তথ্যবিবরণী নম্বর : ২২৩
এএআরডিও নির্বাহী কমিটির প্রতিনিধিদলের মানিকগঞ্জে ব্যস্ত দিন অতিবাহিত
মানিকগঞ্জ, ৮ মাঘ (২১ জানুয়ারি):
আফ্রো-এশীয় পল্লী উন্নয়ন সংস্থা (এএআরডিও) ঢাকায় ৬৮তম নির্বাহী কমিটির সভায় যোগদানকারী সদস্যগণ আজ মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পাঞ্চনখাড়া গ্রামে ব্যস্তদিন অতিবাহিত করেন। সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প একটি বাড়ি একটি খামার, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার উদ্যোগে বাস্তবায়িত সমন্বিত পানি সরবরাহ ও বায়ো-গ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উপকারভোগী পাঞ্চনখাড়াবাসীর সাথে মতবিনিময় করেন প্রতিনিধিদল।
এ উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমধর্মী এক উঠোন বৈঠকে মুক্ত আলোচনায় অংশ নেন এএআরডিও সভাপতি কমাদূথ জাদো, মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান এল শ্রিহীন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, আরডিএ মহাপরিচালক এম এ মতিন, খামার প্রকল্প পরিচালক আকবর হোসেন, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।
সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যক্রমের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া উপকারভোগী কর্তৃক গ্রাম সমিতিতে অর্থ লেনদেন প্রক্রিয়া সরাসরি অনলাইনের মাধ্যমে দেখানো হয়।
এএআরডিও সভাপতি ও মহাসচিব একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং আরডিএ উদ্ভাবিত পানি সরবরাহ ব্যবস্থা ও বায়ো-গ্যাস প্ল্যান্ট নিয়ে আগ্রহ ব্যক্ত করেন। এসব প্রকল্পের সুযোগ সুবিধা সংস্থাভুক্ত রাষ্ট্রসমূহকে কিভাবে উপকৃত করা যায় তা নিয়ে কথা বলেন। বর্তমান সরকারের দারিদ্র্যবিমোচন কৌশল, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও পল্লী জনগোষ্ঠীর জীবন মাননোন্নয়ন কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে প্রতিনিধিদল সাভারে জাতীয় স্মৃতি সৌধ পরিদর্শন করেন।
#
আহসান/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২২
আগামীতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প নেয়া হবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সরকারের কাছ থেকে সরাসরি অর্থ না নিয়ে আগামীতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প নেয়া হবে। পরিবেশবান্ধব উন্নয়নই টেকসই উন্নয়ন। পরিবেশ সংরক্ষণের বিষয়টি আমাদের সকল কার্যক্রমেই গুরম্নত্বসহকারে বিবেচনা করা হয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রেও এর ব্যাত্যয় হয়নি। প্রযুক্তিগত কারণেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে না।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, ৬৩ ভাগ বিদ্যুৎ গ্যাস হতে উৎপন্ন হয়। ফলে কার্বন নিঃসরণ কম হয়। তাই কার্বন ট্রেডিং এর বিষয়ে আলোচনা করা হচ্ছে। তিনি এ সময় নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি অডিট, উপ-আঞ্চলিক সহযোগিতা, ইনোভেটিভ ফাইনান্সিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ ব্যবস'া, বিকল্প জ্বালানি, ইষঁব ঊপড়হড়সু, খঘএ ঞবৎসরহধষ, ঋঝজট ও জ্বালানি পরিবহণ ব্যবস'া নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চেষ্টা চলছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি প্রায় চূড়ানত্ম। জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার জন্য প্রাথমিকভাবে ১ বিলিয়ন ডলার রাখা হয়েছে। ঝরহমষব চড়রহঃ গড়ড়ৎরহম (ঝচগ) প্রকল্পটি বাসত্মবায়িত হলে বাৎসরিক ১ হাজার কোটি ও ঊজখ টহরঃ-২ বাসত্মবায়িত হলে বাৎসরিক ২ হাজার ৪শ’ কোটি টাকা সাশ্রয় হবে।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২১
আইবিএ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করছে
----স্পিকার
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি):
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিযোগিতামূলক উন্মুক্ত অর্থনীতি ও বিশ্বায়নের যুগে আইবিএ দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি গতকাল ঢাকার আর্মি মিউজিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত ৫০ বছরপূর্তিতে আইবিএর সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
স্পিকার বলেন, বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত শিক্ষার কোন বিকল্প নেই। আইবিএ বাংলাদেশে ব্যবসা ও বাণিজ্যের সেন্টার অভ্ এক্সিলেন্স হিসেবে সে দায়িত্ব পালনের মাধ্যমে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তিনি সম্ভাবনার সকল ক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে আইবিএকে তার অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
স্পিকার বলেন, আইবিএ একটি প্লাটফর্ম যার মাধ্যমে দেশের সাধারণ জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একাজে তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে তিনি দেশের জনগণের মধ্য থেকে সকল অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং সাধারণ জনগণের স্বপ্ন পূরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
আইবিএ এলামনাই এসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আইবিএর পরিচালক প্রফেসর এ কে এম সাইফুল ইসলাম মজিদ এবং আইবিএ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম বক্তৃতা করেন।
#
হুদা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৯
সমৃদ্ধ উন্নত দেশ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই
---এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর, ৮ মাঘ (২১ জানুয়ারি):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে গুণগত শিক্ষার বিকল্প নেই । মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ উন্নত দেশ গড়তে গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে। ।
মন্ত্রী আজ ফরিদপুরের কানাইপুরে পোরদিয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে আজীবন কাজ করেছেন। পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধীচক্র জাতিকে ধ্বংসের পাঁয়তারা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ২১ বছরে দেশে অগ্রগতি ও অর্জন ছিল শুন্যের কোটায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৯৯৬ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা শুরু হয়।
তিনি বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বলেন, উৎসবমুখর ও শান্তিপ্রিয় এই জাতি শিক্ষাদীক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে অবশ্যই উন্নত দেশে পরিণত হবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার ভিত্তিতে বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্বের বুকে তুলে ধরেছেন। বর্তমান সরকারের আমলে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের উল্লেখ করে তিনি দৌলতদিয়া ঘাট দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু তৈরিতে সরকারের প্রতিশ্রুতির কথাও তাঁর বক্তব্যে বলেন।
#
জাকির/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৩১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২০
এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
বাংলাদেশের পাট পণ্য রপ্তানির উপর ভারত সরকার যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে, তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের উচিত বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা। ভারতের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এরমধ্যে পাট পণ্য খুব বেশি নয়। ভারত অনেক বড় দেশ, বাংলাদেশের পাট পণ্য রপ্তানির উপর থেকে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করলে তেমন ক্ষতি হবে না। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করলেও বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে সাড়ে ১২ শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে, এখন নতুন করে পাট পণ্য রপ্তানির উপর প্রায় ৩২৯ মার্কিন ডলার হারে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। ভারতের এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বাংলাদেশ উপযুক্ত ফোরামে আলোচনা করবে। তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে ভারত সরকারের কাছে বিষয়টি উপস্থাপনের অনুরোধ করেন।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত ভারতের ৬৮তম রিপাবলিক ডে উপলক্ষে ‘ইউনিটি ইন ডাইভারসিটি ইন ইন্ডিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং ভারতের জনগণ বাংলাদেশের মানুষকে সবধরনের সহযোগিতা করেছে। যা ভুলে যাবার মতো নয়। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে, পানি বণ্টন চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুদ্ধের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ বাংলাদেশ সফরের আগে ১২ মার্চ সেনাবাহিনী প্রত্যাহার করে নেন। ভারতের কাছ থেকে ১০০ কোটি রুপি ঋণ গ্রহণ করে কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল-একটি বাংলাদেশের স্বাধীনতা, অপরটি হলো দেশের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সফলভাবে এগিয়ে যাচ্ছেন। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির প্রেসিডেন্ট প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সমিতির মহাসচিব সুবির কুশারি।
#
বকসী/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা