তথ্যবিবরণী নম্বর : ৩০৮৯
নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে
-- ত্রাণ মন্ত্রী
মতলব উত্তর (চাঁদপুর), ২৬ কার্তিক (১০ নভেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের প্রহর গুনছে।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলায় স্থানীয় নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ বছরের দুর্গাপূজা প্রমাণ করে দেশে কোন সাম্প্রদায়িক দ্বন্দ্ব নেই, সকল ধর্মের মানুষ মিলেমিশে পূজা উদযাপন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সুখীসমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জনাব মায়া চৌধুরী এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, সরকার স্কুল কলেজের অবকাঠামোগত সম্প্রসারণ করেছে। এর ফলে ক্রমবর্ধমান শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে স্কুল-কলেজে আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলায় সরকারি কারিগরি স্কুল স্থাপনকে কর্মমুখী শিক্ষার প্রসারের উদ্যোগ বলে মন্ত্রী মন্তব্য করেন।
#
দেওয়ান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা