তথ্যবিবরণী নম্বর : ২৬৭৩
সবাইকে এমপি মন্ত্রী নয় কিন্তু দেশপ্রেমিক হতে হয়
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সবাইকে এমপি মন্ত্রী হতে হয়না কিন্তু দেশপ্রেমিক হতে হয়। দেশপ্রেম ছাড়া দেশ রসাতলে যায়, শিক্ষা ব্যর্থ হয়। দৌড় শেষের সোনার ফিতা সবাইকেই ছুঁতে হয়না, কিন্তু ‘রিলে-রেসে’র কাঠি নিয়ে অপরের হাতে তুলে দিতে শ্রেষ্ঠ দৌড়টি দেয়াই জীবনের সফলতা।
মন্ত্রী আজ রাজধানীর বনানী ময়দানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্যমন্ত্রী সমবেত ছাত্রছাত্রীদের বলেন, ‘তোমরা বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা, সাম্যবাদ আর ডিজিটাল বাংলাদেশের কাঠি নিয়ে ‘রিলে-রেসে’ দৌড়–বে।
যে জাতি বীরের সম্মান দেয়, সে জাতিই পারে নতুন বীর জন্ম দিতে। যে জাতি ইতিহাসকে সম্মান করে, সে জাতিই পারে নতুন ইতিহাস গড়তে উল্লেখ করে ইনু বলেন, পিতামাতা, শিক্ষক ও জাতির বীরদের জন্য অবশ্যই বুকে সম্মান ধারণ করতে হবে। তিনি বলেন, নৈতিকতার আদর্শে জীবন গড়ার বিকল্প নেই। কারণ নীতি ছাড়া সমাজ বন্ধ্যা হয়ে যায়।
ব্যর্থ হলে কখনো হাল না ছাড়ার পরামর্শ দিয়ে, ব্যর্থতাকে সফলতার কাছাকাছি পৌঁছুনো বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরও বারবার আমাদের ব্যর্থ হতে হয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকা-, ২১ আগস্ট বর্বর গ্রেনেড হামলা আমাদের দেখতে হয়েছে। কিন্তু আমি হাল ছাড়িনি। শেখ হাসিনার সরকারে জোট বেঁধে দেশের শত্রুদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছি। আমি এখনও যুদ্ধক্ষেত্রে আছি।
তথ্যমন্ত্রী বলেন, সব রাষ্ট্রনায়ক তাদের জীবদ্দশায় সব সমাধান দিয়ে যেতে পারেন না। ঠিক যেমন শ্রেষ্ঠ পরিব্রাজকও পারেননা বিশ্বের সকল পথ ঘুরতে। কিন্তু সেই রাষ্ট্রনায়কই ইতিহাসের পাতায় অমর থাকেন, যিনি জাতির একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে সঠিক পথের নিশানা দেন। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে স্বাধীনতার পথ নিশানা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের পাতায় অমর রাষ্ট্রনায়ক হয়ে রয়েছেন। নারী-পুরুষ সকলকে সুন্দর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, নারীদেরকে পুরুষের চোখে চোখ রেখে উন্নত মস্তকে জীবন গড়তে হবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান, সমাজকর্মী রোটারিয়ান হেলেনা জাহাঙ্গীর এবং অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দীন বক্তব্য রাখেন।
সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
#
আকরাম/আফরাজ/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৭২
বাজার তদারকি
৩৬ প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, রাজশাহী, জয়পুরহাট, লালমনিরহাট ও সিলেটে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ৩৬টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে আবু সাঈদ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা ও মদিনা ডাইনিং কর্ণার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে কড়াই গোস্তোকে ১৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আনন্দ কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মাদারীপুর সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, রাজশাহীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ২শ’ টাকা, লালমনিরহাটের সদর উপজেলায় ১০টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা এবং সিলেট কোতোয়ালী থানা এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
#
হাবিবুর/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৭১
জেনেভায় এলডিসি রাষ্ট্রদূতদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
উন্নত বিশে^র কাছ থেকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে হবে
জেনেভা, সেপ্টেম্বর ১৭ :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন নাইরোবি সম্মেলনে অগ্রাধিকারভিত্তিতে এলডিসিভুক্ত দেশগুলোর অধিকার উন্নত বিশে^র কাছ থেকে আদায় করতে হবে। ডব্লিউটিও’র মিনিস্টারিয়াল কনফারেন্সের সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশসমূহের ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাজার সুবিধা, সার্ভিস ওয়েভার, ট্রিপস এর মেয়াদবৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্ত্রী আজ জেনেভায় বাংলাদেশ মিশন আয়োজিত আগামী ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিতব্য ডব্লিউটিও’র ১০ম মিনিস্টারিয়াল কনফারেন্সের আগে এলডিসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতগণের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। সম্মেলনে নেপাল, উগান্ডা, লাওস এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতগণ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বালি প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে আগামী নাইরোবি সম্মেলনে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় করতে হবে। এলডিসিভুক্ত দেশসমূহের ঔষধ রপ্তানির ট্রিপস এর মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। বিষয়টি শুধু বাণিজ্যিক নয়, এগুলো মানুষের জীবন রক্ষাকারী ঔষধ। ডব্লিউটিও’র হংকং মিনিস্টারিয়াল কনফারেন্সের সিদ্ধান্ত মোতাবেক উন্নত দেশের অনেকেই এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি বাজার সুবিধা দিচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন অস্ত্র ছাড়া সকল পণ্যের ওপর এ সুবিধা দিচ্ছে। এখনো সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আসন্ন ১০ম মিনিস্টারিয়াল কনফারেন্সের পূর্বের সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন আদায় করতে হবে।
জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
বকসী/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৭০
প্রাকৃতিক সম্পদ রক্ষায় বড়দের পাশাপাশি ছোটরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
---পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
পরিবেশ সুরক্ষায় সমাজের প্রতিটি সদস্যকে সচেষ্ট ও আন্তরিক হতে হবে। কারণ কোনো একজন মানুষ কর্তৃক প্রাকৃতিক সম্পদের অপচয় সকলের জন্য দুর্ভোগ ডেকে আনতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম আজ রাজধানীর গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গ্রিন ওয়ার্ল্ড আর্থ ক্লাবের ৪র্থ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শাহ্রিয়ার আলম বলেন, দৈনন্দিন আচরণ ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রকৃতির অমূল্য সম্পদ পানির অপচয় বন্ধ করা সম্ভব। এক্ষেত্রে শুধু যে ছোটরা বড়দের নিকট হতে শিখবে তা নয় বরং ছোটরা বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীগণও পরিবেশ বিষয়ে তাদের অর্জিত জ্ঞানের দ¦ারা পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রিন ওয়ার্ল্ড আর্থ ক্লাব প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
গ্রিন ওয়ার্ল্ড আর্থ ক্লাবের বার্ষিক সাধারণ সভার এবারের মূল প্রতিপাদ্য ছিল, ‘নো ওয়াটার, নো লাইফ, নো ব্লু, নো গ্রিন’। গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার আশা ভার্জিনিয়া গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
#
খালেদা/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/২০১১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৯
দুর্নীতি প্রতিরোধ ও নৈতিকতা উন্নয়নে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করতে হবে
-- মন্ত্রিপরিষদ সচিব
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
‘শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল চর্চা’ শীর্ষক এক সেমিনার আজ ঢাকায় আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়।
শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। মন্ত্রিপরিষদ সচিব তাঁর বক্তৃতায় শিক্ষাঙ্গনসহ বিভিন্ন দপ্তরে দুর্নীতি প্রতিরোধ ও নৈতিকতা উন্নয়নে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করার ওপর জোর দেন।
স্কুল, কলেজ পর্যায়ের শিক্ষকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ দিনব্যাপী সেমিনারে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তৃতায় শিক্ষাসচিব শিক্ষার্থীদের শুদ্ধাচারচর্চায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং জাইকা-বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলীও বক্তৃতা করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৮
আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫২৬ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৩৪১ টাকা আদায়
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে আজ করদাতাদের ছিল উপচেপড়া ভিড়। করদাতারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় সেবা গ্রহণ, আয়কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন এবং রিটার্ন জমা দিয়েছেন। ঢাকাসহ ৭টি বিভাগ, ৪৭টি জেলা, ৯টি উপজেলা ও ১২টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এবং সেøাগান হলো ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’।
আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। তবে পবিত্র জুমা’র নামাজের জন্য দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত মেলার বিরতি থাকবে।
#
মু’মেন/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৭
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশগ্রহণ করেন।
বৈঠকে মধ্যপাড়া গ্রানাইট শিলার বর্তমান মজুত, উৎপাদন ও বিক্রয় পরিস্থিতি, বি¯েফারক পরিদপ্তরের কার্যক্রম এবং হাইড্রোকার্বন ইউনিট এর কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
কমিটি দৃশ্যমান অবৈধ সংযোগ বন্ধ করার লক্ষ্যে গ্যাসের অবৈধ লাইন ও সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান জোরদার করার সুপারিশ করে। কমিটি গ্যাসের অবৈধ লাইন ও সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্রীয় টাক্সফোর্স এবং জেলা ও উপজেলা পর্যায়ে টাক্সফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করারও সুপারিশ করে। তাছাড়া কমিটি বাপেক্স এর সক্ষমতা আরো বৃদ্ধি এবং এলপিজিকে সহজলভ্য উপায়ে বাজারজাতকরণের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে মায়ানমার সংলগ্ন অফশোর ব্লকসহ সীমান্তবর্তী অনশোর ব্লকগুলোতে দ্রুততার সাথে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম গ্রহণে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। কনডেনসেট ব্যবহারকারী দেশীয় বেসরকারি সংস্থাগুলোকে কনডেনসেট থেকে পেট্রোলের পাশাপাশি চুক্তি অনুযায়ী অন্যান্য উপজাত উৎপাদনে আগ্রহী করে তোলাসহ উৎপাদন কার্যক্রম গ্রহণের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
কমিটি মধ্যপাড়া গ্রানাইট শিলার উৎপাদন ব্যয় হ্রাসের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
তেল ও গ্যাসের মজুত ও সম্ভাব্য উৎস নিরূপণ ও হালনাগাদ এবং জ্বালানি সংক্রান্ত ডাটাবেজ এর হালনাগাদকরণ ও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবস্থা নিতে সুপারিশ করে।
বৈঠকে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিপজ্জনক পদার্থ সংক্রান্ত নিরাপত্তা আইন ও বিধিবিধান প্রণয়নের ব্যাপারে মন্ত্রণালয়কে সুপারিশ করে। কমিটি বিআরটিএ’র মাধ্যমে বিস্ফোরক রোধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাকে সুপারিশ করে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, বিস্ফোরক পরিদপ্তর ও হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক ও মধ্যপাড়া গ্রানাইট শিলার পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৬
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় বরং তারা সমাজের সহযোগী
-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু চাকরি করবে কেন তারা নিজেরা উদ্যোক্তা হবে। স্বল্প পুঁজিতে ক্ষুদ্র ব্যবসা করতে পারে। এতে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সেজন্য প্রতিবন্ধীদের কোটা ব্যবস্থা সংরক্ষণ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় বরং তারা সমাজের সহযোগী উল্লেখ করে তিনি বলেন, সরকার আগামীতেও প্রতিবন্ধীদের জন্য কাজ করবে।
মন্ত্রী আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) -এর আয়োজনে এবং ডিজঅ্যাবিলিটি রাইটস্ ফান্ড এর সহযোগিতায় ‘প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক ও ডিসিএফ’র সভাপতি হাফিজুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মহাপরিচালক বেগম শামছুন নাহার, মন্ত্রণায়লের অতিরিক্ত সচিব হযরত আলী এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক উপস্থিত ছিলেন। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিসিএফ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মনির হোসেন মৃদুল।
মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান। সভায় ইলেক্টোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দসহ প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাসে মহাকাশভিত্তিক
প্রযুক্তি ও তথ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে
---দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বেইজিং, ১৭ সেপ্টেম্বর :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, মহাকাশভিত্তিক প্রযুক্তি ও তথ্যের ব্যবহার দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুগান্তকারী পরিবর্তন এনেছে। এ প্রযুক্তি থেকে সকল দেশের সমহারে সুফল পেতে এশিয়ান দেশগুলোকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও কর্মকৌশল প্রণয়ন করতে হবে। ভবিষ্যতে সংঘটিত যে কোনো দুর্যোগে প্রস্তুতি বাড়াতে এ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
মন্ত্রী গতকাল চীনের বেইজিং-এ অনুষ্ঠিত UN International Conference on Space-based Technologies for Disaster Management-“A consolidating role in the implementation of the Sendai Framework on Disaster Risk Reduction:2015-2030”” শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে একথা বলেন। জাতিসংঘের ব্যবস্থাপনায় জাপানে অনুষ্ঠিত সেন্দাই ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার রিস্ক রিডাকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের ধারাবাহিকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চীনের অসামরিক কার্যক্রম বিষয়ক মন্ত্রণালয়, চীনের জাতীয় দুর্যোগ হ্রাস কেন্দ্র ও ইউএন স্পাইডার বেইজিং অফিস যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। চীনের অসামরিক কার্যক্রম বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান জিয়া ওজিজু (Zia Oxigu) সহ ২২টি দেশের প্রতিনিধিগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, বিগত ১৫০ বছরে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশসমূহ ৭টি বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেছে। সাম্প্রতিক মাঝারি ধরনের ভূমিকম্প বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, বিগত ১০ বছরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ ৯০ শতাংশ দুর্যোগের শিকার হয়েছে। এ অবস্থার উত্তরণে এশিয়ার দেশসমূহে বহুমুখী জরুরি সাড়াদান ব্যবস্থার আধুনিক পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ব্যবস্থাপনায় ভূতল পর্যবেক্ষণ দ্রব্যাদি এবং ভৌগোলিক তথ্য পদ্ধতি (জিআইএস) এর ব্যবহার এক সমন্বিত, উন্নত ও সফল ক্রীড়নক হিসেবে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও অপসারণ পরিকল্পনা, দুর্যোগকালে কার্যকর সাড়াদান, দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপন, তথ্য সংগ্রহ, তথ্য বিনিময় ও বিশ্লেষণে ওয়েব বেইজড জিআইএস ব্যবহারের সক্ষমতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্রাকৃতিক দুর্যোগে জিআইএস ব্যবহারের একটি সমন্বিত প্রয়োগ কৌশল উদ্ভাবনের জন্য বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। তাদের সুপারিশমালার আলোকে এশিয়ান দেশগুলো এর প্রয়োগ কৌশল নির্ধারণ করবে বলে সেমিনারে জানানো হয়।
#
ফারুক/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৯৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৪
কোরবানির পশুর হাটে গরুর কোনো সংকট থাকবে না
----মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, কোরবানির পশুর হাটে গরুর কোনো সংকট থাকবে না।
তিনি আজ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত গরু হƒষ্টপুষ্টকরণ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপদ মাংস উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরের অবদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে খামার পর্যায়ে কোরবানি উপযোগী ৪০ লাখ গরু এবং
৬৯ লাখ ছাগল প্রস্তুত রয়েছে। এজন্য কোরবানির জন্য গরুর কোনো সংকট হবে না। অসাধু উপায়ে যাতে কেউ গরু হƒষ্টপুষ্ট করতে না পারে সেজন্য প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ সমাজের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, কেউ যদি গরু হƒষ্টপুষ্টকরণে স্টেরয়েড হরমোন প্রয়োগ করে ধরা পড়ে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সারাদেশে ৪৯৪ টি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে খামারিদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাভুক্ত খামারিরা শুধু কোরবানি নয়, সারাবছর নিরাপদ গো-মাংস উৎপাদন নিশ্চিতকরণে সহযোগিতা করবেন। তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে গো-মাংসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশে দুধ ও মাংসের চাহিদা পূরণে জাত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাত উন্নয়নে লাগসই প্রযুক্তি হচ্ছে কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননসেবা দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দিতে এবং দুধ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ হার সুদে ঋণ প্রদানের জন্য দু’শ’ কোটি টাকা তহবিল দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচনে একটি এন্ট্রি পয়েন্ট হচ্ছে প্রাণিসম্পদ পালন। আগামী কয়েকবছরের মধ্যে দেশ প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ হবে এবং মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভে প্রাণিসম্পদ মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. অজয় কুমার রায় এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম বক্তৃতা করেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
#
আখতারুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৯২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬৩
খাল পরিস্কারে নিয়মিত তদারকি করতে নৌমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
ঢাকা মহানগরীর উদ্ধারকৃত ও সংস্কার করা খালগুলো যাতে পুনরায় দখল এবং ময়লা আবর্জনার স্তুপে পরিণত না হয় সেজন্য নিয়মিত তদারকি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ঢাকা ওয়াসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকায় শ্যামলীতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সংলগ্ন “কল্যাণপুর ‘চ’ খাল” এবং “কল্যাণপুর প্রধান খাল” পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহম্মেদ খান এবং স্থানীয় কাউন্সিলর মো. ফোরকান আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা ওয়াসার শ্রমিকদের দ্বারা বেশ কিছু অবৈধ টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়।
মন্ত্রী বলেন, নদীর নাব্যতা রক্ষা ও দূষণরোধে গঠিত ‘টাস্কফোর্স’ এর সভাপতি হিসেবে তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন খাল উদ্ধার ও সংস্কারের ব্যবস্থা করেন। খালের দু’পাড় পাকা এবং ওয়াকওয়ে নির্মাণ করার ফলে খালগুলো আগের তুলনায় বেশ পরিস্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখা যায়। কিন্তু নিয়মিত তদারকি ও সচেতনতার অভাবে খালগুলো পুনরায় ময়লা আবর্জনায় পতিত হয়। তিনি খালগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৯১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬২
কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে হার্ভার্ড, ক্যামব্রিজ ও অক্সফোর্ডে পাঠানো হবে
-- জনপ্রশাসন মন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সিভিল সার্ভিসের কর্মকর্তাদের আরো দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার হার্ভার্ড, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও প্রক্ষিণের জন্য পাঠানোর উদ্যোগ নিচ্ছে। সরকার দেশের সিভিল সার্ভিসকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সিভিল সার্ভিসে অনেক দক্ষ কর্মকর্তা আছে, যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মন্ত্রী আজ ঢাকার সাভারে বাংলদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। বাংলদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি ও বিয়াম ফাউন্ডেশন- এই তিনটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রদত্ত ছয় মাসব্যাপী বুনিয়াদি এ প্রশিক্ষণ শেষে ৩৬৬ জন কর্মকর্তার মধ্যে সনদ বিতরণ করা হয়।
বিপিএটিসি’র রেক্টর এ কে এম আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুল হক এবং বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত রেক্টর মোহসীনা ইয়াসমীন বক্তৃতা করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, সরকারের লক্ষ্য অর্জনে এবং উন্নয়ন ভাবনা বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ ও উদ্যোগী গণকর্মচারী। সরকার সুশাসন ব্যবস্থা গড়ে তুলে দ্রুত ও দক্ষতার সাথে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে চায়। তিনি কর্মকর্তা-কর্মচারীদেরকে ন্যায়পরায়ণ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এদেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় জানানোর আহ্বান জানান।
#
তৌহিদুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬১
দেশের মানুষের জন্য শুধু ডাল ভাত নয়
মাছ ভাত ও দুধ ভাত নিশ্চিত করা হবে
-- কৃষিমন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকার কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্ব দিয়েছে। বাংলার মানুষের জন্য শুধু ডাল ভাত নয়, মাছ ভাত ও দুধ ভাত নিশ্চিত করা হবে।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ইনস্টিটিউট অভ্ মাইক্রোফিন্যান্স এর উদ্যোগে ‘অতিদারিদ্র্য থেকে পরিত্রাণের পন্থা: সংযোগ প্রকল্পের অভিজ্ঞতা’ (Pathway out of extreme poverty in Bangladesh: the prime experience) শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইনস্টিটিউট অভ্ মাইক্রোফিন্যান্স এর পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, শুধু ঋণ দিলে মানুষের উন্নতি হবে না। এজন্য সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু উত্তরবঙ্গ নয়, সমগ্র দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে উৎপাদিতপণ্যের বাজারজাতকরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া, তিনি গ্রামাঞ্চলের গৃহিনীদের জ্বালানি ব্যবস্থাপনার উল্লেখ করে ‘সোলার বার্নার’ উদ্ভাবনের পরামর্শ দেন।
#
বিবেকানন্দ/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৬০
সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবকাশকালীন অফিস সময়সূচি
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোর্টের আসন্ন অবকাশকালীন সময়ে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের অফিসের সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করেছেন।
#
অরুণাভ/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী &