Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০১৫

তথ্যবিবরণী 11/4/2015

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ১০৩৮

 

প্রাকৃতিক  দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর

                                                                   -- মোঃ শাহ্রিয়ার আলম                                                                                                                                                                                                                                                                                                                                                                           

 

রাজশাহী, ২৮ চৈত্র (১১ এপ্রিল) : 

 

          পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। তিনি ক্ষতিগ্রস্ত অসহায় জনগণের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও  বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

প্রতিমন্ত্রী আজ রাজশাহীর চারঘাট উপজেলায় সাম্প্রতিক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাসুদেবপুর, পাইটখালী, মল্লিকমাড়িয়া, নিমপাড়া ও ভায়া-লক্ষ্মীপুর সরজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে পৃথক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়  একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতি প্রাকৃতিক দুর্যোগে বিচলিত হয় না। তিনি জনগণকে সাহস ও ধৈর্যের সাথে  দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।  তিনি ব্যক্তিগত তহবিল থেকেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, গত  ৪ এপ্রিল চারঘাট  উপজেলার কয়েকটি  ইউনিয়নের উপর দিয়ে  প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে প্রায় দু’হাজার পরিবার সম্পূর্ণ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

 ইতোমধ্যে প্রতিমন্ত্রীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য চারঘাট উপজেলায় এক লাখ ২৫ হাজার টাকা ও ১৪ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। ঝড়ে চারঘাট উপজেলায় ১৬ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন থেকে আহত ১৩ জনকে পাঁচহাজার করে মোট ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অতি ক্ষতিগ্রস্তদের ২০টি পরিবারকে  এক বান্ডিল করে মোট ২০ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে এবং তাদেরকে আরো তিনহাজার করে টাকা দেয়া হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।  ক্ষতিগ্রস্ত একহাজার চারশত পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ঝড়ে ৪ হাজার ১৪ হেক্টর জমির  আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে  জানানো হয়েছে।

 

পরিদর্শনকালে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

মিজান/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা      

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                         নম্বর : ১০৩৬

গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ


ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ১২-১৩ এপ্রিলে অনুষ্ঠিতব্য Global Parliamentary Conference এ যোগদানের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্র সফরকালে চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সানজিদা খানম, জাতীয় সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, গণসংযোগ অধিশাখার পরিচালক এস এম মঞ্জুর এবং সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন স্পিকারের সফরসঙ্গী হিসেবে থাকবেন। 

স্পিকার যুক্তরাষ্ট্রে কনফারেন্সে যোগদানশেষে European Parliamentary Forum on Population and Development (EPF) এর সহযোগিতায় আগামী ১৬-১৭ এপ্রিলে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য G7-G20 International Parliamentarians’ Conference on Population and Development in Preparation for the 2015 G7 Summit এ অংশগ্রহণ করবেন। 

তাঁকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরশেষে আগামী ২১ এপ্রিল স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।
                                                                                                                #

হুদা/ফায়জুল/জসীম/আব্বাস/২০১৫/১৬৫০ ঘণ্টা 

Todays handout (2).doc