তথ্যববিরণী নম্বর : ৫৩১
সুখী সমৃদ্ধ বাংলাদশে গড়ার অভযিাত্রায় সাংস্কৃতকি আন্দোলন অপরহর্িায অনুষঙ্গ
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফব্রেুয়ার)ি:
পরকিল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেনে, বস্তুত মুক্তসিংগ্রামরে মাধ্যমে স্বাধীনতা র্অজন সাংস্কৃতকি ঐতহ্যিরে ধারাবাহকিতার ফসল। জাতরি পতিা বঙ্গবন্ধুর স্বপ্নরে সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শখে হাসনিার সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদশে গড়ার অভযিাত্রা সফল করে তুলতে সাংস্কৃতকি আন্দোলন এক অপরহর্িায্ অনুষঙ্গ। স্বাধীনতা বরিোধী অপশক্তি বাঙালরি সাংস্কৃতকি চতেনা ধ্বংস করতে হাজার বছররে র্সবশ্রষ্ঠে বাঙালি জাতরি পতিা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দশেে অস্থরিতা সৃষ্টি করে অপসংস্কৃতরি যে বীজবপন করছেে তা প্রতহিত করতে সাংস্কৃতকি সংগ্রামরে কোন বকিল্প নইে।
আজ রাজধানীর বশ্বি সাহত্যি কন্দ্রেে উষসী সাহত্যি-সংস্কৃতি র্পষদরে ৩৬ বছর র্পূতি ও ৩৭ বছর র্পদাপন উপলক্ষে গুণজিন সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে এসব কথা বলনে।
মন্ত্রী আরো বলনে, উষসী সাহত্যি-সংস্কৃতি র্পষদরে নবিদেতি র্কমীবৃন্দ বগিত ৩৬ বছর যা নরিলসভাবে কাজ করে যে সফলতা র্অজন করছেে তা মঘেনা-গোমতী কূলরে সাংস্কৃতকি ঐতহ্যিরে ধারাকে সমৃদ্ধ ও বগেবান করে এনে দয়িছেে গৌরব। আমি র্গবতি এই সংগঠনরে ৩৬ বছর র্পূতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি উষসী সাহত্যি-সংস্কৃতি র্পষদরে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছ।ি
অনুষ্ঠানে বশিষে অতথিরি বক্তব্য রাখনে প্রাক্তণ সনিয়ির সচবি ও পরচিালনা র্পষদ রূপালী ব্যাংক ল:ি এর চয়োরম্যান মঞ্জুর হোসনে এবং স্বাস্থ্য সচবি (সবো) মোঃ সরিাজুল ইসলাম খান।
#
তৌহদিুল/ফারহানা/সঞ্জীব/রজোউল/২০১৮/২১০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩০
জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সহায়ক শক্তি
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
চাঁদপুর, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ অপরিহার্য। এজন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ামক শক্তি। এ ব্যাপারে সড়ক পরিবহণ খাতে মালিক-শ্রমিকগণ সহায়ক শক্তি হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী রাঙ্গা আজ ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি কর্তৃক সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত এক নৌবিহার উপলক্ষে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সড়ক পরিবহণের অন্যতম দাবি উন্নত মানসম্পন্ন সড়ক অবকাঠামো নির্মাণ। বর্তমান সরকার ১ হাজার কিলোমিটারেরও বেশি আঞ্চলিক মহাসড়কের মান উন্নীতকরণের কাজ করছে। সারাদেশে ৩ হাজার কিলোমিটারেরও বেশি জাতীয় মহাসড়কে ৪ লেনে উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি ঢাকা পরিবহণ মালিক সমিতিকে একটি জনপরিবহণবান্ধব ও কল্যাণধর্মী সংগঠন হিসেবে উল্লেখ করে সমিতির সদস্যদের সরকারের চলমান উন্নয়ন ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ্ ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আহসান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৯
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে
---ত্রাণমন্ত্রী
মতলব উত্তর, (চাঁদপুর), ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মেফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সজাগ আছে। আগামী নির্বচন নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্র, খোঁচাখুচি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সংবিধানের বাইরে বাঁকাপথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা কারো পূরণ হবে না।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজী মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের বাস্তবায়িত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, অনুন্নত প্রান্তিক চরাঞ্চল উপজেলা মতলব উত্তরে আইটি পার্ক, বিশেষায়িত অর্থনৈতিক জোন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, প্রত্যেক ইউনিয়নের পাকারাস্তা অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন এনে দিবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে থেকেছে। দীর্ঘমেয়াদি বন্যায় কোন লোক না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতিশীল নির্দেশনায় ১১ লাখ রোহিঙ্গার সার্বিক ব্যবস্থাপনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে সমাবেশে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওচমান গণি পাটোয়ারী, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু এবং উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি এম এ কুদ্দুস বক্তব্য রাখেন।
#
ফারুক/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৮
কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ পৌঁছে দেয়া উচিত
- সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ পৌঁছে দেয়া উচিত। তাহলেই তিনি বুঝতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা আনতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতাদের জেলে কী ধরনের জীবনযাপন করতে হয়েছে। সে তুলনায় তিনি প্রথমদিন থেকেই কারাগারে ভালোভাবে আছেন। আর কেউ যদি ডিভিসনের আবেদন না করেই ডিভিসন দেয়া হয়নি বলে প্রচার পেতে চায় তাহলে আর কিছুই বলার থাকে না। মূলত এসব কথা বলার আড়ালে বেগম জিয়ার দুর্নীতিকেই আড়াল কারার চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ কেন্দ্রীয় কমিটির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতায় বসে তার শত শত সহকর্মীকে ফাঁসি দিয়েছিলেন যা এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার কারাবরণের ফলে দেশের মানুষের মধ্যে এই আস্থাবোধ চলে এসেছে যে, দেশে ন্যায়বিচার আছে।’
সমাজকল্যাণমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাস্তুহারা মানুষের অবদানের কথা তুলে ধরেন। বাস্তুহারা মানুষের প্রতি বঙ্গবন্ধুর বিশেষ মমত্ববোধের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু গরিব বস্তিবাসীদের নিয়ে ভাবতেন। তাদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৬ তে সরকার গঠন করেই বাস্তুহারাদের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন। মন্ত্রী আরো বলেন, বাস্তুহারাদের বাসস্থান তাদের মৌলিক অধিকার। পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না। বস্তিতে নেশাদ্রব্য বিক্রি হয় কি না সেদিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মাইদুল/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৭
নাটোরের বড়াইগ্রামে একুশে বই মেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
নাটোর, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একুশ না মানে ধর্ম, না মানে জাত, না মানে ধর্ম, না মানে বর্ণ, একুশ শাশ্বত, একুশ আজ সারাবিশে^র অহংকার। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বাঙালি। একুশ আমাদের সকলের।
গতকাল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর হাই স্কুল মাঠে ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী বই মেলার আয়োজনের প্রথমদিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, একুশ বাঙালি জাতির হৃদয় ও মননে বাঙালি জাতীয়তাবোধ চেতনার উন্মেষ ঘটিয়েছিল। ১৯৫২ সালের ঊষালগ্নে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেককে পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি করে হত্যা করে। সেদিন থেকেই বাংলা ভাষা একটি মাইলফলক হয়ে আছে। বাঙালি জাতীয়তাবাদের সূচনা সেদিন থেকেই। বাংলা ভাষার ইতিহাস বাঙালি সব ছেলেমেয়েকে জানাতে হবে।
পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
#
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগতমান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাবর্তন অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নোবেল বিজয়ী ড. মার্টিন শেলফি (উৎ. গধৎঃরহ ঈযধষভরব).
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূললক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। আধুনিকযুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য, যা অর্জনে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
সমাবর্তনে ২৮০০ জন শিক্ষার্থীকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী ২ জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৮জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন।
#
আফরাজ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৫
ঈশ^রদীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন ভূমিমন্ত্রী
ঈশ^রদী (পাবনা), ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ^রদীতে চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। আজ ঈশ^রদী আলহাজ¦ ক্যাম্প সংলগ্ন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ ঘোষণা দেন।
ভূমিমন্ত্রী বলেন, মাদকসেবীরা বেশিদিন বাঁচে না। তিনি মা বাবা, আত্মীয় স্বজন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় ছেলেমেয়েদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করে তাদেরকে মাদক থেকে দূরে রাখার পরামর্শ দেন। এসময় প্রত্যেকের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠানো, শরীরচর্চা ও খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
শামসুর রহমান শরীফ আরো বলেন, এ প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষার ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে শিক্ষা দিতে হবে। এতিমের টাকা মেরে খাওয়া ও দুর্নীতির জন্য কারো কারো পাঁচ বছর, দশ বছর জেল হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধিশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে মন্ত্রী শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফলক উন্মোচন করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ডা. এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৪
কবি কাজী হায়াত মাহমুদ ছিলেন আলোকিত সত্য মানুষ
--স্পিকার
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞান ও সাহিত্যচর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। আধ্যাত্মিক জগতে তাঁর ছিল সরব বিচরণ। তিনি ছিলেন একজন আলোকিত সত্য মানুষ।
স্পিকার আজ তাঁর নির্বাচনি এলাকা পীরগঞ্জে রংপুর জেলা প্রশাসন আয়োজিত সাধক কবি কাজী হায়াত মাহমুদের মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবির মাজার প্রাঙ্গণে আলোচনাসভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অষ্টাদশ শতাব্দীতে তথ্যপ্রযুক্তিহীন নিভৃতপল্লীতে ক্ষণজন্মা সাধক কবি হায়াতের সৃজনশীল কর্ম সমাজের নৈতিকতা বোধকে জাগ্রত করেছে। তাঁর সাহিত্য ও আধ্যাত্মিক কর্ম নিয়ে গবেষণা করার জন্য তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আধ্যাত্মিক সাধক কবি হায়াত মাহমুদ ছিলেন একজন দার্শনিক। এই দর্শন ছড়িয়ে দিতে হবে বাংলার প্রতিটি প্রান্তে।
স্পিকার প্রয়াত সাধক কবি কাজী হায়াত মাহমুদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এর আগে তিনি ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে স্পিকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামীলীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
তারিক/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৩১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২৩
জাতীয় মৌ মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৌ মেলা ২০১৮ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৌ মেলা-২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবারের মৌ মেলার প্রতিপাদ্য ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের এবং ২০৪১ সালে
উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকে আমরা কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছি। ফলে বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন সুষম খাদ্যের যোগান ও পুষ্টিমান নিশ্চিত করতে আমাদের সরকার কাজ করছে।
মধুতে এন্টি অক্সিডেন্টসহ ১৮১টি রাসায়নিক উপাদান আছে, যা মানবদেহের বৃদ্ধি ও মেধা বিকাশে অবদান রাখে। বাংলাদেশের সুন্দরবন, সিলেটের বন, পাহাড়ি এলাকার বনজঙ্গল এবং গ্রাম অঞ্চলে প্রাকৃতিকভাবে মৌমাছি বাসা বাঁধতো এবং সেখান থেকে মধু আহরণ করা হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিসিক, কৃষি গবেষণা ফাউন্ডেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি সংস্থা আধুনিক মৌচাষ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারাদেশে মৌচাষ বিস্তারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। মৌচাষ বিষয়ে প্রশিক্ষিত জনবলসহ উদ্যোক্তা তৈরির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মৌচাষের মাধ্যমে মধু উৎপাদনের পাশাপাশি পরাগায়নের মাধ্যমে সংশ্লিষ্ট ফসলের শতকরা ২০-৩০ ভাগ ফলন বৃদ্ধি করা যায়। বর্তমানে বাংলাদেশে মধু উৎপাদনের সম্ভাবনার তুলনায় মাত্র ১০ ভাগ মধু উৎপাদন হচ্ছে। মধু উৎপাদন বৃদ্ধি করতে আমরা উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, অচিরেই আমরা মধুর কাক্সিক্ষত উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হব।
আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মধুসহ কৃষির সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে পুষ্টিসমৃদ্ধ ও মেধাবী জাতি গঠনের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦প্নের সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হব।
আমি ‘জাতীয় মৌ মেলা-২০১৮’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
শহিদুুল/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭০১ ঘণ্টা
তথ্যববিরণী নম্বর : ৫২২
জাতীয় মৌ মলো উপলক্ষে রাষ্ট্রপতরি বাণী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফব্রেুয়ার)ি :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি জাতীয় জাতীয় মৌ মলো-২০১৮ উপলক্ষে নম্নিোক্ত বাণী প্রদান করছেনে :
“কৃষি মন্ত্রণালয়রে উদ্যোগে আগামী ১৮-১৯ ফব্রেুয়ার,ি ২০১৮ দুই দনিব্যাপী ‘জাতীয় মৌ মলো-২০১৮’ এর আয়োজন একটি সময়োচতি পদক্ষপে। মৌ মলোর প্রতপিাদ্য ‘ফসলরে মাঠে মৌ পালন, র্অথ পুষ্টি বাড়বে ফলন’-অত্যন্ত বাস্তবসম্মত ও যৌক্তকিভাবে নর্ধিারতি হয়ছেে বলে আমি মনে কর।ি
জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে স্বপ্নরে সোনার বাংলা গড়তে ফসলরে উৎপাদন বৃদ্ধরি লক্ষ্যে র্বতমান কৃষবিান্ধব সরকার বভিন্নি র্কাযক্রম গ্রহণরে পাশাপাশি ফসলরে মাঠে মৌ চাষকিে উৎসাহতি করছ।ে চরিায়ত বাংলার মানুষ প্রাচীনকাল থকেইে মধুকে পথ্য হসিবেে ব্যবহার করে আসছ।ে তখন থকেইে মধুর পুষ্টি ও ভষেজগুণ সকলরেই জানা। শারীরকি শক্তি ও মধো বকিাশে মধুর গুণ অপরসিীম। পতঙ্গ বজ্ঞিানীদরে মত,ে এক কজেি মধু উৎপাদনরে জন্য মৌমাছকিে প্রায় একলক্ষ কলিোমটিার উড়তে হয়। সইে সাথে সংগৃহীত মধুর মূল্যরে চয়েে মৌমাছি পরাগায়নরে মাধ্যমে ফসলরে ফলন বৃদ্ধতিে ৭০ গুণ বশেি অবদান রাখ।ে এক সময় মৌচাক থকেে মধু সংগ্রহরে সময় মৌমাছরি হুল সহ্য করতে হতো। প্রযুক্তরি উন্নয়নে সইে মৌমাছি আজ মধুসহ খাদ্যরে যোগান দচ্ছি।ে বজ্ঞিানরে এই চমৎকার উদ্ভাবনটি খাদ্য উৎপাদনে কাজে লাগানোর ফলে দশেরে টকেসই খাদ্য নরিাপত্তা আরো জোরদার হবে বলে আমার বশ্বিাস। মৌমাছি আপন মনে নীরবে জীববচৈত্র্যি রক্ষায় যে কাজ করে যাচ্ছে তা মানবসভ্যতাকে বাঁচয়িে রাখার অন্যতম হাতয়িার।
দশেরে মানুষরে স্বাস্থ্য, মধোর উন্নতি ও বকিাশে নয়িমতি মধু সবেনসহ পুষ্টি যোগানরে সুযোগ সৃষ্টরি এই উদ্যোগরে সফল বাস্তবায়ন অত্যাবশ্যক। র্বতমান মানবসভ্যতার অকৃত্রমি বন্ধু মৌমাছি যনে আর কোনো কারণে ক্ষতগ্রিস্ত না হয় সে দকিে সমাজরে সকলকে নজর দতিে হব।ে একই সাথে মৌমাছি এবং মানবসমাজ একে অপররে পরপিূরক এই সত্যটি সবাইকে মনে রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছ।ি
আমি ‘জাতীয় মৌ মলো-২০১৮’ এর র্সাবকি সাফল্য কামনা কর।ি
খোদা হাফজে, বাংলাদশে চরিজীবী হোক।”
#
আজাদ/ফারহানা/সঞ্জীব/রজোউল/২০১৮/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২১
বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে
-বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা ও চর্চা হবে, মানুষের মাঝে দেশপ্রেম তত জাগ্রত হবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিত্রিত গ্রাফিক নভেল ‘মুজিব-৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, এই গ্রাফিক নভেলগুলো শিশুদের হাতে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। শিশুদের উপযুক্ত করে গড়তে পারলে আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়া সহজতর হবে।
গ্রাফিক নভেলটি মূলত ১২ পর্বে তৈরির পরিকল্পনা করা হয়। ‘মুজিব-১’ প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। এরপর সিরিজের আরো দুটি বই মুজিব-২ ও ৩ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় এলো ‘মুজিব-৪’।
এসময় অন্যান্যের মাঝে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বক্তব্য রাখেন। উলে¬খ্য, এই গ্রন্থটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
#
আসলাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৫৭ ঘণ্টা