহযোগিতা চায়।
    এসময় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক এবং মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

#


কামরুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫১৩

কবিতা মহান মুক্তিযুদ্ধে সমরাস্ত্রের ভূমিকা পালন করেছে
                                --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    ‘সমধারা’ সাহিত্য পরিষদ তার দ্বিতীয় কবিতা উৎসব পালন করলো আজ। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ওপার বাংলার ও এপার বাংলার উদীয়মান কবিরা সববেত হয়েছিলেন এ উৎসবে। কবি নির্মলেন্দু গুণ মঙ্গল প্রদীপ জে¦লে এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কবিতা পাঠ, নির্বাচিত কবি সম্মাননা, কবিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হয়।
    প্রধান অতিথির বক্তৃতায় গণপূর্ত মন্ত্রী বলেন, কবিতা জীবনের অংশ। জীবনের ভালবাসা, প্রত্যাশা, অসঙ্গতির কাব্যিক চিত্র হলো কবিতা। সমাজ বিনির্মাণে এবং সমাজ পরিবর্তনে কবিতার বড় অবদান রয়েছে। মায়ের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি ভালবাসা জাগ্রত করতে কবিতা বড় ভূমিকা পালন করে। মানুষের মননশীলতার প্রকাশ কবিতা। জীবনবোধ, সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও কবিতা বড় ভূমিকা পালন করে। আবার এই কবিতাই যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্রের ভূমিকা পালন করে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এর প্রমাণ রয়েছে।
    উৎসবে কবি হেলাল হাফিজকে সম্মাননা প্রদান করা হয়। কবি কাইয়ূম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য কবি মুহিতুল আলম ও সমধারা সাহিত্য পত্রিকার সম্পাদক সালেক নাসির উদ্দিন।
    উৎসবে প্রধান অতিথি অংশগ্রহণকারী ১৫৩ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত ‘পদাবলীর যাত্রা’ এবং কবি কাইয়ূম নিজামীর ‘হৃদয়ে রক্তক্ষরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। উৎসবে অংশগ্রহণকারী কবিরা স্বরচিত কবিতা পাঠ করে শুনান।
#

কিবরিয়া/আফরাজ/রেজাউল/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫১২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি’র সাথে আজ ঢাকায় ইস্কাটনে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে দু’দেশের জনশক্তি রপ্তানি ও আগামী মার্চে কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফরের বিষয়ে রাষ্ট্রদূতের সাথে সার্বিক আলোচনা হয়।    আগামী ০২-০৫ মার্চ কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফরের বিষয়ে কথা রয়েছে।

    সাক্ষাতের শুরুতে মন্ত্রী সম্প্রতি কাতার সরকারের আমন্ত্রণে সেদেশ সফরের সময় কাতার সরকারের আন্তরিকতা ও আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমির ভ্রাতৃত্ব ও অতিথিপরায়ণতার প্রশংসা করেন তিনি। মন্ত্রী বলেন, গত ৩ ফেব্রুয়ারি জনশক্তি রপ্তানির বিষয়ে প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমির সাথে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে।

    কাতারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের সময় দ্বিপাক্ষিক বৈঠকে যে সকল বিষয়ের ওপর আলোচনা হয়েছে তা দ্রুত বাস্তবায়নে কাতার সরকার কাজ করছে। এরই প্রেক্ষিতে আগামী মার্চের ১ম সপ্তাহে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং ঢাকায় অনুষ্ঠিত হবে। মিটিং-এ কাতারে অধিক সংখ্যক কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, ২০১৫ সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মী কাতারে গিয়েছে। এর কারণ, বাংলাদেশী কর্মীরা কাজ করার ক্ষেত্রে আগ্রহী ও আন্তরিক।

    সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার এবং যুগ্মসচিব আবদুর রউফ ও কাজী আবুল কালাম উপস্থিত ছিলেন।

#
জাহাঙ্গীর/আফরাজ/রেজাউল/সঞ্জীব/বসির/২০১৬/১৮২০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫১১

বাজার তদারকি  
২৯ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর রমনা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে
স্টারওয়াল্ডকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ব্যাম্বো ক্যাসলকে ১০ হাজার টাকা ও খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মোহাম্মদীয়া রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে নাটোর সদর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার ৫শ’ টাকা, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৫শ’ টাকা, কুমিল্লার লাকসাম উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ টাকা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা ও লালমনিরহাট সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতি, বাজার কর্মকর্তা, উপজেলা ও মৎস্য কর্মকর্তা ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#

আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য, পার্বত্য  চট্টগ্রাম  বিষয়ক প্রতিমন্ত্রী  বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল  অংশগ্রহণ করেন।
    বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের অগ্রগতি এবং পার্বত্য জেলাসমূহে পরিচালিত এনজিওসমূহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
      ২০১৫-১৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জিওবির অর্থায়নে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থে পরিচালিত প্রকল্প এবং এডিবিভুক্ত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সুনির্দিষ্ট চুক্তির আলোকে সামাজিক বনায়নের জন্য স্থানীয় জনগোষ্ঠী, চাকমা সার্কেলের রাজা, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে পরিচালিত এনজিওসমূহকে কয়েকটি স্কুলের ছাত্রদের জন্য একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণ করা এবং তিন পার্বত্য জেলায় ভবিষ্যতে যে সব প্রকল্প গ্রহণ করা হবে তাতে মন্ত্রণালয়, জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদকে সমনি¦তভাবে কাজ করার সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ জনপ্রশাসন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্র্যাক, কারিতাস, মানুষের জন্য ফাউন্ডেশন, গ্রিন হিল, জাবারাংয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/রেজাউল/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫০৯

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

দশম জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আফছারুল আমীন, বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, মো. রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
 
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ২০০৮-২০০৯ এবং ২০০৬-২০০৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৯-২০১০ এর অডিট আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং-১ থেকে ১৬ ও ১৮ এর উপর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা/ডাক্তার/ইঞ্জিনিয়ার/প্রশাসনিক কর্মকর্তার বিষয়ে অনিয়মিতভাবে কার লোন গ্রহীতাদের গাড়ী রক্ষণাবেক্ষণ, গ্যাস ও জ্বালানী বাবদ ১৮,৬৮,৯৪৭/- টাকা প্রদানের কারণে উত্থাপিত অডিট আপত্তিসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়া পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধন্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটি আলোচিত অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করে। এছাড়া সৌরবিদ্যুৎ এর মাধ্যমে সড়ক বাতি প্রকল্প গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলায় উম্মুক্ত স্থানে কয়লা সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ এবং কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লেক পূণঃখননের জন্য সুপারিশ করে।
      বৈঠকে বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
হালিম/আফরাজ/রেজাউল/সঞ্জীব/বসির/২০১৬/১৮২০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫০৮

স্পিকারের সাথে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল আজ সংসদভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার, এমপি (ঝরৎ কবরৎ ঝঃধৎসবৎ, গচ )।
    ‘লেবার ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা স্টিফেন টিমস (ঝঃবঢ়যবহ ঞরসসং) এবং স্টিভ রিড (ঝঃবাব জববফ)  বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বণ্টন প্রক্রিয়া,  সংসদ সদস্যদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, মহিলা চাকুরীজীবীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় স্পিকার বলেন, যেকোন দেশের সংসদ সেদেশের গণতন্ত্র চর্চার কেন্দ্র। সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে। বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধীদল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র  ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা যেকোনো সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে  মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী  কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যেকোন কার্যক্রমের ওপর আলোচনা ও দিকনির্দেশনা প্রদানের সুযোগ রয়েছে।
#

হুদা/আফরাজ/রেজাউল/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৫০৭

একনেক সভায় ৫ হাজার কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্প এবং সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য ৪৫৬টি ফ্লাট নির্মাণ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় মোট চার হাজার ৯শত একষট্টি কোটি ৪২ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন পেয়েছে। আজ ঢাকায় শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন ।
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান আহরণে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে নভোথিয়েটার স্থাপনে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সময় ও প্রয়োজনের নিরিখে দেশে পুলিশ সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে প্রায় ত্রিশ হাজার। আগামী কয়েক বছরে আরো পঞ্চাশ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে। কিন্তু তাদের ভৌত আবাসন সুবিধা সে তুলনায় বৃদ্ধি পায়নি। পুলিশ সদস্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে তাদের জন্য ১২টি ব্যারাক তৈরি করার প্রস্তাবিত প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি রাজধানীতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সংকট নিরসনে মালিবাগে ৪৫৬টি এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য মিরপুরে ২৮৮টি আবাসিক ফ্লাট নির্মাণে পৃথক দু’টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
    পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের একনেক সভায় ময়মনসিংহের গফরগাঁও-এ টোক সড়কের উপর ২৮৩মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে গফরগাঁও কাপাসিয়া ও মনোহরদীর মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। একনেক বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রকল্প গুলো হলো : ফরিদপুর জেলার সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কুমিল্লা সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন ও ফুটপাত উন্নয়ন, রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনঃসংস্কার, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা গ্রামীণসড়ক উন্নয়ন এবং ঢাকা - চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণ (তৃতীয় সংশোধিত প্রকল্প)।
    পরিকল্পনামন্ত্রী জানান, ঢাকা - চট্রগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্প বাস্তবায়ন শেষ হওয়ার পর নতুন করে ঢাকা -চট্রগ্রাম এলিভেটেড এক্সপ্রেস সড়ক প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কাজ শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন ।
    পরিকল্পনা বিভাগের সচবি তারিক-উল ইসলাম এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ প্রেস ব্রিফিং এ উপস্থতি ছিলেন।
#

শেফায়েত/আফরাজ/রেজাউল/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫০৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নজর দিতে হবে
                -  ডেপুটি স্পিকার
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে চর, হাওড়, বাঁওড় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। কৃষক-শ্রমিকের ঘাম মিশ্রিত আজকের এ প্রবৃদ্ধি। তাই তাদেরকে দরিদ্র রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

    আজ রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ (ণডঈঅ) মিলনায়তনে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং অতি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম এবং সাধারণের প্রতি মমত্ববোধের কারণেই আজ এসব প্রান্তিক জনগোষ্ঠী মধ্যম আয়ের জনতার কাতারে পৌঁছাতে সক্ষম হচ্ছে। তাঁর প্রচেষ্টায় বাংলাদেশ এমডিজি অর্জনে সফল হয়েছে। এখন ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জনে সমর্থ হবে। আর এসডিজি অর্জন হলে সম্পদের বৈষম্য কমে যাবে। বাংলাদেশে অতিদরিদ্র বলে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এসময় তিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

     তিনি বলেন, চর অঞ্চলের অতিদরিদ্র মানুষের  ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার যে বাজেট বরাদ্দ রাখছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য হাওড় উন্নয়ন বোর্ডের মতো একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। বাজেটে প্রতিবছরই চরাঞ্চলের উন্নয়নে কিছু থোক বরাদ্দ দেয়া হয় কিন্তু নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকায় এ অর্থ খরচ করা সম্ভব হয় না।

    বৈঠকে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, ছবি বিশ্বাস, ইসরাফিল আলম, টিপু সুলতান, মো. আয়েন উদ্দিন, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, ফরহাদ হোসেন, নুরুল ইসলাম ওমর, জেবুন্নেসা আফরোজ ও এনজিও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।   
#
স্বপন/আফরাজ/সঞ্জীব/বসির/২০১৬/১৮০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৫০৫
কাজী আরেফ আহমেদের মৃত্যুবার্ষিকীতে তথ্যমন্ত্রী
জঞ্জাল ঝেড়ে ফেলুন, শান্তি-সমৃদ্ধির পথে চলুন
ঢাকা ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেছেন, বাংলাদেশকে যদি নিজের পথে, গণতন্ত্র, বৈষম্যহীন সমৃদ্ধির পথে চলতে হয়, তবে পাকিস্তানি ও সামরিক শাসকদের রেখে যাওয়া জঞ্জাল ঝেড়ে ফেলতে হবে। এর বাস্তবায়নের ওপরই নির্ভর করছে শান্তি-সমৃদ্ধির পথে বাংলাদেশ গড়ে উঠবে কি না।
    মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কাজী আরেফ আহমেদ ফাউন্ডেশন আয়োজিত ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হাতে নিহত জাসদ নেতা কাজী আরেফ আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীসভায় একথা বলেন।
    সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতির জীবনে কিছু ক্ষেত্রে কখনও আপোশ হয় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে কোনো লেনদেন হয় না। রাজাকার, সামরিক, সাম্প্রদায়িক অপশক্তির সাথে কোন আপোশরফা হয় না।
    জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি জামাতকে নিষিদ্ধ করার সাথে সাথে সাম্প্রদায়িক জঞ্জালকে যারা প্রশ্রয় দেয়, তাদেরকে রাজনীতি থেকে বাদ দিতে হবে। আজ ২০১৬ সালে দাঁড়িয়ে দেশকে নিরাপদ পথে পরিচালিত করতে তাদের বাদ দেয়ার বিকল্প নেই, তা সকলকে অনুধাবন করতে হবে।
    এসময় কাজী আরেফ আহমেদের রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে হাসানুল হক ইনু বলেন, বীরমুক্তিযোদ্ধা ও ষাট দশকের বিখ্যাত ছাত্রনেতা কাজী আরেফ  ছিলেন সেই গুটিকতক তরুণদের একজন, যারা পাকিস্তানের ভেতরে থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম-যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে তার পাশে থাকা মানুষদের অন্যতম হিসেবে কাজী আরেফকে বর্ণনা করে তিনি বলেন, কাজী আরেফ অমর ছিলেন, অমর থাকবেন।
    ফাউন্ডেশনের সহসভাপতি খন্দকার হেনা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় প্রেসক্লাব সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আজিজুল হক  ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ময়নুল হক মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় যুব জোটের সদস্য সালমা সুলতানা, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম-বোয়াফ এর সভাপতি কবীর চৌধুরী তন্ময় এবং বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু বক্তৃতা করেন।
    এর আগে সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে কাজী আরেফ আহমেদের সমাধিতে   পুষ্পস্তবক অর্পণ করেন হাসানুল হক ইনু। সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাসদ নেতা মো. খালেদ, শফিউদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম বাবু, নাদের চৌধুরী, নূরুন্নবী ও টুটুল সরকার, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সামছুল ইসলাম সুমনসহ জাসদ নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫০৪

পরিবেশ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টরের সাক্ষাৎ
 পরিবেশ উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আহ্বান

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশে পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আজ সচিবালয়ে বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টর পাউলা ক্যাবেলেরো (গং. চধঁষধ ঈধনধষষবৎড়) মন্ত্রীর সাথে তার অফিসে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
 
    পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাংকের আর্থিক অনুদানের প্রতি বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের চার কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনের ঝুঁকি কমানোর জন্য তাঁর নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    একটি উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্লোবাল লেবেলে প্রধানমন্ত্রীর আর্থ অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রশংসা করে পাউলা ক্যাবেলেরো বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণে প্রচুর কাজ  করছে এবং বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে রয়েছে। পরিবেশ উন্নয়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

    পরিবেশ ও বন মন্ত্রী ঢাকা মহানগরীর চতুর্দিকে চারটি নদী বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা এবং কর্ণফুলী ও হালদাসহ ৬টি নদীর প্রতিবেশ ব্যবস্থা পুনরুদ্ধার ও সংরক্ষণে বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করেন।  

    বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রমা ও অপারেশন ম্যানেজার রাজশ্রি পার্লকার এসময় উপস্থিত ছিলেন।    

    এর আগে তাঁরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের সাথে এক বৈঠকে মিলিত হন।
    
#
পাশা/আফরাজ/রেজাউল/সঞ্জীব/বসির/২০১৬/১৮২০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                         

Todays handout (8).doc