Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৮৭২

প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে

                                                                                                      --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

রংপুর, ১৬ অগ্রহায়ণ (১লা ডিসেম্বর):

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইতে সামান্য পরিমার্জন করা হয়েছে।  তিনি জানান, প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। ছবি ও গল্পের মাধ্যমে অভ্যুত্থানের ইতিহাস  অন্তর্ভুক্ত থাকবে।  তিনি বলেন, প্রাথমিকের পাঠ্যপুস্তকের বইয়ের কিছু পরিমার্জন হয়েছে। প্রিন্টিং এর কাজ চলছে। জানুয়ারিতেই প্রাথমিকের বই বিতরণ সম্ভব হবে। তিনি আরো বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। আবার অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেগুলো মানসম্পন্ন নয়। আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, দুপুরের খাবার দিচ্ছি। পর্যায়ক্রমে সব স্কুলে দুপুরের খাবার দেয়া হবে।

          উপদেষ্টা আজ রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালা’ উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের ব্রিফংকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো  ভালো। সে তুলনায় পারফরমেন্স খুব ভালো না। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে এমনটা নয়। শিক্ষার গুণগত উন্নয়ন ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের কাজ করতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে পড়া-লেখা আদায় করার মানসিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, পঞ্চম শ্রেণী পাস করে একজন শিক্ষার্থী  যাতে  পড়তে ও লিখতে পারে এবং যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে সেটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে কাজ করে যাব। প্রাইমারিতে সব শিখিয়ে ফেলবো তা সঠিক নয়। মাতৃভাষায় সহজে পড়তে ও লিখতে পারার প্রতি মনোযোগ সৃষ্টি করতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছেন, মানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে, সেগুলো দেখব।

          এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/মেহেদী/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮৭১

 

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব

                                    ----ফারুক ই আজম, বীর প্রতীক

 

ব্রাহ্মণবাড়িয়া (কসবা), ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর):

 

     মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব। এই কাজটি জাতিগতভাবে আমাদের সবার সমন্বয়ে করতে হবে।

 

     উপদেষ্টা আজ বিজয়ের মাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কসবা উপজেলার ঐতিহাসিক কোল্লাপাথর শহিদ সমাধিস্থল পরিদর্শন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

 

     উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার ইতোমধ্যে অনলাইনে ডেটাবেজ তৈরি করেছে। সাধারণ জনগণের জন্য আপত্তি ফরমের সুযোগ রাখা হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর কাছে সবসময়ই পরিচিত। আমরা সেসব তথ্যও যাচাই করছি।

 

     ফারুক ই আযম বীর প্রতীক বলেন, এই সমাধিস্থল আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদদের চিরন্তন স্মারক। এখানে যারা শায়িত আছেন, তারা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অভিন্ন স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন, স্বাধীন বাংলাদেশে তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয়। আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাসকে জানুক এবং এর মর্যাদা রক্ষা করুক। তিনি আরো বলেন, আমাদের দায়িত্ব শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয়, বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। আমাদের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির অহংকার। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

 

     উপদেষ্টা বলেন, কোল্লাপাথর এ সমাধিস্থলটি রক্ষণাবেক্ষণ এবং স্থায়ীভাবে সংরক্ষণ করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এসেছেন। এটি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

     আগামী নির্বাচন কখন হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপানারা লক্ষ্য করেছেন আমাদের জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবই আমরা সম্পন্ন করবো। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এখানে কাউকেই বিচ্ছিন্ন না করে সবার ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। তিনি বলেন, সংস্কারের ব্যাপারে যে কমিশন গঠিত হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেবে। তখন এটা জনসম্মুখে যাবে। রাজনৈতিক দল, জনগণ এবং স্টেকহোল্ডার যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বলে সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে।

 

     এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।

 

                                                  #

 

এনায়েত/মেহেদী/পবন/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/২০৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৮৭০

অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে চালু হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প

                                                                                                                        --- ভূমি উপদেষ্টা

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১লা ডিসেম্বর):

          ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে চালু হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের অধীন নতুন সফ্টওয়্যার চালুর ফলে ঘরে বসেই মানুষ ঝামেলাহীন ও স্বাধীনভাবে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নম্বর ও খতিয়ান-সহ ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সামাজিক হানাহানি, মামলা-মোকদ্দমা হ্রাস পাবে এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে। 

          উপদেষ্টা ঢাকায় ভূমি ভবনে অটোমেশন প্রকল্প আয়োজিত সমনি¦ত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার লক্ষ্যে নতুন সফটওয়্যার উদ্বোধনকালে এসব কথা বলেন।

          হাসান আরিফ বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের অন্যতম স্বপ্ন ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। আর নিরাপদ বাসস্থান হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। এজন্য প্রয়োজন একখণ্ড মানসম্মত ও নির্ভেজাল ভূমি। তিনি আরো বলেন, জনবান্ধব ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’। এ প্রকল্পের আওতায় একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আজ এগুলোর মধ্যে ৪টি সফটওয়্যারের মানোন্নয়ন ও ১টি নতুন উদ্ভাবিত সফটওয়্যার নতুনভাবে তৈরি করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

          অনুষ্ঠানে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।

          পরে উপদেষ্টা ডিএলআর আয়োজিত পঞ্চাশ দিনব্যাপী সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন করেন।

#

আহসান/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

Handout                                                                                                            Number: 1869

 

Polythene Plastic-Free Tourism: First Ship of the Season Reaches Saint Martin's Island

 

Dhaka, 1 December:

 

     On December 1, 2024, at 10:00 AM, the first tourist vessel of the season, MV Baro-Aulia, departed from the BIWTA's Nuniachhara terminal in Cox's Bazar for Saint Martin's Island. The journey carried 653 tourists, all of whom adhered to the condition of traveling without plastic or polythene products.

 

       Under close supervision by the district administration, travel passes were verified to ensure a smooth and organized journey. Tourists deposited their polythene and plastic items in designated garbage bins before boarding. As part of an eco-friendly initiative, complimentary cloth bags were provided to the passengers.

 

      The Deputy Commissioner of Cox's Bazar personally greeted the tourists aboard the ship, exchanging pleasantries. The tourists expressed their appreciation for the initiative and their satisfaction with the seamless management and eco-friendly measures.

 

       On Saint Martin's Island, officials from the tourism management committee, tourist police, and the Department of Environment worked collaboratively to ensure environmental conservation and controlled tourism operations. Their concerted efforts contributed significantly to protecting the island's environment.

 

     This initiative taken by the Ministry of Environment, Forest and Climate Change, along with concerned Departments sets a remarkable example of sustainable tourism, encouraging travelers to adopt more environmentally responsible practices in the future. Environment seeks cooperation from all to preserve the environment in Saint Martin Island.

 

                                                  #

 

Dipankar/Rana/Paban/Sanjib/Mosharaf/Abbas/2024/2021 Hours

 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ১৮৬৮

 

শহিদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে পীরগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

পীরগঞ্জ (রংপুর), ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর):

 

     প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আজ রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদের  প্রতি শ্রদ্ধা জানাতে তার গ্রামের বাড়িতে যান।

      উপদেষ্টা শহিদ আবু সাঈদের বাবা মায়ের সাথে কথা বলেন। তিনি বলেন, আমরা শহিদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, আপনাদের সাথে দুঃখ ভাগাভাগি করতে এসেছি। কোনো কিছুর বিনিময়ে শহিদ আবু সাঈদের ক্ষতি পূরণ হবার নয়। উপদেষ্টা শহিদ আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে সরকারি সহায়তার আশ্বাস দেন। ।

 

                                                 #

 

জাহাঙ্গীর/পবন/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০০৫ ঘণ্টা

 

s

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ১৮৬৭

 

পলিথিনমুক্ত পর্যটন: মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিন পৌঁছাল

 

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর):

 

     আজ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বারআউলিয়া কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় ৬৫৩ জন পর্যটক ভ্রমণ করেন, যাদের সবাইকে পলিথিন ও প্লাস্টিকমুক্ত ভ্রমণের শর্ত মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়।

 

       জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাদের সাথে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।

 

      কক্সবাজারের জেলা প্রশাসক নিজে জাহাজে উপস্থিত থেকে পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পর্যটকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবস্থাপনার সার্বিক সুষ্ঠুতা ও পরিবেশবান্ধবতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

       সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটি, ট্যুরিস্ট পুলিশ, এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত তৎপরতা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করছে।

 

       পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে পর্যটকদের পরিবেশ রক্ষায় আরো দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। মন্ত্রণালয়ের পক্ষে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

                                               #

 

দীপংকর/পবন/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০০০ ঘণ্টা

Handout                                                                                                       Number: 1866

Palestine's Struggle is One of the Inspirations Behind the July Uprising

                                                                                                --- Nahid Islam

Dhaka, 1 December:

            Palestine holds a special place in the emotions of Bangladesh. Bangladesh has always stood by Palestine in its struggle for independence. That is why on November 29, 2023, we initiated activities through the March for Palestine platform. The fight for the rights of the Palestinian people was one of the key inspirations behind the July Uprising.

            These remarks were made by Nahid Islam, Advisor to the Ministry of Posts, Telecommunications, and Information Technology, and the Ministry of Information and Broadcasting, when Palestinian Ambassador to Bangladesh Yusuf S. Y. Ramadan visited the office of the Ministry of Posts and Telecommunications today.

            The advisor stated that Palestine is a point of national unity for us. Bangladesh has always supported the oppressed and persecuted people of Palestine. He reiterated that Bangladesh consistently supports Palestine’s rightful demands, adding that the people of Bangladesh stand firmly for Palestine's independence and sovereignty.

            Addressing the advisor, Yusuf S. Y. Ramadan said, ÔYour arrival comes at a time when the people of Bangladesh had almost given up hope. Everyone is looking toward you. The people of the country want to place their trust in you.Õ He expressed gratitude to the people of Bangladesh, saying that despite the geographical distance, Bangladesh is more vocal about the rights of the Palestinian people than many other Muslim countries.

            Nahid Islam reaffirmed Bangladesh's unwavering support for the Palestinian state and its people. He expressed hope that Palestine will eventually achieve the independent state it longs for.

            The ambassador stated, ÔWe sincerely wish success for the current interim government because if this government succeeds, the people of Palestine will be stronger. We want the interim government to succeed in fulfilling the dreams of its people.Õ The ambassador also invited the advisor to meet with members of the OIC committee.

            During the meeting, the Secretary of the Posts and Telecommunications Division, Dr. Mohammad Mushfiqur Rahman, and senior officials from the ministry were also present.

#

Zashim/Paban/Rana/Sanjib/Joynul/2024/1945

তথ্যবিবরণী                                                                                                                নম্বর:১৮৬৫

কলকারখানা ও শিল্প মালিক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার

                                                                                                        --- ড. এম সাখাওয়াত হোসেন

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১লা ডিসেম্বর):

            শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কলকারখানা ও শিল্প মালিক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিবিড়ভাবে কাজ করছি। আইএলও এর পরামর্শ শুনছি এবং কাজ করছি। নিশ্চিত করছি আইএলও-এর সাথে আমাদের সুম্পর্ক থাকবে।

            আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশের শিল্প সম্পর্ক ব্যবস্থার রূপান্তর নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপে অংশগ্রহণ করে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি মালিক পক্ষকে বলেন, শ্রমিকদের সাথে সম্পর্ক তৈরি করুন। যারা সম্পর্ক ভালো করেছেন তাদের প্রতিষ্ঠান সুফল পাচ্ছে। আমাদের সময় দিতে হবে আমরা শ্রম শিল্পের উন্নতি করবো। এছাড়া শ্রম সংস্কার কমিশন থেকে সুপারিশ আসবে। শ্রমঘন অঞ্চলে আইএলও এর সুপারিশ বাস্তবায়িত হবে।

            উপদেষ্টা বলেন, বাংলাদেশের উন্নয়নের গতিপথ এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের ক্রমবর্ধমান শ্রমশক্তিকে উন্নত ও সুরক্ষিত করার জন্য সমন্বিত শিল্প সম্পর্কের গুরুত্বকে আমরা স্বীকার করতে বাধ্য। আমি স্বীকার করছি যে, বাংলাদেশের জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমাদের দেশ এখন উন্নত শ্রম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রম সংস্কার কমিশন উপদেষ্টা বলেন, একটি প্রতিযোগিতামূলক, বাজারভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য একটি শক্তিশালী শিল্প সম্পর্ক ব্যবস্থা অপরিহার্য। জাতীয়, ক্ষেত্রভিত্তিক এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে সময়োপযোগী এবং কার্যকর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যাতে বিরোধ সংঘাতে রূপ নিয়ে আমাদের উন্নয়ন লক্ষ্যগুলোকে নষ্ট করতে না পারে। শ্রম সংস্কারের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত হয় আইএলও গভর্নিং বডিতে আমাদের প্রতিনিধিত্ব এবং চলমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। এই উদ্যোগগুলো অভিযোগ নিষ্পত্তি, আপস এবং সালিসি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার গুরুত্বকে তুলে ধরে তিনি আরো বলেন, সামাজিক সংলাপ শুধুমাত্র বিরোধ নিষ্পত্তির একটি মাধ্যম নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি হাতিয়ার এবং সামাজিক শান্তির একটি নিশ্চয়তা। নিয়োগকর্তা, শ্রমিক এবং সরকারি প্রতিনিধিদের একত্রিত করার মাধ্যমে আমরা একটি যৌথ অগ্রগতির দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আজকের সংলাপ থেকে গৃহীত যৌথ ঘোষণা আমাদের সকলের জন্য একটি শক্তিশালী অগ্রগতি এবং সামগ্রিক শিল্প সম্পর্ক ব্যবস্থা ও চর্চার ক্ষেত্রে একটি নতুন অধ্যয়ের সূচনা করবে।

            সংলাপ শেষে সামঞ্জস্যপূর্ণ শিল্প সম্পর্কের ওপর যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ ইমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশীর কবির এবং ন্যাশনাল কো-অর্ডিনেসন কমিটি ফর ওয়ার্কাস এডুকেশনের চেয়ারপার্সন বাদল খান।

            সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর এইস ই মাইকেল মিলার, আন্তর্জাতিক শ্রম সংস্থার সহকারী মহাপরিচালক ম্যানুয়েলা টোমেই, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি আরশাদীর কবির এবং আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন-সহ আইএলও-এর অন্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মালেক/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৮৬৪

ফিলিস্তিনের লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা

                                                            --- উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১লা ডিসেম্বর):

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিন বাংলাদেশের আবেগের জায়গা। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ সব সময় পাশে ছিল। এজন্য ২৯ নভেম্বর ২০২৩ তারিখে মার্চ ফর প্যালেস্টাইন প্লাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু করি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম।

          আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

          উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের একটি জায়গা। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বলেও তিনি মন্তব্য করেন।

          নাহিদ ইসলাম ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন,  ফিলিস্তিন জনগণ তাদের কাক্সিক্ষত স্বাধীন রাষ্ট্র পাবে।

          ইউসুফ এস ওয়াই রামাদান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষ যখন সকল আশা ছেড়ে দিয়েছে সেই সময় আপনাদের আগমন। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের জনগণ আপনাদের ওপর আস্থা রাখতে চায়। বাংলাদেশের সাথে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চাইতেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার এজন্য রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

          রাষ্ট্রদূত বলেন, আমরা আন্তরিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করছি কারণ বর্তমান সরকার সফল হলে ফিলিস্তিনের জনগণ শক্তিশালী হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণের স্বপ্ন পূরণে সার্থক হউক। রাষ্ট্রদূত উপদেষ্টাকে ওআইসি কমিটির সদস্যদের সাথে সাক্ষাতের আমন্ত্রণ জানান।

          সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মোঃ মুশফিকুর রহমান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

জসিম/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৮৬৩

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে দেশীয় প্রজাতিসমূহের সংরক্ষণে ভূমিকা রাখতে হবে

                                                                                            --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সাভার (ঢাকা), ১৬ অগ্রহায়ণ (১লা ডিসেম্বর):

          বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-কে দেশীয় প্রজাতিসমূহের একটি জিন ব্যাংক উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিদেশি জাতসমূহের অভিযোজনের পাশাপাশি দেশীয় জাতসমূহ সংরক্ষণেও বিএলআরআই-কে ভূমিকা রাখতে হবে।

          আজ সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সদ্যসমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। 

          উপদেষ্টা বলেন, যেসব প্রজাতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, প্রয়োজন হলে বিএলআরআই হতে সেসব প্রাণী সংরক্ষণে রেড এ্যালার্ট জারি করতে হবে। পাশাপাশি তিনি দেশের কোন এলাকায় কোন প্রজাতির প্রাণিসম্পদ বেশি পাওয়া যায়, সে সংক্রান্ত একটি ম্যাপ প্রণয়নেও বিএলআরআই-কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

          ফরিদা আখতার বলেন, মাংস আমদানি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। একথা উল্লেখ করে বহু বিদেশি সংস্থা আমাদেরকে কম দামে মাংস আমদানির প্রস্তাব দেয়। তাদের এই প্রস্তাবের কারণে সরকারও অনেক সময় চাপে পড়ে যায়। কিন্তু দেশেই মাংস উৎপাদন বাড়ানো সম্ভব। কেবল কোরবানি কেন্দ্রিক মাংসের বাজার বিবেচনা না করে সারা বছর কী পরিমাণ মাংসের চাহিদা থাকে তা বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। মাংসের দাম কেনো বাড়ে তার কারণ খুঁজে বের করতে হবে বিএলআরআই-কে। দেশীয় জাতসমূহের উন্নয়নের মাধ্যমে বিএলআরআই-কে উৎপাদনশীলতা বাড়াতে নির্দেশনা প্রদান করেন তিনি।

          উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবিলার নির্দেশনা দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের দেশীয় জাতসমূহ জলবায়ু পরিবর্তনের সাথে কতোটা খাপখাইয়ে নিতে পারছে, সে সংক্রান্ত গবেষণা করতে হবে। পাশাপাশি মৌসুমভেদে প্রাণিজ আমিষের চাহিদা এবং এর সাথে সাথে প্রাণীসম্পদ উৎপাদনে কী ধরনের পরিবর্তন আসছে সে সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাজারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। এসময় তিনি বিএলআরআই-এর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মর্মেও আশ্বস্ত করেন।

          বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিএলআরআই-এর গবেষকগণ, বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা এসময় উপস্থিত ছিলেন।

#

মামুন/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর :১৮৬২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :  

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ পালন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে ১০ ডিসেম্বর।  

র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন করা এখন সময়ের দাবি। আমরা নির্যাতন মু

2024-12-01-15-54-f9cb1ddd79e9334d64fe19a7cf2657cb.docx