তথ্যবিবরণী নম্বর: ৩৩৭২
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে স্থানীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য উপদেষ্টার
রাঙ্গামাটি, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পর্যটন শিল্পের প্রসার ও উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ রাঙ্গামাটি শহরের ভেদভেদীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার হল রুমে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, পাহাড়ের ব্যবসা বাণিজ্যের প্রসার, পর্যটন শিল্পের উন্নয়ন ও কাপ্তাই লেককে কাজে লাগাতে পারলে স্বল্প সময়ে এ এলাকার অথনৈতিক চেহারা পাল্টে দেওয়া যাবে। পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভূমি সংক্রান্ত যে জটিলতা আছে তা দ্রুত নিরসন করা হবে। সহজ শর্তে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুনের নের্তৃত্বে এসময় অন্যান্যর মধ্যে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, ওবাইদ উল্লাহ মনসুর ও জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/২২৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর:৩৩৭১
পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, আজ চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) ৯ম, ১১তম এবং ১২তম গ্রেডে নিয়োগ পরীক্ষা। ১ হাজার ৬৬৫টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩ হাজার ৪৯৪জন। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। গত কয়েক মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রায় ৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী ২ মাসে আরো কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ।
নিজের সম্পদের হিসাব জমা না দেয়ার প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ বলেন, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন নাম্বার না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবো। এপিএস এর বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা জানান, পদত্যাগপত্র জমা দিয়েই চাকরি ছাড়েন এপিএস। তিনি অভিযোগ করে বলেন, এখনো অনেক পাওয়ার হাউজ মিডিয়াকে চাপ দিয়ে নানা সংবাদ প্রকাশ করাচ্ছে।
বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবির সাথে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা আমরা দেখবো। সরকারি যেকোনো প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে টাকা রাখতে।
#
নুরআলম/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৭০
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
-- পার্বত্য উপদেষ্টা
রাঙ্গামাটি, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাহত হওয়া কারোরই প্রত্যাশা নয়। আমরা নিরাপদ সড়ক চাই। সড়ক ও মহাসড়কে যান চলাচল আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার জন্য আরো বেশি কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
আজ রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গেস্ট হাউসে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশ দেন।
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের লরি ও সিএনজির সংঘর্ষে পাঁচ জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পার্বত্য উপদেষ্টা। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
রেজুয়ান/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৫/২০৪০ ঘণ্টা
Handout Number: 3369
56 Illegal Structures Demolished, Forest Land
Worth Tk 20 Crore Recovered in Joint Operation in Gazipur
Dhaka, 26 April:
Under the initiative of the Ministry of Environment, Forest and Climate Change, a major eviction drive was conducted in Telihati and Pelaid mouzas of Satkhamair Beat under Sripur Range in Sripur Upazila of Gazipur district today.
In a joint operation carried out by the Sripur Upazila Administration, the Army, RAB, BGB, Dhaka Forest Division, and the Police, 56 newly constructed illegal structures were demolished. Through this operation, approximately 4.00 acres of forest land were reclaimed from illegal occupation.
The estimated market value of the recovered forest land is around Tk 20 crore.
To protect forests, forest land, wildlife, and biodiversity, and to prevent forest crimes and encroachments, such joint drives will continue.
#
Dipankar/Mehedi/Sanjib/Abbas/2025/Hours
তথ্যবিবরণী নম্বর: ৩৩৬৮
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
আজ শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ঢাকা বন
বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।
#
দীপংকর/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৬৭
উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে
----শিক্ষা উপদেষ্টা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বর্তমান শিল্প বিপ্লবের এই যুগে একদিকে যেমন প্রযুক্তির উৎকর্ষতা ও নতুন সম্ভাবনা রয়েছে, অন্যদিকে রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলা করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আজ রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষায় যে প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা দূর করার একটি পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে সেটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে। সকল অংশীদার-পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
উপস্থিত অভিভাবকগণের উদ্দেশ্যে সি আর আবরার বলেন, যে আশা নিয়ে আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, সন্তানরা সেই আশার আলো দেখাবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য নিজেদের নিয়োজিত করবে বলে আমি দৃঢ় আশাবাদ পোষণ করি। শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষা হবে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি আত্মউন্নয়নের পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়নে সহায়ক।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, ভিসি, প্রোভিসি, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
#
সিরাজ/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৬৬
বোরো ধানের ফলন সন্তোষজনক
---কৃষি উপদেষ্টা
মুন্সিগঞ্জ, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে।
উপদেষ্টা আজ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা, মাড়াই পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি উপদেষ্টা বলেন, আড়িয়াল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। আড়িয়াল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন ও ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এসময় উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলো সমাধানের আশ্বাস দেন। আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরিভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
কৃষকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আড়িয়াল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন উপদেষ্টা। দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সরকার সেভাবে কাজ করছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।
#
জাকির/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৬৫
নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতিনির্ভর উন্নয়নে নেতৃত্ব দিতে হবে
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতিনির্ভর বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, দূষণ কম করতে হবে, পুনর্ব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।
আজ পুর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার-এইচএসবিসি ২৪তম ও এবং এ লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ অসম্ভবকে সম্ভব করা হয়েছে। তবে এই সাফল্য শুধু ব্যক্তি উন্নয়নে নয়, দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে দেশকে ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে।
উন্নয়ন ধারণা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতি-ভিত্তিক সচেতন জীবন গঠনের নাম। প্লাস্টিক বোতল ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সহজতার জন্য প্লাস্টিক ব্যবহার হলেও পুনঃব্যবহারযোগ্য বিকল্পের দিকে যেতে হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার-এর ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেন।
এবারের আয়োজনে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন। শুরুতেই অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রিন্সিপালদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৫/১৮০০ ঘণ্টা
Handout Number: 3364
Students Must Champion an Eco-Centric Vision for a New Bangladesh
-- Environment Advisor
Dhaka, 26 April:
Advisor to the Ministry of Environment, Forests, Climate Change and Water Resources, Syeda Rizwana Hasan called upon the nation's brightest students to dedicate their talents to building an eco-centric, sustainable Bangladesh. She stressed the importance of adopting an eco-centric approach across all sectors. ‘We must consume less, pollute less, reuse, recycle, and ensure fair distribution of resources. Only by redefining our relationship with nature can we break free from the cycle of environmental degradation.’
The Advisor was speaking as the chief guest at The Daily Star-HSBC 24th O and A Level Awards Presentation Ceremony 2025, held at the China-Bangladesh Friendship Exhibition Center in Purbachal, Dhaka today.
Addressing the gathering of high achievers, Syeda Rizwana Hasan said, “What once seemed impossible is now within our reach, thanks to the vision and promise of students like you. A new Bangladesh awaits—one that must be defined not by individual success alone, but by collective responsibility and a commitment to sustainable development.”
Rizwana Hasan emphasized that while academic achievements can open doors to global opportunities, true success lies in serving one's own country. ‘Brain drain must not continue. I urge you to pursue higher education and gain experience abroad if needed, but always with the intent of returning to contribute to Bangladesh,’ she said. ‘We often complain about the lack of skilled individuals to drive progress. Yet, if our brightest minds do not invest their talents here, how can we expect change?’
The Advisor further urged students to rethink traditional notions of development. ‘Development should not be measured merely by personal possessions like houses or cars. It must be sustainable and mindful. Our vision must place nature at its center—where consumption is responsible, and environmental stewardship is fundamental.
Citing the widespread use of plastic bottles at the event, she pointed out the urgent need for behavioral change. ‘While convenience is understandable, we must encourage reusable alternatives to reduce plastic waste. Otherwise, the burden of cleaning up the pollution falls back on taxpayers,’ she warned, advocating for immediate action toward sustainable event practices.
In closing, she congratulated the awardees on their remarkable achievements and reminded them of their greater calling. ‘Love your country. Serve it selflessly. What Bangladesh has given you, you must pass forward to the next generation. Together, we can and must build the new Bangladesh we dream of.’
Dr. Asif Nazrul, Advisor to the Ministry of Law, Justice, and Parliamentary Affairs, attended the first session as the chief guest. In addition to senior officials from HSBC and The Daily Star, thousands of students, teachers, and parents from across the country gathered to celebrate this remarkable achievement.
At this year’s event, a total of 2,391 students were honored with general awards. Among them, 176 students received special recognition for achieving world-best and country-best results, while six students were awarded for attaining the highest distinctions.
The ceremony began with a tribute to the principals of the participating schools, who were presented with crests in recognition of their leadership and contributions.
Distinguished guests also delivered inspiring speeches on the occasion.
#
Dipankar/Mehedi/Ferdows/Salim/2025/17.50 Hrs.
তথ্যবিবরণী নম্বর : ৩৩৬৩
প্রতিটি শিক্ষার্থীই একেকজন সম্ভাব্য পরিবর্তনের দূত
-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীই একেকজন সম্ভাব্য পরিবর্তনের দূত। সবাইকে মনে রাখতে হবে শিক্ষা শুধু ডিগ্রি দেয় না, মানুষকে সচেতন ও দায়িত্ববানও করে তোলে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সত্যের সন্ধান, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করা।
উপদেষ্টা আজ রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে বক্তৃতাকালে এসব কথা বলেন।
শারমীনএসমুরশিদ বেগম রোকেয়ার রাষ্ট্র ও সমাজ গড়ার ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাঙালি নারী জাগরণের বিশেষ করে মুসলিম নারী জাগরণের অগ্রদূত শুধু নন, বেগম রোকেয়া নারীদের অগ্রজ ও সাহসী সৈনিক এ কথা বলার অপেক্ষা রাখে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়নে সাহস ও ত্যাগ অনস্বীকার্য। জুলাই গণ-অভ্যুত্থানে শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশের জন্য নারীরা নানা প্রতিকূলতার সামনেও ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণ-অভ্যুত্থানে নারীরা যে জাগরণ দেখিয়েছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, নারীদের মধ্যে যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবে তাদের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ইন্টারনির ব্যবস্থা করা হবে, যেন তারা এর মাধ্যমে মন্ত্রণালয় ও সমাজে জনকল্যাণমূলক কাজ সম্পর্কে গবেষণা করতে পারে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.পারভীন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
#
রফিকুল/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৪৫০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৬২
রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল
-অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগগুলো অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে তা শুধু সরকারের উদ্যোগ নয়, এটি দেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও দেশের সর্বস্তরের জনগণের কাছ থেকে এসেছে।
আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই গণ-অভ্যূত্থানে বীর শহিদের আত্মত্যাগে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে সুযোগ ছাত্র-জনতার আত্মত্যাগে সৃষ্টি হয়েছে, তা যেন কোনোভাবে লক্ষ্য থেকে বিচ্যুত না হয় ৷ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে জনগণ তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা নিপীড়নের শিকার না হয় ৷
আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, এহসান মাহবুব যোবায়ের, সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল, শিশির মোহাম্মদ মনির ও সরকার মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামতের জন্য সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এ পর্যন্ত ১৭টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
#
পবন/ফাতেমা/রমজান/আলী/মাসুম/২০২৫/১৩৩৫ ঘণ্টা
Handout Number: 3361
Education is not just a degree–
it’s a commitment to justice and environmental protection
– Environment Adviser
Dhaka, 26 April:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has said that education is not merely about earning a degree—it is a deep commitment to truth, justice, and environmental protection. She stated that education should not become just a means of earning; rather, it should empower graduates to change society, build the nation, and stand by the marginalized.
The Adviser made these remarks while delivering the convocation speech at the 3rd convocation ceremony of Central Women’s University, held today at the Officers’ Club in Dhaka.
She urged students to be part of the dream of building a new Bangladesh, always prioritizing justice and the country’s greater interest. “We must protect our wetlands and forests from encroachment and stand up courageously against plastic pollution, noise pollution, deforestation, and the climate crisis,” she said.
Syeda Rizwana Hasan also stated that the struggles for women’s rights and environmental protection are complementary. Women are the most affected by climate disasters, even though they are the least responsible. This is why, the climate movement is inherently a feminist struggle, she said.
Addressing the graduates, she added, they are the leaders of tomorrow. Every decision they make will shape the future of this planet. She stressed the importance of sustainable development, saying, we all want progress, but it should not come at the cost of nature’s destruction. Let us try to disturb nature as little as possible—only then will nature love us back.
Calling on students to take responsibility for positive social change beyond their careers, she encouraged them to pursue eco-friendly innovations in science, technology, and research.
The convocation was also addressed by Chief Guest Professor Dr. Chowdhury Rafiqul Abrar, Advisor for Education. Special guests included Sharmeen S Murshid, Advisor for Women and Children Affairs and Social Welfare. The event was presided over by the university’s Vice-Chancellor, Professor Dr. Parveen Hasan. The ceremony was attended by the Chairman and members of the Board of Trustees, faculty members, students, guardians, and distinguished guests.
#
Dipankar/Fatema/Romzan/Ali/Masum/2025/1230 hour
তথ্যবিবরণী নম্বর : ৩৩৬০
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া। যেকোনো অবস্থায় সবার ওপরে ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
উপদেষ্টা আজ রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে বক্তৃতাকালে এসব কথা বলেন ।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ তারাই এর জন্য সবচেয়ে কম দায়ী। এই ন্যায়ের প্রশ্নেই জলবায়ু সংগ্রাম এক নারীবাদী আন্দোলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারাই আগামী দিনে নেতৃত্ব দিবে। তাদের প্রতিটি সিদ্ধান্তই এই পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে। তিনি বলেন, জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে হবে, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে।
উপদেষ্টা আরো বলেন, আমরা সবাই উন্নয়ন চাই, তবে সেটা যেন প্রকৃতির ওপর সর্বনাশ ডেকে না আনে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পরিবেশবান্ধব সমাধান উদ্ভাবনে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
#
দীপংকর/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১২৩০ ঘন্টা